Tag Archives: milk tea

Foods to Avoid with Tea: সাবধান! গরম চায়ের সঙ্গে এই ৫ খাবার একেবারেই খাবেন না, জানেন কী ভুল হচ্ছে?

কলকাতা:  সকাল শুরু হয় চা দিয়ে। তার পর সারা দিনেও অজস্রবার, যখন ইচ্ছে চায়ে চুমুক চলেই। চায়ের কাপে তুফান তোলা বাঙালির বুদ্ধিই খোলে না নাকি চা না হলে। শুধু বাংলায় নয়, এই ধুমায়মান পানীয় ছাড়া অচল দেশ। সব রাজ্যে রাস্তাঘাটে, রেস্তোরাঁ বা ছোট গুমটিতে চা সর্বত্র মেলে। আর চা মানেই তার সঙ্গে টা-ও চলে, যেমন বিস্কুট, সিঙ্গাড়া, চপ, পকোড়া! কিন্তু চাপ্রেমীরা চায়ের সঙ্গে যা কিছু খান তার সবই কি স্বাস্থ্যসম্মত? একেবারেই না। কী কী খাওয়া নিরাপদ আপনার প্রিয় চায়ের সঙ্গে, আর কোনগুলো একেবারেই খাবেন না? জানাচ্ছেন দিল্লির জনপ্রিয় পুষ্টিবিদ শ্রেয়া কাতিয়াল।

বিস্কুট এবং চা: সবথেকে বেশি যে ভুলটা হয়, সেটা হল চায়ের সঙ্গে বিস্কুট খাওয়া। আমাদের অনেকেরই চায়ে বিস্কুট ডুবিয়ে খাওয়ার অভ্যাস আছে। কিন্তু জানেন কি, এতেই ডেকে আনছেন বিপদ? বিস্কুট প্রায়শই পরিশোধিত শর্করা এবং অস্বাস্থ্যকর চর্বি দিয়ে ভরা থাকে, যা চায়ের ট্যানিনের সঙ্গে মিলিত হলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে। বেশি বিস্কুট খেলে ফ্যাটি লিভারের সমস্যাও হতে পারে। পরিবর্তে, আপনার চায়ের সঙ্গে হোল গ্রেন স্ন্যাকস বা এক মুঠো বাদাম বেছে নিন।

পকোড়া এবং চা: বর্ষার দিনে ঝাল ঝাল তেলেভাজা খেতে কার না ভাল লাগে! কিন্তু চায়ের সঙ্গে জুটি বাঁধলেই সর্বনাশ। চপ বা পকোড়ায় ব্যবহৃত অতিরিক্ত তেল এবং পরিশোধিত ময়দা ওজন বৃদ্ধি করে। চায়ের সঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। আপনি যদি লোভ সামলাতে না পারেন তাহলে নিদেনপক্ষে এয়ার ফ্রায়ারে ভাজা স্ন্যাক্স কিংবা বেক করা খাবার খেতে পারেন চায়ের সঙ্গে।

আরও পড়ুন- সস্তার সানগ্লাস পরা ভাল না খারাপ? জানলে চমকে যাবেন! একই জিনিস করছেন না তো?

সিঙাড়া এবং চা: একটি লোভনীয় কম্বিনেশন। মুচমুচে, স্বাদে ভরপুর সিঙাড়া জনপ্রিয় স্ট্রিটফুডও। তবে দুধচায়ের সঙ্গে খেলে উচ্চ চর্বিযুক্ত সামগ্রী আপনার পরিপাকতন্ত্রকে ধ্বংস করতে পারে। আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব কমাতে সিঙ্গাড়া খাওয়া কমান। আর চায়ের সঙ্গে তো একেবারেই না।

চিনিযুক্ত মিষ্টি চা: লিকার চা অনেকে তাও চিনি ছাড়া খান। কিন্তু দুধ চা? চিনি ছাড়া স্বাদই হয় না। কিন্তু চিনি দিয়ে দুধচা খাওয়া খুবই ক্ষতিকর। বার বার চায়ের সঙ্গে শরীরে চিনি ঢুকতে থাকে। অ্যাসিডিটি বাড়ে তো বটেই, রক্তে শর্করার মাত্রাও বাড়ে। দেহের ওজন বৃদ্ধি পায়। পরিবর্তে, আপনার চায়ে গুড় বা মধুর মতো স্বাস্থ্যকর মিষ্টির বিকল্পগুলি বেছে নিন।

এছাড়াও পুষ্টিবিদের নির্দেশ, খুব মশলাদার খাবারের সঙ্গে চা না খাওয়ার। তাতে অ্যাসিডে জ্বলে যেতে পারে গলা-বুক। চায়ের মধ্যে থাকা ট্যানিনের সঙ্গে যে কোনও কিছুরই বনে না! আর গরম চায়ের সঙ্গে যেটা একেবারেই খাবেন না, সেটা হল ঠান্ডা খাবার। ঠান্ডা মিষ্টি বা কেক জাতীয় খাবার গরম চায়ের সঙ্গে খেলে পরিপাকতন্ত্রে বড়সড় গোলযোগ দেখা দিতে পারে। তাপমাত্রার হেরফেরে খাবার হজম হবে না। বমি বমি ভাব এমনকি বমিও হয়ে যেতে পারে।

অতএব, চায়ে চুমুক চলতে থাকুক। সঙ্গে টা-টুকু বুঝেশুনে!

Sugar with Milk Tea: সকাল সকাল চিনি দিয়ে চা খাচ্ছেন? সঙ্গে দুধ! শরীরের কী হচ্ছে জানেন! আবাক করা তথ‍্য

দুধের মতো সুষম পানীয় খুব কমই আছে। ক্যালশিয়াম ছাড়াও দুধে রয়েছে ফসফরাস, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজের মতো উপকারী কিছু উপাদান। দুধ শরীর সুস্থ রাখার পাশাপাশি শরীরে ভিতর থেকে শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে। ত্বকের জেল্লা বাড়ায়।

দুধের মতো সুষম পানীয় খুব কমই আছে। ক্যালশিয়াম ছাড়াও দুধে রয়েছে ফসফরাস, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজের মতো উপকারী কিছু উপাদান। দুধ শরীর সুস্থ রাখার পাশাপাশি শরীরে ভিতর থেকে শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করে। ত্বকের জেল্লা বাড়ায়।
দাঁত ও হাড় ভাল রাখতেও সাহায্য করে দুধ। দুধে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। অনেকেই নিয়মিত দুধ খান। সকালে হোক বা রাতে ঘুমানোর আগে— এক গ্লাস দুধ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে।
দাঁত ও হাড় ভাল রাখতেও সাহায্য করে দুধ। দুধে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। অনেকেই নিয়মিত দুধ খান। সকালে হোক বা রাতে ঘুমানোর আগে— এক গ্লাস দুধ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে।
দুধ স্বাস্থ্যকর, তাতে কোনও সন্দেহ নেই। আর দুধ চা হলে তো কোনও কথাই নেই। তবে দুধে, চা আর চিনি একসঙ্গে মিশিয়ে খেলে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা।
দুধ স্বাস্থ্যকর, তাতে কোনও সন্দেহ নেই। আর দুধ চা হলে তো কোনও কথাই নেই। তবে দুধে, চা আর চিনি একসঙ্গে মিশিয়ে খেলে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা।
১) কোলেস্টেরল বাড়ায়: শরীর সুস্থ রাখতে এমনি চিনি খেতে বারণ করেন চিকিৎসকেরা। দুধে, চা ও চিনি মিশিয়ে খেলে কোলেস্টেরলে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কোলেস্টেরল হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়। দীর্ঘ দিন সুস্থ থাকতে দুধ চাতে চিনি মিশিয়ে না খাওয়াই ভাল।
১) কোলেস্টেরল বাড়ায়: শরীর সুস্থ রাখতে এমনি চিনি খেতে বারণ করেন চিকিৎসকেরা। দুধে, চা ও চিনি মিশিয়ে খেলে কোলেস্টেরলে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কোলেস্টেরল হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়। দীর্ঘ দিন সুস্থ থাকতে দুধ চাতে চিনি মিশিয়ে না খাওয়াই ভাল।
২)ডায়াবিটিস: চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। দুধ চায়ের সঙ্গে চিনি মিশিয়ে খেলে ডায়াবিটিস হওয়ার আশঙ্কা থাকে। ইতিমধ্যেই যাঁরা ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন ,দুধ চায়ের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া তাঁদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
২)ডায়াবিটিস: চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। দুধ চায়ের সঙ্গে চিনি মিশিয়ে খেলে ডায়াবিটিস হওয়ার আশঙ্কা থাকে। ইতিমধ্যেই যাঁরা ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন ,দুধ চায়ের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া তাঁদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
৩) ওজন বাড়ায়: স্থূলতার সমস্যায় ভুগলে চিনির সঙ্গে দুধ চা খাওয়ার অভ্যাস ওজন আরও বাড়িয়ে দিতে পারে। এমনকী, যাঁরা রোগা তাঁরা যদি দুধ চায়ে চিনি মিশিয়ে খান তা হলেও দ্রুত ওজন বাড়ার আশঙ্কা থাকে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
৩) ওজন বাড়ায়: স্থূলতার সমস্যায় ভুগলে চিনির সঙ্গে দুধ চা খাওয়ার অভ্যাস ওজন আরও বাড়িয়ে দিতে পারে। এমনকী, যাঁরা রোগা তাঁরা যদি দুধ চায়ে চিনি মিশিয়ে খান তা হলেও দ্রুত ওজন বাড়ার আশঙ্কা থাকে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Milk Tea: দুধ চা খাওয়ার সময় এই ভুল করছেন না তো? সর্বনাশ! এখুনি জানুন

সকালে ঘুম থেকে উঠে অনেকেই খালি পেটে দুধ চা পান করছেন। এক কাপ চা যেন আমেজটাই বদলে দেয়। কারণ অনেক বাঙালির দুধ চা ছাড়া সকালটা শুরুই হয় না।কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন এই দুধ চায়ের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।photo source collected
সকালে ঘুম থেকে উঠে অনেকেই খালি পেটে দুধ চা পান করছেন। এক কাপ চা যেন আমেজটাই বদলে দেয়। কারণ অনেক বাঙালির দুধ চা ছাড়া সকালটা শুরুই হয় না।কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন এই দুধ চায়ের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।photo source collected
এক কাপ দুধ চা হয়ত আপনাকে এনার্জি বাড়িয়ে দিচ্ছে। কিন্তু শরীরে অনেকগুলি সমস্যা আরও বাড়িয়ে দেয়।
এক কাপ দুধ চা হয়ত আপনাকে এনার্জি বাড়িয়ে দিচ্ছে। কিন্তু শরীরে অনেকগুলি সমস্যা আরও বাড়িয়ে দেয়।
বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার তিনি এ প্রসঙ্গে জানাচ্ছেন । দুধ চায়ের সঙ্গে যখন চা পাতা মেশানো হয় তখন দুধের উপস্থিত প্রোটিন গুলি চায়ের যোগগুলি সঙ্গে আবদ্ধ হয়। এটি  অনেকটাই ক্ষতিকর বলেই মনে করা হয়।
বিশিষ্ট চিকিৎসক জে এন হালদার তিনি এ প্রসঙ্গে জানাচ্ছেন । দুধ চায়ের সঙ্গে যখন চা পাতা মেশানো হয় তখন দুধের উপস্থিত প্রোটিন গুলি চায়ের যোগগুলি সঙ্গে আবদ্ধ হয়। এটি  অনেকটাই ক্ষতিকর বলেই মনে করা হয়।
তবে সকালে খালি পেটে দুধ চা খেলে হজমের অনেকগুলি সমস্যা থেকে যায়। তার পাশাপাশি কেউ যদি ডায়েট করে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের খালি পেটে বা অন্য সময় দুধ চা খাওয়া একদমই উচিত নয়।
তবে সকালে খালি পেটে দুধ চা খেলে হজমের অনেকগুলি সমস্যা থেকে যায়। তার পাশাপাশি কেউ যদি ডায়েট করে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের খালি পেটে বা অন্য সময় দুধ চা খাওয়া একদমই উচিত নয়।
তার পাশাপাশি যদি খালি পেটে দুধ চা খায় তাহলে গ্যাস্টিকের সমস্যা হতে পারে বলে এমনটাই জানাচ্ছেন ওই চিকিৎসক। (তথ্য: সুমন সাহা)
তার পাশাপাশি যদি খালি পেটে দুধ চা খায় তাহলে গ্যাস্টিকের সমস্যা হতে পারে বলে এমনটাই জানাচ্ছেন ওই চিকিৎসক। (তথ্য: সুমন সাহা)