Tag Archives: Krishnagar

BJP Candidate Amrita Roy : ৫৫৪ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ২৯৭ টাকা! এত সম্পত্তি কৃষ্ণনগর রাজবাড়ির! বিজেপি প্রার্থী অমৃতা রায়ের হলফনামার তথ্য চমকপ্রদ

*প্রায় ৫৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে কৃষ্ণনগরের রাজ পরিবার অর্থাৎ রাজার। তবে রানীমার সম্পত্তির ভাড়ার রয়েছে শূন্য। সেই সম্পদকে নিজের বলে দাবি করতে পারলেন না কৃষ্ণনগরের রানিমা তথা আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অমৃতা রায়। দাখিল করা মনোনয়নপত্রে নিজেই সে কথা জানিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
*প্রায় ৫৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে কৃষ্ণনগরের রাজ পরিবার অর্থাৎ রাজার। তবে রানীমার সম্পত্তির ভাড়ার রয়েছে শূন্য। সেই সম্পদকে নিজের বলে দাবি করতে পারলেন না কৃষ্ণনগরের রানিমা তথা আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অমৃতা রায়। দাখিল করা মনোনয়নপত্রে নিজেই সে কথা জানিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
*রাজ পরিবারে সমস্ত স্থাবর সম্পত্তি অমৃতা দেবী তার স্বামীর বলেই দাবি করেছেন। সূত্রের খবর, সব মিলিয়ে ৫৫৪ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ২৯৭ টাকা সম্পত্তি রয়েছে তাঁর স্বামী অর্থাৎ কৃষ্ণনগরের বর্তমান রাজার নামে। যা নিয়ে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়।
*রাজ পরিবারে সমস্ত স্থাবর সম্পত্তি অমৃতা দেবী তার স্বামীর বলেই দাবি করেছেন। সূত্রের খবর, সব মিলিয়ে ৫৫৪ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ২৯৭ টাকা সম্পত্তি রয়েছে তাঁর স্বামী অর্থাৎ কৃষ্ণনগরের বর্তমান রাজার নামে। যা নিয়ে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়।
*এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি শাসক দলের দাবি, এত সম্পত্তি থাকা সত্ত্বেও বর্তমান রাজ পরিবারের শহরের প্রতি কোন অবদান নেই। অবশ্য তার প্রত্যুত্তরে বিজেপি জানিয়েছেন কৃষ্ণনগর শহরে যা কিছু হয়েছে সবটাই রাজার দান করা জমিতে।
*এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি শাসক দলের দাবি, এত সম্পত্তি থাকা সত্ত্বেও বর্তমান রাজ পরিবারের শহরের প্রতি কোন অবদান নেই। অবশ্য তার প্রত্যুত্তরে বিজেপি জানিয়েছেন কৃষ্ণনগর শহরে যা কিছু হয়েছে সবটাই রাজার দান করা জমিতে।
*উল্লেখ্য লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী অমৃতা দেবী। সেই মনোনয়নপত্রের সঙ্গে জমা দেন হলফনামা। আর সেই হলক নামাই নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
*উল্লেখ্য লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী অমৃতা দেবী। সেই মনোনয়নপত্রের সঙ্গে জমা দেন হলফনামা। আর সেই হলক নামাই নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
*হলফনামা প্রকাশ হতেই রাজ পরিবারের সম্পত্তির পরিমাণ দেখে ভিড়মি খেয়েছেন কৃষ্ণনগরবাসী। যদিও রানিমা জানিয়েছেন, তার কোনও স্থাবর সম্পত্তি নেই। স্বামী সৌমেশ চন্দ্র রায়ের নামে সমস্ত সম্পত্তি রয়েছে।
*হলফনামা প্রকাশ হতেই রাজ পরিবারের সম্পত্তির পরিমাণ দেখে ভিড়মি খেয়েছেন কৃষ্ণনগরবাসী। যদিও রানিমা জানিয়েছেন, তার কোনও স্থাবর সম্পত্তি নেই। স্বামী সৌমেশ চন্দ্র রায়ের নামে সমস্ত সম্পত্তি রয়েছে।
*হলফনামা থেকে জানা গিয়েছে, রানিমার স্বামীর নামে নদিয়া জেলায় প্রায় ৩০ একর জমিতে ১৯টি প্লট রয়েছে। কলকাতায় ১.৩২ একর জমি রয়েছে। সব মিলিয়ে রানিমার স্বামীর নামে ৩১.৪ একর জমি রয়েছে। যার বাজার মূল্য ২৩৪ কোটি ৭৯ লক্ষ ৬ হাজার ৬২৭ টাকা।
*হলফনামা থেকে জানা গিয়েছে, রানিমার স্বামীর নামে নদিয়া জেলায় প্রায় ৩০ একর জমিতে ১৯টি প্লট রয়েছে। কলকাতায় ১.৩২ একর জমি রয়েছে। সব মিলিয়ে রানিমার স্বামীর নামে ৩১.৪ একর জমি রয়েছে। যার বাজার মূল্য ২৩৪ কোটি ৭৯ লক্ষ ৬ হাজার ৬২৭ টাকা।
*কৃষ্ণনগরের রাজবাড়ির মূল্য ৩১৯ কোটি ২৬ লক্ষ ৭৬ হাজার ৬৭০ টাকা। সব মিলিয়ে টাকার অঙ্ক ৫৫০ কোটি ছাড়িয়ে যাচ্ছে।
*কৃষ্ণনগরের রাজবাড়ির মূল্য ৩১৯ কোটি ২৬ লক্ষ ৭৬ হাজার ৬৭০ টাকা। সব মিলিয়ে টাকার অঙ্ক ৫৫০ কোটি ছাড়িয়ে যাচ্ছে।
*হলফনামা অনুযায়ী রানিমার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৬৮ হাজার ৭৪৫ টাকা এবং অলংকার রয়েছে ৪৫ গ্রাম। সম্পত্তির পরিমাণ ১৪ লক্ষ ৫২ হাজার টাকা।
*হলফনামা অনুযায়ী রানিমার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৬৮ হাজার ৭৪৫ টাকা এবং অলংকার রয়েছে ৪৫ গ্রাম। সম্পত্তির পরিমাণ ১৪ লক্ষ ৫২ হাজার টাকা।

Ram Navami 2024: প্রচারে বিরতি নিয়ে রাজবাড়ির পুজোয় ‘রানি মা’

নদিয়া: ঐতিহ্য অনুযায়ী কৃষ্ণনগরের রাজবাড়িতে মহাসমারহে হল রামনবমীর পুজো। এদিন ভোট প্রচারে কম সময় দিয়ে পুজোয় হাত লাগালেন রানি মা তথা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। এদিকে প্রচারের ময়দানে তাঁকে না দেখা যাওয়ায় জল্পনা শুরু হয়, রানি মা অসুস্থ হয়ে পড়েছেন। যদিও বিরোধী শিবিরের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

গত তিন দিন ধরে কৃষ্ণনগর রাজবাড়িতে চলছে বাসন্তী পুজো। তার উপর বুধবার রাম নবমী। ফলে আপাতত কয়েকদিনের জন্য প্রচার থেকে বিরতি নিয়েছেন তিনি। এদিকে প্রথা মেনে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে বের হয় রামনবমীর শোভাযাত্রা। তাতে দেখা যায় ‘রাজমাতা’ তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়কে।

আর‌ও পড়ুন: দেশের দ্বিতীয় বৃহত্তম রাম নবমীর শোভাযাত্রা বাংলায়! ইসলামপুরে লক্ষাধিক মানুষের সমাগম

এই শোভাযাত্রার মাধ্যমেই তিনি আবার ভোট প্রচার শুরু করেন বলে বিজেপির একটি সূত্র জানিয়েছে। আরেকটি সূত্র মারফত খবর, রানি মার অসুস্থ হওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিজেপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়। যদিও অমৃতা রায়ের থেকে আশ্বাস বাণী পেয়ে তাঁরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

মৈনাক দেবনাথ

BJP: এতদিন ছিলেন ধরা-ছোঁয়ার বাইরে, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানিমা প্রচারে বেরিয়ে যা করলেন…! মুহূর্তে ভাইরাল

নদিয়া: পলাশীপাড়া বিধানসভার চাঁদের ঘাট এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। মধ্যাহ্নভোজে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা কলা পাতায় ভাত, পাঁচ তরকারি পাত পেড়ে খেলেন কর্মীদের সঙ্গে। নদিয়ার পলাশীপাড়া বিধানসভার চাঁদেরঘাট এলাকায় রাজা কৃষ্ণচন্দ্র এবং সেই পরিবারের বিভিন্ন সদস্যদের নদিয়া জেলায় যে অবদান, তা তুলে ধরে আবেগের ভোট প্রচার করেন অমৃতা রায়।

প্রথমবার নয়, এর আগে বারে বারে অমৃতা রায়কে দেখা গিয়েছে রাজবাড়ির অন্দরমহলে। জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজো এবং বারোদোলের মেলায় রানিমার দেখা-সাক্ষাৎ পেতেন আপামর কৃষ্ণনগরবাসী। তবে অমৃতা রায় এভাবে জনসাধারণের মধ্যে পথে-ঘাটে রাস্তাঘাটে এভাবে ভোট প্রচার করতে রেখে আবেগে আপ্লুত অনেকেই।

আরও পড়ুনঃ সাতসকালে প্রচারে বেরিয়েছিলেন, দিলীপ ঘোষের অভিনব প্রচার দেখল বর্ধমান, তুমুল ভাইরাল ভিডিও

আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র এবং বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের অন্যতম সদস্য এবং বর্তমান রানিমা অমৃতা রায়। তীব্র দাবদহ উপেক্ষা করে এই গ্রাম থেকে সেই গ্রাম, এ পাড়া থেকে সেই পাড়া পায়ে হেঁটেই কর্মী সমর্থকদের সঙ্গে ভোট প্রচারে তিনি অবিচল ক্লান্তিবিহীন।

রাজবাড়ির অন্দরমহলে থাকা রানিমা এখন অতি সাধারণ, তাই মধ্যাহ্নভোজ সারেন কর্মী সমর্থকদের সঙ্গে বসে। কলাপতায় নিরামিষ পাঁচপদ পরম তৃপ্তি সহকারে খান চেটেপুটে। এরপর আবারও বিকেল ও সন্ধ্যায় প্রচারে নেমে পড়েন তিনি। প্রচার চলে আনুমানিক রাত দশ’টা পর্যন্ত।

Mainak Debnath

BJP: ভোটের কৃষ্ণনগরে ফের হাজির গোপাল ভাঁড়! ‘মৃত্যু’ রহস্য ফাঁস করলেন BJP প্রার্থী রানিমা

কৃষ্ণনগর: গোপাল ভাঁড়ের মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে, তা খোলসা করলেন কৃষ্ণনগরের রানি, বিজেপি প্রার্থী অমৃতা রায়। সম্প্রতি কৃষ্ণনগরের একটি মেলার উদ্বোধন করতে গিয়ে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম না করে বলেছিলেন, ‘গোপাল ভাঁড়কে হত্যা করার জন্য সবচেয়ে বেশি চক্রান্ত করেছিলেন আমাদের রাজা’।

মন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচনী ভোট প্রচারের সময় আসন্ন বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘অনেকেই অনেক কিছু বলে। সব গায়ে মাখলে চলে না, ওরা ফুটেজ পেতে হয়তো চাইছে এ সব বলে। কারণ আমার তো জানা নেই, গোপাল ভাঁড়কে শেষ করা হয়েছে বা অন্য কিছু। এখানে ওনার কাছে যদি তথ্য থাকে উনি বের করুন, তারপর তো কথাটা বলবেন। আর আমি ফ্যামিলি হয়ে যতটা জানব, উনি তো তার থেকে বেশি জানতে পারেন না। তাহলে আমি ধরে নেব উনি অন্ধকারে ঢিল মেরেছেন।”

আরও পড়ুনঃ চরম গরমে তোলপাড় বৃষ্টি! অঝোর বৃষ্টিতে ভিজবে বাংলা, কোন কোন জেলা ভাসবে? এল আপডেট

নির্বাচনী ভোট প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়, ঘুরলেন বিভিন্ন এলাকা, ভোট আবেদন করলেন মানুষের কাছে। সমস্ত রাজনৈতিক জল্পনা উড়িয়ে লাগাতার ভোট প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। সকালে তিনি রাজবাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণনগর আমিনবাজারের পৌঁছন তিনি। সেখানে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা করেন, এরপর বিভিন্ন বাজার রাস্তাঘাট-সহ একাধিক এলাকায় গিয়ে ভোট আবেদন করেন সাধারণ মানুষের কাছে।

তবে একটা সময় গিয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া রানি মায়ের সঙ্গে কারও দেখা হত না। কিন্তু নির্বাচনে তার নাম ঘোষণা হওয়ার পরে তিনি জনসমক্ষে বেরিয়ে আসেন। আর রাজা কৃষ্ণচন্দ্রের বর্তমান রাজবধূকে একবার দেখার জন্য স্বাভাবিক ভাবেই মানুষের মধ্যে এক অন্য অনুভূতি থেকেই যায়। ভোট প্রচারের মধ্যে দিয়ে অমৃতা রায় বলেন, তিনি ভোটে দাঁড়ানোর পর থেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক প্রার্থীরা তাকে বিভিন্ন ভাষায় মন্তব্য করছেন, কিন্তু সেই জল্পনা তিনি উড়িয়ে দিচ্ছেন। তিনি আশাবাদী লোকসভা নির্বাচনে মানুষের রায়ে তিনি জয়ী হবেন।

Mainak Debnath

Jagadharthi Puja 2023: এত সোনার গয়না দিয়ে কেন সাজানো হয় কৃষ্ণনগরের বুড়িমাকে? নেপথ্যে অলৌকিক কারণ!

 

নদিয়ার কৃষ্ণনগরের জগৎ বিখ্যাত বুড়িমার করা হল চক্ষু দান। এবার বুড়িমার পুজো ২৫১ বছরে পদার্পণ করল।