Tag Archives: Nabanna Abhijan

Nabanna Abhijan: পাঁচতারা হোটেলে গোপন বৈঠক, হাতে CCTV ফুটেজ! নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ

কলকাতা: নবান্ন অভিযানের নামে ভিড়ে মিশে গিয়ে হিংসা ছড়াতে পারে দুষ্কৃতীরা৷ শাসক দল তৃণমূল কংগ্রেসের পর এবার একই আশঙ্কা প্রকাশ করা হল রাজ্য পুলিশের পক্ষ থেকে৷ নবান্ন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। এডিজি সাউথ বেঙ্গলের দাবি, ‘দুপুরে আমরা জানাই দুটো সংগঠন কেউ আমাদের তথ্য দেয়নি। তারপর একটি মেল এসেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে। যে তারা একটা প্রোগ্রাম করবে। একটা ইন্টিমেশন দিয়েছে। তাই তাদের প্রোগ্রামের অনুমতি দেয়নি। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আমাদের প্রেস কনফারেন্সের পর চিঠি দিয়েছে। তাদেরও অনুমতি বাতিল করা হয়েছে।’

অনুমতি না দেওয়ার পিছনে পুলিশের দাবি, ‘এক, কাল ইউজিসি নেট পরীক্ষা আছে। দুই, খুব কম সময়ের মধ্যে তারা জানিয়েছে। আমরা তাদের চিঠি দিয়ে জানিয়েছি অন্য কোনও এলাকায় তারা মিছিল করলে আইন মেনে সুপ্রিম কোর্ট মেনে করলে আমরা ব্যবস্থা করব। আমরা দুপুরে বলেছিলাম এক ছাত্র নেতা এক নেতার সঙ্গে বৈঠক করেছে। আমরা বলছি সকাল ১১. ২৫ নাগাদ ২৫ তারিখ এক পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এর এক নেতা হায়াত রিজেন্সি-তে দেখা করতে গিয়েছিলেন। দুদিন আগে দেখা করতে যাওয়াটা অত্যন্ত রহস্যজনক। ব্যাপারটির মধ্যে রহস্য আছে। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। একটু আগেও সাংবাদিক সম্মেলন করেছেন নাম বলব না।’

আরও পড়ুন: গভীর নিম্নচাপ, প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৫ জেলায়! আবহাওয়ার বড় খবর

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে নির্দিষ্ট ইনপুট আছে গন্ডগোল হবে। তাই পুলিশ সব ব্যবস্থা নেবে। Hyatt হোটেল-এ মিটিং হয়েছিল। ২৫ তারিখ দুপুর ১১.২৫ নাগাদ হয়েছে মিটিং। সিসিটিভি ফুটেজ আছে।’ রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা মনোজ কুমার ভর্মাও দাবি করেছেন, আগামিকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের নামে নবান্ন অভিযানের যে পৃথক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, তার কোনওটির জন্যই পুলিশের থেকে কোনও অনুমতি চাওয়া হয়নি৷ সাধারণ মানুষ যাতে এই অশান্তির ফাঁদে পা না দেন, সেই অনুরোধও করেছেন এডিজি আইনশৃঙ্খলা সহ রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা৷

আরও পড়ুন: হাসপাতালে কীভাবে চলত বর্জ্য-দেহ বিক্রি? সন্দীপের সঙ্গে যোগ কাদের? ‘সব’ তথ্য পেল CBI

চাঞ্চল্যকর অভিযোগ তুলে সুপ্রতিম সরকার বলেন, বলা হচ্ছে এই সংগঠন এবং কর্মসূচি অরাজনৈতিক৷ কিন্ত আমাদের কাছে খবর আছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক নেতারা শহরের পাঁচ তারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন৷ একজন ছাত্রনেতা কী উদ্দেশ্যে পাঁচ তারা হোটেলে গিয়ে রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করলেন, ওই বৈঠকে বেআইনি কিছু হয়েছে কি না তার তথ্যপ্রমাণ আমরা সংগ্রহ করছি এবং সময়মতো আদালতে পেশ করব৷ পাশাপাশি, ফেসবুকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পেজ থেকে এবিভিপির পশ্চিমবঙ্গ শাখা এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ফলো করা হয়, সেই দাবি করেও সংগঠনের রাজনৈতিক পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করেন ওই পুলিশ কর্তা৷
শুধু তাই নয়, বার বার পুলিশের পক্ষ থেকে ওই দুই সংগঠনকেই জমায়েতের বিষয়ে তথ্য জানতে চেয়ে যোগাযোগ করা হলেও কোনও উত্তর মেলেনি বলেই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Nabanna Abhijan: ৬ হাজারেরও বেশি পুলিশ, ২৬ জন ডিসি মোতায়েন! নবান্ন অভিযানে কড়া নজরদারি প্রশাসনের

কলকাতা: আরজি করে চিকিত্‍সক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সোমবার নবান্ন অভিযানের কথা ঘোষণা করে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিশেষ নজরদারি কলকাতা পুলিশের।

সূত্রের খবর অনুযায়ী, ৬ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হবে। ১৯ টি পয়েন্ট ব‍্যারিকেড থাকছে। ২৬ জন ডিসি থাকবেন। সকাল ৮ টা থেকে ফোর্স মোতায়েন করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। সেইসঙ্গে ড্রোনের মাধ‍্যমেও চলবে নজরদারি।

আরও পড়ুন: জারি ১৬৩ ধারা! নাকা চেকিং’, নিরাপত্তার কড়া বলয়ে নবান্ন চত্বর

পুলিশ সূত্রে খবর, যারা আয়োজক তাদের মেল করে জানতে চাওয়া হয়েছিল কত সংখ্যায় লোক থাকবে? কোথায় কোথায় জমায়েত হবে? তবে আয়োজকদের পক্ষ থেকে এখনও কিছু জানান হয়নি। উল্লেখ্য হেস্টিংস, সেকেন্ড ব্রিজের ওঠা ও নামা, স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ ওঠা ও নামার মুখে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন থাকবে।

আরও পড়ুন: জন্মাষ্টমীতে কেমন ভাবে সেজে উঠেছে মায়াপুর, ইসকন? মহাসমারোহে পালন শ্রীকৃষ্ণের জন্মোত্‍সবের

প্রসঙ্গত নবান্ন অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে মুড়েছে নবান্ন চত্বরও। নবান্ন এলাকায় ৫০০ বেশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন। সব বাড়িতে নজরদারি। অযাচিত ব্যক্তি প্রবেশ আটকানো হবে। জিজ্ঞাসাবাদ করা হবে মনে হলে। ১৬৩ ধারা এলাকায় যা নবান্ন আশেপাশে। ভারতীয় দণ্ড বিধিতে যা আগে ১৪৪ ধারা ছিল, তা ভারতীয় ন‍্যায় সংহিতা অনুযায়ী বর্তমানে সেটি ১৬৩ ধারা। জানা গিয়েছে, নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। বৈধ কারণ দেখাতে পারলে তবেই প্রবেশের অনুমতি। আন্দুল রোড ও কোনা রোডে যে বাস চলাচল করবে আগামীকাল সেখানেও সাদা পোষাকের পুলিশ মোতায়েন।

Nabanna Abhijan: মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক… বড় সিদ্ধান্ত নিল পুল কার সংগঠন

কলকাতা: ২৭ তারিখ বড় কর্মসূচি শহরে। আগামী মঙ্গলবার আরজি কর  ইস্যুতে প্রথম নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার জেরেই আইনশৃঙ্খলা রক্ষার জন্য জেলা থেকে একাধিক পুলিশ অফিসারদের তলব করেছে রাজ্যপুলিশ। তবে এবার বড় সিদ্ধান্ত নিল পুল কার অ্যাসোসিয়েশন।

পুলকার ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘আপদের জানানো হচ্ছে যে, আগামিকাল ২৭ অগাস্ট  নবান্ন অভিযানের কারণে সকাল ৯টার পরে খোলা রাস্তায় বিক্ষোভ  হতে পারে। আমরা সকালে পরিষেবা দেব, তবে পরিস্থিতি যদি সকাল ৯টার পরে খারাপ হয়, তাহলে শর্তসাপেক্ষভাবে পরিষেবা স্থগিত করতে বাধ্য হব৷ আমরা সদয়ভাবে অনুরোধ করছি, অভিভাবকেরা নিজস্ব ঝুঁকিতে তাঁদের সন্তাদের স্কুলে পাঠাবেন।’

আগামিকাল, ২৭ অগাস্টের নবান্ন অভিযানের আগে স্টিং অপারেশনে তোলা ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এ দিন দুটি ভিডিও প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছেন, আগামিকালের কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়িয়ে দিতে বড় চক্রান্ত চলছে৷ এমন কি, পুলিশের পোশাক পরে মিছিলে আসা মানুষের উপর গুলি চালানো হতে পারে বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও অভিযোগ করেন, আগামিকালের কর্মসূচির কোনও অনুমতি এখনও পর্যন্ত নেওয়া হয়নি৷

একই দিনে রয়েছে ইউজিসি নেটের পরীক্ষা। সেই উপলক্ষে কাল বিশেষ বাস পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে। অন্য দিনের তুলনায় বেশিই বাস থাকবে শহরে। সব নিগমকে বলা হয়েছে সব বাস নামাতে।

আরও পড়ুন- বাস থেকে নামিয়ে পরিচয়পত্র দেখেই গুলি! একে একে মৃত্যু ২৩ যাত্রীর! ভয়াবহ কাণ্ড

বেসরকারি সংস্থাকে বলা হয়েছে সব গাড়ি রাস্তায় নামাতে। এছাড়া ওলা, উবের ও রাইড বাইক ও ট্যাক্সি পর্যাপ্ত রাস্তায় থাকবে। সূত্রের খবর,
কলকাতায় প্রায় ১১০০ সরকারি বাস থাকবে আগামী কাল। পরীক্ষার্থীদের যাতে অসুবিধায় না পড়তে হয়, সেই জন্যই বিশেষ ব্যবস্থা বহাল থাকবে শহর জুড়ে।

Nabanna Abhijan ON UGC NET Day: ‘নবান্ন অভিযান’-এর জেরে বিপাকে পড়তে পারেন নেট পরীক্ষার্থীরা! বিশেষ পরিষেবার ঘোষণা ২৭-এ

কলকাতা: ২৭ তারিখ বড় কর্মসূচি শহরে। একে তো, ‘নবান্ন অভিযান’, এর সঙ্গেই একই দিনে রয়েছে ইউজিসি নেটের পরীক্ষা। সেই উপলক্ষে কাল বিশেষ বাস পরিষেবা চালু থাকবে বলে জানা গিয়েছে। অন্য দিনের তুলনায় বেশিই বাস থাকবে শহরে। সব নিগমকে বলা হয়েছে সব বাস নামাতে।

হাওড়া স্টেশন, সাঁতরাগাছি, করুণাময়ী,বিমানবন্দর, এসপ্ল্যানেড, গড়িয়া, শিয়ালদহ, ডানলপ, বেহালা থেকে কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় যাতায়াতের জন্য বেশি বাস থাকবে।

আরও পড়ুন- বাস থেকে নামিয়ে পরিচয়পত্র দেখেই গুলি! একে একে মৃত্যু ২৩ যাত্রীর! ভয়াবহ কাণ্ড

বেসরকারি সংস্থাকে বলা হয়েছে সব গাড়ি রাস্তায় নামাতে। এছাড়া ওলা, উবের ও রাইড বাইক ও ট্যাক্সি পর্যাপ্ত রাস্তায় থাকবে। সূত্রের খবর,
কলকাতায় প্রায় ১১০০ সরকারি বাস থাকবে আগামী কাল। পরীক্ষার্থীদের যাতে অসুবিধায় না পড়তে হয়, সেই জন্যই বিশেষ ব্যবস্থা বহাল থাকবে শহর জুড়ে।

আরজি কর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন অব্যাহত। আগামী মঙ্গলবার এই ইস্যুতে প্রথম নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার জেরেই আইনশৃঙ্খলা রক্ষার জন্য জেলা থেকে একাধিক পুলিশ অফিসারদের তলব রাজ্য পুলিশের।

থাকবেন ১৩ জন এসপি পদমর্যাদার আইপিএস অফিসার

১৫ জন অ্যাডিশনাল এসপি ডিসি রাঙ্কের পদমর্যাদার অফিসার

২২ জন ডেপুটি এসপি তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার র‍্যাংকের অফিসার

২৬ জন ইন্সপেক্টর পদের অফিসার মোতায়েন

 

আরও পড়ুন- একবার রাঁধলেই খেতে পারবেন সারা বছর! কোন সবজি, বলুন দেখি!

এসআই, কনস্টেবল-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার মিলিয়ে দু-হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই নবান্ন অভিযানের দিন এত সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারের অধীনে এই ফোর্স থাকবে বলেই জানিয়েছে রাজ্য পুলিশ। ২৬ তারিখের মধ্যেই এই ফোর্স হাওড়ায় ঢুকবে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি নবান্ন অভিযান নিয়ে বৈঠক করেছেন বলেও সূত্রের খবর।

Nabanna Abhijan: নবান্ন অভিযানের আগেই নাম ‘জড়িয়ে গেল’ বিজেপির! থানায় আনা হল ২ গেরুয়া নেতাকে! নেপথ্যে ভয়ঙ্কর ‘ভিডিও’

কলকাতা: মঙ্গলবার, ২৭ অগাস্টের নবান্ন অভিযানের আগে স্টিং অপারেশনে তোলা ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই মুখপাত্র কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য৷ সোমবার সাংবাদিক বৈঠকে দুটি ভিডিও প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছেন, বুধবারের কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়িয়ে দিতে বড় ধরনের চক্রান্ত চলছে৷ এ দিন নবান্ন অভিযান নিয়ে দুটি ভিডিও প্রকাশ করে তৃণমূল৷ সেই ভিডিওতে নবান্ন অভিযান সম্পর্কে বলতে গিয়ে দু’জনকে বলতে শোনা গিয়েছে, ‘একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না৷ গুলি চলবে, রবার বুলেট চলবে৷’ ‘২৭ তারিখ ওখানে বডি পড়বেই’, এমন মন্তব্যও শোনা গিয়েছে ভিডিওতে৷ যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ আর তৃণমূলের তরফে এই অভিযোগ ওঠার পরই নবান্ন অভিযানে অশান্তি ছড়ানোর পরিকল্পনা ছড়ানোর অভিযোগে দুই বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে আসা হল ঘাটাল থানায়।

বাবলু গঙ্গোপাধ্যায় খাড়ার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সৌমেন চট্টোপাধ্যায় বিজেপি নেতা। এই দুজনকেই নিয়ে আসা হয়েছে ঘাটাল থানায়। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে, ঘাটাল থানায় এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন: সন্দীপ ঘোষের ‘ডানহাত’ কে? শেষমেশ ‘জেনেই’ ফেলল সিবিআই! খোঁজ মিলল ‘সিং’য়েরও, ভয়ঙ্কর অভিযোগ

এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, পুলিশের পোশাক পরে মিছিলে আসা মানুষের উপর গুলি চালানো হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও অভিযোগ করেন, আগামিকালের কর্মসূচির কোনও অনুমতি এখনও পর্যন্ত নেওয়া হয়নি৷

এই ভিডিওগুলি দেখিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘আগামিকালের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ৷ কোনও দায়িত্বশীল সংগঠন প্রশাসন, পুলিশকে জানিয়ে এই কর্মসূচি করছে না৷ সোশ্যাল মিডিয়ায় হাওয়া তুলে লোক খেপানোর চেষ্টা চলছে৷ যারা বাংলায় নির্বাচনে প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসার রাজনীতি করতে চাইছে৷ এই ভিডিও আমরা নিজেদের সূত্র কাজে লাগিয়ে পেয়েছি৷ আইনি ভাবে যেখানে যেখানে দেওয়ার দিচ্ছি৷ আমরা মানুষকে দেখাতে চাইছি, আরএসএস, বিজেপি, এবিভিপি লোক উস্কানি দিচ্ছে৷ সিপিএম মনোভাবাপন্ন কিছু লোক আছে৷ বাংলা বিরোধীরা এর সঙ্গে যুক্ত হয়েছে৷ নাশকতার জন্য বাংলার বাইরে থেকে লোক ঢোকানো হতে পারে৷ পুলিশের পোশাক পরে গুলি চালানো হতে পারে যাতে অশান্তি, গন্ডগোল হয়৷’

তৃণমূল নেতা আরও বলেন, ‘আগামিকাল পরীক্ষা রয়েছে, যারা নিজেদের ছাত্র বলে দাবি করছেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা করতে পারে? শকুনের রাজনীতি চলছে৷ তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান চলছে!’

তৃণমূলের তরফে এদিন আরও অভিযোগ করা হয়, ২৭ অগাস্ট অরাজনৈতিক নাম করে নবান্ন অভিযান ডাক দিয়েছেন যে তিনজন ব্যক্তি, নিজেদেরকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় দিয়েছে তাদের মধ্যে একজনের রাজনৈতিক এবং ব্যক্তিগত ইতিহাস জানা প্রয়োজন। শুভঙ্কর হালদার ২০০৮ সাল থেকে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত ২০১১ সালের গঠিত কলেজ কমিটিতে একজন কার্যকারী সদস্য ছিল এবং দীর্ঘ দুই বছর তৃণমূল ছাত্র পরিষদের কলেজ কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য পরবর্তীতে ২০১৪ সালে একটি ধর্ষণ এবং কিডন্যাপিং এর মামলায় জড়িয়ে যাওয়ায় তাকে তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে ২০১৮ সালে লোকসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করায় মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তারও পরবর্তী সময় এবিভিপি-র নবদ্বীপ শাখার সভাপতি পদে নিযুক্ত হয়। এরপর কলেজের বিভিন্ন মারামারি অশান্তিতে আরও বিভিন্ন কেসে ফেঁসে যায়। কলেজে কলেজে ভাঙচুর ভারপ্রাপ্ত আইসি-র গায়ে হাত তোলা এরকম বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকে। এই অরাজনৈতিক নাম করে রাজনৈতিক ছত্রছায়ায় বিজেপির আশ্রয়ে আশ্রিত একজন সমাজ বিরোধী ধর্ষণকারী ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে নিজেকে মুখ হিসেবে তুলে ধরে নিজের ইমেজ ঠিক করতে।

—- সুকান্ত চক্রবর্তী

Nabanna Abhijan: জারি ১৬৩ ধারা! নাকা চেকিং’, নিরাপত্তার কড়া বলয়ে নবান্ন চত্বর

কলকাতা: আরজি করে চিকিত্‍সক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে সোমবার নবান্ন অভিযানের কথা ঘোষণা করে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। এই নবান্ন অভিযান উপলক্ষ্যে হাওড়ায় বিশেষ ব্যবস্থা নিরাপত্তায়। নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে বেশ কয়েকটি জায়গায়। পাশাপাশি, নবান্নের আশপাশে ১৬৩ ধারা জারি হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, আজ রাত আটটা থেকে শালিমার, খিদিরপুর, এফসিআই-সহ এমারজেন্সি সার্ভিস ছাড়া সব লরি নো-এন্ট্রি। আন্দুল রোডের আলমপুর, কোনা রোডের নিবড়া, এখান থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুর দিকে।

আরও পড়ুন: ঐশ্বর্যর সঙ্গে এ কী করতেন সলমন! শেষমেশ পরিচালককে দিতে হয় বকা? এই কারণেই কী ভাঙে চর্চিত প্রেম?

নবান্ন এলাকায় ৫০০ বেশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন। সব বাড়িতে নজরদারি। অযাচিত ব্যক্তি প্রবেশ আটকানো হবে। জিজ্ঞাসাবাদ করা হবে মনে হলে। ১৬৩ ধারা এলাকায় যা নবান্ন আশেপাশে।ভারতীয় দণ্ড বিধিতে যা আগে ১৪৪ ধারা ছিল, তা ভারতীয় ন‍্যায় সংহিতা অনুযায়ী বর্তমানে সেটি ১৬৩ ধারা। জানা গিয়েছে, নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। বৈধ কারণ দেখাতে পারলে তবেই প্রবেশের অনুমতি। আন্দুল রোড ও কোনা রোডে যে বাস চলাচল করবে আগামীকাল সেখানেও সাদা পোষাকের পুলিশ মোতায়েন।

হাওড়ার নবান্নের আশপাশে একাধিক জায়গায় করা হয়েছে নাকা চেকিং পয়েন্ট। আন্দুল রোডের লক্ষ্মী নারায়ণ তলা মোড়, কাজীপাড়া,কোনা রোডের সাঁতরাগাছি ও নিবড়াতে নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। কিউ আর টি, তিন আইপিএস, পাঁচ ডিএসপি ও একাধিক আইসি, ওসির নেতৃত্বে থাকবে বিশাল পুলিশ বাহিনী। দুইয়ের বেশি জল কামান রাখা থাকবে। ব্যারিকেডের মোট তিন স্তর থাকবে।

আরও পড়ুন: জিন্স প‍্যান্টে কেন থাকে এই ‘ছোট্ট পকেট’? রোজই পরেন, তাও ৯৯% লোকজনই জানেন না, আসল কারণ শুনলে চমকে যাবেন

ইতিমধ‍্যেই ২৭ অগাস্টের নবান্ন অভিযানের আগে স্টিং অপারেশনে তোলা ভিডিও প্রকাশ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আগামিকালের কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়িয়ে দিতে বড় চক্রান্ত চলছে৷ এমন কি, পুলিশের পোশাক পরে মিছিলে আসা মানুষের উপর গুলি চালানো হতে পারে বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও অভিযোগ করেন, আগামিকালের কর্মসূচির কোনও অনুমতি এখনও পর্যন্ত নেওয়া হয়নি৷

Nabanna Abhijan: ‘শান্তিপূর্ণ প্রতিবাদে পদক্ষেপ নয়!’ নবান্ন অভিযান নিয়ে রাজ্যের আবেদন নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের!

কলকাতা: নবান্ন অভিযান নিয়ে রাজ্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্টে। রাজ্যের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ”আইন আইনের পথে চলবে, কিন্তু রাজ্যকে একটা বিষয় দেখতে হবে, যাতে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বাধা দেওয়া না হয়। যেন প্রতিবাদ করতে দেওয়া হয়। আরজি করের ঘটনায় প্রতিবাদ করা যাবে৷ শান্তিপূর্ণ বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করা যাবে। শান্তিপূর্ণ প্রতিবাদে কোনও রকম পদক্ষেপ করতে পারবে না পুলিশ।”

আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে এদিন একের পর এক প্রশ্নের মুখে কলকাতা পুলিশ তথা রাজ্য প্রশাসন। শীর্ষ আদালতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তাঁর সওয়ালে বলেন, “ঘটনার পাঁচ দিনের মাথায় সিবিআই প্রবেশ করেছে। সব কিছু বদলে গিয়েছে।” পাল্টা রাজ্যের তরফে বলা হয়, “কিছু বদলে যায়নি। সব কিছুর ভিডিওগ্রাফি রয়েছে।” আরজি কর-কাণ্ডে অভিযুক্তের মেডিক্যাল রিপোর্ট কোথায়, সিবিআইয়ের কাছে জানতে চান প্রধান বিচারপতি। জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানায়, রাজ্য তাদের হাতে এটা দেয়নি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, কেস ডায়েরির মধ্যে সব রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সুপ্রিম কোর্টে ‘নবান্ন অভিযান’ নিয়ে আবেদনও করা হয় রাজ্যের তরফে।

আরও পড়ুন: ‘রাজনৈতিক গোলমালের প্ররোচনা’, ২৭-এর নবান্ন অভিযান নিয়ে হুঁশিয়ারি কুণালের! ‘ব্যক্তিগত’ ভাবে থাকবেন শুভেন্দু

আগামী ২৭ অগাস্ট ‘নবান্ন চলো অভিযান’ নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চায় রাজ্য। পুরো বিষয়টি একটা গুরুতর জায়গায় পৌঁছেছে। প্রতিবাদ, মিছিল, মিটিং নিয়ে রাজ্য হলফনামাও জমা দেয় শীর্ষ আদালতে।

এদিকে, আরজি কর কাণ্ডকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’। যদিও এই ছাত্র সমাজ কোনও দলের ছাত্র সংগঠন নয়। অন্তত প্রকাশ্যে কোনও রাজনৈতিক দলই এর ‘দায় এবং দায়িত্ব’ নেয়নি। এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সেই অভিযানে তিনি ‘ব্যক্তিগত’ ভাবে অংশগ্রহণ করবেন। শুধু তাই নয়, শুভেন্দুর আবেদন, ‘‘সব পরিবার থেকে এক জন করে ওই অভিযানে থাকার আহ্বান জানানো হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে সেখানে যাব। এটা কোনও দলের ডাক নয়। সকলেই বুঝতে পারছেন, সব সমস্যার মাথা মুখ্যমন্ত্রী! তাঁকে বলব, ২৬ তারিখের মধ্যে পদত্যাগ-সহ সব ব্যবস্থা নিয়ে রাখুন। যাতে ২৭ তারিখ গুলি চালাতে না হয়!’’

এদিন এই প্রসঙ্গ উল্লেখ করে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল বলেন, ”এটা যেন কেউ না বলে গুলি চলবে। বিরোধী দলনেতা এটা বলেছেন। ওঁর বিরুদ্ধে আমরা এফআইআর করতে পারছি না, কারণ উনি প্রোটেকটেড আছেন।” এই আবহে আসরে নেমেছে তৃণমূলও। শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”যদি বলো Justice for RG Kor, তোমার আমার একই স্বর। যদি বলো Resign Mamata, বুঝে নেবে জনতা। ন্যায়বিচার না ইস্তফা, কোনটা দাবি? ন্যায়বিচার হলে সবাই আছি। ইস্তফার রাজনীতি হলে, ময়দানে দেখা হবে।” এখানেই শেষ নয়, পরে আর একটি ট্যুইট করে কুণাল লেখেন, ”বিজেপি, আরএসএসের নেতৃত্বে সিপিএম, ডিওয়াই এফ, এসএফআই, কংগ্রেস বকলমে নবান্নের দিকে যাবে? কোচবিহার, বানতলা, ধানতলা, উন্নাও, হাথরাস, নির্ভয়া যাদের জমানায়, তারা প্ররোচনা দিচ্ছে রাজনৈতিক গোলমালের। গুলির কথাও বলছে। শকুনের রাজনীতির চক্রান্ত। মানুষ ন্যায়বিচার চান, কুরাজনীতি নয়।”