Tag Archives: Meenakshi Mukherjee

North 24 Parganas News: প্রকাশ্যে বামেদের ফলাফল জানালেন মীনাক্ষী! রাজপথে উড়ল লাল ঝান্ডা

উত্তর ২৪ পরগনা: সিপিআইমের এক সময় শক্ত ঘাঁটি ছিল উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম। শেষ পর্যায়ে লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের হয়ে মধ্যমগ্রামে প্রচারে আসলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মধ্যমগ্রাম ওভারব্রিজ পার করে আরতি সিনেমা হল এলাকা থেকে শুরু করে চৌমাথা ঘুরে বাদুর রোডে গিয়ে এই শোভাযাত্রা শেষ হয়।

ঘড়ির কাঁটায় তখন রাত দশটা বাজলেও মীনাক্ষীকে দেখতে সোদপুর রোডে উপচে পড়েছিল ভিড়। কেউ মীনাক্ষীকে দিলেন ফুলের তোড়া, কেউ আবার মোবাইলে মীনাক্ষীর ছবি তুলতে ব্যস্ত। এদিনের বাম প্রার্থীর সমর্থনে নারী-পুরুষ নির্বিশেষে ভিড় ছিল চোখে পড়ার মত। বামফ্রন্টের বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীকেও এদিন দেখো দেখা গেল অনেকটাই আত্মবিশ্বাসী।

আরও পড়ুনঃ Lok Sabha Elections 2024: শেষ বেলায় প্রচারে ঝড়, দেবাংশুর সমর্থনে তমলুকে রোড শো করলেন ইউসুফ পাঠান

উই শ্যাল ওভারকাম, আমরা করবো জয় গান গেয়ে এগিয়ে চলল নির্বাচনী প্রচারে বামেদের শোভাযাত্রা। পাশাপাশি এদিন বারাসাতের শতদল মাঠ থেকে মিছিল করে ডাকবাংলো মোড় হয়ে হেলাবটতলা পর্যন্ত আরও একটি পদযাত্রায়ও শামিল হন মীনাক্ষী। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী জানান, এবার জয় নিশ্চিত। ২৪-এ বিপ্লব, ২৬-এ সরকার বদলের হুঙ্কার দিয়েছেন বাম নেত্রী।

Meenakshi Mukherjee: লক্ষ্য ‘ব্যালট’! ‘লড়াই এবার বুথে বুথে‘, ব্রিগেডের পর গর্জে উঠলেন মিনাক্ষী

পূর্ব মেদিনীপুরঃ  দলীয় কর্মীর মৃত্যুতে শ্রদ্ধা ও শোক জানাতে পূর্ব মেদিনীপুরের মুগবেড়িয়ায় এসে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ‍্যায়।

তিনি বলেন,  ‘ ব্রিগেডের লড়াই এবার বুথে বুথে। ব্রিগেডে একটা বিস্ফোরণ ঘটেছিল। বুথের লড়াই পঞ্চায়েতের লড়াই। যে কমরেড আমাদের মারা গিয়েছেন তাঁর স্ত্রীও মার খেয়েছেন। একা তো তিনি মার খাননি। গোটা এলাকায় কীভাবে মানুষের উপর অত্যাচার হয়েছে তা সবাই দেখেছে। অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে। তাহলে যদি কোন একটা ভোট সেটা যদি ২০২৪-এর ভোট হয়, লোকসভা ভোট, অত্যাচারের বিরুদ্ধে ভোট হয় তাহলে বুথের তা আসল লড়াই।  আসল কথা-মানুষ লড়ছেন।’

আরও পড়ুনঃ সাংঘাতিক কাণ্ড! রাতে চুপিচুপি স্কুলে ওরা কারা ঢুকছে, খবর পেয়েই ছুটল পুলিশও

শাজাহান ইস্যুতে পুলিশকে কটাক্ষ করে তিনি বলেন, ‘দেখুন পুলিশ চোর খুনির ডাকাতদেরকে ধরতে তৎপর না। পুলিশ তৎপর সাধারণ মানুষ যদি মার খায় সাধারণ মানুষের টাকা পয়সা চাল চাকরি বিক্রি হয়ে গেলে সেই মানুষ যদি লড়াই করে তাঁকে পেটানোর জন্য পুলিশ তৎপর। তৃণমূলের নেতা যদি চুরি করে, তৃণমূলের নেতা যদি দৌরাত্মি করে, তৃণমূলের নেতা যদি জুলুমবাজি করে, আর এলাকার গুন্ডারা যদি বুক বাজিয়ে ঘুরে বেড়ায় তখন পুলিশের খুব খুশি হয়। সেখানে পুলিশ তৎপর হয় না।’

ইডিকে তৃণমূলের বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ইডি, সিবিআইকে কেন বাধা দেবে তৃণমূল? তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের কি চোরেদের পাহারাদার তৈরী করছে নাকি?” তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের প্রতি মীনাক্ষী মুখার্জির ভেবে দেখার আবেদন করেন,  ‘আপনাদের লেঠেল বাহিনী তৈরী করছে না তো দল, চোর গুন্ডাদের বাঁচানোর জন্য ?’ বললেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জী।

ব্রিগেড মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বাসিন্দা কার্তিক জানার। আজ তাঁর বাড়িতে এসে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন মীনাক্ষী মুখার্জী-সহ দলের নেতাকর্মীরা। ৬৮ বছর বয়সী কার্তিক জানা দীর্ঘদিনের বাম কর্মী।

ব্রিগেড শেষ হতেই ময়দান পরিষ্কারে নামলেন বাম “ক্যাপ্টেন” মীনাক্ষী সহ DYFI নেতৃত্ব

ব্রিগেড শেষ হতেই ময়দান পরিষ্কারে নামলেন বাম “ক্যাপ্টেন” মীনাক্ষী সহ DYFI নেতৃত্ব, দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch Bangla news video)৷

DYFI Brigade Rally 2024: শুধু সভায় নয়, চমক ছিল বাম-যুবদের ব্রিগেডের মেনুও! কী কী ছিল জানেন এবার?

পার হয়ে গেছে প্রায় ১৬ বছর। ২০০৮ সালের পর ২০২৪ ফের ডিওয়াইএফআইয়ের ডাকে সমাবেশ ব্রিগেডে। ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page
পার হয়ে গেছে প্রায় ১৬ বছর। ২০০৮ সালের পর ২০২৪ ফের ডিওয়াইএফআইয়ের ডাকে সমাবেশ ব্রিগেডে। ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page
গত ৫০ দিন ধরে জেলায় জেলায় ইনসাফ যাত্রা এবং ইনসাফ সমাবেশ সেরে চব্বিশের আগে প্রথম বড় জনসংযোগ কর্মসূচির আয়োজন করলেন বাম ছাত্র যুব সংগঠন।  ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page
গত ৫০ দিন ধরে জেলায় জেলায় ইনসাফ যাত্রা এবং ইনসাফ সমাবেশ সেরে চব্বিশের আগে প্রথম বড় জনসংযোগ কর্মসূচির আয়োজন করলেন বাম ছাত্র যুব সংগঠন। ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page

 

লাল ঝান্ডার সমাবেশ শুরু হল ‘রাজ্য সংগীত’ বাংলার মাটি বাংলার জল গেয়ে। অপরদিকে, ব্রিগেডের মঞ্চের পেছেনে দেখা গেল জাতীয় পতাকা। পোডিয়ামের ঠিক পিছনেই উড়ছে জাতীয় পতাকা। ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page
লাল ঝান্ডার সমাবেশ শুরু হল ‘রাজ্য সংগীত’ বাংলার মাটি বাংলার জল গেয়ে। অপরদিকে, ব্রিগেডের মঞ্চের পেছেনে দেখা গেল জাতীয় পতাকা। পোডিয়ামের ঠিক পিছনেই উড়ছে জাতীয় পতাকা। ছবি সৌজন‍্যেঃ CPIM West Bengal Facebook Page
রবিবাসরীয় ব্রিগেড লাল ঝান্ডায় ভরিয়ে দেওয়ার টার্গেট নিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। সকাল থেকেই ট্রেন, বাসে ভিড় জমিয়েছেলিন ডিওয়াইএফআই কর্মীরা। 
রবিবাসরীয় ব্রিগেড লাল ঝান্ডায় ভরিয়ে দেওয়ার টার্গেট নিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। সকাল থেকেই ট্রেন, বাসে ভিড় জমিয়েছেলিন ডিওয়াইএফআই কর্মীরা।
তৃণমূলের ২১ জুলাইের মেনু নিয়ে নজর থাকে সকলের। প্রধানত ডিমের ঝোল আর ভাতই থাকে মেনুতে। কোথাও বা ডিম কষা ও রুটি। কিন্তু ব্রিগেডের এবারের মেনু একেবারেই ভিন্ন।
তৃণমূলের ২১ জুলাইের মেনু নিয়ে নজর থাকে সকলের। প্রধানত ডিমের ঝোল আর ভাতই থাকে মেনুতে। কোথাও বা ডিম কষা ও রুটি। কিন্তু ব্রিগেডের এবারের মেনু একেবারেই ভিন্ন।
ডিওয়াইএফআই-এর ব্রিগেডে হয়নি রান্নার আয়োজন। তবে কর্মীদের জন্য খাবারের আয়োজন করেছে এরিয়া কমিটিগুলি। এক এক জেলার তরফে এক এক মেনু। কোনও এরিয়া কমিটি পাঠিয়েছে মাংস-ভাত কেউ রুটি-ডিম কষা কেউ বা রুটি-আলুভাজা বা রুটি-তরকা।
ডিওয়াইএফআই-এর ব্রিগেডে হয়নি রান্নার আয়োজন। তবে কর্মীদের জন্য খাবারের আয়োজন করেছে এরিয়া কমিটিগুলি। এক এক জেলার তরফে এক এক মেনু। কোনও এরিয়া কমিটি পাঠিয়েছে মাংস-ভাত কেউ রুটি-ডিম কষা কেউ বা রুটি-আলুভাজা বা রুটি-তরকা।
ডিওয়াইএফআই সূত্রের খবর, প্রায় ৩০ হাজারের বেশি খাবারের প্যাকেটে এরিয়া কমিটিগুলি থেকে পাঠানো হয়েছে। গতকাল, রাতে আসে অনেকেই রান্নার জিনিস নিয়ে আসেন। তবে, সবকিছুর উপর বাম কর্মী-সমর্থকের মধ‍্যে উল্লাস ছিল চোখে পড়ার মত।

ডিওয়াইএফআই সূত্রের খবর, প্রায় ৩০ হাজারের বেশি খাবারের প্যাকেটে এরিয়া কমিটিগুলি থেকে পাঠানো হয়েছে। গতকাল, রাতে আসে অনেকেই রান্নার জিনিস নিয়ে আসেন। তবে, সবকিছুর উপর বাম কর্মী-সমর্থকের মধ‍্যে উল্লাস ছিল চোখে পড়ার মত।

 

DYFI Brigade Rally: আজ ব্রিগেড! কলকাতার ৭ প্রান্ত থেকে ৭ মিছিল, কোন কোন রাস্তায় যানজটের ভয়, জানুন

কলকাতা: ২০০৮ সালের পর ২০২৪। ১৬ বছর পর ফের ডিওয়াইএফআইয়ের ডাকে সমাবেশ হতে চলেছে ব্রিগেডে। গত ৫০ দিন ধরে জেলায় জেলায় ইনসাফ যাত্রা এবং ইনসাফ সমাবেশ সেরে চব্বিশের আগে প্রথম বড় জনসংযোগ কর্মসূচি বাম ছাত্র যুব সংগঠনে৷ ব্রিগেড নিয়ে কী তাদের পরিকল্পনা, কী কর্মসূচি সব কিছু জানিয়ে দু’দিন আগেই সাংবাদিক সম্মেলন করেছিলেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়৷ সেখানে তিনি এ-ও জানিয়েছিলেন, এই ব্রিগেড সমাবেশে কত টাকা মোট খরচ হচ্ছে, সেই স্বচ্ছতা রাখতে দিনের শেষে হিসাবের খতিয়ানও পেশ করবেন তাঁরা৷

মীনাক্ষীর কথায়, ‘‘৭ তারিখ ব্রিগেডে সমাবেশ৷ বেলা সাড়ে ১২টা থেকে সমাবেশ শুরু হবে৷ এই সময়কালে যাঁরা আক্রান্ত, যাঁরা শহিদ পরিবার, তাঁদের কাছে আমরা পৌঁছেছি৷ সরকারি কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক, প্রতিদিন যাঁরা কাজ করছেন, তাঁদেরও লড়াইয়ে পাশে পাওয়ার আবেদন জানাচ্ছি৷’’

আরও পড়ুন: তাঁর মধ্যেই বুদ্ধদেবের ছায়া দেখেন বিমান, সেই মীনাক্ষী মুখোপাধ্যায়ই আজ ব্রিগেডের ‘ক্যাপ্টেন’

মীনাক্ষী জানান, আজ কলকাতার মোট ৭টি পয়েন্ট থেকে মিছিল আসবে ব্রিগেডের উদ্দেশে৷ খিদিরপুর মাজার, হাজরা রোড, সুবোধ মল্লিক স্কোয়ার, পার্ক সার্কাস, মল্লিক বাজার, সেন্ট্রাল মেট্রো, হাওড়া স্টেশন এবং শিয়ারদহ স্টেশন৷ এছাড়া, শহরতলি লাগোয়া কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনা থেকেও ব্রিগেড সমাবেশে কর্মী-সমর্থকেরা আসবেন বলে জানিয়েছেন মীনাক্ষী৷?

ব্রিগেডে ‘ইনসাফ সভা’ করা নিয়ে দীর্ঘ টানাপড়েন চলছিল কিছুদিন ধরেই৷ অবশেষে গত ৫ ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠকে মীনাক্ষী জানান, তাঁরা এই সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন৷ সমাবেশ শেষে গোটা সমাবেশের মোট খরচের পরিমাণও সর্বসমক্ষে আনার কথা ঘোষণা করেছেন মীনাক্ষী৷ তাঁর কথায়, ‘‘রাজ্যে যখন নিয়োগ থেকেশুরু করে সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, তখন রাজনৈতিক স্বচ্ছতার জায়গা থেকে আমকা এই তালিকা প্রকাশ করব৷’’

আরও পড়ুন: কুয়াশায় আর হবে না ট্রেন লেট! এবার নতুন ডিভাইস ব্যবহার করতে শুরু করছে রেল, এল খবর

জানা গিয়েছে, ব্রিগেড সমাবেশের খরচ সংগ্রহে প্রথামতো পাড়ায় পাড়ায় শুধু কৌটো নিয়ে অর্থ সংগ্রহই নয়, কিউআর কোডও প্রকাশ করেছিল ডিওয়াইএফআই৷ এছাড়া, ভিনরাজ্যে যাতে পরিযায়ী শ্রমিকেরা সমাবেশের অংশ হতে পারেন, সেজন্য লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিনও৷ কেরল ও কর্ণাটকে এই ব্যবস্থা করা হয়েছে৷ সেখান থেকে তাঁরা এই সমাবেশের জন্যে অর্থ সাহায্য পেয়েছেন বলেও জানিয়েছেন মীনাক্ষী৷

গত ৫০ দিন ধরে কার্যত মীনাক্ষী মুখোপাধ্যায়কে ‘মুখ ’ করেই জেলায় জেলায় ইনসাফ যাত্রা করেছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াই এফআই৷ যার শেষ ইনসাফ সভা ব্রিগেডে হতে চলেছে আজ রবিবার৷ ব্রিগে়ডে তৈরি হয়েছে ৩২ ফুট/ ২৪ ফুটের একটি মূল মঞ্চ। সেখানেই থাকবেন প্রধান অতিথিরা। এছাড়াও, মঞ্চের ডান দিকে এবং বাঁদিকে ৪০ ফুট/৪০ ফুটের দু’টো আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে।

Minakshi Mukherjee: তাঁর মধ্যেই বুদ্ধদেবের ছায়া দেখেন বিমান, সেই মীনাক্ষী মুখোপাধ্যায়ই আজ ব্রিগেডের ‘ক্যাপ্টেন’

কলকাতা: তাঁর মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের ছায়া দেখেছেন খোদ বিমান বসু৷ সর্বসমক্ষে বলেওছেন সে কথা৷ মধ্য তিরিশের আপাদমস্তক আটপৌড়ে মেয়েটার মেঠো উচ্চারণে বক্তৃতা একুশের বিধানসভা নির্বাচনের আগে চোখ টেনেছিল সকলেরই৷ ‘হট সিট’ নন্দীগ্রামের মমতা-শুভেন্দুর দ্বৈরথের মাঝখানে আলাদা করে রাজ্যজুড়ে পরিচিতি পেয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়৷ যা বড় একটা কম কথা নয়৷ এখন মূলত, সেই মীনাক্ষীর কাঁধে ভর করেই এবছরের ব্রিগেড৷ ঘরে-বাইরে তাঁকেই ‘ক্যাপ্টেন’ বলে তুলে ধরছে সিপিএম৷ ব্যানারে, কাটআউটে তাঁর উপস্থিতি সুস্পষ্ট৷

এবারের ব্রিগেডের আগে মীনাক্ষীকে ক্যাপ্টেন বলে ডাকছেন খোদ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সাফ বলছেন, ‘‘প্রজেক্ট মীনাক্ষী নয়, ক্যাপ্টেন মীনাক্ষী। ওই তো আসল ক্য়াপ্টেন এখন। প্রচার তো হবেই।’’ তুলনা টেনেছেন একেবারে ইলা মিত্রের সঙ্গেও।

তবে, নিজেকে অবশ্য এখনই ‘ক্যাপ্টেন’ মনে করতে নারাজ মীনাক্ষী৷ কোনও রাখঢাক না রেখেই বললেন, “আমি তো ক্যাপ্টেন নই। আমাদের ক্যাপ্টেন আমাদের গঠনতন্ত্র, আমাদের আদর্শ, আমাদের নীতি।” যদিও বিমানের যুক্তি, “স্বাধীনতার সময়ে একটু ডাকাবুকোদের তো ক্যাপ্টেন বলে সম্বোধন করত মানুষ। তাই তো ক্যাপ্টেনের প্রচার হচ্ছে। আগে তো ডিওয়াইএফআইয়ের কোনও মহিলা সেক্রেটারি ছিল না। সে কারণেই হয়ত এখন প্রচার বেশি হচ্ছে।”

এদিনের সমাবেশ প্রসঙ্গে ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী জানিয়েছেন, ‘‘অপেক্ষায় তো আছি, গোটা রাজ্যের সাধারণ মানুষ যেভাবে ইনসাফ সভা ও ইনসাফ যাত্রাতে নিজেদের দাবিতে, বেঁচে থাকার দাবিতে রুটিরুজির তাগিদে যেভাবে প্রতিটা দিন আমাদের পাশে ছিলেন, ব্রিগেডের সমাবেশেও রাজ্যকে বাঁচাতে, দেশকে বাঁচাতে পশ্চিমবঙ্গের সংগ্রামী জনতা থাকবে৷ পশ্চিমবঙ্গের মানুষ কোনওদিন লড়াই ছাড়া থাকেনি৷ ’’

আরও পড়ুন: কুয়াশায় আর হবে না ট্রেন লেট! এবার নতুন ডিভাইস ব্যবহার করতে শুরু করছে রেল, এল খবর

২০০৮ সালের পর ২০২৪। ১৬ বছর পর ফের ডিওয়াইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ হতে চলেছে কলকাতায়। এই কিছুদিন আগেই জেলায় জেলায় ৫০ দিনের টানা ইনসাফ যাত্রা শেষ করেছে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই৷ তারপরেই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি৷ এই সবকিছুতেই যেন মীনাক্ষীকেই দেখা গিয়েছে হোতার ভূমিকায়৷

ব্রিগেড সমাবেশের আগে গত শনিবার বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে হাজির হয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ কয়েকজন ডিওয়াইএফআই নেতা৷ সেখানেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাত ধরে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, ‘‘রবিবারের ব্রিগেড সমাবেশ খুব সফল হবে, বড় হবে, ভাল হবে৷’’

একুশের নির্বাচনের আগে এই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেই মীনাক্ষীর তুলনা টানতে দেখা গিয়েছিল বিমান বসুকে৷ সে সময় তিনি বলেছিলেন, ‘‘মিনাক্ষী যে ভাবে এগোচ্ছে বুদ্ধ ঠিক এ ভাবেই এগিয়েছিল। সেই সময়ে স্কুল শিক্ষকের চাকরি স্বেচ্ছায় ছেড়ে পার্টির সর্ব ক্ষণের কর্মী হয়েছিল। বামপন্থী রাজনীতিতে মিনাক্ষীর এই অধ্যাবসায় দেখে সত্যিই আমরা খুশি।’’

প্রসঙ্গত, বুদ্ধদেব ছয়ের দশকে ছাত্রাবস্থা থেকেই সক্রিয় রাজনীতি শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয় দিয়ে শুরু করে পৌঁছেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ পর্যন্ত। অন্যদিকে, পশ্চিম বর্ধমানের কুলটির মধ্যবিত্ত পরিবারের মেয়ে মীনাক্ষীও কুলটি কলেজের অস্থায়ী কর্মীর চাকরি করতেন। ছাত্রাবস্থা থেকেই বাম রাজনীতির প্রতি ঝোঁক ছিল। সেই সূত্রেই জড়িয়ে পড়েছিলেন এসএফআইয়ের সঙ্গে। ২০১৮ সালে ডানকুনিতে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সভানেত্রী মনোনীত হয়েছিলেন মীনাক্ষী। তার কিছু দিন আগেই চাকরি ছেড়ে পার্টির সর্ব ক্ষণের কর্মী হন।

আরও পড়ুন: ট্রেনে ঘুমোচ্ছিলেন তরুণী…তার মুখের উপরেই…ছি ছি!! চরম অশ্লীল কাণ্ড ঘটালেন সহযাত্রী প্রৌঢ়

চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসার এই বিষয়টিতে বুদ্ধদেবের সঙ্গে মীনাক্ষীর মিল খুঁজে পেয়েছিলেন বিমান বসু৷ বলেছিলেন, ‘‘ওঁর বক্তৃতা সব ধরনের মানুষ বুঝতে পারছেন। পাশাপাশি, সাধারণ মানুষের সঙ্গে মীনাক্ষীর মিশে যাওয়ার বিষয়টিও ওর ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’’

একুশের সময়কাল থেকেই মীনাক্ষী মুখোপাধ্যায়কেই বামেদের অন্যতম ‘মুখ’ করে তুলতে চাইছে সিপিএম৷ তবে সেই উদ্দেশ্যে একুশের নির্বাচনের পরে ঠিক যতটা সফল হওয়ার কথা ছিল বামেরা তা হয়নি৷