Tag Archives: Karwa Chauth

Karwa Chauth: করবা চৌথে মিয়া খলিফার জন্য উপোস বৃদ্ধের! চালুনি দিয়ে মুখও দেখলেন পর্ন তারকার, দেখুন ভিডিও

নয়াদিল্লি: সদ্য পেরিয়ে গেল করবা চৌথ। এই উৎসবে সঙ্গীর বিশেষত স্বামীর মঙ্গল কামনায় উপোস করেন মহিলারা। এখন অবশ্য অবিবাহিত মহিলারাও সঙ্গীর মঙ্গল কামনায় করবা চৌথ পালন করেন।

নিয়ম অনুযায়ী কৃষ্ণ চতুর্থীর সন্ধ্যায় চাঁদের দেখা পেলে স্বামীর হাত থেকে জল খেয়ে উপবাস ভঙ্গ করেন মহিলারা। এই করবা চৌথের দিনই অপ্রচলিতভাবে এই ব্রত পালন করে ভাইরাল হলেন এক বৃদ্ধ। সমাজ মাধ্যমে দেখা গিয়েছে, একটি ভাইরাল ভিডিওতে বিখ্যাত পর্ন তারকা মিয়া খালিফার জন্য করবা চৌথ পালন করছেন এক বৃদ্ধ। যদিও ভিডিওটি সত্যতা যাকেই করেনি নিউজ১৮ বাংলা।

আরও পড়ুন: দানা আসার আগেই বিপদ! কিছুক্ষণের মধ্যেই রাজ্যের পাশের দুই জেলায় আসছে প্রবল বৃষ্টি

কিন্তু বৃদ্ধের নিষ্ঠাভরে এমন ব্রত পালনের বিষয়টি ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি বৃদ্ধ চালুনি নিয়ে চাঁদ দেখছেন, চালুনির সামনে মঙ্গলদীপ রাখা। চাঁদ দেখার পর ওই চালুনি দিয়ে মিয়া খলিফার মুখও দেখেন সেই বৃদ্ধ। তাঁর একটি হাতে ছিল জলের ঘটি, যে ঘটির জল খেয়ে উপবাস ভঙ্গ করবেন তিনি।

আরও পড়ুন: কলকাতায় কত থাকবে ঝড়ের গতি? দানার কেমন প্রভাব পড়বে পাশের জেলাগুলিতে? বিরাট আপডেট

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন। ভিডিওটির নিচে প্রচুর মানুষ বিভিন্ন কমেন্টও করেছেন। তবে অনেক কমেন্টে আক্রমণ করা হয়েছে বৃদ্ধের রুচিবোধ নিয়ে। কিন্তু তবুও এরকম বিশিষ্ট পর্ন পর্ন তারকার জন্য বৃদ্ধির উপবাসের বিষয়টি কিছুটা হলেও মজার।

করবা চৌথের দিন টাকা-গয়না নিয়ে লোপাট স্ত্রী ! তিন সন্তান নিয়ে পরিবারে অসহায় স্বামী

ভিচিতর শর্মা, কাংড়া: দেশ জুড়ে সদ্যই প্রায় উদযাপিত হয়েছে করবা চৌথ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে বিবাহিতারা স্বামীর মঙ্গলকামনায় নির্জলা ব্রত করে থাকেন। কিন্তু হিমাচল প্রদেশে যে ঘটনা ঘটে গেল, তা স্বামীর মঙ্গল তো দূরের কথা, বরং পরিবারে নিয়ে এল অমঙ্গল আর শোকের ছায়া।

জানা গিয়েছে যে হিমাচলপ্রদেশের কাড়ার শাহপুর তহসিলের মঞ্জাগ্রা গ্রাম, দ্রমন পোস্ট অফিস এলাকার বাসিন্দা কাশ্মীর সিংয়ের পরিবারে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। করবা চৌথের দিন কাশ্মীর সিংয়ের পুত্রবধূ ৩৪ বয়সী বয়সী তৃপ্তা দেবী বেলা ১১টা নাগাদ স্থানীয় বাজারে করবা চৌথের ব্রতের জন্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তিনি ফিরে আসেননি। চিন্তিত স্বামী শমসের সিং এবার স্ত্রীর খোঁজখবর করা শুরু করেন। জানা যায়, তৃপ্তার পাশাপাশি পরিবার থেকে প্রায় ১ লাখ টাকার যাবতীয় সোনার গয়না এবং নগদ ১ লাখ ৩৫ হাজার টাকাও উধাও।

আরও পড়ুন– লরেন্স বিষ্ণোইয়ের আসল নাম কী ? কলেজ পড়ুয়া থেকে কীভাবে হয়ে উঠলেন ‘ডন’? জানুন গ্যাংস্টার বিষ্ণোইয়ের কাহিনি

পরিবারের সন্দেহ, তৃপ্তা কারও সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তাঁর এবং শমসেরের তিন মেয়ে- একজনের বয়স দশ বছর, অন্যজনের আট বছর এবং তৃতীয়জনের চার বছর। এই বিষয়ে শাহপুর থানার এসএইচও কর্তার সিং ঠাকুর বলেন, শমসের সিংয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নিখোঁজ অনুসন্ধান দায়ের করা হয়েছে। মহিলাকে খুঁজছে পুলিশ।

তবে, করবা চৌথের দিন স্বামী এবং সন্তান ছেড়ে চলে যাওয়ার ঘটনা এই বছরে দেশের অন্যত্রও ঘটেছে। জানা গিয়েছে যে বৃন্দাবনের কাশীরাম কলোনির বাসিন্দা এক ভদ্রলোক করবা চৌথের সন্ধ্যাবেলায় স্ত্রীর একটি চিঠি পান। সেই চিঠিতে ঠিক কী লেখা ছিল, তা এখনও প্রকাশ্যে আসেনি। শুধু জানা গিয়েছে যে সেই চিঠিতে ছিল স্ত্রীর ঘর ছেড়ে চলে যাওয়ার খবর। সঙ্গত কারণেই বিচলিত হয়ে পড়েন স্বামী। খোঁজাখুঁজি চলতে থাকে চার দিকে। কিন্তু নিখোঁজ স্ত্রীর কোনও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে কেবল পানিগাঁও ব্রিজে স্ত্রীর চপ্পল মেলে। দেরি না করে এর পর পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন– ট্রেনের এসি কোচে ভ্রমণ করছিলেন সেনা জওয়ান, জিআরপি এসে ব্যাগ সার্চ করতে চাইতেই ধুন্ধুমার ! জেনে নিন কী ঘটল

পুলিশ জানিয়েছে যে ওই ভদ্রলোকের নাম প্রদীপ এবং তাঁর স্ত্রীর নাম নিশা। তাঁদের দুই সন্তানও রয়েছে। দাম্পত্যে যে মেঘ ঘনিয়েছে, তা প্রদীপ বুঝতে পারেননি কোনও দিন। এবার করবা চৌথে এই অঘটনে সঙ্গত কারণেই হতাশ পুরো পরিবার। নিশার খোঁজে নদীতে ডুবুরি নামানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও খবর মেলেনি। পুলিশ তদন্ত জারি রেখেছে।

Karwa Chauth 2024: নতুন শাড়ি গয়নাতে কনের সাজে পালন করবা চৌথ! অনন্য রীতিতে জমজমাট কালচিনি

শ্রদ্ধার সঙ্গে করবা চৌথ অনুষ্ঠান পালিত হল কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্তে
শ্রদ্ধার সঙ্গে করবা চৌথ অনুষ্ঠান পালিত হল কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্তে
করবা চৌথ উপলক্ষে ব্লকের মন্দিরগুলিতে পুজোর আয়োজন করা হয়।
করবা চৌথ উপলক্ষে ব্লকের মন্দিরগুলিতে পুজোর আয়োজন করা হয়।
বিশেষ করে নতুন বিবাহিত স্ত্রীদের করবা চৌথ পালন করতে বেশি দেখা যায়
বিশেষ করে নতুন বিবাহিত স্ত্রীদের করবা চৌথ পালন করতে বেশি দেখা যায়
স্ত্রীদের নতুন বস্ত্র পরে বিয়ের কনের মত সাজতে দেখা যায়
স্ত্রীদের নতুন বস্ত্র পরে বিয়ের কনের মত সাজতে দেখা যায়
চাঁদের পুজোর পাশাপাশি এই ব্রত দেখতে ভিড় জমান এলাকাবাসীরা
চাঁদের পুজোর পাশাপাশি এই ব্রত দেখতে ভিড় জমান এলাকাবাসীরা

ছিলেন চাঁদ ওঠার অপেক্ষায়, করবা চৌথের সন্ধ্যাবেলায় স্ত্রীর চিঠি পেয়ে মাথা ঘুরে গেল স্বামীর ! খোঁজ মিলল শুধু মহিলার চপ্পলের

Report: Nitin Gautam

বৃন্দাবন: সেও ছিল এক চাঁদ ওঠার সময়। তফাতের মধ্যে শুক্লপক্ষ। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সময়ে অতীব ধনী মহাজন জগৎ শেঠের পরিবারের গল্প। শোনা যায়, এক সময়ে তাঁরা খুবই দরিদ্র ছিলেন। কোজাগরীর রাতে না কি দেবী লক্ষ্মী স্বয়ং দেখা দিয়েছিলেন জগৎ শেঠের মাকে। স্নান করে শুদ্ধ হয়ে বর চাইবেন, এই বলে মহিলা পুকুরে স্নান করতে যান। দেবী লক্ষ্মী কথা দেন, যতক্ষণ না মহিলা ফিরছেন, তিনি ওই বাড়িতেই থাকবেন, কোথাও যাবেন না। মহিলা আর ফেরেননি। এভাবেই স্বামীর কল্যাণ হয়েছিল তাঁর সূত্রে।

আরও পড়ুন– ঘূর্ণিঝড় ‘ডানা’ কতটা ভয়ঙ্কর হতে পারে? এর ল্যান্ডফল কোথায় হওয়ার সম্ভাবনা? জেনে নিন আবহাওয়াবিদরা কী বলছেন

বর্তমানে স্বামীর কল্যাণের জন্য সম্প্রতি দেশের ঘরে ঘরে যে পার্বণ উদযাপিত হল, তার প্রেক্ষাপটে বৃন্দাবনের পরিবারেও দেখা গেল এক স্ত্রীর ঘর ছেড়ে চলে যাওয়ার ঘটনা। দেশ জুড়ে সদ্যই উদযাপিত হয়েছে করবা চৌথ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, লোকমুখে তাই এর স্বীকৃতি করবা চৌথ নামে। এই পার্বণে বিবাহিতাদের ষোল শৃঙ্গারে সেজে ওঠা রেওয়াজ, স্বামী এবং পরিবারের মঙ্গল কামনায় সারা দিন উপোস করেন তাঁরা। সন্ধ্যায় চাঁদ উঠলে চন্দ্রদেবকে অর্ঘ্য দান করে চালুনি দিয়ে স্বামীর মুখ দেখেন, তাঁর হাত থেকে জল খেয়ে উপোস ভাঙেন। স্বামী দীর্ঘায়ু হন, দাম্পত্য মধুর হয়। বৃন্দাবনের কাশীরাম কলোনির এক স্বামীও চাঁদ ওঠার অপেক্ষায় ছিলেন। কিন্তু পরিণতি মধুর হল না।

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ২১ অক্টোবর – ২৭ অক্টোবর: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

জানা গিয়েছে যে বৃন্দাবনের কাশীরাম কলোনির বাসিন্দা ওই ভদ্রলোক করবা চৌথের সন্ধ্যাবেলায় স্ত্রীর একটি চিঠি পান। সেই চিঠিতে ঠিক কী লেখা ছিল, তা এখনও প্রকাশ্যে আসেনি। শুধু জানা গিয়েছে যে সেই চিঠিতে ছিল স্ত্রীর ঘর ছেড়ে চলে যাওয়ার খবর। সঙ্গত কারণেই বিচলিত হয়ে পড়েন স্বামী। খোঁজাখুঁজি চলতে থাকে চার দিকে। কিন্তু নিখোঁজ স্ত্রীর কোনও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে কেবল পানিগাঁও ব্রিজে স্ত্রীর চপ্পল মেলে। দেরি না করে এর পর পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে যে ওই ভদ্রলোকের নাম প্রদীপ এবং তাঁর স্ত্রীর নাম নিশা। তাঁদের দুই সন্তানও রয়েছে। দাম্পত্যে যে মেঘ ঘনিয়েছে, তা প্রদীপ বুঝতে পারেননি কোনও দিন। এবার করবা চৌথে এই অঘটনে সঙ্গত কারণেই হতাশ পুরো পরিবার। নিশার খোঁজে নদীতে ডুবুরি নামানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও খবর মেলেনি। পুলিশ তদন্ত জারি রেখেছে।

Karwa Chauth 2024: স্বামীর দীর্ঘায়ু কামনায় উপবাস করবেন? করবা চৌথের ‘আসল’ দিনক্ষণটা জানুন… পুজোর শুভ মুহূর্ত কখন?

স্বামীর দীর্ঘায়ু কামনায় করবা চৌথের উপবাস করেন বিবাহিত মহিলারা। সারাদিন জল পর্যন্ত গ্রহণ করেন না। দিনের শেষে ১৬ শৃঙ্গারে সেজে চন্দ্র দেবতার পূজার পর স্বামীর মুখ দর্শন করে উপবাস ভঙ্গ করেন।
স্বামীর দীর্ঘায়ু কামনায় করবা চৌথের উপবাস করেন বিবাহিত মহিলারা। সারাদিন জল পর্যন্ত গ্রহণ করেন না। দিনের শেষে ১৬ শৃঙ্গারে সেজে চন্দ্র দেবতার পূজার পর স্বামীর মুখ দর্শন করে উপবাস ভঙ্গ করেন।
করবা চৌথ ব্রতে চন্দ্রোদয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। নবরাত্রি শেষ হওয়ার পর থেকেই পাঁজি দেখা শুরু হয়। মেলানো হয় দিনক্ষণ, শুভ মুহূর্ত। এর সঙ্গে দেখা হয় কখন চাঁদ উঠবে তাও। সেই মতো শুরু হয় নির্জলা উপবাস।
করবা চৌথ ব্রতে চন্দ্রোদয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। নবরাত্রি শেষ হওয়ার পর থেকেই পাঁজি দেখা শুরু হয়। মেলানো হয় দিনক্ষণ, শুভ মুহূর্ত। এর সঙ্গে দেখা হয় কখন চাঁদ উঠবে তাও। সেই মতো শুরু হয় নির্জলা উপবাস।
অনেকে আবার করবা চৌথের উপবাসকে করক চতুর্থী হিসাবেও পালন করেন। পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা লোকাল 18কে বলেন, এ বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন অর্থাৎ ২০ অক্টোবর রবিবার করবা চৌথ পালিত হবে। মিথিলা পঞ্চাঙ্গ অনুযায়ী, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে বিবাহিত মহিলারা এই উপবাস করেন।
অনেকে আবার করবা চৌথের উপবাসকে করক চতুর্থী হিসাবেও পালন করেন। পূর্ণিয়ার পণ্ডিত মনোৎপল ঝা লোকাল 18কে বলেন, এ বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন অর্থাৎ ২০ অক্টোবর রবিবার করবা চৌথ পালিত হবে। মিথিলা পঞ্চাঙ্গ অনুযায়ী, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে বিবাহিত মহিলারা এই উপবাস করেন।
পূর্ণিয়ার পন্ডিত মনোৎপল ঝা-এর কথায়, “স্বামীর দীর্ঘায়ু কামনা করেই করবা চৌথে নির্জলা উপবাস রাখেন বিবাহিত মহিলারা। তারপর ১৬ শৃঙ্গারে সেজে চন্দ্রদেবের বিশেষ পুজো করেন। সঙ্গে ভগবান ভোলেনাথ, মাতা গৌরী এবং কার্তিক ও গণেশের পূজা করে নিজের মনস্কামনা জানান। শেষে চালুনি দিয়ে স্বামীর মুখ দেখে জল পান করে উপবাস ভঙ্গ করেন।“
পূর্ণিয়ার পন্ডিত মনোৎপল ঝা-এর কথায়, “স্বামীর দীর্ঘায়ু কামনা করেই করবা চৌথে নির্জলা উপবাস রাখেন বিবাহিত মহিলারা। তারপর ১৬ শৃঙ্গারে সেজে চন্দ্রদেবের বিশেষ পুজো করেন। সঙ্গে ভগবান ভোলেনাথ, মাতা গৌরী এবং কার্তিক ও গণেশের পূজা করে নিজের মনস্কামনা জানান। শেষে চালুনি দিয়ে স্বামীর মুখ দেখে জল পান করে উপবাস ভঙ্গ করেন।“
মনোৎপল ঝা আরও বলেন, করবা চৌথের উপবাসে চন্দ্রোদয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন চন্দ্রদেবকে বিশেষভাবে পূজা করা হয়। এর সঙ্গে ভগবান ভোলেনাথ, মা গৌরী এবং গণেশ, কার্তিকের পুজো হয়। বিবাহিত মহিলারা চন্দ্রোদয়ের মুহূর্তে চন্দ্রদেবের পুজো করে উপবাস ভঙ্গ করেন।
মনোৎপল ঝা আরও বলেন, করবা চৌথের উপবাসে চন্দ্রোদয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন চন্দ্রদেবকে বিশেষভাবে পূজা করা হয়। এর সঙ্গে ভগবান ভোলেনাথ, মা গৌরী এবং গণেশ, কার্তিকের পুজো হয়। বিবাহিত মহিলারা চন্দ্রোদয়ের মুহূর্তে চন্দ্রদেবের পুজো করে উপবাস ভঙ্গ করেন।

রবিবার অর্থাৎ ২০ অক্টোবর সকাল ৬.৪৬ মিনিট থেকে কৃষ্ণপক্ষের চতুর্থী শুরু হচ্ছে। চলবে ২১ অক্টোবর অর্থাৎ সোমবার ভোর ৪.১৬ মিনিট পর্যন্ত। মিথিলা পঞ্চাঙ্গ অনুযায়ী, সন্ধ্যা ৭.৫৪ মিনিটে চন্দ্রোদয় হবে পূর্ণিয়ায়। বিবাহিত মহিলারা ৭.৫৪ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চন্দ্রদেবের পুজো করতে পারবেন। এটাই পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত। তবে সারা দেশে রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত চাঁদ দেখা যাবে বলে জানানো হয়েছে। সেই অনুযায়ী চন্দ্রদেবের পুজো করতে হবে বিবাহিত মহিলাদের।

রবিবার অর্থাৎ ২০ অক্টোবর সকাল ৬.৪৬ মিনিট থেকে কৃষ্ণপক্ষের চতুর্থী শুরু হচ্ছে। চলবে ২১ অক্টোবর অর্থাৎ সোমবার ভোর ৪.১৬ মিনিট পর্যন্ত। মিথিলা পঞ্চাঙ্গ অনুযায়ী, সন্ধ্যা ৭.৫৪ মিনিটে চন্দ্রোদয় হবে পূর্ণিয়ায়। বিবাহিত মহিলারা ৭.৫৪ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত চন্দ্রদেবের পুজো করতে পারবেন। এটাই পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত। তবে সারা দেশে রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত চাঁদ দেখা যাবে বলে জানানো হয়েছে। সেই অনুযায়ী চন্দ্রদেবের পুজো করতে হবে বিবাহিত মহিলাদের।

Karwa Chauth 2024: ৭২ বছর পরে করবা চৌথে বিশাল মুহূর্ত! প্রচুর টাকা হাতে ঘুরে ফিরে আসবে, যা ধরবেন তাই সোনা

তিথি এবং নক্ষত্রের যোগের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে জ্যোতিষ, সেই সঙ্গে তা চোখ রাখে গ্রহের চলনে। প্রতীকী ছবি ৷
তিথি এবং নক্ষত্রের যোগের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে থাকে জ্যোতিষ, সেই সঙ্গে তা চোখ রাখে গ্রহের চলনে। প্রতীকী ছবি ৷
এর ভিত্তিতেই গণনা করে নির্ধারণ করা হয় শুভ যোগ, বলা হয় কোন সময় অশুভ পরিণতি ডেকে আনতে পারে। চলতি বছরের করবা চৌথের দিন ৫ শুভ যোগের আবার সমন্বয় ঘটতে চলেছে। প্রতীকী ছবি ৷
এর ভিত্তিতেই গণনা করে নির্ধারণ করা হয় শুভ যোগ, বলা হয় কোন সময় অশুভ পরিণতি ডেকে আনতে পারে। চলতি বছরের করবা চৌথের দিন ৫ শুভ যোগের আবার সমন্বয় ঘটতে চলেছে। প্রতীকী ছবি ৷
সনাতন ধর্মে করবা চৌথ উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এই উৎসব কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয়। প্রতীকী ছবি ৷
সনাতন ধর্মে করবা চৌথ উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এই উৎসব কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয়। প্রতীকী ছবি ৷
এই দিনে নারীরা তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনায় সারাদিন কঠোর উপবাস পালন করেন। বিশেষ করে এই বছরের করবা চৌথ স্বামীর দীর্ঘায়ু সহ তাঁর ভাগ্যের উন্নতির পথও প্রশস্ত করতে পারে। প্রতীকী ছবি ৷
এই দিনে নারীরা তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনায় সারাদিন কঠোর উপবাস পালন করেন। বিশেষ করে এই বছরের করবা চৌথ স্বামীর দীর্ঘায়ু সহ তাঁর ভাগ্যের উন্নতির পথও প্রশস্ত করতে পারে। প্রতীকী ছবি ৷ 
কারণ এই করবা চৌথের দিনে অনেক শুভ যোগের সমন্বয় ঘটতে চলেছে। ৭২ বছর পর করবা চৌথের দিন ঘটতে চলেছে ৫ আশ্চর্যজনক ঘটনা। কাশীর জ্যোতিষীর কাছ থেকে জেনে নেওয়া যাক এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি। প্রতীকী ছবি ৷
কারণ এই করবা চৌথের দিনে অনেক শুভ যোগের সমন্বয় ঘটতে চলেছে। ৭২ বছর পর করবা চৌথের দিন ঘটতে চলেছে ৫ আশ্চর্যজনক ঘটনা। কাশীর জ্যোতিষীর কাছ থেকে জেনে নেওয়া যাক এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি। প্রতীকী ছবি ৷
কাশীর জ্যোতিষী স্বামী কানহাইয়া মহারাজ জানিয়েছেন যে, এবার ২০ অক্টোবর করবা চৌথ উৎসব উদযাপিত হবে। প্রতীকী ছবি ৷
কাশীর জ্যোতিষী স্বামী কানহাইয়া মহারাজ জানিয়েছেন যে, এবার ২০ অক্টোবর করবা চৌথ উৎসব উদযাপিত হবে। প্রতীকী ছবি ৷
এই দিনে সংশপ্তক যোগ, বুধাদিত্য যোগের সঙ্গে গজকেশরী, মহালক্ষ্মী ও শশ যোগের বিরল সংমিশ্রণ ঘটছে। কাশীর জ্যোতিষী দাবি করেছেন যে, প্রায় ৭২ বছর পরে করবা চৌথের দিন এই সমস্ত যোগ আবার তৈরি হচ্ছে। প্রতীকী ছবি ৷
এই দিনে সংশপ্তক যোগ, বুধাদিত্য যোগের সঙ্গে গজকেশরী, মহালক্ষ্মী ও শশ যোগের বিরল সংমিশ্রণ ঘটছে। কাশীর জ্যোতিষী দাবি করেছেন যে, প্রায় ৭২ বছর পরে করবা চৌথের দিন এই সমস্ত যোগ আবার তৈরি হচ্ছে। প্রতীকী ছবি ৷ 
গ্রহের আশ্চর্যজনক সমন্বয়ই এর একমাত্র কারণ এই প্রসঙ্গে স্বামী কানহাইয়া মহারাজ জানিয়েছেন যে, জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০ অক্টোবর বুধ এবং শুক্র উভয় গ্রহ শুক্রের রাশি তুলা রাশিতে রয়েছে। যার কারণে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। প্রতীকী ছবি ৷
গ্রহের আশ্চর্যজনক সমন্বয়ই এর একমাত্র কারণ এই প্রসঙ্গে স্বামী কানহাইয়া মহারাজ জানিয়েছেন যে, জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০ অক্টোবর বুধ এবং শুক্র উভয় গ্রহ শুক্রের রাশি তুলা রাশিতে রয়েছে। যার কারণে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। প্রতীকী ছবি ৷
এছাড়াও শনি তার রাশি কুম্ভ রাশিতে বসে শশযোগ তৈরি করছে। চন্দ্র ও বৃহস্পতির মিলনে গজকেশরী যোগ তৈরি হচ্ছে। এই সমস্ত যোগগুলিও স্বামীর সৌভাগ্যের কারণ হয়ে উঠবে। প্রতীকী ছবি ৷
এছাড়াও শনি তার রাশি কুম্ভ রাশিতে বসে শশযোগ তৈরি করছে। চন্দ্র ও বৃহস্পতির মিলনে গজকেশরী যোগ তৈরি হচ্ছে। এই সমস্ত যোগগুলিও স্বামীর সৌভাগ্যের কারণ হয়ে উঠবে। প্রতীকী ছবি ৷ 
এমতাবস্থায়, এই দিনে উপবাস ও উপাসনা শুধু স্বামীর দীর্ঘায়ু নিশ্চিত করবে না, তাঁর ভাগ্যের বন্ধ দরজাও খুলে দেবে। প্রতীকী ছবি ৷
এমতাবস্থায়, এই দিনে উপবাস ও উপাসনা শুধু স্বামীর দীর্ঘায়ু নিশ্চিত করবে না, তাঁর ভাগ্যের বন্ধ দরজাও খুলে দেবে। প্রতীকী ছবি ৷ 
এইভাবে করবা চৌথ উপবাস পালন এবং উদযাপন করা উচিত -করবা চৌথের দিন মহিলাদের সকালে স্নান সেরে পূজা করা উচিত এবং তারপরে সারা দিন খাবার ও জল ছাড়া উপবাস পালন করা উচিত। প্রতীকী ছবি ৷
এইভাবে করবা চৌথ উপবাস পালন এবং উদযাপন করা উচিত – করবা চৌথের দিন মহিলাদের সকালে স্নান সেরে পূজা করা উচিত এবং তারপরে সারা দিন খাবার ও জল ছাড়া উপবাস পালন করা উচিত। প্রতীকী ছবি ৷ 
এরপরে, সন্ধেয় করবা চৌথের ব্রতকথা শোনা এবং করবা পুজো করতে হবে। এর পর চন্দ্রোদয় হয়ে গেলে চাঁদকে অর্ঘ্য নিবেদনের পর প্রথমে চালনি দিয়ে চাঁদের দিকে তাকাতে হবে এবং পরে স্বামীর দিকে তাকাতে হবে। প্রতীকী ছবি ৷
এরপরে, সন্ধেয় করবা চৌথের ব্রতকথা শোনা এবং করবা পুজো করতে হবে। এর পর চন্দ্রোদয় হয়ে গেলে চাঁদকে অর্ঘ্য নিবেদনের পর প্রথমে চালনি দিয়ে চাঁদের দিকে তাকাতে হবে এবং পরে স্বামীর দিকে তাকাতে হবে। প্রতীকী ছবি ৷ 
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷

Karwa Chauth Lucky Rashifal 2024: ৮০ বছর পরে করবা চৌথে বিশাল অঙ্কের টাকা ৩ রাশির হাতে, বাড়ি-গাড়ি নিমেষে

বৈদিক শাস্ত্রমতে করবা চৌথের তিথি ২০ অক্টোবর ২০২৪ পড়েছে ৷ ৮০ বছর পরে পাঁচটি রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
বৈদিক শাস্ত্রমতে করবা চৌথের তিথি ২০ অক্টোবর ২০২৪ পড়েছে ৷ ৮০ বছর পরে পাঁচটি রাজযোগের নির্মাণ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এরফলে শশ মহাপুরুষ রাজযোগ, মহালক্ষ্মী রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, সমসপ্তক রাজযোগ তারি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এরফলে শশ মহাপুরুষ রাজযোগ, মহালক্ষ্মী রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, সমসপ্তক রাজযোগ তারি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এরফলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ ব্যবসা বাণিজ্যের বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এরফলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে ৷ ব্যবসা বাণিজ্যের বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এরফলে সমস্ত ইচ্ছাপূরণ হবে ৷ প্রচুর টাকা পয়সা হাতে আসতে চলেছে ৷ সব মিলিয়ে এবার ভাল অঙ্কের টাকা হাতে আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
এরফলে সমস্ত ইচ্ছাপূরণ হবে ৷ প্রচুর টাকা পয়সা হাতে আসতে চলেছে ৷ সব মিলিয়ে এবার ভাল অঙ্কের টাকা হাতে আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
বৃষ রাশির জন্য পরিস্থিতি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হতে চলেছে ৷ পঞ্চ রাজযোগ জীবনে বিশাল উন্নতির পরিস্থিতি তৈরি করবে ৷ নতুন নতুন ব্যবসা বাণিজ্য তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
বৃষ রাশির জন্য পরিস্থিতি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হতে চলেছে ৷ পঞ্চ রাজযোগ জীবনে বিশাল উন্নতির পরিস্থিতি তৈরি করবে ৷ নতুন নতুন ব্যবসা বাণিজ্য তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
চাকরি ক্ষেত্রে কর্মস্থলে পৌঁছতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভাল হতে চলেছে পরিস্থিতি ৷ এই সময়ে আয়ের ক্ষেত্রে অত্যন্ত ভাল সময় আসছে ৷ প্রতীকী ছবি ৷
চাকরি ক্ষেত্রে কর্মস্থলে পৌঁছতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভাল হতে চলেছে পরিস্থিতি ৷ এই সময়ে আয়ের ক্ষেত্রে অত্যন্ত ভাল সময় আসছে ৷ প্রতীকী ছবি ৷
আগামী দিনগুলিতে অত্যন্ত পরিমাণে লাভের মুখ দেখবেন জাতক-জাতিকারা ৷ আসতে আসতে বিনিয়োগের জন্য যাঁরা ভাবনা চিন্তা করছেন এবার সঠিক সময় আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
আগামী দিনগুলিতে অত্যন্ত পরিমাণে লাভের মুখ দেখবেন জাতক-জাতিকারা ৷ আসতে আসতে বিনিয়োগের জন্য যাঁরা ভাবনা চিন্তা করছেন এবার সঠিক সময় আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ফল অত্যন্ত শুভ হতে চলেছে ৷ গাড়ি কিনতে পারবেন জাতক-জাতিকারা ৷ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশাল সময় আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য ফল অত্যন্ত শুভ হতে চলেছে ৷ গাড়ি কিনতে পারবেন জাতক-জাতিকারা ৷ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশাল সময় আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সাহস ও পরাক্রমের ক্ষেত্রে ভাল সময় আসতে চলেছে, বেকারদের জন্য পরিস্থিতি ভাল হবে চাকরি পেতে পারেন ৷ চাকরির যোগ থাকবে এবার ৷ প্রতীকী ছবি ৷
সাহস ও পরাক্রমের ক্ষেত্রে ভাল সময় আসতে চলেছে, বেকারদের জন্য পরিস্থিতি ভাল হবে চাকরি পেতে পারেন ৷ চাকরির যোগ থাকবে এবার ৷ প্রতীকী ছবি ৷
সন্তান চাকরি পেতে পারেন ৷ বিবাহিতদের জন্য পরিস্থিতি অত্যন্ত ভাল হবে, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল হবে ৷ প্রতীকী ছবি ৷
সন্তান চাকরি পেতে পারেন ৷ বিবাহিতদের জন্য পরিস্থিতি অত্যন্ত ভাল হবে, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল হবে ৷ প্রতীকী ছবি ৷
তুলা রাশির জাতক-জাতিকারা এবার ভাল ফল পেতে পারেন ৷ পঞ্চ রাজযোগ কেরিয়ার বা রোজগারের জন্য অত্যন্ত ভাল পরিস্থিতি ৷ প্রতীকী ছবি ৷
তুলা রাশির জাতক-জাতিকারা এবার ভাল ফল পেতে পারেন ৷ পঞ্চ রাজযোগ কেরিয়ার বা রোজগারের জন্য অত্যন্ত ভাল পরিস্থিতি ৷ প্রতীকী ছবি ৷
রোজগার পেশার ক্ষেত্রে এবার দিগন্ত আসতে চলেছে ৷ এই সময়ে অনেক কিছুই লাভপ্রদ হতে চলেছে ৷ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন ৷ প্রতীকী ছবি ৷
রোজগার পেশার ক্ষেত্রে এবার দিগন্ত আসতে চলেছে ৷ এই সময়ে অনেক কিছুই লাভপ্রদ হতে চলেছে ৷ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন ৷ প্রতীকী ছবি ৷
বিলাসিতা নিয়ে জীবন ত্বরান্তিত হতে পারে ৷ ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন ৷ আগের থেকে এবার জীবনে বেশি পরিমাণে সাফল্য পাবেন ৷ প্রতীকী ছবি ৷
বিলাসিতা নিয়ে জীবন ত্বরান্তিত হতে পারে ৷ ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন ৷ আগের থেকে এবার জীবনে বেশি পরিমাণে সাফল্য পাবেন ৷ প্রতীকী ছবি ৷
টাকা পয়সা সঞ্চয় করতে পারেন ৷ শুক্রের কৃপায় জীবনের হারানো প্রাপ্তি এবার পেতে চলেছেন ৷ সব এবার ভালই হবে, সব হবে সুন্দরও ৷ আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
টাকা পয়সা সঞ্চয় করতে পারেন ৷ শুক্রের কৃপায় জীবনের হারানো প্রাপ্তি এবার পেতে চলেছেন ৷ সব এবার ভালই হবে, সব হবে সুন্দরও ৷ আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷