Tag Archives: Marathon

Ayodhya Hill Marathon 2024: শহরের বুকে তো অনেক হল, এবার প্রকৃতির মধ্যে ম্যারাথন, অযোধ্যা পাহাড়ে বসবে আসর

কলকাতা:  রবিবার ২৫ তারিখ পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এক অন্য ধরণের সকালের সাক্ষী থাকবে৷ অযোধ্যা পাহাড়ে প্রথমবার বসতে চলেছে ম্যারাথনের আসর৷ রান ফর ট্রাইবাল নামের এই দৌড়কে আগ্রহ ইতিমধ্যেই তৈরি হচ্ছে৷ ভোর সাড়ে ছটায় শুরু হবে এই দৌড়৷

এইদিনের দৌড়ের শুরুতে ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে হাজির থাকবেন খেলাধুলো, রূপোলি পর্দার বিভিন্ন তারকারা৷ আদিবাসী জনগোষ্ঠীর থেকে ভবিষ্যতের খেলাধুলোর তারকা তুলে আনার জন্য এই প্রয়াস৷ এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা৷ এই ভবিষ্যতের তারকারা নিজেদের পারফরম্যান্স দিয়ে নিজেদের ও দেশের নাম উজ্জ্বল করবেন৷

আরও পড়ুন – Sourav Ganguly Meets Sukanta Majumdar: সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে গেলেন সৌরভ, কেবিনের ভিডিও সামনে

এই প্ল্যাটফর্ম আদিবাসীদের কাছে একটা বড় মঞ্চ হতে চলেছে এমন মনে করেছেন আয়োজকরা৷ পাশাপাশি মোহনবাগানের  প্রাক্তন  তারকা হোসে ব্যারেটো৷

২৫ তারিখ সকাল সাড়ে ছটায় ম্যারাথন শুরু হওয়ার পর মেডেল ডিস্ট্রিবউশনের সময় রাখা হয়েছে সাড়ে আটটা৷ এরপর বিভিন্ন অনুষ্ঠানের পর বিকেলে আবার স্থানীয় আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে৷ এছাড়াও স্থানীয় বিশিষ্ট এবং পদ্মশ্রী প্রাপকদের দেওয়া হবে বিশেষ সম্মাননা৷

Viral News: ১৬ ঘণ্টা ধরে উদ্দাম যৌনতা! পর্ন তারকার প্রস্তাব তারকা ফুটবলারকে, তারপর যা ঘটেছিল

ঘটনাবহুল ক্রীড়া বিশ্ব। কখনও কখনও এমন অনেক ঘটনা ঘটে যা নিয়ে দীর্ঘ দিন পরও আলোচনা হয়। তেমনই এক অবাক করা কাণ্ড ঘটেছিল রাশিয়ায়। সেদেশের তারকা ফুটবলারকে এক পর্ন তারকা দিয়েছিল এমন 'লোভনীয়' প্রস্তাব যা শোরগোল ফেলে দিয়েছিল।
ঘটনাবহুল ক্রীড়া বিশ্ব। কখনও কখনও এমন অনেক ঘটনা ঘটে যা নিয়ে দীর্ঘ দিন পরও আলোচনা হয়। তেমনই এক অবাক করা কাণ্ড ঘটেছিল রাশিয়ায়। সেদেশের তারকা ফুটবলারকে এক পর্ন তারকা দিয়েছিল এমন ‘লোভনীয়’ প্রস্তাব যা শোরগোল ফেলে দিয়েছিল।
পর্ণ তারকা অ্যালিনা হেনসি যে কাণ্ড ঘটিয়েছিলেন তা শুনলে অবাক হবেন যে কেউ। রাশিয়ান ফুটবলার আলেকজান্ডার কোকোরিনকে যৌনতার প্রস্তাব দিয়েছিলেন অ্যালিনা। অবশ্য  তার জন্য শর্তও দিয়েছিলেন তিনি।
পর্ণ তারকা অ্যালিনা হেনসি যে কাণ্ড ঘটিয়েছিলেন তা শুনলে অবাক হবেন যে কেউ। রাশিয়ান ফুটবলার আলেকজান্ডার কোকোরিনকে যৌনতার প্রস্তাব দিয়েছিলেন অ্যালিনা। অবশ্য তার জন্য শর্তও দিয়েছিলেন তিনি।
পর্ন তারকা অ্যালিনা হেনেসি আলেকজান্ডার কোকোরিনকে ১৬ ঘণ্টা ধরে উদ্দাম যৌনতার প্রস্তাব দেন। পর্ন তারকা আলিনা হেনেসি এই প্রস্তাবের বিনিময়ে শর্ত দিয়েছিলেন, আলেকজান্ডার কোকরিনকে রাশিয়ান সুপার লিগে পাঁচটি গোল করতে হবে।
পর্ন তারকা অ্যালিনা হেনেসি আলেকজান্ডার কোকোরিনকে ১৬ ঘণ্টা ধরে উদ্দাম যৌনতার প্রস্তাব দেন। পর্ন তারকা আলিনা হেনেসি এই প্রস্তাবের বিনিময়ে শর্ত দিয়েছিলেন, আলেকজান্ডার কোকরিনকে রাশিয়ান সুপার লিগে পাঁচটি গোল করতে হবে।
অ্যালিনা হেনসি আলেকজান্ডার কোকরিনকে এই প্রস্তাব দিয়েছিলেন ২০১৫ সালে। সেই সময় তিনি ডায়নামো মস্কোতে যান। তখনই এই কথা বলে তিনি। রাশিয়া ইউরো স্পোর্টের সঙ্গে কথা বলার সময় এই প্রস্তাব দিয়েছিলেন।
অ্যালিনা হেনসি আলেকজান্ডার কোকরিনকে এই প্রস্তাব দিয়েছিলেন ২০১৫ সালে। সেই সময় তিনি ডায়নামো মস্কোতে যান। তখনই এই কথা বলে তিনি। রাশিয়া ইউরো স্পোর্টের সঙ্গে কথা বলার সময় এই প্রস্তাব দিয়েছিলেন।
রাশিয়া ইউরো স্পোর্টের সঙ্গে কথা বলার সময় অ্যালিনা বলেন, রাশিয়ান ফুটবলার আলেকজান্ডার কোকরিন যদি চ্যাম্পিয়নশিপ  শেষ হওয়ার আগে পাঁচটি গোলকরেন তবে তিনি তাঁকে ১৬ ঘন্টার সেক্স সেশনে আমন্ত্রণ জানাব।
রাশিয়া ইউরো স্পোর্টের সঙ্গে কথা বলার সময় অ্যালিনা বলেন, রাশিয়ান ফুটবলার আলেকজান্ডার কোকরিন যদি চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার আগে পাঁচটি গোলকরেন তবে তিনি তাঁকে ১৬ ঘন্টার সেক্স সেশনে আমন্ত্রণ জানাব।
যখন অ্যালিনা হেনসি এমন প্রস্তাব দিয়েছিলেন তখনও লিগের ১০টি ম্যাচ বাকি ছিল, কোকোরিনের গোলসংখ্যা ছিল মাত্র ১। ফলে তা বাস্তবে রূপ পায়নি। ফলে অ্যালিনা হেনেসিকেও তাঁর দেওয়া শর্ত পূরণ করতে হয়নি।
যখন অ্যালিনা হেনসি এমন প্রস্তাব দিয়েছিলেন তখনও লিগের ১০টি ম্যাচ বাকি ছিল, কোকোরিনের গোলসংখ্যা ছিল মাত্র ১। ফলে তা বাস্তবে রূপ পায়নি। ফলে অ্যালিনা হেনেসিকেও তাঁর দেওয়া শর্ত পূরণ করতে হয়নি।
তবে রাশিয়ান ফুটবলার আলেকজান্ডার কোকোরিনকে ১৬ ঘণ্টার ম্য়ারাথন সেক্স করার যে প্রস্তাব তিনি দিয়েছিলেন, তা নিয়ে আজও আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিষয়ে কখনো কিছু বলেননি আলেকজান্ডার কোকোরিন।
তবে রাশিয়ান ফুটবলার আলেকজান্ডার কোকোরিনকে ১৬ ঘণ্টার ম্য়ারাথন সেক্স করার যে প্রস্তাব তিনি দিয়েছিলেন, তা নিয়ে আজও আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিষয়ে কখনো কিছু বলেননি আলেকজান্ডার কোকোরিন।

Kolkata Marathon Accident: কলকাতা পুলিশের ম্যারাথনে বড় দুর্ঘটনা! তোড়ন ভেঙে মাথায় আঘাত অতিরিক্ত পুলিশ কমিশনারের

কলকাতা: রবিবার সকালে কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে বড় দুর্ঘটনা। তোড়ন ভেঙে জখম হলেন এক পুলিশ আধিকারিক। দুর্ঘটনায় আহত অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলিধর শর্মা।

আরও পড়ুন: ধেয়ে আসছে বৃষ্টি! ৯ জেলায় আবহাওয়ার ভোলবদল, ওদিকে শীতের দাপট! ঠান্ডা থেকে রেহাই কবে

তোড়ন ভেঙে পড়ে তাঁর মাথা ও কোমরে আঘাত লেগেছে অতিরিক্ত পুলিশ কমিশনারের। ইতিমধ্যেই তাঁকে মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

রেড রোডের উপর দৌড় চলাকালীন হঠাৎ দমকা হাওয়ায় তোড়ন ভেঙে পড়ে। আর সেখানেই দাঁড়িয়ে ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার। মাথায়, ঘাড়ে ও কোমরে চোট পান সেই তোড়নের আঘাতে।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। এখন ভাল আছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার। এই হাফ ম্যারাথনে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

Bankura News: সদলবলে দৌড়চ্ছেন জেলাশাসক! অবাক চোখে তাকিয়ে রাস্তার মানুষ

বাঁকুড়া: সকাল সকাল মুকুটমনিপুরে দৌড় লাগালেন বাঁকুড়া জেলার জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসক এবং মন্ত্রী। সকাল থেকেই সকলের চোখ ছিল মুকুটমণিপুর মেলার উদ্বোধনের দিকে।

তবে শীতের সকালের এই দৌড়ের উপর নজর ছিল সকলের। মুকুটমনিপুর মেলা উপলক্ষ্যে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ ও খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ‘গ্রীণ ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রাণী মুকুটমনিপুরে।

আরও পড়ুন: মুম্বইয়ের রিয়‍্যালিটি শোয়ের মঞ্চ কাঁপিয়েছেন! এবার নাচ শেখাবেন বাঁকুড়ায়

বৃহস্পতিবার পায়রা উড়িয়ে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বরাইক, খাদ্য ও সরবরাহ দফতরেরপ্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারী।

উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি সহ অন্যান্যরা। সকালের ম্যারাথনে অংশ নিতে দেখা যায় জেলাশাসক সিয়াদ এন-সহ মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়কে।

এদিনের প্রতিযোগিতা রানীবাঁধ থানার পরেশনাথ পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে শেষ হয় মুকুটমণিপুর জিরো পয়েন্টে। পুরুষদের পাঁচ কিলোমিটার ম্যরাথনে অংশগ্রহণ করে ১১৪ জন ও মহিলাদের চার কিলোমিটার ম্যরাথনে অংশগ্রহণ করে ১০৮জন।

পুরুষদের মধ‍্যে প্রথম স্থান অধিকার করে রাইপুর ব্লকের সুধন বিষুই ও মহিলাদের প্রথম সারেঙ্গা ব্লকের রানী কর্মকার।উল্লেখ্য, এদিনের ম্যারাথনে প্রতিযোগীদের পাশাপাশি ছেলেদের ৫ কিলোমিটার দৌড় কমপ্লিট করেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, এসডিপিও-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

গ্রীন ম্যারাথন দিয়ে শুরু হয়েছে আদিবাসী সংস্কৃতির মুকুটমনিপুর মেলা। থাকছে একাধিক বিশেষ আকর্ষণ, যেমন আদিবাসী ফ্যাশন শো থেকে শুরু করে আদিবাসী খাবার। ৪ জানুয়ারি তারিখ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

নীলাঞ্জন ব্যানার্জী

Marathon in Saree: ব্রিটেনের পথে সম্বলপুরী শাড়িতে ৪২.৫ কিমি ম্যারাথন দৌড়লেন উৎকলকন্যা মধুস্মিতা, বাহবা নেটিজেনদের

ম্যাঞ্চেস্টার : ইংল্যান্ডবাসী উৎকলকন্যা ম্যারাথান দৌড়লেন সম্বলপুরী শাড়িতে৷ এই ছবি এখন চর্চিত সমাজমাধ্যমে৷ রবিবার ম্যাঞ্চেস্টার শহরে সম্বলপুরী শাড়ি পরে ৪২.৫ কিমি ম্যারাথন পাড়ি দিলেন মধুস্মিতা জেনা৷ ৪১ বছর বয়সি মধুস্মিতার এই দূরত্ব পাড়ি দিতে সময় লেগেছে ৪ ঘণ্টা ৫০ মিনিট৷ ট্যুইটারে তাঁর ছবি শেয়ার করার পর থেকে সেটি ভাইরাল হয়ে গিয়েছে৷ ট্যুইটারে লেখা হয়েছে এটা ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ম্যারাথন৷ সেই ম্যাঞ্চেস্টার ম্যারাথনে সম্বলপুরী শাড়িতে মধুস্মিতার দৌড় মুগ্ধ করেছে সকলকে৷ দেশজ সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরায় কুর্নিশ জানানো হয়েছে তাঁকে৷ প্রসঙ্গত ওড়িশার সম্বলপুর প্রদেশের শাড়ি গত কয়েকশো বছর ধরে আসীন সেরার জায়গায়৷

এর আগেও বহু ম্যারাথনে অংশ নিয়েছেন মধুস্মিতা৷ তাঁর কীর্তিতে গর্বিত ইংল্যান্ডবাসী ওড়িশার ভূমিপুত্র ও কন্যারা৷ ভারতের অন্যান্য প্রদেশের বাসিন্দারাও অভিভূত তাঁর এই অভিনব পোশাক নির্বাচনে৷

 

শাড়ি পরে ম্যারাথন দৌড়নো যে কত কঠিন, সেই প্রসঙ্গও উঠে এসেছে নেটিজেনদের চর্চায়৷ গর্বের এই মুহূর্তে নেটিজেনদের আশা, একদিন শাড়ি পরে অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও দেখা যাবে ভারতীয় ললনাদের৷

 

আদতে ওড়িশার কেন্দ্রাপাড়ার মেয়ে মধুস্মিতা বর্তমানে ম্যাঞ্চেস্টারের একটি স্কুলের শিক্ষিকা৷ এর আগে শাড়ি পরে অংশগ্রহণকারীদের দেখা গিয়েছে কলকাতা ও পুণের রাজপথে৷

 

কিন্তু ব্রিটেনের ম্যারাথনে শাড়ি পরে অংশ নেওয়া খুবই বিরল৷ সংবাদমাধ্যমে মধুস্মিতা জানিয়েছেন তিনি যে পোশাকে স্বচ্ছন্দ তাতেই দৌড়তে অভ্যস্ত৷

Kolkata 25K Marathon : কলকাতা ম্যারাথনে ফের নতুন রেকর্ড কেনিয়ার বারসোতন এবং বাহারিনের জিসার

#কলকাতা: টাটা স্টিলের ২৫ কিমি দৌড় নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ থাকে। শেষ কয়েক বছর ধরে শহর কলকাতার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছে এই ম্যারাথন। অবশ্য এটা হাফ ম্যারাথন বলাই সঠিক হবে। এদিন রবিবার ভোর ৫.৪০ নাগাদ শুরু হয়ে যায় ম্যারাথন। ১৫০০০ সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। এটা ছিল কলকাতা ২৫ কে ম্যারাথনের সপ্তম সংস্করণ।

আন্তর্জাতিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পুরুষদের লিওনার্ড বারসোতন। কেনিয়ার এই তারকা অ্যাথলিট ২০১৯ সালে এক ঘন্টা ১৩ মিনিট এবং ৫ সেকেন্ডে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০১৭ সালে বিশ্ব ক্রস কান্ট্রিতে রূপো জয়ী তারকা এবার দৌড় শেষ করেন ১ ঘন্টা ১২ মিনিট এবং ৪৯ সেকেন্ডে।

আরও পড়ুন – FIFA World Cup 2022: বিশ্বমানের স্টুডিওতে ফুটবল বিশ্লেষক হিসেবে রুনি, পিরেস, ফিগোরা! বিশ্বকাপে নতুন নজির

প্রথমদিকে কিছুটা পিছিয়ে ছিলেন লিওনার্ড। ঠিক কুড়ি কিলোমিটার অতিক্রম করার পর নিজের গতি বাড়ান তিনি। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি জানিয়েছেন শেষ দুমাস ধরে এর প্রস্তুতি নিয়েছিলেন। চ্যাম্পিয়ন হয়ে ৭৫০০ মার্কিন ডলার পাবেন তিনি। মহিলাদের আন্তর্জাতিক বিভাগে বাহারিনের মেয়ে দেশি জিসা এক ঘন্টা একুশ মিনিট এবং ৪ সেকেন্ডে রেকর্ড তৈরি করেন।

২০১৯ সালে এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন তিনি। জিসা জানিয়েছেন ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস বেড়ে গেল তার। তিনিও সমপরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছেন। ভারতীয়দের মধ্যে পুরুষ বিভাগে অভিষেক পাল চ্যাম্পিয়ন হয়েছেন। এক ঘন্টা ১৭ মিনিট ৫২ সেকেন্ডে দৌড় শেষ করেছেন তিনি।

ভারতীয় রেলের এই কর্মচারী পুরস্কার মূল্য হিসেবে পাচ্ছেন ২ লক্ষ ৭৫ হাজার টাকা। অভিষেক জানিয়েছেন এখান থেকে বেঙ্গালুরুতে গিয়ে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নেবেন তিনি। মহিলা বিভাগে ভারতীয়দের মধ্যে সঞ্জীবনী বাবুরাও যাদব চ্যাম্পিয়ন হয়েছেন। এক ঘন্টা ৩৪ মিনিট এবং ২৩ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।

সঞ্জীবনী জানিয়েছেন তার পরের লক্ষ্য এশিয়ান গেমস এবং অলিম্পিকস। আজ এই ম্যারাথনে সব মিলিয়ে ৮৭ জন বিদেশি এবং ১৫ হাজার ভারতীয় ছিলেন। উপস্থিত ছিলেন বেজিং অলিম্পিকে ভারতের স্বর্ণপদকজয়ী কিংবদন্তি শুটার অভিনব বিন্দ্রা। তিনি এই ইভেন্ট এম্বেসেডর।

এছাড়া মহিলা ক্রিকেট আইকন ঝুলন গোস্বামী এবং সিনেমা জগতের শুভশ্রী চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন রাজ্যপাল আনন্দ বোস, ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, মেজর জেনারেল কাহলো, লেফটেন্যান্ট জেনারেল পি কলিতা, দেবাশীষ কুমার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।