Tag Archives: lottery news

Lottery News: কোটি কোটি টাকা নয়! লটারির প্রথম পুরস্কার ‘এই’ জিনিস! ওজন ২৫ কেজি, জানেন সেটি কী

পুরুলিয়া: মুহূর্তেই ভাগ্য পরিবর্তন করতে পারে লটারি। তাই ভাগ্য পরীক্ষার জন্য অনেকেই লটারি কাটেন। যদি কোনওভাবে বরাত জোরেলটারির টিকিট লেগে যায় তাহলে তো ক্রেতা আনন্দে মেতে ওঠেন। টাকার জন্য লটারি টিকিট কাটতে তো প্রায়শই দেখা যায়। কিন্তু শহর পুরুলিয়াতে অভিনব লটারির টিকিট বিক্রি হতে দেখা যাচ্ছে। এই টিকিট কিনলেই যা পুরস্কার মিলবে তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যাবে। দোরগোড়ায় জঙ্গলমহলের মনসা পুজো। সর্বত্র তার প্রস্তুতি চলছে। শহর থেকে গ্রাম পুরুলিয়া বাসীরা অপেক্ষায় থাকেন এই মনসা পুজোর জন্য।
পুরুলিয়া: মুহূর্তেই ভাগ্য পরিবর্তন করতে পারে লটারি। তাই ভাগ্য পরীক্ষার জন্য অনেকেই লটারি কাটেন। যদি কোনওভাবে বরাত জোরেলটারির টিকিট লেগে যায় তাহলে তো ক্রেতা আনন্দে মেতে ওঠেন। টাকার জন্য লটারি টিকিট কাটতে তো প্রায়শই দেখা যায়। কিন্তু শহর পুরুলিয়াতে অভিনব লটারির টিকিট বিক্রি হতে দেখা যাচ্ছে। এই টিকিট কিনলেই যা পুরস্কার মিলবে তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যাবে। দোরগোড়ায় জঙ্গলমহলের মনসা পুজো। সর্বত্র তার প্রস্তুতি চলছে। শহর থেকে গ্রাম পুরুলিয়া বাসীরা অপেক্ষায় থাকেন এই মনসা পুজোর জন্য।
সেই উপলক্ষে একাধিক চমক দেখতে পাওয়া যায় জেলার বিভিন্ন জায়গায়। পুরুলিয়া শহরের দর্জি পাড়া ষোল আনা মনসা পুজো কমিটির উদ্যোগে এক অভিনব লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এই প্রতিযোগিতায় জিতলে টাকার বদলে মিলবে অদ্ভুত সমস্ত পুরস্কার। (প্রতীকী ছবি)
সেই উপলক্ষে একাধিক চমক দেখতে পাওয়া যায় জেলার বিভিন্ন জায়গায়। পুরুলিয়া শহরের দর্জি পাড়া ষোল আনা মনসা পুজো কমিটির উদ্যোগে এক অভিনব লটারি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর এই প্রতিযোগিতায় জিতলে টাকার বদলে মিলবে অদ্ভুত সমস্ত পুরস্কার। (প্রতীকী ছবি)
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ২৫ কেজির ছাগল। দ্বিতীয় পুরস্কার ১০ জনকে দশটি পাঁচ কেজি ওজনের ছাগল দেওয়া হবে। তৃতীয় পুরস্কার ১০ জনকে তিনটি করে হাঁস দেওয়া হবে। চতুর্থ পুরস্কার ১০ জনকে দু'টি করে হাঁস দেওয়া হবে এবং পঞ্চম পুরস্কার হিসেবে রয়েছে ১০০ জনকে একটি করে হাঁস বিতরণ। শুনতে অবাক লাগলেও এই অভিনব লটারি পুরস্কার মিলবে এই জায়গায়। আর এই অভিনব লটারির টিকিট কাটতে ভিড় জমাচ্ছে বহু মানুষ।‌
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি ২৫ কেজির ছাগল। দ্বিতীয় পুরস্কার ১০ জনকে দশটি পাঁচ কেজি ওজনের ছাগল দেওয়া হবে। তৃতীয় পুরস্কার ১০ জনকে তিনটি করে হাঁস দেওয়া হবে। চতুর্থ পুরস্কার ১০ জনকে দু’টি করে হাঁস দেওয়া হবে এবং পঞ্চম পুরস্কার হিসেবে রয়েছে ১০০ জনকে একটি করে হাঁস বিতরণ। শুনতে অবাক লাগলেও এই অভিনব লটারি পুরস্কার মিলবে এই জায়গায়। আর এই অভিনব লটারির টিকিট কাটতে ভিড় জমাচ্ছে বহু মানুষ।‌
কমিটির সদস্যরা বলেন, তাঁরা চার পাঁচ বছর থেকে এই লটারি প্রতিযোগিতার আয়োজন করেছে। মানুষের মনে কৌতুহল জাগাতে ও লটারি খেলার প্রতি আকর্ষণ বাড়াতে এই অভিনব লটারি প্রতিযোগিতার আয়োজন তাদের। মানুষের যথেষ্ট সারা রয়েছে। তাদের প্রায় দশ হাজার টিকিট বিক্রি হয়ে যায় প্রতি বছর।  এক ক্রেতা বলেন, "এই লটারি প্রতিযোগিতার টিকিট তাঁরা প্রতি বছরই কেটে থাকেন। এই বছরও তাই করছেন। মাত্র কুড়ি টাকা দিয়ে লটারি কেটে অনেকেই এখান থেকে পুরস্কার পেয়ে থাকেন। ‌সেই আশাতে তাঁরাও কাটছেন।"
কমিটির সদস্যরা বলেন, তাঁরা চার পাঁচ বছর থেকে এই লটারি প্রতিযোগিতার আয়োজন করেছে। মানুষের মনে কৌতুহল জাগাতে ও লটারি খেলার প্রতি আকর্ষণ বাড়াতে এই অভিনব লটারি প্রতিযোগিতার আয়োজন তাদের। মানুষের যথেষ্ট সারা রয়েছে। তাদের প্রায় দশ হাজার টিকিট বিক্রি হয়ে যায় প্রতি বছর। এক ক্রেতা বলেন, “এই লটারি প্রতিযোগিতার টিকিট তাঁরা প্রতি বছরই কেটে থাকেন। এই বছরও তাই করছেন। মাত্র কুড়ি টাকা দিয়ে লটারি কেটে অনেকেই এখান থেকে পুরস্কার পেয়ে থাকেন। ‌সেই আশাতে তাঁরাও কাটছেন।”
ফাটকায় পুরস্কার পেতে অনেকেই লটারি কাটেন প্রতিনিয়ত। কিন্তু সেই লটারি মূলত টাকার অংকের উপরেই নির্ধারিত হয়। তবে শহর পুরুলিয়ার এই মনসা পুজোয় এই অভিনব লটারি রীতিমত সাড়া ফেলে দিয়েছে সর্বত্র।
ফাটকায় পুরস্কার পেতে অনেকেই লটারি কাটেন প্রতিনিয়ত। কিন্তু সেই লটারি মূলত টাকার অংকের উপরেই নির্ধারিত হয়। তবে শহর পুরুলিয়ার এই মনসা পুজোয় এই অভিনব লটারি রীতিমত সাড়া ফেলে দিয়েছে সর্বত্র।

Lottery News: রাতারাতি ভাগ্য বদলে গেল ব্যক্তির! লটারিতে জিতলেন কোটি টাকা! তারপর? জানুন

দিনহাটা: আচমকা এই লটারিতে ১ কোটি টাকা জিতলেন দিনহাটা মহকুমার এক ব্যক্তি। ঘটনার খবর প্রকাশে আসতেই খুশির আবহাওয়া ব্যক্তির বাড়িতে। দীর্ঘ সময় ধরে একপ্রকার নেশার বশেই টিকিট কাটতেন এই ব্যক্তি। তবে এই প্রথম লটারিতে প্রথম পুরস্কার জেতার সুযোগ হয়েছে তাঁর। প্রথম পুরস্কার জেতার খবর পেতেই তিনি হাজির হন দিনহাটা থানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, “দিনহাটার বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের কুচনি এলাকায় বাসিন্দা আজহার আলি। পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভাল নয় তাঁর। তবে তিনি প্রায়শই দিনহাটার কুচনির আমতলা এলাকা থেকে লটারির টিকিট কাটতেন। এবার টিকিট কেনার পর তা মেলাতে গিয়ে তিনি জানতে পারেন তাঁর কেনা টিকিটে তিনি এক কোটি টাকা পেয়েছেন। এমন ঘটনায় জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়। লটারিতে প্রথম পুরস্কার পেয়ে খুশি হয়েছে আজহার আলি ও তাঁর পরিবার।”

আরও পড়ুন: ডায়াবেটিস, কোলেস্টেরল দূর করে! অবহেলায় বেড়ে ওঠা এই শাক ক্যানসারেও কাজ দেয়!

আজহার আলি জানান, “তিনি এক প্রকার নেশার বশেই প্রতিদিন লটারির টিকিট কেনেন। তবে এতদিন পর্যন্ত বেশি টাকার পুরস্কার তিনি জিততে পারেননি। এই প্রথম লটারিতে পুরস্কার পেয়েছেন তিনি এক কোটি টাকা। ভবিষ্যত দিনে এই টাকা তিনি চিন্তা ভাবনা করে খরচ করবেন। তবে এখনও তিনি টাকা খরচের বিষয়ে কোনও চিন্তা ভাবনা করেননি।”  দিনহাটা মহকুমায় এভাবে এক কোটি টাকা পুরস্কার জেতার কারণে টিকিট বিক্রেতারা ও ক্রেতারা উৎসাহিত হয়েছেন। অধিকাংশ টিকিট বিক্রেতাদের মতে এই পুরস্কারের কারণে কিছুটা হলেও টিকিট বিক্রি বাড়বে দিনহাটায়।

Sarthak Pandit

Lottery News: লটারি বদলে দিল ভাগ্যে! বিক্রেতা এক রাতেই কোটিপতি

বদলাতে চেয়েছিলেন ভাগ্য। তবে সেভাবে লটারিতে বড় কোন পুরস্কার জোটেনি ভাগ্যে। লটারি কেটে রাতারাতি ভাগ্য ফিরেছে অনেকের। তবে এদিন লটারি কেটে রাতারাতি কোটিপতি বালুরঘাটের এক সবজি ব্যবসায়ী। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। লটারি কাটার ঘন্টাখানেক পরেই কোটিপতি হয়েছেন ওই সবজি ব্যবসায়ী।

Crorepati Lottery Result: মাত্র ১২০ টাকাতেই কোটিপতি মালদহের রাজমিস্ত্রি! তার পরই যা ঘটল, শুনে চোখ কপালে উঠবে

মালদহ: এক কোটির লটারি পেতেই পুলিশ ফাঁড়িতে দৌড়ে হাজির হলেন রাজমিস্ত্রি। পুলিশের কাছে জমা দিলেন লাকি নম্বরের ডিয়ার লটারির টিকিট। ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া এলাকায়।

লটারির টিকিট মেলানোর পরেই স্থানীয় মিলকি পুলিশ ফাঁড়িতে হাজির হন ওই রাজমিস্ত্রি। মঙ্গলবার মাত্র ১২০ টাকায় টিকিট কেটেছিলেন পেশায় রাজমিস্ত্রি নিমাই সরকার। তিনি নিয়মিত টিকিট কাটেন না। মাঝেমধ্যে ইচ্ছে হলে লটারির টিকিট কাটেন। এদিন দুপুরে ১২০ টাকার লটারি কেটেছিলেন। টিকিট মেলাতেই চক্ষু চড়কগাছ হয় রাজমিস্ত্রির।

আরও পড়ুন: আকাশ থেকে উড়ে পড়ল ওটা কী? চুঁচুড়ায় মারাত্মক কাণ্ড! আতঙ্ক-শোরগোল

কারণ, রাতারাতি তিনি কোটিপতি হয়ে যান। লটারি বিজেতা নিমাই সরকার বলেন, ‘মাঝেমধ্যে লটারি টিকিট কাটি। এদিন ১২০ টাকার লটারি কেটেছিলাম। পরে মিলিয়ে দেখি সেই লটারিতে এক কোটি টাকার প্রাইজ লেগেছে। আমি পুলিশ ফাঁড়িতে আসি। এই টাকা দিয়ে আমি আমার সংসারের বিভিন্ন কাজ করব। ছেলেমেয়েদের পড়াশোনা করাব।’

আরও পড়ুন: চামড়া বুড়িয়ে যাচ্ছে? রাতে শোওয়ার আগে ‘এই’ এক কাজে চকচক করবে মুখ! রইল সিক্রেট টিপস

সংসার চালাতে রাজমিস্ত্রির কাজ নিয়মিত করতে হয়। পরিবারে রয়েছে স্ত্রী-সহ দুই মেয়ে ও এক ছেলে। ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া পঞ্চায়েতের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার। লটারির টাকাতে ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি সংসারের অন্যান্য কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। লটারিতে ১ কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্য মিলেছে।

সেই টাকায় নিজের ও পরিবারের স্বপ্নপূরণের ইচ্ছে রয়েছে। তাই সেই টিকিট যেন কেউ নিতে না পারে তাই খবর পেয়ে সটান লটারি নিয়ে মিল্কি ফাঁড়ির দারস্থ হয়েছেন ওই ব্যাক্তি। তবে তাঁর স্বপ্ন ছিল লটারিতে একদিন না একদিন ১ কোটি টাকা পাবেন। অবশেষে প্রথম পুরস্কার পেয়ে খুশি নিমাই সরকার-সহ তাঁর পরিবার।

হরষিত সিংহ

Viral: রাতারাতি কোটিপতি হতে চান? পথ দেখাবেন এই ফেরিওয়ালা! এক রাতে ভাগ্য-বদল! জানুন কী ঘটল

বীরভূম: ভাগ্যের চাকা কখন কার ঘুরে যায়, কেউ বলতে পারেন না। দীর্ঘদিন ধরে অভাব অনটনের মধ্যে দিন কাটানোর পরে এক নিমিষে কোনও এক মানুষ হয়ে যেতে পারে কোটিপতি।আবার এক চোখের পলকেই রাতারাতি কোনও এক কোটিপতি হয়ে যেতে পারে নিঃস্ব। নিঃস্ব থেকে রাতারাতি কোটিপতি হওয়ার মত ঘটনা সাম্প্রতিকালে প্রত্যেকদিন ঘটে চলেছে লটারির টিকিটের দৌলতে। ঠিক সেই রকমই এবার ভাগ্য ফিরল বীরভূমের এক ফেরিওয়ালার।

মাত্র ৩০ টাকার বদলে কোটিপতি হয়ে ভাগ্য ফিরল বীরভূমের নলহাটি থানার অন্তর্ভুক্ত কুশিপাড়ার বাসিন্দা প্রভাত কুমার মালের। জানা যায় প্রভাত কুমার মাল দীর্ঘদিন ধরেই বিভিন্ন জিনিসপত্র গ্রামে গ্রামে ফেরি করে ঘুরে বেড়ান। আর তা থেকে যা রোজগার হয় তা দিয়েই তার সংসার চলে। দিন আনি দিন খাওয়া পরিবারে এক ধাক্কায় এক কোটি টাকা দুঃখের দিন ফুরিয়ে এবার সুখের দিন আনতে চলেছে।

জানা যায়, প্রভাত কুমার মাল নামে ওই ফেরিওয়ালা বিহারের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরি করার পর দিনের শেষে কমপক্ষে ৫০০ থেকে ৬০০ টাকা উপার্জন হয়ে থাকে।আর এই অগ্নি মূল্যের বাজারে সেই টাকায় সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হয় প্রভাতকে। তবে বাংলা নববর্ষের প্রথম দিনে লক্ষ্মী মনে হয় মাথায় হাত রেখেছে প্রভাতের। প্রভাত তার গ্রামের একটি লটারি দোকান থেকে মাত্র ৩০ টাকার বিনিময়ে লটারি কাটে।আর সেই ৩০ টাকাতে এক ছক্কায় বাজিমাত।রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন ফেরিওয়ালা।

আরও পড়ুন: গরমে পান্তা ভাত খেলে কী হয়? শরীরের উপকার নাকি ক্ষতি? জানুন

লটারি কাটার পর রাত্রি সাড়ে আটটা নাগাদ তার কাছে একটা ফোন আসে। ফোনের ওপার থেকে জানানো হয় সে লটারিতে প্রথম পুরস্কার পেয়েছে।প্রথমে সমস্ত বিষয়টি সে মজার ছলে নেয়। পরবর্তীকালে যখন তাকে বিশ্বাস করানো হয় যে সত্যি তিনি কোটিপতি হয়েছেন তখন হতভম্ব হয়ে গিয়েছিলেন প্রভাত। কী করবেন ভেবে উঠতে না পেরে তৎক্ষণাৎ পৌঁছে যায় পুলিশ প্রশাসনের কাছে টিকিট নিয়ে। পুলিশ প্রশাসনের তরফ থেকে তাকে সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রভাত আমাদের জানান তার পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ আর সেই কারণে তিনি এই টাকা নিয়ে বাবা-মা ও দাদার পাশে দাঁড়াতে চায় সে। সবার স্বপ্ন পূরণের পাশাপাশি নিজেকেও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তিনি।

সৌভিক রায়

Viral Lottery News: ‘খুল যা সিম সিম’ আরব দেশের লটারিতে জ্যাকপট, ২ কোটি পেলেন ভারতীয় গৃহবধূ

আবুধাবি: হায়দরাবাদের গৃহবধূর কামাল পারফম্যান্স৷ এ যেন আলাদিনের জিন৷  ৩৮ বছর বয়সী হামেদা বেগম বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহিতে (ইউএই) বসবাস করন৷ সেখানেই লটারিতে অংশ নিয়েছিলেন তিনি৷ সম্প্রhttp://mahzooz.ae/তি সাপ্তাহিক মাহজুজ ড্রতে স্থানীয় মুদ্রায় ১ মিলিয়ন দিরহাম জেতেন৷ যা ভারতীয় মুদ্রায় ২,২২,২৮,৩০৩ টাকা৷  বিজয়ী হয়ে একেবারে মালামাল হয়ে গেলেন ভারতীয় এই গৃহবধূ৷

ভাগ্যবান বিজয়ী, হামেদা বেগমের  ১ এপ্রিল অনুষ্ঠিত ১২২ তম সাপ্তাহিক মাহজুজ ড্রয়ের সময় ছয়টি বিজয়ী সংখ্যার মধ্যে পাঁচটি মিলেছে।

আরও দেখুন

 

হামেদা বেগম গত তিন বছর ধরে সংযুক্ত আরব আমিরশাহি রাজধানী শহর আবুধাবিতে বাস করেন, যেখানে তিনি মেডিকেল কোডার হিসেবে কাজ করেন। এই দারুণ  সংবাদ পেয়ে উচ্ছ্বসিতে হামেদা৷

হামেদা নিজের চার সন্তানের শিক্ষার জন্য এবং তাঁর পরিবারের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য লটারিতে পাওয়া পুরস্কার ব্যবহার করবেন৷

আরও পড়ুন –

আবুধাবির এই লাকি ড্র-র তিনি প্রথম মহিলা এবং চতুর্থ ব্যক্তি যিনি নতুন পুরস্কার কাঠামোর অধীনে গ্যারান্টিযুক্ত এক মিলিয়ন দিরহাম বা ২ কোটি টাকা  জিতেছেন৷ নতুন এই নিয়ম ৪ মার্চ থেকে শুরু হয়েছে। এই পুনরুদ্ধার করা পুরস্কার পুলটি এখন একটি অনন্য বৈশিষ্ট্য অফার করে যেখানে একজন অংশগ্রহণকারীর  মিলিয়নেয়ার হওয়ার নিশ্চয়তা রয়েছে।

মাহজুজ ড্র ​​হল সংযুক্ত আরব আমিরশাহিতে মানুষের ভাগ্য বদলের চেষ্টা করে  এবং বড় জয়ের জন্য একটি জনপ্রিয়  লটারির প্ল্যাটফর্ম। এই লটারি হয় http://mahzooz.ae/ ওয়েবসাইটে রেজিস্ট্রার করিয়ে৷ ফ্যাবুলাস ফ্রাইডে এপিক ড্র এবং সুপার স্যাটারডে ড্রতেও অংশ নিতে পারে নম্বরের সেট বেছে নিয়ে৷

Lottery Win: জন্মদিনে ঠাকুমার দেওয়া উপহার ছিল লটারির টিকিট, তাতেই ৮ কোটি জয় নাতির! অবিশ্বাস্য

নয়াদিল্লি: ১৮ বছরে পড়ার বিশেষ জন্মদিনে উপহার পেয়েছিল লটারির টিকিট। আর সেই টিকিটেই ভাগ্যোদয় কালেব হ্যাং নামে মার্কিন দেশের ফ্লোরিডার বাসিন্দা এক তরুণের। এক মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় প্রায় ৮ কোটি ২ লক্ষ জয় করেছে সে। লটারি খেলার উপযুক্ত বয়সে পৌঁছতেই এভাবে কোটিপতি হওয়ার ঘটনা সত্যিই নজিরবিহীন। তবে টিকিটটি কালেবকে জন্মদিনে উপহার দিয়েছিলেন তার ঠাকুমা।

কালেব জন্মদিনে পাওয়া সেই উপহার টিকিটেই প্রথমবারে কোটিপতি হয়েছে। তার কথায়, ‘আমি তো হতবাক। ভাবতেই পারছি না। আমি ও মা মাছ ধরতে যাচ্ছিলাম। রাস্তাতেই টিকিটটা স্ক্র্যাচ করি। সেখানেই দেখি কোটিপতি হয়ে গেছি আমরা’। বাড়ি থেকে মাছ ধরতে বেরিয়ে সঙ্গে কোনও পরিচয়পত্র ছিল না। ফলে লটারি জেতার আনন্দে ফের গাড়ি ঘুরিয়ে বাড়ি ফেরে মা ও ছেলে।

আরও পড়ুন: কুকুরের ডাকের মতো ঘেউ ঘেউ ও চিৎকার করে কথা বলে গোটা পরিবার, দেখেও বিশ্বাস করা কঠিন!

আরও পড়ুন: দুরারোগ্য অসুখে আক্রান্ত সেলিন ডিয়ন, টাইটানিকের গায়িকা চিরতরে হারাতে পারেন সুর!

আইডি কার্ড নিয়ে সোজা চলে যায় টিকিটের টাকা নিতে। মুহূর্তের মধ্যে স্ক্র্যাচ করা টিকিটে কোটিপতি হয়ে যায় ১৮-র তরুণ। টাকা পেয়ে তার বক্তব্য, ‘একেবারে সেরা উপহার’। ঠাকুমাকে ধন্যবাদ জানাতে ভোলেনি কোটিপতি কালেব। কী করবে সে এত টাকা নিয়ে? কালেব জানায়, কলেজের টাকাপয়সা, ফি জমা দেবে, ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রেখে দেবে।