Tag Archives: Kurmi

Lok Sabha Election 2024: মোষের পিঠে চাপার পর এবার মাথায় বালতি! প্রতীক পেতেই প্রচারের ঝাঁপালেন ‘কুড়মি’ অজিত

পুরুলিয়া: শেষ মুহূর্তে প্রচার চলছে সর্বত্র। স্বীকৃত রাজনৈতিক দলগুলো যে সুবিধা পায় নির্দলরা বা অসীকৃত রাজনৈতিক দলের প্রার্থীরা তা থেকে কিছুটা বঞ্চিত। তাই মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন প্রতীক চিহ্ন বরাদ্দ করলে তবেই ভালভাবে ভোটের প্রচারে ঝাঁপাতে পারেন তাঁরা।

সেই প্রতীক পেতেই এবার প্রচারে রীতিমত তুললেন পুরুলিয়া কেন্দ্রের কুড়মি সম্প্রদায়ের নির্দল প্রার্থী অজিত মাহাত। তাঁর জন্য বালতি প্রতীক বরাদ্দ করেছেন নির্বাচন কমিশন। সেই বালতি হাতেই ভোট প্রচারে ঝড় তোলেন পুরুলিয়ার কুড়মি প্রার্থী। পুরুলিয়া কেন্দ্রে ভোট প্রচারের একেবারে প্রথম দিন থেকেই নানাভাবে চোখ টানছেন তিনি। প্রথমত হলুদ গামছা, ফেট্টি, টি-শার্ট, টুপি ছাতা সব মিলিয়ে হলুদ রঙা প্রচার। তারপর মোষের পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দেওয়ার দিয়ে একবার রাজ্যবাসীর নজর কেড়েছেন অজিত মাহাত। এবার প্রতীক বালতি মাথায় করে মহিলারা প্রার্থী অজিতপ্রসাদ মাহাতকে নিয়ে পদযাত্রা করলেন পুরুলিয়া -১ নম্বর ব্লকে।

আরও পড়ুন: তিন শিক্ষিকার কাণ্ড শুনলে আপনিও অবাক হবেন

এ বিষয়ে কুড়মি প্রার্থী অজিত প্রসাদ মাহাত বলেন, বালতি ভর্তি ভোট দিয়ে আমাকে জিতিয়ে আনুন। আদিবাসী কুড়মি সমাজ নিজেদের লড়াই ও অধিকার আদায়ের জন্য চেষ্টা করে গিয়েছে। তাই বরাবরই মানুষের মন ছোঁয়ার জন্য তারা একের পর এক পদক্ষেপ নিয়েছে।

প্রচারেও তাদের অভিনবত্ব থেকেছে যাতে মানুষের মনে দাগ কাটতে পারে। ‌জঙ্গলমহলে নিজেদের জয়ের ব্যাপারে তিনি অনেকখানি আশাবাদী। এই প্রথমবার রাজনীতির ময়দানে আদিবাসী কুড়মি সমাজ। এতদিন রাজনৈতিক দলগুলির সমর্থন করে থাকলেও সরাসরি রাজনীতির ময়দানে এই প্রথমবার তারা লড়াইয়ে নেমেছেন।

‌প্রচার , মিটিং, মিছিলে থাকছে প্রতিদিন নয়া চমক। ‌ আর এবার প্রতীক চিহ্ন নিয়ে প্রচার করে মানুষের মনে দাগ কাটলেন তারা। আগামী ২৫ তারিখে ভোট গ্রহণ হবে জঙ্গলমহলের পুরুলিয়াতে। ইতিমধ্যেই প্রচার তুঙ্গে সব কটি রাজনৈতিক দলেরই। তবে সংসদে কে যাবেন তা দেখতে অপেক্ষা ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত জেলার মানুষের কাছে।

শমিষ্ঠা ব্যানার্জি

Lok Sabha Election 2024: ‘নির্দল’ কুড়মি অঙ্কে পুরুলিয়া উদ্ধারের স্বপ্ন তৃণমূলে

পুরুলিয়া: শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। এরই মাঝে শেষ মুহূর্তে কর্মীদের মনোবল বাড়াতে জেলা সফরে পুরুলিয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌আগামী ২৫ মে পুরুলিয়া কেন্দ্রের ভোটগ্রহণ। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রীর এই সফর।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

মঙ্গলবার অর্থাৎ ৭ মে পুরুলিয়ার পাড়া ব্লকের গুড়গুড়ি ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অনুষ্ঠিত হবে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতর সমর্থনে এই সভায় বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার দুপুর দুটো থেকে রয়েছে মুখ্যমন্ত্রী সভা। সোমবার সেই সবার শেষ পর্যায়ে প্রস্তুতি নিয়ে চূড়ান্ত ব্যস্ততা ছিল তৃণমূল নেতৃত্বের মধ্যে। সবাই আগত কর্মী সমর্থকদের জন্য থাকতে পানীয় জলের ব্যবস্থা।

আরও পড়ুন: দুপুর ২ টো বাজলেই ধাঁ হয়ে যায় চিকিৎসক, এসে ফিরে যেতে হয় অসহায় পশুদের

এই বিষয়ে বিধায়ক সুশান্ত মাহাত বলেন, জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই পাড়া এলাকার ছাত্র যুব নেতাকর্মীরা খুবই উৎসাহিত তৃণমূল সুপ্রিমোর জনসভাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী নির্বাচনের পূর্বে কী বার্তা দেন সেই আশাতেই আমরা সকলে রয়েছি।

লোকসভা নির্বাচনকে ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। মিটিং , মিছিল, প্রচার চলছে সর্বত্র। রাজনীতির ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এরই মাঝে তৃণমূল সুপ্রিমোর জেলা সফর কর্মী সমর্থকদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। ‌ তাই এই সভাকে সফল করে তুলতে সচেষ্ট সকলেই।

উল্লেখ্য কুড়মিরা পুরুলিয়া সহ জঙ্গলমহলের কেন্দ্রগুলিতে নিজেদের সম্প্রদায়ের পৃথক নির্দল প্রার্থী দিয়েছে। ফলে এই কেন্দ্রের ভোটের হিসেব অনেকটাই ঘেঁটে গিয়েছে। এখন দেখার তার ফায়দা কোন ফুল তোলে।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Lok Sabha Election 2024: মোষের পিঠে চেপে মনোনয়ন পেশ কুড়মি প্রার্থী অজিতের! রইল ভিডিও

পুরুলিয়া: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। প্রচার , মিটিং মিছিলে ঝড় তুলছে শাসক-বিরোধী প্রার্থীরা‌। শুধু মিটিং, মিছিল করেই প্রচারই নয়, এবার অভিনবত্ব দেখা যাচ্ছে মনোনয়ন দাখিলের ক্ষেত্রেও। এই প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেছে বাংলার পশ্চিমাঞ্চলের কুড়মি সমাজ। প্রায়দিনই অভিনব প্রচার মিটিং, মিছিল দেখা যাচ্ছে তাঁদের। আর এবার মনোনয়নের ক্ষেত্রেও দেখা গেল এক অন্যরকম দৃশ্য। পুরুলিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে করম ডালা, ঘোড়া নাচ, করম নাচ, মোরগ , ভেড়া (মোষ) নিয়ে কাড়ার পিঠে চেপে মনোনয়ন জমা দিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের কুড়মি প্রার্থী অজিত প্রসাদ মাহাত।

আর‌ও পড়ুন: SSC রায়ে ১১ জনের চাকরি গিয়েছে, সাড়ে পাঁচ হাজার পড়ুয়ার স্কুলে এখন মোটে ৩০ জন শিক্ষক!

পুরুলিয়ার ঐতিহ্য কাড়া লড়াই। আর এই ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতেই এই অভিনব পদ্ধতিতে মনোনয়ন দাখিল করলেন কর্মী সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাত। এদিন রাঁচি রোডের গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়। কাড়ার পিঠে চেপে মনোনয়নপত্র দাখিলে সামিল হন বহু কুড়মি যুবক। বহু কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। একবারে হলুদ রাঙা মিছিল হয়ে ওঠে গোটা রাঁচি রোড চত্ত্বর। এই বিষয়ে প্রার্থী অজিত প্রসাদ মাহাত বলেন, পুরুলিয়ার শিল্প সংস্কৃতিতে কাড়া লড়াই অন্যতম। সেই ঐতিহ্য তুলে ধরতেই এমন সিদ্ধান্ত।

প্রথমবার ভোটের ময়দানে দাঁড়ালেও নিজের জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী বলে জানিয়েছেন অজিত প্রসাদ মাহাত। মানুষের সাড়াও যথেষ্ট ভাল পাচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেন, কাড়া খুবই শান্ত। এই কাড়া নিয়ে প্রচারও হয়েছে। সকালবেলা খাবার, জল খাইয়ে কাড়াকে নিয়ে আসা হয় মনোনয়নের জন্য। এই কাড়ার বয়স ১২ বছর।

আর‌ও পড়ুন: দুর্গা-কালী-শিব তিন দেবতার নামে জয়ধ্বনি দিয়ে বাংলায় বক্তব্য শুরু মোদির

ভোট বিশেষজ্ঞদের হিসেব বলছে, এবারের লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রের অন্যতম নির্ণায়ক শক্তি হতে পারেন কুড়মি সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাত। তারই যেন ছাপ দেখা গেল মনোনয়ন পেশকে কেন্দ্র করে।

শর্মিষ্ঠা ব্যানার্জি