Tag Archives: Lottery Ticket

Birbhum News: ৩০ টাকার এক লটারির টিকিটেই বদলে গেল দিনমজুরের ভাগ্য! কী হল জানেন?

বীরভূম: প্রত্যেক দিনই শোনা যায়, কেউ না কেউ নিজের এলাকায় টিকিট কেটে কোটিপতি হয়েছেন তবে অন্য জায়গায় টিকিট কেটে নিজের বাড়ি এসে কোটিপতি হওয়ার ঘটনা খুব একটা বেশি শোনা যায় না। আর এমনই এক ঘটনা ঘটল বীরভূমের মারগ্রামের শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা সাইদুল শেখের জীবনে।

সাইদুল শেখ পেশায় দিনমজুর। কিন্তু পরিবারের অভাব-অনটনের কারণে সংসারের চাপ সামলাতে তিনি বারাকপুরের একজন ঠিকাদারের অধীনে শ্রমিক হিসেবে রেলের কাজ করতে যান। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য ব্যারাকপুরে থেকেই উপার্জন করেন সৈয়দুল।

আরও পড়ুন: ফের উত্তরপ্রদেশে গণধর্ষণের অভিযোগ, জনতার ক্ষোভের আগুনে জ্বলল দোকান, গাড়ি

তবে কাজের শেষে মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন তিনি। লটারি টিকিট কাটা যে নেশা তা ঠিক হলফ করে বলা যাবে না, তবে কখনও একটি করে লটারি টিকিট কাটতেন। কখনও ৬০০, কখনও ১২০০-এর বেশি কোনওদিনই প্রাইজ পাননি সইদুল। মঙ্গলবারেও ঠিক তেমনই কাজ শেষ হওয়ার পর ব্যারাকপুরেই কেটেছিলেন একটি টিকিট।

আরও পড়ুন: পৃথিবীতে সবচেয়ে বড় ডিম দেয় এই পাখি! খেতে যেমন সুস্বাদু, গুণেও ভরপুর

তবে কাজের চাপে মঙ্গলবার সেই টিকিট তিনি মেলাতে ভুলে গিয়েছিলেন।তারপরের দিন অর্থাৎ বুধবার বীরভূমের বাড়িতে ফিরে আসেন তিনি।আর এখানে এসে টিকিটটি মেলাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। কারণ এই টিকিটেই তিনি জিতেছেন পুরো এক কোটি টাকা। টাকা জেতার কথা জানতে পেরেই কী করবেন ভেবে না পেয়ে সোজা পৌঁছে যান মাড়গ্রাম থানায়। সেখানে গিয়ে আশ্রয় নেন তিনি।

সাইদুল জানান, “আমি নিজের একটি পাকা বাড়ি তৈরির জন্য কাজ শুরু করেছিলাম কিন্তু অর্থাভাবের কারণে সেই বাড়ির কাজ শেষ হবে কি না চিন্তায় ছিলাম ভগবান আমার সহায় হয়েছে। এছাড়াও কিছুটা জমি কিনব আর বোনের বিয়ে দেব।” প্রতিবেশীরা জানাচ্ছেন অভাব অনটনের মধ্যে জীবন কাটত সৈয়দুলের। লটারিতে এই ১ কোটি টাকা মেলাতে অনেকটাই সুবিধা হবে পরিবারের।

Lottery Tips: আপনিও জিততে পারবেন লটারি! টিকিট কাটার আগে জেনে নিন গোপন কৌশল, নম্বর লাগবেই, ভাগ‍্য খুলে যাবে

আপনি কি লটারির টিকিট কাটেন? স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার? কিন্তু লটারি জেতার উপায় জানেন না? জেনে নিন লটারির টিকিট কাটার সঠিক কৌশল। টিকিট কাটার এই বিষয়গুলি নজরে রাখলে আপনার জেতার সম্ভাবনা বেশি।
আপনি কি লটারির টিকিট কাটেন? স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট  পাওয়ার? কিন্তু লটারি জেতার উপায় জানেন না? জেনে নিন লটারির টিকিট কাটার সঠিক কৌশল। টিকিট কাটার এই বিষয়গুলি নজরে রাখলে আপনার জেতার সম্ভাবনা বেশি।
লটারির টিকিট কাটার আগে বিগত ৭ দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক অর্থাৎ নজর রাখা প্রয়োজন। তাহলে আপনি টিকিট কাটার আগে সম্যক ধারণা পেতে পারেন।
লটারির টিকিট কাটার আগে বিগত ৭ দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক অর্থাৎ নজর রাখা প্রয়োজন। তাহলে আপনি টিকিট কাটার আগে সম্যক ধারণা পেতে পারেন।
প্রথমেই আপনি টিকিট কেনার সময় মিডল নাম্বারটি বাছাই করে নিন। এর আগেরবার লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেটির দিকেও নজর রাখুন।
প্রথমেই আপনি টিকিট কেনার সময় মিডল নাম্বারটি বাছাই করে নিন। এর আগেরবার লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেটির দিকেও নজর রাখুন।
আগেরবার কোনও এক মিডল নাম্বার জেতে তাহলে সেইরকম নাম্বার দেখে কেনার চেষ্টা করুন। আবার তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পারেন অপশন হিসেবে।
আগেরবার কোনও এক মিডল নাম্বার জেতে তাহলে সেইরকম নাম্বার দেখে কেনার চেষ্টা করুন। আবার তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পারেন অপশন হিসেবে।
এর আগের বিজেতার যেটি মিডল নাম্বার ছিল, তার বিপরীত নাম্বার নিন। অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে শেষ করুন।
এর আগের বিজেতার যেটি মিডল নাম্বার ছিল, তার বিপরীত নাম্বার নিন। অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে শেষ করুন।
লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় উপায় হল ব্যক্তিগত ভাবে এমন নম্বর বাছাই করা যা আমাদের জন্য শুভ। তারমধ্যে নিজের জন্মদিন, স্ত্রী-র জন্মদিন, বিবাহ বার্ষিকী, সন্তানদের জন্মদিন হতে পারে।
লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় উপায় হল ব্যক্তিগত ভাবে এমন নম্বর বাছাই করা যা আমাদের জন্য শুভ। তারমধ্যে নিজের জন্মদিন, স্ত্রী-র জন্মদিন, বিবাহ বার্ষিকী, সন্তানদের জন্মদিন হতে পারে।
মিডল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট কেটে ফেলুন। এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় ফল দিয়ে থাকে।
মিডল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট কেটে ফেলুন। এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় ফল দিয়ে থাকে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য। এই পদ্ধতিগুলি লটারি জেতা নিশ্চিত করে না। বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)

Lottery Win: জন্মদিনে ঠাকুমার দেওয়া উপহার ছিল লটারির টিকিট, তাতেই ৮ কোটি জয় নাতির! অবিশ্বাস্য

নয়াদিল্লি: ১৮ বছরে পড়ার বিশেষ জন্মদিনে উপহার পেয়েছিল লটারির টিকিট। আর সেই টিকিটেই ভাগ্যোদয় কালেব হ্যাং নামে মার্কিন দেশের ফ্লোরিডার বাসিন্দা এক তরুণের। এক মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় প্রায় ৮ কোটি ২ লক্ষ জয় করেছে সে। লটারি খেলার উপযুক্ত বয়সে পৌঁছতেই এভাবে কোটিপতি হওয়ার ঘটনা সত্যিই নজিরবিহীন। তবে টিকিটটি কালেবকে জন্মদিনে উপহার দিয়েছিলেন তার ঠাকুমা।

কালেব জন্মদিনে পাওয়া সেই উপহার টিকিটেই প্রথমবারে কোটিপতি হয়েছে। তার কথায়, ‘আমি তো হতবাক। ভাবতেই পারছি না। আমি ও মা মাছ ধরতে যাচ্ছিলাম। রাস্তাতেই টিকিটটা স্ক্র্যাচ করি। সেখানেই দেখি কোটিপতি হয়ে গেছি আমরা’। বাড়ি থেকে মাছ ধরতে বেরিয়ে সঙ্গে কোনও পরিচয়পত্র ছিল না। ফলে লটারি জেতার আনন্দে ফের গাড়ি ঘুরিয়ে বাড়ি ফেরে মা ও ছেলে।

আরও পড়ুন: কুকুরের ডাকের মতো ঘেউ ঘেউ ও চিৎকার করে কথা বলে গোটা পরিবার, দেখেও বিশ্বাস করা কঠিন!

আরও পড়ুন: দুরারোগ্য অসুখে আক্রান্ত সেলিন ডিয়ন, টাইটানিকের গায়িকা চিরতরে হারাতে পারেন সুর!

আইডি কার্ড নিয়ে সোজা চলে যায় টিকিটের টাকা নিতে। মুহূর্তের মধ্যে স্ক্র্যাচ করা টিকিটে কোটিপতি হয়ে যায় ১৮-র তরুণ। টাকা পেয়ে তার বক্তব্য, ‘একেবারে সেরা উপহার’। ঠাকুমাকে ধন্যবাদ জানাতে ভোলেনি কোটিপতি কালেব। কী করবে সে এত টাকা নিয়ে? কালেব জানায়, কলেজের টাকাপয়সা, ফি জমা দেবে, ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রেখে দেবে।