Tag Archives: NEET

NEET UG 2024 Topper: সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দেশের সেরা শিলিগুড়ির সক্ষম, কত নম্বর মেধাবীর জানেন?

শিলিগুড়ি: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় দেশের সেরা শিলিগুড়ির সক্ষম আগরওয়াল। সম্প্রতি চলতি বছরের নিট ইউজির ফলাফল প্রকাশ হয়েছে। আর তাতেই দেখা গেল ৭২০ নম্বরের মধ্যে ৭২০-ই পেয়েছেন শিলিগুড়ির নির্মাণ বিদ্যাজ্যোতি স্কুলের কৃতী পড়ুয়া। তাঁর প্রাপ্ত নম্বর দেখে সকলেই অবাক।

সক্ষমের কথায়, ‘ভাল ফল করা নিয়ে আত্মবিশ্বাস ছিল বটে, তবে নিটে দেশে সেরা হওয়া তার কাছে অপ্রত্যাশিত ছিল।’ এই পরীক্ষার জন্য স্কুলের পাশাপাশি সেবক রোডের বেসরকারি ইনস্টিটিউটে প্রস্তুতি চলছিল। সক্ষম বলেন, ‘স্কুলের পাশাপাশি ইনস্টিটিউটের শিক্ষকরা আমাকে ভীষণ সাহায্য করেছে। নিয়মিত তাঁদের ক্লাস করে অনেক কিছু জানতে পেরেছি।’

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় নজরকাড়া সাফল্য বাঙালির, বাংলার রূপায়ণের নম্বর শুনলে বিশ্বাস করতে পারবেন না!

স্কুলে মেধাবী পড়ুয়া হিসেবে পরিচিত সক্ষম । চলতি বছর দ্বাদশের পরীক্ষায় ৯০.২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সে । মাধ্যমিক পাশ করার পরেই সক্ষম ভেবে নিয়েছিল সে ডাক্তার হবে।নিটের প্রস্তুতি নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে সক্ষম বলেন, ‘ অনেক কিছুই ত্যাগ করেছি। রোজ রুটিন মেনে পড়াশোনা করেছি। শিক্ষকদের পরামর্শ মেনে প্রস্তুতি নিয়েছি এতদিন। তবে বোর্ড পরীক্ষার থেকে নিটের প্রস্তুতিতে আমি বেশি জোর দিয়েছিলাম।’

আরও পড়ুন: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাংলার বাজিমাত, প্রথম স্থানে ৩ জন! উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

সক্ষমের কথায় , সোশ্যাল মিডিয়া অনেক ডিস্ট্রাকশন তৈরি করে। তাই সেটা থেকে একেবারেই দূরে থেকেছে সে। বাড়িতে পড়াশোনায় ছয় ঘণ্টা সময় দিত রোজ। এছাড়াও সক্ষম পিয়ানো বাজাতে পছন্দ করে। তাই মাঝে মাঝে সময় পেলে একটু পিয়ানো বাজিয়ে কিংবা গান শুনে মন ভাল করত সে। এই পথেই সাফল্য এসছে। তাঁর বাবা চিকিৎসক। তাই ছোট থেকে মনের কোণে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিলই। কারণ, এই পেশায় এলে মানুষকে সেবা করার সুযোগ মেলে। তাঁর বরাবর লক্ষ্য ছিল দিল্লি এইমস।

এদিন ফলপ্রকাশের পর সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেল সে। সক্ষমের কথায়, ‘যখন পড়াশোনায় কোনও অসুবিধা হয়েছে, বাবা সাহায্য করেছেন। মন খারাপ হলে তিনিই বোঝাতেন। বাবা আমার অনুপ্রেরণা। নিটের ফল জানার পর বাবাকে আমি কাঁদতে দেখেছি। বাবা-মা ছাড়া এটা সম্ভব ছিল না।’

ছেলের নম্বর দেখে আনন্দে চোখে জল চলে এসেছিল সক্ষমের বাবা ডাঃ চেতনকুমার ও মা মায়াকুমারীর। চেতনকুমার বললেন, ‘ছেলের স্বপ্নপূরণ হোক, এটাই চেয়েছি সবসময় ও ছোট থেকে পড়াশোনায় মনোযোগী। তার ফল পেল। ছেলেকে এটাই বলব যে আগামীতে নিজের লক্ষ্যে অবিচল থাকুক । আমাদের আশীর্বাদ সবসময়ই তাঁর সঙ্গে থাকবে।’

অনির্বাণ রায়

NEET 2024 Result: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় নজরকাড়া সাফল্য বাঙালির, বাংলার রূপায়ণের নম্বর শুনলে বিশ্বাস করতে পারবেন না!

মুর্শিদাবাদ: ইতিমধ্যেই ন্যাশনাল এলিজিবিলিট কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বহরমপুর শহরের বাসিন্দা হলেও লালবাগ নবাব বাহাদুর ইন্সটিটিউটের ছাত্র রূপায়ণ মণ্ডল। কলকাতায় সে কোচিং নিয়ে ৭২০ পেয়ে অভাবনীয় ফলাফল করেছে।

কোভিড মহামারীর সময়ে ইচ্ছে ছিল চিকিৎসক হওয়ার। আর সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে। নিট পরীক্ষাতে ৭২০ পেয়ে মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করল রূপায়ণ।

আরও পড়ুন: স্বস্তির বৃষ্টি সল্টলেক-নিউ টাউনে, আগামী ২ ঘণ্টায় কলকাতায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস! সাবধান

যদিও অভাবনীয় ফল নিয়ে বিতর্কের ধোঁয়া উঠেছে। নিট পরীক্ষার ইতিহাসে এই প্রথম ৬৭ জন পরীক্ষার্থী সর্বোচ্চ মান ৭২০-র মধ্যে ৭২০ পেয়েছেন। আর তা নিয়েই বিতর্ক, সন্দেহ এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।NEET ফলাফলের সঙ্গে সঙ্গে, NTA সর্বভারতীয় শীর্ষস্থানীয়দের নাম এবং বিভাগ অনুসারে কাট-অফ মার্ক এবং শতাংশের র‌্যাঙ্ক ঘোষণা করেছে।

একদা পিছিয়ে পড়া জেলা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ। এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সেই ভাবে নজরকাড়া ফলাফল করতে পারেনি। কিন্তু সাফল্য এল নিট পরীক্ষাতে। মুর্শিদাবাদের সন্তান রূপায়ণ মণ্ডল, NEET-এ ৭২০ পেয়ে প্রথম হয়ে মুর্শিদাবাদ তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। এবছর NEET UG পরীক্ষায় মোট ৬৭ জন যুগ্মভাবে প্রথম স্থান অধিকারী।

আরও পড়ুন: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল প্রকাশিত, শীর্ষে কারা? দেখুন রেজাল্ট

মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইন্সটিটিউশনের পড়ুয়া রূপায়ণ মণ্ডল। এই দিন ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রকাশিত টপারদের তালিকায় ৬ ক্রমিক সংখ্যায় নাম রয়েছে তাঁর। ঠিক কী কারণে তাঁর ডাক্তারি পড়ার রূপায়ণ। রূপায়ণের কথায়, কোভিড ১৯-এর প্রভাব রয়েছে এর পিছনে। কোভিড মহামারী পরিস্থিতিতে মানুষের দুর্দশা দেখেই বছর আঠারোর রূপায়ণ সংকল্প নেয় সে চিকিৎসক হবে। আর তার জন্য ডাক্তারির পরীক্ষা দেওয়া। সত্যিকারের অধ্যাবসায় তাঁর নাম পৌঁছে দিয়েছে টপারদের শীর্ষে।

কৌশিক অধিকারী

NEET UG 2024 Result: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় বাংলার বাজিমাত, প্রথম স্থানে ৩ জন! উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

কলকাতা: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বাংলার পড়ুয়াদের জয়জয়কার। মেধাতালিকায় জায়গা পেয়েছেন বাংলার ৩ পড়ুয়া। ডাক্তারিতে ভর্তি হতে এবার পরীক্ষায় বসেছিলেন প্রায় ২৩ লক্ষের বেশি পড়ুয়া। সেখানে প্রথম স্থান অধিকার করে রাজ্যকে গৌরবোজ্জ্বল করেছেন ৩ জন। তাঁদের নাম রূপায়ণ মণ্ডল, অর্ঘ্যদীপ দত্ত ও সক্ষম আগরওয়াল। তিনজনেরই নম্বর ৭০০-র উপরে।

মুর্শিদাবাদের সন্তান রূপায়ণ মণ্ডল নিট পরীক্ষায় পেয়েছেন ৭২০ নম্বর। এবারের NEET UG পরীক্ষায় যুগ্মভাবে প্রথম হয়েছেন ৬৭ জন। মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউটের পড়ুয়া রূপায়ণ। নিট পরীক্ষায় মুর্শিদাবাদের ফরাক্কার মেয়ে সুমাইয়া সিদ্দিকাও ভাল ফল করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৭০।

আরও পড়ুন: রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ! কখন রেজাল্ট আউট? ‘ফাইনাল আনসার কি’ মিলিয়ে আজই দেখুন নম্বর

বাংলার কারা কারা এক নম্বর স্থান অধিকার করেছেন?

১) রূপায়ন মণ্ডল: তালিকায় তাঁর নাম ছয় নম্বরে আছে, র‍্যাঙ্ক ১।

২) অর্ঘ্য়দীপ দত্ত: তালিকায় ১৮ নম্বরে তাঁর নাম আছে, র‍্যাঙ্ক ১।

৩) সক্ষম আগরওয়াল: তালিকায় ২৪ নম্বরে আছে সক্ষমের নাম, র‍্যাঙ্ক ১।

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় ভাল ফল করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ৭২০ নম্বরের মধ্যে ৭০০ বা তার বেশি পেলেন নরেন্দ্রপুরের তিনজন পড়ুয়া। সার্বিকভাবে ৬০০ নম্বরের ঊর্ধ্বে ২০ জন পেয়েছেন। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতোই সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষায় নিজেদের ছাপ বজায় রাখলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা। এবার পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার প্রথম দশে নরেন্দ্রপুরের ছয়জন পড়ুয়া ছিল। উচ্চমাধ্যমিকে দাপট আরও বৃদ্ধি পায়। মেধাতালিকায় জায়গা করে নেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ১০ জন পড়ুয়া।

NEET 2024 Result: পাশ ১৩ লক্ষের, NEET-এ দেশের মধ্যে প্রথম মহারাষ্ট্রের বেদ সুনীলকুমার শেন্ডে

গতকাল অর্থাৎ ৪ জুন প্রকাশিত হয়েছে নিট (NEET) পরীক্ষার ফলাফল। চিকিৎসাবিজ্ঞান নিয়ে যে সকল ছাত্রছাত্রী ভবিষ‍্যতে পড়াশোনা করতে চান তারা নিট পরীক্ষা দেন। এই বছর ১৩.১৬ লক্ষ শিশু NEET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ৬৭ জন প্রার্থী NEET UG-তে প্রথম স্থান পেতে সফল হয়েছে। তাঁদের সকলের প্রাপ্ত নম্বর ৯৯.৯৯৭১২৯ শতাংশ নম্বর পেয়েছে।

আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সব হয়, প্রমাণ করে দিল সৌম্যদীপ! গরিব ঘরের মেধাবী ছেলে এখন ইসরোর দরবারে

এই বছর, মহারাষ্ট্রের বেদ সুনীলকুমার শেন্ডে NEET পরীক্ষা ২০২৪-এ সাধারণ বিভাগে শীর্ষস্থানীয় হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর সৈয়দ আরিফিন ইউসুফ এম, তিনিও সাধারণ শ্রেণির। তিন নম্বরে রয়েছে জাতীয় রাজধানী দিল্লির মৃদুল মান্য আনন্দের (ওবিসি-এনসিএল) নাম। NTA X-এ NEET UG ফলাফল 2024 ঘোষণা করেছে।

এই বছর, প্রায় 24 লক্ষ শিশু NEET UG অর্থাৎ মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা NEET পরীক্ষায় অংশ নিয়েছিল তারা অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET এর মাধ্যমে তাঁদের NEET ফলাফল দেখতে পারে। NEET UG ফলাফল দেখতে, পরীক্ষার্থীদের আবেদন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। NEET UG পরীক্ষায় পাস করার জন্য ছাত্রদের ৫০ শতাংশ নম্বরের প্রয়োজন। NEET ফলাফল 2024 এর সাথে, NTA NEET UG কাট-অফও প্রকাশ করেছে। এই বছর, NEET 2024 কাটঅফ সমস্ত বিভাগের জন্য বাড়ানো হয়েছে।