Tag Archives: Ram Navami

Ram Navami 2024: প্রচারে বিরতি নিয়ে রাজবাড়ির পুজোয় ‘রানি মা’

নদিয়া: ঐতিহ্য অনুযায়ী কৃষ্ণনগরের রাজবাড়িতে মহাসমারহে হল রামনবমীর পুজো। এদিন ভোট প্রচারে কম সময় দিয়ে পুজোয় হাত লাগালেন রানি মা তথা কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। এদিকে প্রচারের ময়দানে তাঁকে না দেখা যাওয়ায় জল্পনা শুরু হয়, রানি মা অসুস্থ হয়ে পড়েছেন। যদিও বিরোধী শিবিরের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

গত তিন দিন ধরে কৃষ্ণনগর রাজবাড়িতে চলছে বাসন্তী পুজো। তার উপর বুধবার রাম নবমী। ফলে আপাতত কয়েকদিনের জন্য প্রচার থেকে বিরতি নিয়েছেন তিনি। এদিকে প্রথা মেনে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে বের হয় রামনবমীর শোভাযাত্রা। তাতে দেখা যায় ‘রাজমাতা’ তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়কে।

আর‌ও পড়ুন: দেশের দ্বিতীয় বৃহত্তম রাম নবমীর শোভাযাত্রা বাংলায়! ইসলামপুরে লক্ষাধিক মানুষের সমাগম

এই শোভাযাত্রার মাধ্যমেই তিনি আবার ভোট প্রচার শুরু করেন বলে বিজেপির একটি সূত্র জানিয়েছে। আরেকটি সূত্র মারফত খবর, রানি মার অসুস্থ হওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিজেপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়। যদিও অমৃতা রায়ের থেকে আশ্বাস বাণী পেয়ে তাঁরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

মৈনাক দেবনাথ

Ram Navami 2024: দেশের দ্বিতীয় বৃহত্তম রাম নবমীর শোভাযাত্রা বাংলায়! ইসলামপুরে লক্ষাধিক মানুষের সমাগম

উত্তর দিনাজপুর: দেশের মধ্যে রামনবমীর দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা বের হল বাংলার ইসলামপুরে। এখানকার স্টেটফ্রাম কলোনির মাঠ থেকে এই শোভাযাত্রা বের হয়। প্রতিবারের মত এবারও এই শোভাযাত্রায় কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আগত ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর রামনবমী উপলক্ষে এই মহা মিছিলে অতীতের থেকেও বেশি জনসমাগম হয়েছিল বলে আয়োজকদের দাবি। স্টেটফ্রাম কলোনি থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা শেষ হয় ইসলামপুরের সুভাষ নগর জুনিয়র হাইস্কুলের মাঠে। এই শোভাযাত্রায় শিশুদের রাম-সীতার বেশে সাজানো হয়।

আর‌ও পড়ুন: এখানকার রাম নীল নয়, সবুজ! ৩০০ বছরের পুরনো বাংলার এই পুজো

এদিকে রামনবমীকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পুলিশের টহলদারি ছিল জেলাজুড়ে। এদিন রামনবমীর মিছিলে হাজির ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এদিকে রামনবমীর শোভাযাত্রা শুরু হওয়ার আগে গো মাতা ও ভগবান রামের পুজো করা হয়। এই শোভাযাত্রায় উত্তর দিনাজপুরের বাসিন্দাদের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকেও অনেকে এসে যোগ দিয়েছিলেন।

পিয়া গুপ্তা

Ram Navami: জোড়া ডাব বা সুপুরি দিয়েই হয় পুজো! রামনবমীতে এই মন্দিরের কাহিনি অবাক করবে!

দক্ষিণ দিনাজপুর: পূর্ণতোয়া আত্রেয়ী নদীতে স্নান করে ডাব কিম্বা সুপুরি প্রভু রা কে সমর্পনের রীতি দীর্ঘ বছর ধরেই চলে আসছে। আত্রেয়ী নদীর গা ঘেঁষে অবস্থিত রঘুনাথের মন্দির। রাম, সীতা, লক্ষণ আর পবন পুত্রের মূর্তির মন্দির এটি। রামনবমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম বৃহৎ রামনবমী মেলা অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায়। আনুমানিক ১৫০ বছর আগে এই মেলার শুভ সূচনা হয় বাংলাদেশে।

বালুরঘাটের রঘুনাথপুরে প্রায় ৭৫ বছর ধরে চলে আসছে এই মেলায় দূরদূরান্ত থেকে ভক্ত সমাগম হয়। শতাব্দী প্রাচীন এই মন্দিরে নিত্য দিনের পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি রামনবমীর দিন খুব নিষ্ঠার সঙ্গে বাৎসরিক পুজোও হয়। মূলত এই মেলা রঘুনাথের মেলা হিসেবেই পরিচিত জেলা জুড়ে।

আরও পড়ুন: কলার গায়ে লেগে থাকা সুতোর মতো অংশটি খেলে কী হয়? আপনি খেয়ে ফেলছেন না তো?

এবিষয়ে মেলা কমিটির সদস্য জানান, “রঘুনাথের নামে কেউ কোন মানত করলে তাঁর মনোস্কামনা পূর্ণ হয়। এই পুজোয় খাজা বাতাসা বা সন্দেশ ভোগ ছাড়াও ডাব দিয়ে পুজো দেওয়ার একটা চল রয়েছে। তবে, এই পুজোয় রীতি রয়েছে এই পুজো ও মেলার প্রধান ভোগই হল জোড়া ডাব। অনেকে আবার সুপারি ও মটর ডালও মানত করেন। তাই মানত পূর্ণ হলেই ভক্তবৃন্দরা জোড়া ডাব বা সুপারি, মটর ডাল নিয়ে রামের চরণে অর্পণ করেন।” রামনবমীর দিন ভোর হতে না হতেই দুরদুরান্ত থেকে ভক্তরা রঘুনাথ জিউয়ের পুজো দিতে রঘুনাথ মন্দিরে ভিড় জমান। রঘুনাথের পুজোয় মন্দির প্রাঙ্গণে বসে মেলা। মেলার প্রথম দিনেই প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। ভিড় সামাল দিতে একরকম হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।

সুস্মিতা গোস্বামী

Ram Navami 2024: এখানকার রাম নীল নয়, সবুজ! ৩০০ বছরের পুরনো বাংলার এই পুজো

রাম পুজোয় লক্ষাধিক ভক্ত সমাগম রামরাজাতলায়। এখানে সারা বাংলা থেকে ভক্ত আসেন এদিন। রামরাজাতলার রাম পুজো প্রায় তিন শতাব্দী প্রাচীন।
রাম পুজোয় লক্ষাধিক ভক্ত সমাগম রামরাজাতলায়। এখানে সারা বাংলা থেকে ভক্ত আসেন এদিন। রামরাজাতলার রাম পুজো প্রায় তিন শতাব্দী প্রাচীন।
জেলার বিভিন্ন প্রান্তে ছোট-বড় বহু রাম পুজোর আয়োজন হলেও রাম নবমীতে রামরাজাতলায় পুজো দেওয়ায় আকর্ষণ থাকে প্রায় প্রত্যেক মায়ের। এখানে নবমীর ভোর থেকে পুজো শুরু হয়।
জেলার বিভিন্ন প্রান্তে ছোট-বড় বহু রাম পুজোর আয়োজন হলেও রাম নবমীতে রামরাজাতলায় পুজো দেওয়ায় আকর্ষণ থাকে প্রায় প্রত্যেক মায়ের। এখানে নবমীর ভোর থেকে পুজো শুরু হয়।
সারা দেশে রাম-সীতা-হনুমানের যে ধরনের মূর্তি বা ছবি দেখা যায় তার থেকে সম্পূর্ণ আলাদা ধরনের মূর্তি রামরাজাতলায়। এখানে প্রায় দু'তলার সমান রাম মূর্তি। সাধারণত সর্বত্র রামের শরীর নীল রঙের হয়, কিন্তু এখানে রামের শরীরের রং সবুজ।
সারা দেশে রাম-সীতা-হনুমানের যে ধরনের মূর্তি বা ছবি দেখা যায় তার থেকে সম্পূর্ণ আলাদা ধরনের মূর্তি রামরাজাতলায়। এখানে প্রায় দু’তলার সমান রাম মূর্তি। সাধারণত সর্বত্র রামের শরীর নীল রঙের হয়, কিন্তু এখানে রামের শরীরের রং সবুজ।
এখানে রাম-সীতা অনেকটা বাঙালি গড়নের রাজার বেশে। এক কাঠামোয় রাম সহ বিভিন্ন দেবদেবী একইসঙ্গে রয়েছে। এখানে প্রভু রাম'কে ঘিরে বিভিন্ন দেবদেবী। রামের বাম দিকে রয়েছে দেবী সীতা, অন্যদিকে মহাদেব।
এখানে রাম-সীতা অনেকটা বাঙালি গড়নের রাজার বেশে। এক কাঠামোয় রাম সহ বিভিন্ন দেবদেবী একইসঙ্গে রয়েছে। এখানে প্রভু রাম’কে ঘিরে বিভিন্ন দেবদেবী। রামের বাম দিকে রয়েছে দেবী সীতা, অন্যদিকে মহাদেব।
এছাড়াও ব্রহ্মা, সরস্বতী সহ আরও প্রায় ২৫ টি দেবদেবী রয়েছে। রাম ঠাকুরের সঙ্গে সমস্ত দেব-দেবীর মধ্যে সবার উপরে রয়েছে সরস্বতী।
এছাড়াও ব্রহ্মা, সরস্বতী সহ আরও প্রায় ২৫ টি দেবদেবী রয়েছে। রাম ঠাকুরের সঙ্গে সমস্ত দেব-দেবীর মধ্যে সবার উপরে রয়েছে সরস্বতী।
এখানে রামনবমী থেকে প্রায় চার মাস চলে পুজোর আয়োজন। রাম ঠাকুরের মূর্তির সামনেই রয়েছে হনুমান। সমগ্র জেলা সহ সারা বাংলা থেকে ভক্তরা আসেন পুজো দিতে।
এখানে রামনবমী থেকে প্রায় চার মাস চলে পুজোর আয়োজন। রাম ঠাকুরের মূর্তির সামনেই রয়েছে হনুমান। সমগ্র জেলা সহ সারা বাংলা থেকে ভক্তরা আসেন পুজো দিতে।
রাম বিসর্জনের সময় লাখো-ভক্ত সমাগম ঘটে। এই রাম পুজো উপলক্ষে এখানের মেলা একটানা কয়েক মাস চলে। যা মনে করা হয় বাংলার সব থেকে বেশি দিন ধরে চলা মেলাগুলোর মধ্যে একটি।
রাম বিসর্জনের সময় লাখো-ভক্ত সমাগম ঘটে। এই রাম পুজো উপলক্ষে এখানের মেলা একটানা কয়েক মাস চলে। যা মনে করা হয় বাংলার সব থেকে বেশি দিন ধরে চলা মেলাগুলোর মধ্যে একটি।

Ram Navami 2024: সাবধান! অনেক ওপর থেকে নজর রাখছে পুলিশ, উড়ছে ড্রোন

উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের মাধ্যমেই বুধবার রামনবমী। আর তা নিয়া সর্বত্র সাজো সাজো রব। গত কয়েক বছর ধরেই রামনবমীর শোভাযাত্রা ঘিরে বেশ কিছু অশান্তির ঘটনা ঘটেছে বাংলায়। যদিও এই দৃশ্য অতীতে দেখা যেত না। ফলে এবার ঝুঁকি না নিয়ে সকাল থেকেই ড্রোন উড়িয়ে পথ-ঘাট, অলিতে-গলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনরকম অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। বুধবার সকাল থেকেই বিশেষ পুলিশি নিরাপত্তা চোখে পড়ছে এখানকার এলাকাগুলিতে। বিশেষ করে যে সকল জায়গায় রামনবমীর শোভা‌যাত্রা বের হওয়ার কথা আছে সেই এলাকাগুলিতে পুলিশের নজরদারি তুঙ্গে উঠেছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চালানো হচূ কড়া নজরদারি। যাতে কোন‌ওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আর‌ও পড়ুন: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী মাঠে দিনমজুরি করে সংসার চালাচ্ছেন!

লোকসভা নির্বাচনের প্রচার পর্ব চালায় আরো বেশি সতর্ক পুলিশ-প্রশাসন। বারাকপুরের প্রতিটি থানা এলাকায় সিসি ক্যামেরার পাশাপাশি শোভাযাত্রায় নজরদারিতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। যে সমস্ত রাস্তা দিয়ে মিছিল যাওয়ার কথা সেই জায়গাগুলিতেও অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের সঙ্গে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে আপাতত থেকে যাওয়া এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকেও। এদিন নিউ বারাকপুর থেকে বের হওয়া রামনবমীর শোভাযাত্রায় তত লোকজন না থাকলেও, দেখা গেল শোভাযাত্রা ঘিরে ব্যপক পুলিশি নজরদারি। ছিলেন ঘোলার এসিপি তনয় চ্যাটার্জি, থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এদিনের এই রামনবমীর শোভা‌যাত্রা শেষ হয়। জেলার অন্যান্য প্রান্তেও শোভাযাত্রা ঘিরে বাড়তি নজরদারি চোখে পড়ছে।

রুদ্রনারায়ণ রায়

East Medinipur News: চণ্ডীপুরের রামনবমীর শোভাযাত্রায় পা মেলালেন শুভেন্দু অধিকারী, হল হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ

চণ্ডীপুর: রামনবমীর আগের দিন চণ্ডীপুরে রামনবমীর শোভাযাত্রায় পা মেলালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলের পর ‘জয় শ্রীরাম ধ্বনি’তে মুখরিত হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের গুড়গ্রাম এলাকা। কুইলি মোড় থেকে গুড়গ্রাম হাইস্কুল ফুটবল মাঠ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় এলাকার হাজার হাজার মানুষের সঙ্গে পথ হাঁটলেন শুভেন্দু অধিকারী।

বুধবার রামনবমী সারাদেশ জুড়েই পূজা অর্চনা, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপন হয়। তবে রামনবমীর আগের দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রামনগর উৎসবের শুরু হল চণ্ডীপুরের গুড়গ্রাম এলাকায়। গুড়গ্রাম রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে রামনবমী উৎসবের আয়োজন করা হয়েছে।

রামনবমীর দিন শ্রী রামের পুজো অর্চনার পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন উদ্যোক্তারা। রামনবমীর আগের দিন এই শোভাযাত্রা হয়। চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত কুইলি মোড় থেকে গুড়গ্রাম হাইস্কুল ফুটবল মাঠ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করে এলাকার হাজার হাজার মানুষজন।

আরও পড়ুন: ভোট আসে যায় তবে বদলায় না তাঁদের জীবন! কী দাবি পরিযায়ী ইটভাটার শ্রমিকদের?

গুড়গ্রাম রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে রামনবমী উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও ওই শোভাযাত্রায় সাধারণ মানুষের সঙ্গে পায়ে হাঁটেন।

রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘রামনবমীর উপলক্ষে গোটা দেশ সেজে উঠেছে। শ্রীরামের পুজো, হোম যজ্ঞ শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মাধ্যমে রামনবমী উদযাপন হবে। এই রামনবমী উপলক্ষে সাধারণ মানুষের উচ্ছ্বাস ধরা পড়েছে। শোভাযাত্রা দেখতে বাড়ির ছাদ বা জানালা থেকেও বাড়ির মা বোনেরা ও বাচ্চা ছেলেমেয়েরা উঁকি দিয়েছে। সর্বত্রই শ্রীরামের প্রতি ভক্তি উচ্ছ্বাস ধরা পড়েছে।’’

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই পদক্ষেপ রাজ্যপালের

প্রসঙ্গত, গুড়গ্রাম রামনবমী উৎসব উদযাপন কমিটির রামনবমী উৎসব উদযাপন চার বছরে পড়ল। তাদের এই শোভাযাত্রায় সাধারণ মানুষের পাশাপাশি মহিলাদেরও অংশগ্রহণ করতে দেখা যায়। বুধবার রামনবমীর দিন শ্রীরামচন্দ্রের পুজোর পাশাপাশি হোম যজ্ঞের আয়োজন করেছে আয়োজকেরা। এর পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যে বিতরণ হবে রামনবমীর প্রসাদও।

সৈকত শী

Ram Navami: রাম নবমীতে দুর্লভ যোগ! গজকেশরী রাজযোগে ভুলেও করবেন না ‘এই’ ৪ কাজ, ভয়ঙ্কর বিপর্যয়ে জীবন তছনছ, চরম দুঃখ-দুর্দশা পিছু ছাড়বে না

সারা দেশে বেশ ধুমধাম করে পালন করা হচ্ছে রাম নবমী উৎসব ৷ চৈত্রমাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে পালিত হয় রাম নবমী৷  সমস্ত ভক্তদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে৷
সারা দেশে বেশ ধুমধাম করে পালন করা হচ্ছে রাম নবমী উৎসব ৷ চৈত্রমাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে পালিত হয় রাম নবমী৷ সমস্ত ভক্তদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে৷
 চলতি বছর ১৭ এপ্রিল রাম নবমী উৎসব পালিত হচ্ছে৷ নবমী তিথি শুরু হবে  ১৬ এপ্রিল দুপুর ১টা ২৩ মিনিট থেকে৷ এবং পরের দিন অর্থাৎ ১৭ এপ্রিল দুপুর ৩টে ১৪ মিনিট পর্যন্ত থাকবে৷ এদিন ভক্তরা নিষ্ঠা ভরে রামের পুজো করে থাকেন৷ কিন্তু রাম নবমীর দিন এমন কিছু কাজ রয়েছে, যা ভুলেও করা উচিত নয়, এর ভয়ঙ্কর প্রভাব পড়বে জীবনে৷
চলতি বছর ১৭ এপ্রিল রাম নবমী উৎসব পালিত হচ্ছে৷ নবমী তিথি শুরু হবে ১৬ এপ্রিল দুপুর ১টা ২৩ মিনিট থেকে৷ এবং পরের দিন অর্থাৎ ১৭ এপ্রিল দুপুর ৩টে ১৪ মিনিট পর্যন্ত থাকবে৷ এদিন ভক্তরা নিষ্ঠা ভরে রামের পুজো করে থাকেন৷ কিন্তু রাম নবমীর দিন এমন কিছু কাজ রয়েছে, যা ভুলেও করা উচিত নয়, এর ভয়ঙ্কর প্রভাব পড়বে জীবনে৷
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা  জানিয়েছেন,রাম নবমী সারা দেশে অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয়। এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।
ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন,রাম নবমী সারা দেশে অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয়। এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।
ভুল করেও, রাম নবমীতে ভগবান রামের পূজা করার সময় বাসি এবং শুকনো ফুল এবং ফল কখনওই দেওয়া উচিত নয়।
ভুল করেও, রাম নবমীতে ভগবান রামের পূজা করার সময় বাসি এবং শুকনো ফুল এবং ফল কখনওই দেওয়া উচিত নয়।
রাম নবমীর দিনে ভুল করেও রসুন, পেঁয়াজ, মাংস, মদ ইত্যাদি খাবার গ্রহণ না করাই ভাল। এই কারণে ভগবান রাম ক্রুদ্ধ হতে পারেন এবং আপনার জীবনে আসা সুখ ও সমৃদ্ধি শেষ হয়ে যেতে পারে।
রাম নবমীর দিনে ভুল করেও রসুন, পেঁয়াজ, মাংস, মদ ইত্যাদি খাবার গ্রহণ না করাই ভাল। এই কারণে ভগবান রাম ক্রুদ্ধ হতে পারেন এবং আপনার জীবনে আসা সুখ ও সমৃদ্ধি শেষ হয়ে যেতে পারে।
রাম নবমীর দিন ভগবান রামের পুজোর সময় যদি কোনও কারণে নিভে যাওয়া প্রদীপ জ্বালাবেন না, তার বদলে আরেকটি নতুন প্রদীপ জ্বালান। এটি না করলে আপনার করা কাজটি নষ্ট হতে পারে।
রাম নবমীর দিন ভগবান রামের পুজোর সময় যদি কোনও কারণে নিভে যাওয়া প্রদীপ জ্বালাবেন না, তার বদলে আরেকটি নতুন প্রদীপ জ্বালান। এটি না করলে আপনার করা কাজটি নষ্ট হতে পারে।
রাম নবমীর দিন ভগবান রামের জন্য উপবাস করা হয়। এই দিনে, আপনার রাগ নিয়ন্ত্রণ করুন এবং কোনও ব্যক্তির সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন, অন্যথায় আপনি আপনার উপবাসের ফল পাবেন না এবং আপনার ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। রাম নবমীর দিন এই ভুলগুলি করলে জীবনে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে৷
রাম নবমীর দিন ভগবান রামের জন্য উপবাস করা হয়। এই দিনে, আপনার রাগ নিয়ন্ত্রণ করুন এবং কোনও ব্যক্তির সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন, অন্যথায় আপনি আপনার উপবাসের ফল পাবেন না এবং আপনার ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। রাম নবমীর দিন এই ভুলগুলি করলে জীবনে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে৷

Ram Navami Rashi: বহু বছর পর রাম নবমীতে কর্কট রাশিতে চন্দ্র, ৩ রাশির মেগা সময়, খুশির মরশুম শুরু, কোটিপতি হবেন

রামনবমীর ভাগ্য রাশিফল: আজ রামনবমী, দেশজুড়ে পালিত হচ্ছে৷ ব্যাপক আড়ম্বরে পালিত এই উৎসবের দিন মন্দিরে রাম ভক্তদের ব্যাপক ভিড় দেখা যায়। রাম নবমীর দিন গজকেশরী যোগও এই দিনে তৈরি হচ্ছে। এছাড়া কর্কট রাশিতে চন্দ্র থাকবে। অন্যদিকে, সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে স্থাপন করবে এবং দশম ঘরেও থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কাকতালীয় ঘটনা ঘটেছিল শুধুমাত্র ত্রেতাযুগে শ্রী রামের জন্মদিনে।
রামনবমীর ভাগ্য রাশিফল: আজ রামনবমী, দেশজুড়ে পালিত হচ্ছে৷ ব্যাপক আড়ম্বরে পালিত এই উৎসবের দিন মন্দিরে রাম ভক্তদের ব্যাপক ভিড় দেখা যায়। রাম নবমীর দিন গজকেশরী যোগও এই দিনে তৈরি হচ্ছে। এছাড়া কর্কট রাশিতে চন্দ্র থাকবে। অন্যদিকে, সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে স্থাপন করবে এবং দশম ঘরেও থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কাকতালীয় ঘটনা ঘটেছিল শুধুমাত্র ত্রেতাযুগে শ্রী রামের জন্মদিনে।
এই বছর আবার ভগবান শ্রী রামের জন্মদিনে একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটছে। কিছু রাশিচক্রের চিহ্ন এই বিরল সংমিশ্রণ থেকে অনেক উপকার পেতে চলেছে।
এই বছর আবার ভগবান শ্রী রামের জন্মদিনে একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটছে। কিছু রাশিচক্রের চিহ্ন এই বিরল সংমিশ্রণ থেকে অনেক উপকার পেতে চলেছে।
তুলা রাশি (Libra)বৈষয়িক আরাম মিলবে। বাকি থাকা কাজ শেষ হবে৷ আপনি যদি কোথাও সম্পত্তি কেনার পরিকল্পনা করেন তবে তা পূরণ হবে। ব্যবসায় ভাল লাভ হবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
তুলা রাশি (Libra)
বৈষয়িক আরাম মিলবে। বাকি থাকা কাজ শেষ হবে৷ আপনি যদি কোথাও সম্পত্তি কেনার পরিকল্পনা করেন তবে তা পূরণ হবে। ব্যবসায় ভাল লাভ হবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
মেষ রাশি (Aries)দেবগুরু বৃহস্পতি স্বয়ং সূর্যের সঙ্গে মেষ রাশিতে বিরাজমান। এই সময়ে কিছু ভাল খবর পেতে পারেন। অফিসে কোনও বড় দায়িত্ব পেতে পারেন। আপনার বস আপনার কাজের প্রশংসা করতে পারেন। যারা ব্যবসা করছেন তারা ভাল লাভ পেতে পারেন। আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে এবং অন্যান্য সমস্যা থেকে মুক্তি মিলবে।
মেষ রাশি (Aries)
দেবগুরু বৃহস্পতি স্বয়ং সূর্যের সঙ্গে মেষ রাশিতে বিরাজমান। এই সময়ে কিছু ভাল খবর পেতে পারেন। অফিসে কোনও বড় দায়িত্ব পেতে পারেন। আপনার বস আপনার কাজের প্রশংসা করতে পারেন। যারা ব্যবসা করছেন তারা ভাল লাভ পেতে পারেন। আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে এবং অন্যান্য সমস্যা থেকে মুক্তি মিলবে।
মীন রাশি:(Pisces)মন খুব খুশি থাকবে। এই সময়ে আর্থিক অবস্থা ভাল হবে। যারা কাজ করছেন তারা নতুন এবং ভাল কাজের অফার পাবেন। Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
মীন রাশি:(Pisces)
মন খুব খুশি থাকবে। এই সময়ে আর্থিক অবস্থা ভাল হবে। যারা কাজ করছেন তারা নতুন এবং ভাল কাজের অফার পাবেন। Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Ram Navami 2024: ২৬৪০ বর্গফুটের রাম! দেখা যাবে এই বাংলাতেই

বীরভূম: বুধবার রামনবমী। সেই উপলক্ষে এই বছর ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলায় বিভিন্ন রাজনৈতিক দল রামনবমীকে তাদের মত করে প্রচারের কাজে ব্যবহার করবে বলাই বাহুল্য। এই এতকিছুর মধ্যেই রামনবমী উপলক্ষে এবার থাকছে এক অন্যরকম চমক। আর সেই চমক দিল বীরভূমের কয়েকজন যুবক-যুবতী।

রামনবমীর আগেই ২৬৪০ বর্গফুটের রামের ছবি এঁকে তাক লাগালেন সিউড়ির এইশিল্পীরা। আগামী দিনে এই ছবি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতির জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন শিল্পীরা। ভগবান রামের এই বিশাল ছবিটি আঁকতে সময় লেগেছে তিন দিন। ছোট ছোট আর্টপেপারে ধাপে ধাপে বাড়ি রং করার কাজের জন্য ব্যবহৃত প্রাইম রং দিয়ে আঁকা হয়েছে পুরো ছবিটি। তারপরে সেই আর্ট পেপারগুলিকে পিভিসি টেপ দিয়ে জোড়া লাগানো হয়। সমস্ত আর্ট পেপার জোড়ার পড়ে তার দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৮০ ফুট এবং প্রস্থ ৩৩ ফুট।

আর‌ও পড়ুন: থেকে ‌যাবে স্মৃতি, নতুন ভোটারা গাছ লাগাল ভোটগ্রহণ কেন্দ্রে

মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যে ছুটি থাকে সেটিকে কাজে লাগিয়েই এই ক্ষুদে শিল্পীরা এমন তাক লাগানো কাজ করেছেন। ২৬৪০ বর্গফুটের এই রামের ছবি দেখতে এখন সিউড়ির বেনীমাধব স্কুলের মাঠে ভিড় জমাচ্ছেন শহরবাসীরা।

সৌভিক রায়

Ram Navami 2024: ২০০ জনের বেশি নয় রামনবমীর মিছিলে

হুগলি: গত বছর রাম নবমীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রিষড়া। সেই কথা মাথায় রেখে এই বছর নতুন রুট দিয়ে রাম নবমীর শোভা যাত্রা নিয়ে যাওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দারস্থ হন উদ্যোক্তারা। হাইকোর্ট শেষ পর্যন্ত উদ্যোক্তাদের আরজি মেনে নিয়ে পুরনো রুট দিয়েই শোভাযাত্রা নিয়ে যাওয়ার অনুমতি দিলেও সঙ্গে জুড়ে দিয়েছে বেশকিছু শর্ত।

চন্দননগর পুলিশ কমিশনারেট রিষড়ার রামনবমীর রুট পরিবর্তন করতে বলেছিল উদ্যোক্তাদের। বাঙুর পার্ক থেকে শুরু করে এন এস রোড হয়ে জিটি রোড, মৈত্রী পথের সামনে দিয়ে মাহেশ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিমি যে রুট থাকে সেটা পরিবর্তন করে রিষড়া রেল লাইন বরাবর চার নম্বর গেট হয়ে মাহেশে যাওয়ার প্রস্তাব দিয়েছিল পুলিশ। উদ্যোক্তারা তা না মেনে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট শর্তসাপেক্ষে পুরোনো রুটেই শোভাযাত্রার অনুমতি দেয়।

আর‌ও পড়ুন: যন্ত্রণার অপর নাম রেলগেট! বীরপাড়ার মানুষ যেন নরকে থাকছে

শোভাযাত্রা দুপুর দুটোয় শুরু করে পাঁচটার মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছে আদালত। ২০০ জনের বেশি রিষড়ায় রামনবমীর শোভাযাত্রায় থাকবেন না। যে এলাকা দিয়ে শোভাযাত্রা যাবে সেখানে সিসি ক্যামেরা, হ্যান্ডি ক্যাম, বডি ক্যামেরা ও ড্রোনে নজর দারি চালানো হবে। প্রত্যেক শোভাযাত্রার মিছিলে ২০ জন স্বেচ্ছাসেবকের নাম আগে থেকে পুলিশকে জানাতে হবে। ২০ টির বেশি গাড়ি নিয়ে যাওয়া যাবে না। কোনও আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করা যাবে না।

চন্দননগর কমিশনারেট এলাকায় সাতটি থানাতে একাধিক রামনবমীর শোভাযাত্রা বের হয়। রিষড়ার পাশাপাশি শ্রীরামপুর, উত্তরপাড়া, ডানকুনি, ভদ্রেশ্বর, চন্দননগর ও চুঁচুড়া থানা এলাকায় ১৭-২১ এপ্রিল এই শোভাযাত্রাগুলি হবে। মাঝে শুক্রবার শোভাযাত্রা হবে না। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মত সব ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইকোর্ট বলেছে আধা সামরিক বাহিনীকে নিরাপত্তায় কাজে লাগানো যাবে। সেই মত রামনবমীর আগে থেকে স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশ টহল দেবে।

রাহী হালদার