Tag Archives: Recruitment

New Job Alert: কাজের নতুন দিশা! এবার থেকে মহিলারাও হবেন ট্যুর গাইড! জানুন কীভাবে আবেদন করবেন

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতে ইতিহাসের সন্ধানে বহু পর্যটকরা আসেন। ইতি মধ্যেই পুজোর ছুটিতে ঘুরে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন মুর্শিদাবাদে। তবে মুর্শিদাবাদ এলে দেখা মিলতে পারে মহিলা গাইডদের। এবার পুরুষদের পাশাপাশি থাকছে মহিলা ট্যুরিস্ট গাইড। বহরমপুর গার্লস কলেজে পর্যটন দফতরের পক্ষ থেকে চলবে এক প্রশিক্ষণ। সেখানেই চলছে ট্যুরিস্ট গাইডের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। তার আগে চলছে কাউন্সিলিং পর্ব। আসন সংখ্যা রয়েছে ৩০টি।

আরও পড়ুনঃ মৃত স্বামীর বুকে মাথা রেখে কান্না, ৩ মিনিটের মধ্যে শেষ স্ত্রী-ও! মারাত্মক কাণ্ড

বহরমপুর গার্লস কলেজের ছাত্রীদের নিয়ে ইতি মধ্যেই শুরু হয়েছে কাউন্সিলিং প্রক্রিয়া। ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট গাইড বেসিক কোর্স- এটা ১৯২ ঘণ্টার কোর্স। এখানে পর্যটনের গাইড হওয়ার জন্য় আপনাকে কমপক্ষে যেটা প্রয়োজনীয় সেটা তুলে ধরা হবে। জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট গাইড অ্যাডভান্স কোর্স- এটা ৯৬ ঘণ্টার কোর্স। এখানেও হেরিটেজ টুরিজম, ধর্মীয় পর্যটন, ইকো টুরিজম, ওয়াইল্ড লাইফ, রিভার টুরিজম, স্থানীয় রান্নাবান্না, সংস্কৃতি সম্পর্কে আপনাকে জানানো হবে। সরকারি নোটিফিকেশন অনুসারে আপনি ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট গাইড সার্টিফিকেশন স্কিমের আওতায় আসতে পারেন। এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট কোর্স করতে হবে। এরপর আপনি পর্যটন দফতর অনুমোদিত টুরিস্ট বলে গণ্য হবেন। তবে এক্ষেত্রে আপনার যদি ইতিহাস, সংস্কৃতি, পর্যটন, প্রকৃতি, রান্নাবান্না সম্পর্কে আগ্রহ থাকে তবে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনাকে একটু সাবলীলভাবে কথা বলতে জানতে হবে। মূলত যে পর্যটন স্থানের উপর আপনি কাজ করবেন সেখানকার বিষয়বস্তু অত্যন্ত প্রাঞ্জলভাবে পর্যটকদের কাছে তুলে ধরতে হবে। আপনার ব্যবহার হতে হবে ভদ্র ও নম্র।

 

শুধুমাত্র ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ নয়। এই বাংলাতেই ছড়িয়ে রয়েছে বহু পর্যটন স্থান। কিন্তু সেগুলিকে পর্যটকদের সামনে তুলে ধরার মতো উপযুক্ত গাইড নেই। এমনকী মায়াপুর থেকে শান্তিনিকেতন, কালিম্পং থেকে কলকাতা, মুর্শিদাবাদ থেকে মালদা সর্বত্র এই গাইডের প্রয়োজন। আর সরকারি কোর্স করা থাকলে আপনার কদরই আলাদা।

কৌশিক অধিকারী

Recruitment Update: সুবর্ণ সুযোগ! উত্তর দিনাজপুরে এবার স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ

উত্তর দিনাজপুর: সুবর্ণ সুযোগ। উত্তর দিনাজপুর জেলায় এবার স্বাস্থ্য দফতরে লোক নিয়োগ। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ একাধিক প্রকল্পে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি। নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের এর জন্য আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না। কোন কোন পদে লোক নেবে?

আর‌ও পড়ুন: কবি-সাহিত্যিকদের প্রিয় অঞ্জনা নদী বাঁচাতে তৎপর নবীন প্রজন্ম

জেলায় নিয়োগ হবে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (জিডিএমও), মেডিকেল অফিসার, স্পেশালিস্ট (পেডিয়াট্রিক্স), স্পেশালিস্ট (মেডিসিন), স্পেশালিস্ট (গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স) এবং স্পেশালিস্ট (অপথ্যালমোলজি) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৬। আবেদনকারীদের বয়স ৬৭ বছরের মধ্যে হলেই বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে নিযুক্তদের পারিশ্রমিক হবে দৈনিক ৩,০০০ টাকা থেকে শুরু করে মাসে ৭০,০০০ টাকা পর্যন্ত।

ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য আবেদন জানানোর ক্ষেত্রে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের যথাক্রমে ৫০ এবং ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। আগামী ২৬ জুলাই সকাল ১১টায় বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউ আয়োজিত হবে। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র, অন্যান্য নথি এবং আবেদনমূল্যের রসিদ নিয়ে সকাল ১১ টার মধ্যে নির্ধারিত স্থানে পৌঁছে যেতে হবে।

পিয়া গুপ্তা

Recruitment 2024: জেলায় মোটা মাইনের চাকরির সুযোগ! শূন্যপদ ১০০! আবেদন করুন আজই

বাঁকুড়া: ভোট শেষ। বাঁকুড়ায় দারুন কাজের সুযোগ এবার। একদম বাঁকুড়া জেলা আদালতেই সুবর্ণ সুযোগ মিলছে চাকরির। বিভিন্ন পদে রয়েছে কাজের সুযোগ। জেলা বিচারকের কার্যালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কয়েকদিন আগেই। শূন্যপদ একশোর কাছাকাছি। বিভিন্ন পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আগ্রহীরা করতে পারবেন অনলাইনে আবেদন।

আরও পড়ুনঃ রিমলের জেরে স্থগিত প্রেসিডেন্সির সেমেস্টার পরীক্ষা, ঘোষণা করা হল নতুন সময়সূচি

আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বেইলিফ, প্রসেস সার্ভার এবং গ্রুপ-ডি কর্মী পদে নিয়োগ। শূন্যপদ রয়েছে ৯৯ টি। প্রত্যেকটি পদেই আবেদনের জন্য বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ছাড় রয়েছে সংরক্ষিতদের জন্য। পদ অনুযায়ী বেতন কাঠামো হবে। বেতনের পরিমাণ সর্বনিন্ম ১৭০০০ থেকে ৪৩৬০০ এবং সর্বোচ্চ ২৮৯০০ থেকে ৭৪৫০০ টাকা পর্যন্ত হবে প্রতি মাসে।

আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য বিশেষ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য স্নাতক হতে হবেই। এছাড়াও কম্পিউটার দক্ষতা, কম্পিউটার শিক্ষার সার্টিফিকেট এবং দ্রুত টাইপে পারদর্শী হতে হবে। ভিন্ন পদগুলিতে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে বিজ্ঞপ্তিতে। নীচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই পড়ে নিন সেই বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তি অনুসারে ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। অসংরক্ষিত শ্রেণিভুক্তদের আবেদনের জন্য ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জমা দিতে হতে পারে। সংরক্ষিতদের জন্য থাকছে বিশেষ ছাড়। পদ অনুসারে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ অথবা অন্যান্য যোগ্যতার নিরিখে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অবশ্যই বাঁকুড়া জেলা আদালতের ওয়েবসাইট পেজে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

নীলাঞ্জন ব্যানার্জী

Job Vacancy: দুর্দান্ত চাকরির অফার, ২৬০০০০ টাকার মাইনে! পরীক্ষা ছাড়াই সিলেকশন, ফটাফট করুন না হলে হাতছাড়া হবে এই চাকরি

: চাকরি খুঁজছেন৷ ফের নতুন নতুন চাকরির অফার৷ তার মধ্যে এটি দারুণ৷ এনসিআরটিসিতে এখন চাকরি পাওয়া যাচ্ছে৷ যা সরকারি চাকরি৷ আর যাঁরা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্য এই চাকরির অফার দারুণ হতে পারে৷
: চাকরি খুঁজছেন৷ ফের নতুন নতুন চাকরির অফার৷ তার মধ্যে এটি দারুণ৷ এনসিআরটিসিতে এখন চাকরি পাওয়া যাচ্ছে৷ যা সরকারি চাকরি৷ আর যাঁরা সরকারি চাকরি খুঁজছেন তাঁদের জন্য এই চাকরির অফার দারুণ হতে পারে৷
এনসিআরটিসি আইটি এক্সিকিউটিভ পদের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা যারা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশনে (NCRTC) কাজ করতে চান তাঁরা এই সংস্থার  অফিসিয়াল ওয়েবসাইট ncrtc.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। সব পদের জন্য আবেদন শুরু হয়েছে।
এনসিআরটিসি আইটি এক্সিকিউটিভ পদের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা যারা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশনে (NCRTC) কাজ করতে চান তাঁরা এই সংস্থার  অফিসিয়াল ওয়েবসাইট ncrtc.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। সব পদের জন্য আবেদন শুরু হয়েছে।
NCRTC-র এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে অনেক পদ পূরণ করা হবে। আপনি যদি এনসিআরটিসি-তে আবেদন করতে আগ্রহী হন তবে আপনাকে অবশ্যই এই সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। তবেই আপনি এর জন্য আবেদন করতে পারবেন।
NCRTC-র এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে অনেক পদ পূরণ করা হবে। আপনি যদি এনসিআরটিসি-তে আবেদন করতে আগ্রহী হন তবে আপনাকে অবশ্যই এই সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। তবেই আপনি এর জন্য আবেদন করতে পারবেন।
এই পদগুলি NCRTC-তে পূরণ করা হবেশূন্যপদের সংখ্যা জেনারেল ম্যানেজার/আইটি (সিনিয়র সলিউশন আর্কিটেক্ট) – ১ টি পদ অত্যধিক। জেনারেল ম্যানেজার/আইটি (সলিউশন আর্কিটেক্ট) – ১টি পদ সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার/আইটি (ওয়েব ডেভেলপার) – ১টি পদ ডেপুটি জেনারেল ম্যানেজার/ আইটি (ক্লাউড এক্সপার্ট) – ১টি পদ
এই পদগুলি NCRTC-তে পূরণ করা হবে
শূন্যপদের সংখ্যা
জেনারেল ম্যানেজার/আইটি (সিনিয়র সলিউশন আর্কিটেক্ট) – ১ টি পদ
অত্যধিক।
জেনারেল ম্যানেজার/আইটি (সলিউশন আর্কিটেক্ট) – ১টি পদ
সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার/আইটি (ওয়েব ডেভেলপার) – ১টি পদ
ডেপুটি জেনারেল ম্যানেজার/ আইটি (ক্লাউড এক্সপার্ট) – ১টি পদ
যারা NCRTC-তে আবেদন করতে পারবেনNCRTC নিয়োগ ২ জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া প্রাসঙ্গিক যোগ্যতা থাকতে হবে। তবেই তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। এনসিআরটিসি-তে আবেদনের বয়সসীমা জেনারেল ম্যানেজার/আইটি (সিনিয়র সলিউশন আর্কিটেক্ট) – সর্বোচ্চ বয়স ৫০ বছর অতিরিক্ত মহাব্যবস্থাপক/আইটি (সমাধান আর্কিটেক্ট) - সর্বোচ্চ বয়স ৫০ বছর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার/আইটি (ওয়েব ডেভেলপার) – সর্বোচ্চ বয়স ৪৫ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার/আইটি (ক্লাউড এক্সপার্ট) – সর্বোচ্চ বয়স ৪৫ বছর
যারা NCRTC-তে আবেদন করতে পারবেন
NCRTC নিয়োগ ২ জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া প্রাসঙ্গিক যোগ্যতা থাকতে হবে। তবেই তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
এনসিআরটিসি-তে আবেদনের বয়সসীমা
জেনারেল ম্যানেজার/আইটি (সিনিয়র সলিউশন আর্কিটেক্ট) – সর্বোচ্চ বয়স ৫০ বছর
অতিরিক্ত মহাব্যবস্থাপক/আইটি (সমাধান আর্কিটেক্ট) – সর্বোচ্চ বয়স ৫০ বছর
সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার/আইটি (ওয়েব ডেভেলপার) – সর্বোচ্চ বয়স ৪৫ বছর
ডেপুটি জেনারেল ম্যানেজার/আইটি (ক্লাউড এক্সপার্ট) – সর্বোচ্চ বয়স ৪৫ বছর
এনসিআরটিসি-তে বাছাই করার সময় বেতন পেতে হবেজেনারেল ম্যানেজার/আইটি (সিনিয়র সলিউশন আর্কিটেক্ট) – ১০০০০০ টাকা থেকে ২৬০০০০০ টাকা অত্যধিক। জেনারেল ম্যানেজার/আইটি (সলিউশন আর্কিটেক্ট) – ৯০০০০ টাকা থেকে ২৪০০০০ টাকা সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার/আইটি (ওয়েব ডেভেলপার) – ৮০০০০ টাকা থেকে ২২০০০০ টাকা ডেপুটি জেনারেল ম্যানেজার/ আইটি (ক্লাউড এক্সপার্ট) – ৭০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা
এনসিআরটিসি-তে বাছাই করার সময় বেতন পেতে হবে
জেনারেল ম্যানেজার/আইটি (সিনিয়র সলিউশন আর্কিটেক্ট) – ১০০০০০ টাকা থেকে ২৬০০০০০ টাকা
অত্যধিক। জেনারেল ম্যানেজার/আইটি (সলিউশন আর্কিটেক্ট) – ৯০০০০ টাকা থেকে ২৪০০০০ টাকা
সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার/আইটি (ওয়েব ডেভেলপার) – ৮০০০০ টাকা থেকে ২২০০০০ টাকা
ডেপুটি জেনারেল ম্যানেজার/ আইটি (ক্লাউড এক্সপার্ট) – ৭০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা
এখানে বিজ্ঞপ্তি এবং আবেদন লিঙ্ক দেখুনএনসিআরটিসিতে এইভাবে নির্বাচন করা হবে এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের NCRTC দ্বারা পরিচালিত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।
এখানে বিজ্ঞপ্তি এবং আবেদন লিঙ্ক দেখুন
এনসিআরটিসিতে এইভাবে নির্বাচন করা হবে
এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের NCRTC দ্বারা পরিচালিত সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে।