Tag Archives: Naihati

Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে নৈহাটির ঐহিকা, তবু আক্ষেপের সুর বাবার গলায়!

উত্তর ২৪ পরগনা: প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে ইতিমধ্যেই নৈহাটি থেকে পাড়ি দিয়েছেন টেবিল টেনিস খেলোয়াড় তথা বাংলার গর্ব ঐহিকা মুখোপাধ্যায়। পদক জয়ের স্বপ্নে মেয়ে প্যারিস অলিম্পিক্সে গেলেও এমনই আক্ষেপের সুর শোনা গেল নৈহাটির বাসিন্দা অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী গৌতম মুখোপাধ্যায়ের গলায়।

বাংলার মেয়ে ঐহিকা মুখার্জী ইতিমধ্যেই টেবিল টেনিস খেলায় দেশের মধ্যে নজর কেড়েছেন। খেলার কারণেই পেয়েছেন অর্জুন পুরস্কার। ২০২২ সালে ঐহিকা এশিয়ান গেমসের ডবলসে বোঞ্জ মেডেল জিতেছেন। এছাড়াও ২০১৯ সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে কটকে দলগত এবং ব্যক্তিগত বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছিলেন ঐহিকা। বাবা গৌতম মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে ঐহিকা। ছোটবেলা থেকেই মেয়ের পড়াশোনার পাশাপাশি তার স্বাস্থ্যের দিকেও বিশেষ ভাবে নজর দিত মুখোপাধ্যায় পরিবার।

আরও পড়ুন: ইউটিউব ছাড়া আমাদের একদিনও চলে না, জানেন কি ইউটিউব তৈরি করেছিলেন এক বাঙালি?

মায়ের হাত ধরেই চার বছর বয়সে নৈহাটির ইয়ুথ ক্লাবে টেবিল টেনিস খেলতে যায় ঐহিকা। সেই সময় বড় খেলোয়াড় হওয়ার কোনও লক্ষ্য নিয়ে ক্লাবে খেলতে না গেলেও, নিতান্তই স্বাস্থ্য সচেতনতার জন্য অনুশীলন শুরু করেছিলেন। মাত্র ৮ বছর বয়সে প্রথম টুর্নামেন্ট খেলতে নামেন ঐহিকা। সেই থেকেই শুরু জীবনে সাফল্য আসা। তখন থেকেই টেবিল টেনিসকে ভালবেসে ফেলে সে। এরপর থেকেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও আসতে থাকে একের পর এক সাফল্য। তারপর থেকে আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।

আরও পড়ুন: চমক ভারতের! অস্ট্রেলিয়াকে হারিয়ে অলিম্পিক্স হকির শেষ আটে শ্রীজেশরা

এদিন নৈহাটির বাড়িতে বসেই আক্ষেপের সুর শোনা গেল বাবার গলায়। অভিযোগ, মেয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এত ভালো খেলেও, এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনও রকম সহযোগিতা পাননি। এখনও বিদেশে খেলতে যাবার সুযোগ আসলে, বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে নির্ভর করতে হয় ব্যক্তিগত টাকার উপর। কোনও রকম আর্থিক সাহায্য না পাওয়ার কারণে বহু ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নিতে সমস্যার সম্মুখীন হতে হয় বলেও জানান তিনি। যার ফলে রাঙ্কিং এও অনেকটাই পিছিয়ে পড়তে হয় বাংলার এই টেবিল টেনিস খেলোয়াড়কে। তবে অলিম্পিক্সে মেয়ে ভালো ফল করবে এখন সেই আশাতেই রয়েছেন বাবা-মা।

Lok Sabha Elections 2024: ‘গুন্ডারাজ ধ্বংস করে দেব’, ভোটপ্রচারে বেরিয়ে চমকে দিলেন পার্থ

নৈহাটি: তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক নৈহাটি বিধানসভার অন্তর্গত নৈহাটি বড়মার মন্দিরে পূজা দিলেন। বড়মার আশীর্বাদ নিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। মঙ্গলবার সকাল থেকে নৈহাটির মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন।

তিনি ব্যারাকপুরে আইসিএসই পরীক্ষা উত্তীর্ণ মেধাবী ছাত্রী অনুষ্কা ঘোষের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনে ভাল করে পড়াশোনা করে, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বলের দিকে পরিণত করতে উৎসাহ দেন তিনি। এর আগেও প্রার্থী পার্থ ভৌমিক মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী! সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে

তিনি বলেন, মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য যে কোনও কম্পিটিটিভ পরীক্ষার জন্য স্টাডি সেন্টার তৈরি করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেটা সফল হবে। এছাড়াও তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত চন্ডীগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় এক রোড শো করেন। আমডাঙ্গা বিধানসভার স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং জনসাধারণ তাকে জানাতে অংশগ্রহণ নিয়েছিল।

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

এই রোড শো চলাকালীন রাস্তার দু’ধারে পার্থবাবুকে শুভেচ্ছা জানাতে  যে সংখ্যক মানুষের জমায়েত দেখা যায়, তা বিশেষভাবে লক্ষ্যণীয়। কেউ পার্থবাবুকে মাল্যদান করে সম্মানজ্ঞাপন করেন, কেউ আবার এগিয়ে আসেন সেলফি তুলতে। স্থানীয় নেতৃত্ব আশাবাদী যে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক আসন্ন লোকসভা নির্বাচনে জয়লাভ করবেন। এর আগে বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হালিশহরের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক-সহ বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং স্থানীয় সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক রোড শো-এর আয়োজন করা হয়।

সাধারণ মানুষ প্রার্থী পার্থ ভৌমিককে সমর্থন জানাতে এই সমাবেশে যোগদান করেন। এদিন প্রার্থী পার্থ ভৌমিক জানিয়েছেন, “আমি ব্যারাকপুরের মানুষের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।  আমি কথা দিচ্ছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে গুন্ডারাজ উচ্ছেদ করে, চিরশান্তি স্থাপনা করব।  আমি যদি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আসি তাহলে ব্যারাকপুরের গঙ্গার দু ধার দিয়ে পর্যটন কেন্দ্র তৈরি করব। আমি নির্বাচনী প্রচারে গিয়ে ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছি।”

North 24 Parganas News: পাড়ায় রমরমিয়ে চলতো বেআইনি মাদকের ব্যবসা, প্রতিবাদ করতেই আক্রান্ত প্রতিবাদীরা

উত্তর ২৪ পরগনা: মাদক বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী! নৈহাটিতে দুষ্কৃতিদের হামলার মুখে জখম স্থানীয় দুই বাসিন্দা। জানা গিয়েছে, নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ায় বহুদিন ধরে প্রকাশ্যে রমরমিয়ে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ মাদকদ্রব্য(হেরোইন)। অথচ, স্থানীয়দের অভিযোগ সমস্ত ঘটনা জেনেও উদাসীন প্রশাসন। এলাকায় এভাবে প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় রাস্তার মোড়ে প্রতিবাদী স্থানীয় যুবক আবদুল কাদিরকে বেধড়ক মারধর করে মাদক বিক্রেতারা। পিস্তলের বাট দিয়ে কাদিরের মাথায় আঘাত করা হয়। এমনকি, কাদিরের মোটর বাইক পাশে থাকা হই ড্রেনে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, আক্রান্ত প্রতিবাদী জানান, মারধরের পাশাপাশি দুষ্কৃতীরা বাড়িতেও ভাঙচুর চালায়।

আরও পড়ুন: এক ডুবেই ইচ্ছে পূরণ! টাকা-সম্পত্তি সমস্ত সুখের হদিস, শুনেই দূর-দূরান্ত থেকে মানুষের ভিড়

অপরদিকে, শেখ কুতুবউদ্দিন কাদিরকে বাঁচাতে আসলে তাঁর বাঁ হাতের তালুতে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বিষয়টি নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয় অভিযোগ জানিয়ে বলেন, তৃণমূল প্রার্থীর বিধানসভা কেন্দ্র নৈহাটিতে মাদক বিক্রির রমরমা কারবার চলে। পুলিশ আর শাসকদলের নেতাদের মদতেই চলে সেই মাদক বিক্রি। আর সেই মাদক বিক্রির অর্থে তৃণমূল ফান্ড তৈরি করে। আর প্রতিবাদ করলেই কপালে জোটে এরকম দুষ্কৃতীদের মার। যদিও এই ঘটনা তৃণমূলের কোন প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনার পর নিষিদ্ধ মাদক বিক্রি আটকাতে স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে নৈহাটিবাসীরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rudra Narayan Roy