Tag Archives: Mukesh Ambani

Anant Ambani Radhika Merchant Wedding: সামনে এল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতের আমন্ত্রণপত্রের ঝলক

মুম্বইঃ আগামী ১২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট ও শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসতে চলেছে অনন্ত-রাধিকার বিয়ের আসর।

গত বুধবার ইনস্টাগ্রামে আম্বানি ফ্যান পেজের তরফে অনন্ত-রাধিকার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের ঝলক শেয়ার করা হয়েছে। ওই অনুষ্ঠানে উষ্ণতার সঙ্গে সকল অতিথিকে স্বাগত জানাচ্ছে আম্বানি পরিবার। আর সঙ্গীতের আমন্ত্রণ পত্রে রয়েছে আম্বানি পরিবারের তরফ থেকে একটা খুব সুন্দর নোট।

 

View this post on Instagram

 

A post shared by Ambani Family (@ambani_update)

অনন্ত-রাধিকার বিবাহের সঙ্গীত অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘সেলিব্রেশন অফ হার্টস’। অর্থাৎ হৃদয়ের উদযাপন। আর অনুষ্ঠানটিকে ব্যাখ্যা করা হয়েছে ‘আ নাইট অফ সং, ডান্স অ্যান্ড ওয়ান্ডার’ হিসেবে। যার অর্থ হল ‘গান, নাচ এবং বিস্ময়ের একটা রাত’।

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএমএসিসি) গ্র্যান্ড থিয়েটারে আগামী ৫ জুলাই এই অনুষ্ঠান উদযাপন হতে চলেছে। সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে সেই অনুষ্ঠান। আর ওই রাতের জন্য ড্রেস কোড থাকতে চলেছে ‘ইন্ডিয়ান রিগ্যাল গ্ল্যাম’।

বিয়ের অনুষ্ঠান শুরু হবে আগামী ১২ জুলাই। সেদিনের প্রথম ইভেন্ট হল ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান শিক’। এই সমস্ত অনুষ্ঠান হতে চলেছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।

PM Modi Oath Ceremony: হাতে ORS, দর্শকাসনে বসে গলা ভেজাচ্ছেন শাহরুখ খান-মুকেশ আম্বানি, প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠের এই ছবিই নেটদুনিয়ায় ভাইরাল

নয়াদিল্লি: তৃতীয়বারের জন্য রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করলেন নরেন্দ্র মোদি৷ ৯ জুন রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে ঝলক এখন নেটদুনিয়ায় ভাইরাল৷ এদিন মোদির শপথবাক্য পাঠ অনুষ্ঠানে তারকাদের চাঁদের হাট বসেছিল৷ উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ৷ এছাড়াও বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি, বলিউডের বাদশা শাহরুখ খান, অক্ষয় কুমার-সহ অন্যান্য তারকারাও উপস্থিত ছিলেন৷

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের ভাইরাল ছবিতে দর্শকাসনে শাহরুখ খান ও মুকেশ আম্বানিকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে৷ কালো রঙের পোশাকে এদিন উপস্থিত হয়েছিলেন বলিউডের বাদশা৷ এবং সাদা রঙের পোশাকে দেখা গিয়েছে মুকেশ আম্বানিকে৷

আরও পড়ুন-  গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানের দিন মন্ত্রিসভার সদস্য এবং দেশি-বিদেশি আমন্ত্রিতদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় দেশের রাজধানীকে। তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রত্যেকের৷ রাজধানীর তীব্র গরমের মধ্যে সকলের নজর কেড়ে নিয়েছেন শাহরুখ খান ও মুকেশ আম্বানির হাতের ওআরএস৷অনুষ্ঠান শুরু হওয়ার আগে তারা যখন অপেক্ষা করছিলেন তখন তাদের ওআরএস খেতেও দেখা গেছে৷

আরও পড়ুন-  বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

দিনকয়েক আগেই আইপিএল চলাকালীন তীব্র গরমে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান৷ সেই কথা মাথায় রেখেই এবং গরম থেকে শরীরকে বাঁচাতে ওআরএস-এ ভরসা রেখেছেন তারা৷ অনুষ্ঠান চলাকালীন মাঝেমধ্যেই গলা ভিজিয়ে নিচ্ছিলেন তাঁরা৷ ওআরএস হাতে শাহরুখ ও মুকেশের এই ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল৷

RIL Q4 Results: তেল এবং গ্যাস সেগমেন্টে ব্যাপক বৃদ্ধি, একধাক্কায় ৪২ শতাংশ বেড়ে ৬,৪৬৮ কোটি টাকা আয় রিলায়েন্সের

মুম্বই: মার্চ ত্রৈমাসিকে অয়েল এবং গ্যাস সেগমেন্টে KG D6 ব্লক থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয় ৪২ শতাংশ বেড়ে হল ৬,৪৬৮ কোটি টাকা। গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক বা শেষ কোয়ার্টারে এই সেগমেন্ট থেকে রিলায়েন্সের আয় ছিল ৪,৫৫৬ কোটি টাকা।

২০২৩ অর্থবর্ষে আন্তর্জাতিক দামের ১০.৬ মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিটের তুলনায় KG D6 গ্যাসে উপলদ্ধ গড় মূল্য ২০২৪ অর্থবর্ষে কমে দাঁড়িয়েছে ১০.১ মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট।

তেল এবং গ্যাসে রিলায়েন্সের এবিটডা বেড়ে হয়েছে ৫,৬০৬ কোটি টাকা। ‘ইয়ার ওভার ইয়ার’-এর ভিত্তিতে বেড়েছে ৪৭.৫ শতাংশ। ২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এবিটডা মার্জিন ছিল ৮৬.৭ শতাংশ।

আরও পড়ুন– মাঝ আকাশে মালয়েশিয়ার নৌ-বাহিনীর ২টি হেলিকপ্টারের সংঘর্ষ ! সাংঘাতিক দুর্ঘটনায় মৃত্যু ১০ জনের

অভ্যন্তরীণ চাহিদা এই প্রত্যাশার সঙ্গে শক্তিশালী হচ্ছে যে ভারত এখন থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধির বৃহত্তম উৎস হয়ে উঠবে। দেশীয় তেলের চাহিদা বৃদ্ধির সঙ্গে ভারতীয় তেল কোম্পানিগুলো পরিশোধন খাতে ব্যাপক বিনিয়োগ করছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তাদের মার্কেট রিপোর্টে বলেছে, ভারতে আগামী সাত বছরে ১ mb/d (প্রতিদিন মিলিয়ন ব্যারেল) নতুন শোধনাগার পাতন ক্ষমতা যুক্ত করা হবে, যা চিন ছাড়া বিশ্বের যে কোনও দেশের চেয়ে বেশি।

আরও পড়ুন– মুখে লোমের আধিক্যের জেরে ঠাট্টার মুখে বোর্ড পরীক্ষার প্রথম স্থানাধিকারী ছাত্রী; ট্রোলিংয়ের তীব্র জবাব দিলেন নেটিজেনরাও

এই সেগমেন্টের ২০২৩-২৪ অর্থবর্ষে Y-o-Y ভিত্তিতে রাজস্ব ৪৮.০ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধি প্রধানত উচ্চতর গ্যাস এবং কনডেনসেট উৎপাদনের কারণে ঘটেছে। রিলায়েন্স একটি বিবৃতিতে বলেছে যে ২০২৩-২৪ অর্থবর্ষে Y-o-Y ভিত্তিতে এবিটডা ৪৮.৬ শতাংশ বেড়ে ২০,১৯১ কোটি টাকা হয়েছে, যেখানে এবিটডা মার্জিন ৮২.৬ শতাংশ থেকে ৩০ বিপিএস বেড়েছে।

তেল এবং গ্যাস সেগমেন্টে রাশিয়ান সরবরাহে অনিশ্চয়তা রয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) রাশিয়ান রফতানি প্রথম ত্রৈমাসিকে ৮.৭ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হয়েছে, যা এক বছরের আগের তুলনায় ৪.৩ শতাংশ বেশি।

প্রডাকশন অ্যান্ড এক্সপ্লোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় রাই বলছেন, “২০২৪ সালে শীতের শুরু না হওয়া পর্যন্ত আমরা এলএনজি-র ক্ষমতা আলাদা করে বাড়াব না’। সঙ্গে তিনি যোগ করেন, “আমরা আশা করি আগামী দিনে গ্যাসের দাম স্থিতিশীল এবং চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে”।

IMC 2021: ৫জি পরিষেবাকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হোক, ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে বললেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি

#মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (Reliance Industries Limited) চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani) জানিয়েছেন যে, বর্তমানে ভারতের জাতীয় গুরুত্ব হল ৫জি (5G Technology) পরিষেবা চালু করা। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২১-এ (India Mobile Congress) এই কথা জানিয়েছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি জানিয়েছেন যে, ভারতের সর্বত্র ৫জি পরিষেবা ছড়িয়ে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য হোক। ভারতে ২জি পরিষেবা থেকে শুরু করে ৪জি নেটওয়ার্কের যে বিপ্লব ঘটেছে, সেই ইন্টারনেট বিপ্লব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে ৫জি নেটওয়ার্ক। এই ৫জি বিপ্লব নিয়ে আসার জন্য তাঁরা কাজ করে চলেছেন।

মুকেশ আম্বানি ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২১-এ (IMC 2021) জানিয়েছেন, “পরবর্তী নতুন দশকের উন্নত কানেকটিভিটির জন্য নিয়ে আসা হচ্ছে ৫জি নেটওয়ার্ক পরিষেবা। এটাই এখন ভারতের জাতীয় গুরুত্ব। এখন আমাদের জিও (Jio) কোম্পানির প্রধান লক্ষ্য হল ৪জি এবং ৫জি নেটওয়ার্ক পরিষেবার ওপর গুরুত্ব দেওয়া এবং তা দেশের প্রতিটি কোণে ছড়িয়ে দেওয়া। এছাড়াও আমাদের লক্ষ্য ব্রডব্যান্ড পরিষেবার উন্নতি করে তা সকলের কাছে পৌঁছে দেওয়া। আমরা ৫জি পরিষেবা দ্রুত নিয়ে আসার জন্য কাজ করে চলেছি। এই ৫জি নেটওয়ার্ক হতে চলেছে সম্পূর্ণরূপে ক্লাউড ন্যাটিভ এবং ডিজিটালি ম্যানেজড।”

আরও পড়ুন-EPFO: চাকরিজীবীদের জন্য সুখবর, ২২.৫৫ কোটি জনতার পিএফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হল, চেক করুন ব্যালেন্স

মুকেশ আম্বানি ইন্ডিয়া মোবাইল কংগ্রেস, ২০২১-এ জানিয়েছেন, “রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিলায়েন্স জিওর (Reliance Jio) মাধ্যমে ভারতে যে ইন্টারনেট বিপ্লবের সূচনা করেছিল, সেই ইন্টারনেট বিপ্লবের নতুন রাস্তা হিসাবে সূচনা করা হবে ৫জি নেটওয়ার্কের। ৫জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে সেটি ব্যবহার করার জন্য নিয়ে আসতে হবে উন্নত ডিভাইজ এবং অ্যাপ্লিকেশন। ভারতের ইউজারদের যেন ৫জি নেটওয়ার্ক পরিষেবা ব্যবহার কোর্টে কোনও অসুবিধা না হয় সেই উদ্দেশ্যেই জিও কাজ করে চলেছে। ৫জি নেটওয়ার্ক পরিষেবার মাধ্যমে সকল ইউজারকে উন্নত এবং দ্রুত ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ৫জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ভারতের সর্বত্র ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়াও আমাদের লক্ষ্য। এর জন্য পুরো দেশ জুড়ে ফাইবার ছড়িয়ে দেওয়ার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আমাদের লক্ষ্য হল উন্নততর ডিজিটাল পরিষেবা প্রদান।”

আরও পড়ুন- ফিক্সড ডিপোজিটে বেড়েছে সুদের হার; কোন ব্যাঙ্কে বিনিয়োগ করলে পাওয়া যাবে বেশি রিটার্ন?

ভারতে ২জি নেটওয়ার্ক পরিষেবা থেকে ৪জি নেটওয়ার্ক পরিষেবা পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিওর মাধ্যমে ভারতে সূচনা হয়েছে এক ডিজিটাল বিপ্লবের। ভারতের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সস্তায় ইন্টারনেট পরিষেবা। এখন ভারতের প্রতিটি কোণে ৫জি নেটওয়ার্ক পরিষেবা পৌঁছে দেওয়াই তাঁদের একমাত্র লক্ষ্য। ‘আ মিশন মোড’-এর (A Mission Mode) অধীনে ৫জি নেটওয়ার্কের কানেকটিভিটির জন্য পুরো ভারত জুড়ে ফাইবার কানেকটিভিটির কাজও প্রায় শেষ বলে জানা গিয়েছে।

‘আম্বানি পরিবারের কাছে আমি ও ঋষি কৃতজ্ঞ’, মুকেশ আম্বানিকে ধন্যবাদ জানালেন নিতু কাপুর

#মুম্বই: বলিউড আজ ঋষিহীন ৷ গত বৃহস্পতিবার অর্থাৎ ৩০ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর ৷ বহুদিন ধরেই লিউকোমিয়ায় আক্রান্ত ছিলেন অভিনেতা ৷ মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি ৷

ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই কাপুর পরিবার বিপর্যয়ের মুখে পড়ে ৷ নিতু সিংয়ের কথায়, জীবনটাই একেবারে বদলে যায় ৷ আর এই সময়েই আম্বানি পরিবারের পক্ষ থেকে মুকেশ আম্বানি ও পত্নী নীতা আম্বানি সব সময়ই কাপুর পরিবারের পাশে থাকেন ৷ সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিতু কাপুর আম্বানি পরিবারকে ধন্যবাদ জানাতে ভোলেননি ৷

ইনস্টাগ্রামে নিতু পোস্ট করে লেখেন, ‘গত দু’বছর আমাদের পরিবার যেন ঝড়ের মুখে পড়েছিল ৷ কখনও সেই ঝড় ভালো খবর নিয়ে এসেছে, কখনও খারাপ খবর ৷ এই মানসিক ও আবেগের নাগরদোলায় সব সময়ই আমি ও ঋষি পাশে পেয়েছি আম্বানি পরিবারকে ৷ তাঁদের এই সাহায্য, পাশে থাকার জন্য ধনব্যদ খুবই ছোট্ট শব্দ ৷ আমি, ঋষি ও আমার পুরো পরিবার কৃতজ্ঞ আম্বানি পরিবারের কাছে…’

দেখুন নিতু কাপুরের পোস্ট—-

 

View this post on Instagram

 

For us, as a family, the last two years have been a long journey There were good days, there were a couple of bad days too.. needless to say it was full of high emotion. But it’s a journey we would not have been been able to complete without the immeasurable love and support of the Ambani family. As we’ve gathered our thoughts over the past few days we’ve also tried to find the words to express the gratitude we feel towards the family for the countless ways in which they have seen us safely through this time. Over the last seven months every member of the family has gone above and beyond in every way possible to care for our beloved Rishi and ensure he experienced as little discomfort as possible. From ensuring he was medically attended to, to making frequent, personal visits to the hospital to shower him with love and attention, to even holding our hand and comforting us when WE were scared. To Mukesh Bhai , Nita Bhabhi, Akash, Shloka, Anant and Isha – you have been our guardian angels on this long and trying experience – what we feel for you can not be measured. We thank you from the bottom of our hearts for your selfless, unending support and attention. We feel truly blessed to count you among our nearest and dearest. Sincerely and with utmost gratitude, Neetu, Riddhima, Ranbir and the entire Kapoor Family.??

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54) on