Tag Archives: Mumbai Indians

IPL 2022, Group format: দুটি গ্রুপে ভাঙা হল ১০ দলকে, আইপিএলে প্রতিটা দল খেলবে লিগে ১৪ ম্যাচ

#মুম্বই: আটের বদলে দশ দল হওয়ার কারণে এবারের আইপিএল গ্রুপ বিন্যাসে কিছুটা পরিবর্তন করতেই হত। সেটাই হল শেষ পর্যন্ত। আইপিএলের পঞ্চদশ সংস্করণ শুরু ২৬ মার্চ থেকে। ফাইনাল ২৯ মে। লিগ পর্যায়ের খেলাগুলি সীমাবদ্ধ থাকছে মহারাষ্ট্রেই। ১০টি দলকে রাখা হয়েছে ভার্চুয়াল গ্রুপে। নতুন দুই দলকে দুই গ্রুপে রেখে বাকি ৮টি দলকে রাখা হয়েছে আইপিএল খেতাব জয়-সহ টুর্নামেন্টের ইতিহাসে সামগ্রিক পারফরম্যান্সের নিরিখে।

আরও পড়ুন – Andriy Shevchenko: পুতিনের জঘন্যতম মৃত্যু কামনা করলেন ইউক্রেনের তারকা ফুটবলার! পোস্ট মুছল ইনস্টাগ্রাম

প্রতিটি গ্রুপে থাকা দল একে অপরের বিরুদ্ধে দুটি করে এবং অপর গ্রুপের পাঁচটি দলের মধ্যে চারটির বিরুদ্ধে একটি করে এবং ওই গ্রুপের বিন্যাসে একই সারিতে থাকা বাকি দলটির সঙ্গে দুটি ম্যাচ খেলবে। আইপিএলে সফলতম তথা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে গ্রুপ এ-তে রাখা হয়েছে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টসকে। গতবার-সহ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে গ্রুপ বি-তে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ৬ বার ফাইনাল খেলে ৫ বার খেতাব জিতেছে। ফলে তারাই ১ নম্বর দল। দুই নম্বর দল চেন্নাই সুপার কিংস, তারা ৯ বার ফাইনাল খেলে ৪ বার খেতাব জিতেছে। কলকাতা নাইট রাইডার্স তিনটি ফাইনাল খেলে দু-বার চ্যাম্পিয়ন হওয়ায় রয়েছে তৃতীয় স্থানে। সানরাইজার্স হায়দরাবাদ দুটি ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন, তারা রয়েছে চারে। রাজস্থান রয়্যালস ১ বার ফাইনাল খেলে ১ বারই চ্যাম্পিয়ন, ভার্চুয়াল গ্রুপবিন্যাসে তারা পেয়েছে পঞ্চম স্থান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আছে ছয়ে, তারা তিনবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস (পূর্বতন কিংস ইলেভেন পাঞ্জাব) ১ বার করে ফাইনালে উঠেও খেতাব দখল করতে পারেনি, এই দুই দল আছে যথাক্রমে সাত ও আটে। নবম ও দশম দল যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স।

দুই গ্রুপে নিজেদের স্থানের নিরিখে যারা আলাদা গ্রুপের একটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে সেই তালিকা অনুযায়ী মুম্বই ইন্ডিয়ান্স দুটি ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, দিল্লি ক্যাপিটালস পঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং লখনউ সুপার জায়ান্টস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। প্রতিটি দল মুম্বইয়ের ওয়াংখেড়ে ও ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে চারটি করে ম্যাচ খেলবে। তিনটি করে ম্যাচ খেলতে হবে ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও পুনের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

ওয়াংখেড়ে স্টেডিয়াম – ২০ ম্যাচ
ব্রেবোর্ন স্টেডিয়াম – ১৫ ম্যাচ
ডি ওয়াই পাতিল -২০ ম্যাচ
এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম – ২০ ম্যাচ

Mumbai Indians Wankhede stadium: মুম্বই ইন্ডিয়ান্সের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা নিয়ে প্রতিবাদ বাকি ফ্র্যাঞ্চাইজিদের

#মুম্বই: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। মোট পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। এবারও যথেষ্ট ভারসাম্য যুক্ত দল গড়েছে মুম্বই। তবে ভারসাম্য যুক্ত দল থাকা আর চ্যাম্পিয়ন হওয়া এক জিনিস নয়। ভাল খেলার পাশাপাশি চ্যাম্পিয়ন হতে গেলে ভাগ্যের সহায়তা প্রয়োজন পড়ে। মুম্বাই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়নস লাক সঙ্গ দেয় কিনা সময় বলবে। তবে তাদের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন – Sachin on Virat Kohli: বিরাটের চোখে আগুন এবং সাফল্যের খিদে প্রথম থেকেই দেখেছিলেন সচিন

জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেব্রোর্ন এবং ডিওয়াই পাটিল স্টেডিয়াম মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ হবে। পুণের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ। প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে চারটি করে ম্যাচ খেলবে। একটি করে ম্যাচ খেলতে হবে ব্রেবোর্ন এবং পুণেতে। ওয়াংখেড়েতে ম্যাচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। তাদের দাবি, সেরকম হলে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে মুম্বই ইন্ডিয়ান্স।

প্রতিটি দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাটিল স্টেডিয়ামে চারটি করে ম্যাচ খেলবে। একটি করে ম্যাচ খেলতে হবে ব্রেবোর্ন এবং পুণেতে। তবে প্লে-অফের খেলাগুলি কোন মাঠে হবে তা এখনও নির্ধারিত হয়নি। যে মাঠগুলির কথা বিসিসিআই জানিয়েছে সেগুলির মধ্যে এক মাত্র ওয়াংখেড়েতে প্রতি মরসুমে খেলা হয়। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে।

তাই সেখানে খেলার সুবিধা পাবে মুম্বই। কিন্তু বাকি দলগুলি ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে না। সেখানেই আপত্তি কিছু ফ্র্যাঞ্চাইজির। তবে ওয়াংখেড়ে ছাড়া বাকি মাঠে যদি মুম্বই তাদের সব ম্যাচ খেলে সেক্ষেত্রে তাদের কোনও আপত্তি নেই। বোর্ডের কাছে সিদ্ধান্ত বদলের আর্জি জানিয়েছে তারা।

খেলার মাঠ ঘোষণা করলেও কোন মাঠে দলগুলি প্রস্তুতি নেবে তা এখনও ঠিক করে উঠতে পারেনি বোর্ড। সম্ভবত রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম ও বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে অনুশীলন হতে পারে। আইপিএল-এর দ্বিতীয়ার্ধে দেশে কোভিড সংক্রমণ কমলে অন্য মাঠেও খেলার সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। তবে সবটাই হবে পরিস্থিতি অনুযায়ী।

Tim David IPL : আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে পোলার্ডের সঙ্গে জুটি বেধে বিপক্ষকে বধ করতে চান টিম ডেভিড

#মুম্বই: তার মারকুটে ব্যাটিংয়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে বর্তমানে পরিচিত নাম সিঙ্গাপুরের টিম ডেভিড। কয়েকদিন আগে আইপিএলের মেগা নিলামে অনেক লড়াইয়ের পর ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে টিম ডেভিডকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুমে প্রথম আইপিএলের সঙ্গে যুক্ত হন ডেভিড। সংযুক্ত আরব আমিরশাহিতে লিগের দ্বিতীয় দফায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম ডেভিডকে নেয়। তবে মাত্র একটা ম্যাচই খেলার সুযোগ পান আইপিএলের ইতিহাসে প্রথম সিঙ্গাপুরের ক্রিকেটার।

আরও পড়ুন – Virat Kohli on Yuvraj Singh: যুবরাজের বিশেষ উপহার এবং চিঠির জবাব দিলেন বিরাট, রইল বিশেষ স্মৃতিচারণা!

নিলামে মুম্বই ইন্ডিয়ান্স তাকে নেওয়ায় উচ্ছসিত টিম ডেভিড। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডের সঙ্গে এক দলে খেলার সুযোগ পাওয়ায় উদ্দীপনা চেপে রাখতে পারেননি ডেভিড। পোলার্ডের বড় অনুরাগী ডেভিড পোলার্ডের পাওয়ার গেমকেই অনুকরণ করার চেষ্টা করেন বলে জানালেন। আসন্ন আইপিএলে তারা দুজনে মিলে দলের জন্য অনেকটাই অবদান রাখতে পারবেন বলে আশাবাদী ডেভিড।

আরও পড়ুন – Neymar Major league Soccer : শেষ জীবনে আমেরিকার মেজর লিগ সকারে খেলতে চান নেইমার ! কারণ জানলে অবাক হবেন

সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের ওয়েবসাইট মুম্বাই ইন্ডিয়ান্স ডট কমে ডেভিড জানিয়েছেন, পোলার্ডের সাথে ব্যাট করার মুহূর্তগুলো উত্তেজনাপূর্ণ হবে। পোলার্ডের শক্তিশালী শট মারার ক্ষমতাকে আমি প্রশংসা করি। তার বেশ কিছু ইনিংস দেখেছি, কিভাবে আমি সেরকম ইনিংস খেলতে পারি তার চেষ্টা করেছি। আমরা যদি মিডল ওভার ও শেষের ওভারগুলিতে একসাথে একইরকমভাবে ব্যাট করতে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ম্যাচ বের করে নিতে পারব।

মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মারও ভূয়সী প্রশংসা করে ডেভিড বলেন, রোহিত শর্মা একজন বিশ্বমানের ক্রিকেটার। যখন ও ব্যাট করে মনে হয় ব্যাটিং এর পিছনে কোনো শক্তিপ্রয়োগ করতে হয় না, যা অবশ্যই প্রশংসনীয়।

টিম ডেভিড বিগ ব্যাশ লিগে পার্থ স্করচার্স, হোবার্ট হ্যারিকেন্স, পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দরস, মুলতান সুলতানস, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে টিম ডেভিডকে বর্তমানে টি -২০ ক্রিকেটের বড় সম্পদ বলে উল্লেখ করেন।

IPL Auction 2022, Mumbai Indians: চমকের নাম টিম ডেভিড! আর্চারকেও দলে নিয়ে আরও শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স

#বেঙ্গালুরু: রোগা চেহারার ছেলেটা পঞ্জাবের হয়ে যখন ক্রিকেট খেলা শুরু করে প্রথমদিকে ফাস্ট বোলার হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু তার কোচ তাকে লেগ স্পিন করতে বলেন। ক্রমশ ছেলেটা বুঝতে পারে ভবিষ্যতে সে ভাল লেগ স্পিনার হয়ে উঠতে পারে। মায়ানক মারকাণ্ডে ২০১৮ সালে চোখে পড়ে যান মুম্বই ইন্ডিয়ান্স স্পটারদের। তাকে সুযোগ দেওয়া হয় দলে। মহেন্দ্র সিং ধোনিকে গুগলিতে আউট করে সকলের নজর কেড়ে নেন। তারপর সানরাইজার্স হায়দারাবাদ দলের বিপক্ষে চারটি উইকেট দখল করেন।

কিন্তু পরে তাকে ছেড়ে দেয় মুম্বই। ভরসা করে রাহুল চাহার এর ওপর। কিন্তু এবার আবার মায়ানক মারকাণ্ডেকে ৬৫ লাখ টাকায় দলে ফিরিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। তার প্রধান অস্ত্র গুগলি। কিন্তু এখন ফ্লিপর, রং ওয়ান সহ আরো কিছু অস্ত্র যোগ করেছেন নিজের বোলিংয়ে। আইপিএল ক্যারিয়ার ১৮ ম্যাচে ১৬ উইকেট আছে তার। এছাড়াও কম দামে জয়দেব উনাদকটকে পেয়ে গেছে মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ১.৩ কোটি টাকায় তাকে দলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন।

২০১৮ সালে সাড়ে ১১ কোটি টাকায় রাজস্থান রয়েলস গিয়েছিলেন তিনি। অতীতে কলকাতা নাইট রাইডার্স, রাইজিং পুনে সুপার জায়ান্ট, দিল্লি এবং আরসিবি দলের হয়ে খেলেছেন তিনি। রঞ্জি ট্রফিতে প্রথম অধিনায়ক হিসেবে সৌরাষ্ট্রকে চ্যাম্পিয়ন করেছেন জয়দেব। তার অভিজ্ঞতা এবং ডেথ ওভারে রান আটকানোর ক্ষমতা গুরুত্ব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গতকাল প্রথম বড় ঝড় তোলে মুম্বই ঈশান কিষানকে ১৫.২৫ কোটি টাকার বিনিময় তুলে নিয়ে।

এছাড়া দক্ষিণ আফ্রিকার পরবর্তী সুপারস্টার এবং অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী দেওয়ালড ব্রেভিসকে তিন কোটি টাকায় নিয়েছে তারা। দেড় কোটি টাকায় মুরুগান অশ্বিন এবং ৩০ লক্ষ টাকায় বাসেল থাম্পিকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সিঙ্গাপুরের টিম ডেভিড শেষবার আইপিএল আরসিবি জার্সি গায়ে খেলেছিলেন। মাত্র ২০ লাখ টাকায় তাকে নিয়েছিল ব্যাঙ্গালোর।

সিঙ্গাপুরের এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে যথেষ্ট পরিচিত নাম। পাকিস্তান সুপার লিগে খেলেছেন মুলতান সুলতান দলের হয়ে। লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে বড় রান করতে পারেন। শক্তিশালী হিটার। সঙ্গে অফ স্পিন বল করতে পারেন। মুম্বই ইন্ডিয়ান্স তাকে ধরিয়ে দেওয়ার জন্য মরিয়া ছিল। প্রচন্ড লড়াই হল কেকেআরের সঙ্গে। শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স ৮ কোটি ২৫ লাখ টাকায় তাকে কিনে নিল।

সিঙ্গাপুরের এই ক্রিকেটারকে পেয়ে শক্তি বাড়ল মুম্বইয়ের। একজন যোগ্য ফিনিশার পেল তারা। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশেষজ্ঞ পেসার টাইমাল মিলস (১ কোটি ৫০ লাখ) এবং অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামসকে (২ কোটি ৬০ লাখে)। তবে ইংল্যান্ডের জোফ্রা আর্চার (৮ কোটি) টাকায় দলে নিয়ে জমিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। বুমরাহর সঙ্গে তার জুটি ভয়ঙ্কর হতে চলেছে।

তবে এ বছর পাওয়া যাবে না তাকে। এছাড়াও (৭৫ লাখ) টাকায় ফ্যাবিয়ান অ্যালেন, আনমোলপ্রীত সিং (২০ লাখ টাকা), রমন্দীপ সিং (২০ লাখ টাকা), রাহুল বুধি (২০ লাখ টাকা), ঋত্বিক শকিন (২০ লাখ টাকা), অর্জুন টেন্ডুলকার (৩০ লাখ টাকা), আরিয়ান জুয়ালকে (২০ লাখ টাকা) দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Mumbai Indians Squad 2022

Rohit Sharma, Kieron Pollard, Suryakumar Yadav, Jasprit Bumrah, Ishan Kishan, Dewald Brevis, Basil Thampi, M Ashwin, Jaydev Unadkat, Mayank Markande, Tilak Varma, Sanjay Yadav, Riley Meredith, Mohd Arshad Khan, Anmolpreet Singh, Ramandeep Singh, Rahul Buddhi, Hrithik Shokeen, Arjun Tendulkar, Aryan Juyal, Fabian Allen, Jofra Archer, Tim David

IPL 2021, SRH vs MI : ঈশান, সূর্যের ব্যাটে রানের পাহাড়ে মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স – ২৩৫/৯

আবুধাবি: প্লে-অফে উঠতে হলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। অবশ্য খেতাব জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন টিকিয়ে রাখতে গেলে শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে জেতা জরুরি। কিন্তু সেই লক্ষ্যমাত্রা এতটাই উঁচু যে, তার নাগাল পাওয়া অসম্ভব। কারণ, নেট রান-রেটের হিসেবে রোহিতদের (-০.০৪৮) চেয়ে অনেক এগিয়ে রয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী কেকেআর (০.৫৮৭)। ফলে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে অন্তত ১৭১ রানের ব্যবধানে জিততে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। আর পরে ব্যাট করলে জয় নিশ্চিত করতে হবে ১৯ ওভার হাতে রেখে, যা একপ্রকার অসম্ভব ব্যাপার।

প্লে-অফের লড়াই থেকে অনেক আগে ছিটকে গিয়েছে হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে একেবারে নীচে রয়েছে তারা। তবু প্রতিপক্ষকে হাল্কাভাবে নিচ্ছে না মুম্বই শিবির। তবে রোহিত যাই বলুন, তাঁদের সামনে অসাধ্য সাধনের পরীক্ষা। মুম্বইকে সমস্যায় ফেলেছে মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব। সূর্যকুমার যাদব (২৩৫ রান), হার্দিক পান্ডিয়া (১১৭ রান), কিয়েরন পোলার্ড (২৩২ রান), সৌরভ তিওয়ারিরা (১১৪ রান) নির্ভরতা জোগাতে পারেননি। ফর্ম হারানোর জন্য কয়েকটি ম্যাচে বাদ পড়েছিলেন ঈশান কিষানও।

তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। নড়বড়ে মিডল অর্ডারের জন্যই রোহিতের (৩৬৩ রান) সঙ্গে ঈশানের ওপেনিং জুটির গুরুত্ব বাড়ছে। শেষ ম্যাচে মুম্বই বোলাররা মাত্র ৯০ রানে আটকে রেখেছিল রাজস্থানকে। যশপ্রীত বুমরাহ (১৯ উইকেট), ট্রেন্ট বোল্ট (১২ উইকেট) তো আছেনই, রয়্যালসের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন দুই বিদেশি পেসার জেমস নিশাম ও নাথান কুল্টার-নাইল।এমন অবস্থায় দাঁড়িয়ে শুক্রবার ভাগ্য সঙ্গ দিল রোহিত শর্মাকে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক।

ঈশান এবং রোহিত মিলে আগুনের গতিতে শুরু করলেন। বিশেষ করে ঈশান। মাত্র ১৬ বলে ৫০ করে ফেললেন। রোহিত শর্মা অবশ্য রশিদ খানের বলে মারতে গিয়ে নবীর হাতে ধরা পড়লেন ১৮ করে। ঈশান নিজের ধ্বংসলীলা চালিয়ে গেলেন। কিন্তু হার্দিক পান্ডিয়া মাত্র ১০ রান করে ফিরে গেলেন হোল্ডারের বলে। তবে শেষ পর্যন্ত উমরান মালিকের বলে ৮৪ করে ঋদ্ধিমান এর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঈশান।

পোলার্ড এবং সূর্য রান বাড়ানোর চেষ্টা করলেন। পোলার্ড অভিশেক শর্মার বলে মারতে গিয়ে ১৩ করে ফিরে গেলেন রয়ের হাতে ক্যাচ দিয়ে। পরের বলেই জিমি ফিরে গেলেন নবির হাতে ক্যাচ দিয়ে। ক্রানাল এবং সূর্যকুমার চেষ্টা চালিয়ে গেলেন দলের রান ২০০ পার করার। ক্রুনাল  ফিরে গেলেন মাত্র ৯ রান করে। উইকেট নিলেন রশিদ খান। ২৪ বলে অর্ধশত রান পূর্ণ করে ফেললেন সূর্য। উইকেটের চারিদিকে শট খেলতে দেখা গেল তাঁকে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ফর্ম খুশি করবে ভারতীয়দের। সানরাইজার্স বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন সূর্য। উমরান মালিকের বলে হেলমেটে আঘাত পেলেন। শেষ পর্যন্ত ৮২ করে ফিরে গেলেন। চারটি উইকেট পেলেন হোল্ডার।

IPL 2021: MI vs SRH: টসই কি হল মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য নির্ধারক, জানুন Toss Update

#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) ৫৫ তম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (MI vs SRH)৷ টস সব ম্যাচেই গুরুত্বপূর্ণ আর এই ম্যাচের টস আপডেট  (Toss Update) একটু বেশিই গুরুত্বপূর্ণ৷ টসে জিতে এদিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল রোহিত শর্মা৷ এদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব করছেন মণীশ পান্ডে৷ ফলে টসে হেরে প্রথমে ফিল্ডিং পেলে যে প্লে অফে যাওয়ার সম্ভবনায় শুরুতেই বালি পড়ে যেত সেটা অন্তত হল না৷

এদিকে এর আগে কলকাতা নাইট রাইডার্স  (KKR)  আইপিএল ২০২১ (IPL 2021) -র ৫৪ তম ম্যাচে রাজস্থান রয়্যালস  (RR)  ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে৷ এই জয়ের ফলে চতুর্থ স্থানে কেকেআরের অবস্থান আরও মজবুত হয়েছে৷ কার্যত তাদের প্লে অফে পৌঁছনো নিশ্চিত৷ চেন্নাই সুপার কিংস  (CSK) এবং দিল্লি ক্যাপিটাল্স (DC)  এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) আগেই প্লে অফে জায়গা করে নিয়েছে৷ এখন প্লে অফের জন্য চতুর্থ দলের পরিস্থিতি আকর্ষণীয় হয়ে গেছে৷ এদিকে এই সবের জেরে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন এবং পাঁচবারের আইপিএল ট্রফি জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে (Mumbai Indians in Playoff) পৌঁছনো প্রায় অনিশ্চিত৷

ষষ্ঠ স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians ) এখনও অবধি অবশ্য পুরো আশা হারায়নি৷ কিন্তু মুম্বইয়ের প্লে অফে পৌঁছনোর রাস্তা খুবই জটিল৷ রাজস্থানের বিরুদ্ধে বড় জয়ের ফলে কেকেআর (KKR) নিজের রানরেট খুবই ভালো করে নিয়েছে৷ এরফলে মুম্বই আরও চাপে পড়ে গেছে৷ প্লে অফে পৌঁছতে গেলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭১ রানের ব্যবধানে হারাতে হবে৷

আরও পড়ুন- বঙ্গ ছাড়াও ভিন রাজ্যের পুজো: বেড়াতে গিয়েও মিস হবে না অষ্টমীর অঞ্জলি আর পুজোর ভোগ!

শুক্রবার আইপিএল ২০২১ (IPL 2021) শেষ ডবল হেডারের শেষ ম্যাচ হবে৷ টুর্নামেন্টের এই প্রথম একইসঙ্গে দুটি ম্যাচ হবে৷ দিল্লি ক্যাপিটাল্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স খেলবে আর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে৷ যদি সানরাইজার্স অধিনায়ক টসে জেতে আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তখনই সরকারি ভাবে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ থেকে ছিটকে যাবে৷

আরও পড়ুন – Indian Railways: Job Vacancy: রেলওয়েতে বড়সড় নিয়োগ! ২২০৬ পদে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি প্রকাশ!

মুম্বই ইন্ডিয়ান্স যদি প্রথমে বল করে তাহলে পয়েন্ট টেবলে কেকেআরকে কোনওভাবেই  ছিটকে দিতে পারবে না৷ তাতে যদি প্রথম ওভারেও ম্যাচ জিতে যায় তাহলেও প্লেঅফের টিকিট পাবে না৷ আইপিএলের (IPL2021) সবচেয়ে সফল দল ও পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে৷ তাদের নেট রানরেট -০.০৪৮, কিন্তু কেকেআর রাজস্থানের বিরুদ্ধে বড় জয় পাওয়ায় তাদের রানরেট +০.৫৮৭৷ আইপিএল ২০২১ এ দ্বিতীয় পর্বে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) খারাপ হয়েছে পারফরম্যান্স৷ তারই জেরে তাদের এই রকমের অবস্থা, যখন তারা খেতাব রক্ষার লড়াইতে নেমে টুর্নামেন্টের প্লে অফে পৌঁছতে পারল না৷

IPL 2021: RR vs MI ম্যাচে, দু’দলের প্রথম একাদশ জেনে নিন এক ক্লিকে

#কলকাতা: আইপিএল ২০২১ (IPL 2021) এখন বেশ কয়েকটি দলের কাছে করো নয় মরো পরিস্থিতি৷  মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (RR vs MI) ম্যাচটিও দুই দলের কাছেই প্রচণ্ড গুরুত্বপূর্ণ৷ মঙ্গলবার মুম্বই টসে (Toss Update) জিতে  ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল৷

দেখে নিন প্লেঅফের লড়াইতে টিকে থাকতে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ (Playing 11) কেমন হল৷

রাজস্থান রয়্যালস এই ম্যাচে নিজেদের প্রথম একাদশ (Playing 11) ঘোষণা করেছে৷

আইপিএল ২০২১ -র প্লে অফে (Playoff) যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ জয় একমাত্র উপায় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে৷ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এদিনের ম্যাচে হারলেও তাও একটা ক্ষীণ সুযোগ তাদের সামনে থাকবে৷ কিন্তু রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স যদি এদিনের ম্যাচে কোনও ভাবে হারে তাহলে খেতাব ধরে রাখার আশায় একেবারে জল ঢালা হয়ে যাবে৷ আইপিএল প্লে অফের (IPL 2021 playoffs) আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ই একমাত্র উপায় তাদের৷

আরও পড়ুন- Lifestyle Tips: পিরিয়ডসের ব্যাথা থেকে, স্ট্রেস-Essential Oils ঘটায় ম্যাজিক উপশম

আইপিএল ২০২১ এ  (IPL 2021) রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Rajasthan Royals vs Mumbai Indians) দুটি দলই ১২ টি করে ম্যাচ খেলে ফেলেছে৷ দুটি দলই ৫ টি করে জয় নিয়ে ১০ পয়েন্ট পেয়ে রয়েছে৷ সব এক হলেও রাজস্থান রয়্যালসের অবস্থা মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা অনেকটাই স্বস্তির কারণ এই ম্যাচে হারলে মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ (IPL Playoff) থেকে ছিটকে যাবে৷ অন্যদিকে এই ম্যাচ হেরেও শেষ চারে যেতে পারবে রাজস্থান রয়্যালস৷

মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস (Mumbai Indians vs Rajasthan Royals) দুটি দলেরই এখনও অবধি দুটি করে ম্যাচ বাকি রয়েছে৷ মুম্বই আজ রাজস্থান ও শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে৷ আজ যদি মুম্বই হেরে যায় তাহলে তাদের ১০ পয়েন্টই থেকে যাবে আর রাজস্থানের পয়েন্ট হবে ১২৷  রাজস্থান ৭ অক্টোবর কেকেআরের বিরুদ্ধে খেলবে৷ যাদের আগেই ১২ পয়েন্ট হয়ে রয়েছে৷ এই অবস্থায় কলকাতা ও রাজস্থানের ম্যাচে যে জিতবে সেই আইপিএল প্লে অফের টিকিট পেয়ে যাবে৷ কারণ যে দলই জিতবে তার ১৪ পয়েন্ট হবে৷ সেক্ষেত্রে নেট রানরেটের ওপর ভিত্তিতে পাওয়া যাবে শেষ চারের টিকিট৷

আরও পড়ুন – Government Job Vacancy: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে এক লক্ষ টাকা-র বেশি বেতন, সরকারি চাকরির সুযোগ

এদিকে রাজস্থানের কাছে মুম্বই নিজের শেষ ম্যাচ হায়দরাবাদের সঙ্গে খেললেও যদি জিতেও যায় তাহলে তাদের পয়েন্ট হবে ১২৷ এই ম্যাচে তাই জয় মুম্বই ইন্ডিয়ান্সের খুবই গুরুত্বপূর্ণ৷ হারলে তাদের দেশে ফেরাই ভবিত্যব হবে৷

এই মুহূর্তে দিল্লি ক্যাপিটাল্স ২০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২১ পয়েন্ট টেবলে এক নম্বরে রয়েছে৷ এছাড়া চেন্নাই সুপার কিংস ১৮ পয়েন্ট নিয়ে দু নম্বরে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে৷ কেকেআর এখন পয়েন্ট টেবলের চার নম্বরে রয়েছে৷ আইপিএলের লিগ পর্বের ৫৬ টি ম্যাচের ৫০ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ রাজস্থান বনাম মুম্বই এই পর্বের ৫১ তম ম্যাচ হবে

IPL 2021: সপরিবারে UAE পৌঁছলেন রোহিত শর্মা, কতদিন কোয়ারেন্টাইন থাকতে হবে জানেন?

#আবু ধাবি: আইপিএলের দ্বিতীয় পর্ব খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে পৌছলেন মুম্বাই ইন্ডিয়ান্স-এর অধিনায়ক রোহিত শর্মা, পেসার জসপ্রীত বুমরাহ ও ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। শনিবার এই তিন ক্রিকেটার সপরিবারে আবু ধাবি পৌঁছেছেন। চার্টার্ড ফ্লাইট-এর মাধ্যমে তাঁদের আবু ধাবিতে নিয়ে আসার উদ্যোগ নিয়েছিল মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলে দ্বিতীয় পর্ব। ইংল্যান্ডে ভারতীয় দলের সঙ্গে ছিলেন রোহিত, বুমরাহ, সূর্যকুমার। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা তাঁর স্ত্রী রীতিকা ও মেয়ে সামাইরাকে নিয়ে আবু ধাবি পৌঁছেছেন। শনিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন হিটম্যান। মুম্বাই ইন্ডিয়ান্স- এর ব্যানার এর নিচে দাঁড়িয়ে সেই ছবি তুলেছেন রোহিত।

আরও পড়ুন- ৩০ কোটি টাকার অ্যাপার্টমেন্ট, রোহিত শর্মার বাড়ির অন্দরমহল দেখে অবাক হবেন

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ বাতিল হওয়ার পরই বহু ভারতীয় ক্রিকেটার চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে আবু ধাবি পৌঁছেছেন। কোনও ফ্র্যাঞ্চাইজি করোনার মধ্যে ক্রিকেটারদের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নিতে চাইছে না। জানা গিয়েছে, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এবং পেসার মহম্মদ সিরাজ সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আরসিবি তাদের জন্য চার্টার্ড ফ্লাইট-এর ব্যবস্থা করবে বলে জানা যাচ্ছে। রবিবার সকালে এই দুই তারকা ক্রিকেটার আবু ধাবি পৌঁছাবেন বলে খবর।

ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার পর থেকেই আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলি তাদের ক্রিকেটারদের ইংল্যান্ড থেকে আরব আমিরশাহী নিয়ে আসার পরিকল্পনা শুরু করেছে। জানা গিয়েছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের rt-pcr টেস্ট করাবে। আপাতত আরব আমিরশাহীতে পৌঁছে ছয়দিন কোয়ারেন্টাইন-এ থাকতে হবে ক্রিকেটারদের। মুম্বাই ফ্র্যাঞ্জাইজির তরফে জানানো হয়েছে, রোহিত, সূর্যকুমার, বুমরাহদের প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ। তবুও নিয়মমাফিক প্রতিটি ক্রিকেটারকে বাধ্যতামূলক ৬ দিীনের কোয়ারেন্টাইন পর্বে থাকতে হবে। বিসিসিআই এবার জৈব সুরক্ষা বলয়ের ব্যাপারে কড়া নজর রাখবে বলে খবর। করোনা বিধি ভাঙলে যে কোনও ক্রিকেটারের শাস্তি হতে পারে বলেও জানা যাচ্ছে।

IPL 2021: ‘এত Attitude কেন দাদা!’ ক্রুনাল পান্ডিয়ার ‘ক্লাস’ নিলেন নেটিজেনরা

#নয়াদিল্লি: শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে বারবার মাথা গরম করে ফেলছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। এদিন তিন ওভার বোলিং করে ৩১ রান দেন তিনি। কিন্তু একটি উইকেটও পাননি। বোলিং করার সময় বারবার নিজের দলের সদস্যদের ওপর রাগ করে ফেলেছিলেন তিনি। মূলত নিজের উপর হতাশা থেকেই এমন করছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডার। তবে তাঁর এমন ব্যবহার মোটেও ভাল চোখে দেখেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যাপক ট্রোল করলেন নেটিজেনরা।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Nobody*<br><br>Krunal Pandya blaming fielders for 2 back to back wide balls ! <a href=”https://t.co/gS9RM5ybFR”>pic.twitter.com/gS9RM5ybFR</a></p>&mdash; BENIWAL ASTIC ? (@BeniwalAstic) <a href=”https://twitter.com/BeniwalAstic/status/1385646065836339202?ref_src=twsrc%5Etfw”>April 23, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Krunal Pandya to bowling coach after he gets hits for a boundary <a href=”https://twitter.com/hashtag/PBKSvMI?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#PBKSvMI</a> <a href=”https://t.co/1l4qZQOvsl”>pic.twitter.com/1l4qZQOvsl</a></p>&mdash; saif shaikh (@saifs_99) <a href=”https://twitter.com/saifs_99/status/1385649462148694018?ref_src=twsrc%5Etfw”>April 23, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Krunal Pandya to fielders- Abey tere gravitational force ke karan ball leg side me drift kar gayi mene to seedhi fenki thi <a href=”https://twitter.com/hashtag/Cricket?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#Cricket</a> <a href=”https://t.co/1vhUrsVIZT”>pic.twitter.com/1vhUrsVIZT</a></p>&mdash; Deepak (@TheDKmeena) <a href=”https://twitter.com/TheDKmeena/status/1385822726653235202?ref_src=twsrc%5Etfw”>April 24, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Expressions of krunal pandya after every ball are like, he’s bowling ‘The Ball of the century’ but every time it’s fault of fielders <a href=”https://twitter.com/hashtag/MI?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#MI</a> <a href=”https://twitter.com/hashtag/IPL2021?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#IPL2021</a> <a href=”https://t.co/hSpuzrsnYc”>pic.twitter.com/hSpuzrsnYc</a></p>&mdash; Prathmesh Patil (@PrathmeshSpeak) <a href=”https://twitter.com/PrathmeshSpeak/status/1385839001140023300?ref_src=twsrc%5Etfw”>April 24, 2021</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

চলতি আইপিএলে আহামরি পারফরম্যান্স করতে পারেননি ক্রুনাল। তবুও সতীর্থদের উপর তাঁর এই রাগ উগরে দেওয়া মোটেও ভাল চোখে দেখেনি নেটিজেনরা। ক্রুণালকে সরাসরি আক্রমণ করে কেউ কেউ লিখলেন, এত অ্যাটিটিউড কোথা থেকে আসে দাদা! কেউ আবার লিখলেন, নিজের হতাশার জন্য বারবার কেন সতীর্থদের দায়ী করছেন! একজন আবার লিখলেন, এমন হাবভাব করছেন যেন আপনি বল অফ দ্য সেঞ্চুরি করেছেন আর ফিল্ডারদের দোষেই বারবার রান হচ্ছে। চলতি আইপিএলে ক্রুনাল পান্ডিয়ার পারফরম্যান্স বেশ খারাপ। এবার আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে ক্রুনাল মাত্র তিনটি উইকেট পেয়েছেন। রান দিয়েছেন ১১৬। ক্রুণালের ভাই হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়েও সমালোচনা চলছে। তিনিও ব্যাট হাতে ফ্লপ। এমনকী বোলিংয়েও তেমন কিছু করতে পারেননি। তবে হার্দিক ফিল্ডিংয়ের নিজের জাত চিনিয়েছেন।

IPL 2021: ফুরফুরে মেজাজে বোল্ট-লিন: চেন্নাইয়ের সমুদ্রসৈকতে পাওয়া গেল সেই ছবি!

#চেন্নাই: কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে বেশ চনমনে মেজাজে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস (MI)। আগামী ১৭ই এপ্রিল চিপকে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে ছুটির মেজাজে গোট দল। আর সেই ছুটির আমেজেই দলের অফিসিয়াল Twitter হ্যাণ্ডেল থেকে দলের দুই মহাতারকা ক্রিস লিন ( Chris Lynn) ও ট্রেন্ট বোল্ট (Trent Boult) এর ছবি প্রকাশিত হল। ছুটির মাঝে ওই দুই তারকা ক্রিকেটারকে দেখা গেল, সমুদ্রসৈকতে নিজেদের মতো সময় কাটাতে। জলের ওপর সার্ফ করতেও দেখা যায় এই দুই ক্রিকেটারকে।

বিগত ১৫ই এপ্রিল, বৃহস্পতিবার, দলের অফিসিয়াল Twitter হ্যাণ্ডেলে সেই ছবি ছাড়া হয়েছে। দলের দুই তারকা ক্রিকেটারের সার্ফ করার ছবি দিয়ে, Twitter হ্যাণ্ডেলে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ লেখেন ‘ Surfing their way into feed.’

পরে তাঁর ও বোল্টের এর কিছু ছবি নিজের আ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দিয়ে লিন লেখেন, ‘চেন্নাইয়ের সকাল। জয় করে নিলাম।’

প্রথম ম্যাচে হেরে যাবার পর, দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়ে গোটা টিম যে কতটা আত্মবিশ্বাসী আর চনমনে, তাই ফুটে উঠেছে এই ছবিগুলিতে।

নিজের পুরনো দলের বিরুদ্ধে লিন মাঠে না নামলেও রুদ্ধশ্বাস জয়ের অন্যতম কারিগর ছিলেন বোল্ট। ৩১ বছর বয়সী নিউজিল্যাণ্ডের এই বাঁ-হাতি পেসার নিজের শেষ ওভারে পরপর দু’ বলে কলকাতার আন্দ্রে রাসেল (Andre Russel) ও প্যাট কামিন্সকে (Pat Cummins) প্যাভিলিয়নের রাস্তা দেখান। টসে জিতে প্রথমে ব্যাট করে, ২০ ওভারে ১৪৯ রান তোলে মুম্বই। অল-রাউন্ডার আন্দ্রে রাসেলের (Andre Russel) দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্সের সৌজন্যেই দেড়শোর আগেই থেমে যায় মুম্বইয়ের ইনিংস। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) (৫৬) ও রোহিত শর্মা (Rohit Sharma) (৪৩)। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪২ রান তোলে কলকাতা। বল হাতে কার্যত ২২ গজে জাদু দেখান মুম্বইয়ের তরুণ স্পিনার রাহুল চাহার (Rahul Chahar)। চার ওভার বল করে সাতাশ রান দিয়ে চারটি উইকেট সংগ্রহ করেন তিনি। বল হাতে উল্লেখযোগ্য ক্রুণাল পাণ্ড্যও (Krunal Pandya)। মাত্র তেরো রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি। তবে সব কিছু ছাপিয়ে গিয়েছে বোল্টের শেষ ওভারের রুপকথার মতো বোলিং। পরপর দু’ উইকেট নিয়ে শেষ ওভারে বাকি তেরো রান সাফল্যের সাথে রক্ষা করে দলকে প্রথম জয় এনে দেন এই কিউয়ি পেসার।

আগামী সতেরো তারিখ, চিপকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দল এর আগে ষোলোবার মুখোমুখি হয়েছে। দু’জনেরই সংগ্রহে আটটি করে জয়।

Keywords: