Tag Archives: Bicycle

Nadia News: চুরি গেল সাইকেল ও মোবাইল! ভারত ভ্রমণ অসম্পূর্ণ রেখেই পায়ে হেঁটে বাড়ি ফিরলেন ‌যুবক

নদিয়া: পরিবেশের বার্তা নিয়ে দেশ ভ্রমণের উদ্দেশ‍্যে যুবক রওনা দিয়েছিলেন সাইকেলে। ৪১৫ দিনের মাথায় ফিরে আসতে হল পায়ে হেঁটে। নদিয়া শান্তিপুর শহরের ২২ নং ওয়ার্ডের নবীন পল্লীর বাসিন্দা রাজীব কুমার রায়। ২০২৩ সালে গোটা ভারতবর্ষ ভ্রমণের জন্য নিজের সাইকেল নিয়ে বের হন তাঁর বাড়ি থেকে। পরিবেশের বিভিন্ন বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়াই এই ভ্রমণের মূল উদ্দেশ‍্য ছিল তার। তবে দুঃখের বিষয় এই সমাজে বিধি ব্যবস্থা কিংবা আবেগের প্রথম দিকে দাম থাকলেও শেষের দিকে সেই দাম হয়ত থাকে না।

আরও পড়ুনঃ বাড়িতে ‘এই’ গাছ নেই তো? সাবধান! নিমেষে শেষ করে দিতে পারে প্রাণও! আজই সরান…

অথচ পুলিশ প্রশাসন-সহ সকলকে জানিয়ে এবং তাঁদের অনুমতি নিয়ে সে গোটা ভারত সাইকেলে ভ্রমণ করার জন্য রওনা দিয়েছিল, ভ্রমণ করতে করতে অন্ধ্রপ্রদেশে যাওয়ার পর এক অবসরপ্রাপ্ত সৈনিকের সঙ্গে তার আলাপ হয়। তার বাড়ির ভেতর থেকেই এরপরেই হঠাৎ এই তার সঙ্গে থাকা মোবাইল ফোন এবং সাইকেল চুরি হয়ে যায়। এরপর মাথায় আকাশ ভেঙে পড়ে তার। তবে এর থেকে বড় কথা ভারাক্রান্ত মন নিয়ে যখন স্থানীয় থানায় এসে অভিযোগ জানায়। তবে ওই অবসরপ্রাপ্ত সেনা তাঁকে একটি সাইকেল কিনে দেওয়ার কথা বললেও, তা সময় সাপেক্ষ। তা জেনে ভারাক্রান্ত মন নিয়েই লক্ষ্যে পৌঁছানোর আগেই তাকে ফিরে আসতে হল নিজের বাড়িতে। যদিও তার ভারত ভ্রমণে প্রায় অর্ধেক ১৬ হাজার কিলোমিটার পথ সাইকেল রাইড করে ছিলেন তিনি। কিন্তু সাইকেল চুরি হওয়ার পর কিছুটা ট্রেনে ভ্রমণ এবং শেষমেষ পায়ে হেঁটেই বাড়ি ফিরছেন ওই যুবক। নদিয়ার ফুলিয়ায় একটি রাইড সংস্থা তাঁকে পাশে থাকার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুনঃ কেজি কেজি কমবে ওজন…! খাওয়া শুরু করুন এই ‘ম‍্যাজিক’ সবজি! হু হু করে নামবে সুগার লেভেল! গলবে মেদ!

রাজীব জানান, “ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় বেড়ানো এবং সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করার ইচ্ছে বরাবর ছিল। সম্পূর্ণ যাত্রাটি আমি করেছিলাম ৪১৪ দিনের। বেশ কিছু জায়গা সম্পূর্ণ সাইকেলেই কভার করেছিলাম। যেমন উত্তরাখণ্ড, কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লী, রাজস্থান, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। মোট ১৭ টি রাজ্য মিলে আমি সাইকেল রাইট করেছি ১৬১৯২ কিলোমিটার। এরপর যখন হায়দারাবাদ থেকে তেলেঙ্গানা হয়ে ওড়িশায় আসতে গিয়ে অন্ধ্রপ্রদেশের কাছে এই দুর্ঘটনা। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সকলের আমার পাশে থেকেছে সেই কারণেই এই যাত্রা আমি সম্পূর্ণ করতে পেরেছি তবে কিছুদিন বাড়িতে থেকে আবারও একটা সাইকেলের ব্যবস্থা করে বেরোতে হবে মাস তিনেকের মধ্যেই।’’ যাওয়ার দিনের মতোই এলাকার মানুষের উচ্ছাস ধরা পরে রীতি মতন ব্যান্ড পার্টি বাজনা গলায় জয়মাল্য পরিয়ে সংবর্ধনা দিয়ে, বাড়ি ফেরাল তারা।

Mainak Debnath

Power of Youth: ১৭ দিনে পার হবেন ১৭০০ কিমি! জয়নগর থেকে সাইকেলে কেদারনাথের পথে পাড়ি যুবকের

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা : দু’ বছরের স্বপ্ন বাস্তবায়ন করতে সাইকেল নিয়ে কেদারনাথের উদ্দেশে রওনা দিলেন জয়নগরের যুবক দিব্যেন্দু। প্রায় ১৭০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি কেদারনাথের উদ্দেশে পৌঁছে যাবেন। জয়নগর থানা এলাকার সরবেড়িয়া সাহাপাড়া থেকে তিনি কেদারনাথের উদ্দেশে রওনা হয়েছেন। প্রায় দু’বছর ধরে তাঁর চিন্তা ভাবনা ছিল তিনি সাইকেল চালিয়েই কেদারনাথ যাবেন। যার জন্য তিনি দু’ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন তীর্থ ক্ষেত্রে সাইকেল চালিয়ে তিনি ভ্রমণ করেছেন এই সাহসটি মনে যোগানোর জন্য।

তিনি জানিয়েছেন জয়নগর থেকে কেদারনাথ যেতে প্রায় ১৭০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এই ১৭০০ কিলোমিটার পৌঁছতে তিনি ১৭ দিন সময় লাগবে বলে জানিয়েছেন। তবে শরীরের কোনও সমস্যা না হলে তিনি পৌঁছে যাবেন। প্রতিদিন একশো কিলোমিটার করে সাইকেল চালাবেন। সঙ্গে রেখেছেন বিভিন্ন ধরনের ওষুধ। রাতে রাস্তার ধারে তাঁবু খাটিয়ে থাকবেন। এর পাশাপাশি রান্নার সরঞ্জাম হাতে রেখেছেন। তার ৪০ দিনের এই যাত্রা লক্ষ্যমাত্রা রেখেছে।

এর পাশাপাশি তিনি আরও বলেন শরীর সুস্থ থাকলে এবং পরিবেশ অনুকুল হলে চারধাম যাত্রাও সেরে নেবেন। এই যাত্রায় সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর পরিবার ও বন্ধুরা। দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানা এলাকার এই প্রথম কোনও ব্যক্তি সাইকেল চালিয়ে কেদারনাথ- পাড়ি দিলেন। এই সাইকেল যাত্রাপথে সব ধরনের সরকারি অনুমতি নিয়ে তাঁর যাত্রা শুরু করেছে।

আরও পড়ুন : উল্টোরথে স্নানের জলে মেশান এই জিনিস! ভাসবেন টাকার সাগরে! সংসার থেকে চোখের পলকে দূর অভাব ও অশান্তি

কোনও প্রশাসনিক বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, নিজের শহরকে চেনাতেই সাইকেলে প্যাডেল করে দুর্গম পথ পাড়ি দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা দিব্যেন্দুর। পথে যে সকল মানুষের সঙ্গে দেখা হবে বা যে জায়গাগুলো দিয়ে তিনি যাবেন সেখানকার মানুষদের জয়নগরের তার এই গ্রামের কথা তুলে ধরে পরিচিত করাবেন এই আরোহী।

North 24 Parganas News: হাতে নেই কাজ, নিজের শহরকে চেনাতে বড় উদ্যোগ! সাইকেলে কেদারনাথ ভ্রমণ টোটো চালকের! কুর্নিশ সকলের

উত্তর ২৪ পরগনা: নিজের শহরকে চেনাতে, পাশাপাশি পরিবেশ রক্ষা, পশুপ্রেম ও মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে নব ব্যারাকপুর থেকে সাইকেলে কেদারনাথ যাত্রা কর্মহীন টোটো চালকের। ছোট্ট শহর নব ব্যারাকপুরের নাম অনেকের কাছেই অজানা। তাই নিজের এলাকার নাম দেশবাসী জানুক, এই জেদ নিয়ে নব ব্যারাকপুর থেকে সাইকেলে প্যাডেল করেই দুর্গম পথ কেদারনাথের উদ্দেশে যাত্রা শুরু করলেন কর্মহীন টোটো চালক প্রতীক রক্ষিত।

পূর্বে ইন্টারনেট সংযোগের টেকনিশিয়ান হিসেবে কাজ করলেও, পরবর্তীতে টোটো চালক হিসেবেই সকলে চেনেন প্রতীককে। তবে বর্তমানে নানা সমস্যার সম্মুখীন হয়ে বিক্রি করতে হয় সেই টোটোও। এখন তাই বেকার জীবন কাটছে প্রতীকের। এই পরিস্থিতিতে, নব ব্যারাকপুর থেকে প্রথম কোনও ব্যক্তি সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রা করছেন। পূর্বে ১২৫ সিসির বাইক নিয়ে লাদাখ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তার। তবে এবার প্রায় ১৬০০ কিলোমিটার পথ পেরিয়ে, দেবাদিদেবের এই ধাম জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছেন নব ব্যারাকপুরের প্রতীক রক্ষিত। এই যাত্রায় তার সময় লাগবে প্রায় ৩০ থেকে ৩৫ দিন।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখান্ড হয়ে গন্তব্যে পৌঁছানোর রুট ম্যাপ স্থির করেছেন কর্মহীন টোটো চালক প্রতীক। বর্তমানে নব ব্যারাকপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। এদিন সকালে কৃষ্টি অডিটোরিয়ামের সামনে থেকে শুরু করলেন তার যাত্রা। তবে কেন এমন উদ্যোগ তার! তা নিয়ে কথা বলতেই জানা গেল, কাউকে নব ব্যারাকপুর বললে সে ঠিকমতো চিনতে পারে না।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

তখন কলকাতার কাছে-সহ নানা স্থানের কথা বলে চেনাতে হয়। এইখান থেকেই প্রতীকের আপত্তির শুরু। জেদ চেপে বসে কেন নব ব্যারাকপুর শহরকে চেনাতে গেলে কলকাতার পরিচয় দিয়ে চেনাতে হবে! তাই কোন প্রশাসনিক বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, নিজের শহরকে চেনাতেই সাইকেলে প্যাডেল করে দুর্গম পথ পাড়ি দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা প্রতীকের।

পথে যে সকল মানুষের সঙ্গে দেখা হবে বা যে জায়গাগুলো দিয়ে তিনি যাবেন সেখানকার মানুষদের নিউ ব্যারাকপুর শহরের কথা তুলে ধরে পরিচিত করাবেন এই সাইকেলে কেদারনাথ ভ্রমণকারী। সাইকেলে বেঁধে নিয়েছেন টেন্ট, প্রয়োজনে রাস্তার ধারেই কাটাবেন রাত। তার এই যাত্রার কথা শুনে ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় নিউ ব্যারাকপুর থানা-সহ পৌরসভা ও জনপ্রতিনিধিরা। পাশাপাশি বেশ কিছু বাইক রাইডার সংস্থার সাহায্যেও মিলছে প্রতীকের এই সাইকেলে কেদারনাথ যাত্রার পথে, বলেই জানান তিনি। কিন্তু জেদ একটাই ‘আমার শহর নিউ ব্যারাকপুর’ কে চিনুক সকলে। প্রতীকের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নিউ ব্যারাকপুরবাসীরাও।

Rudra Narayan Roy

World Bicycle Day: ব‍্যাটারিতে ছুটবে সাইকেল! তাক লাগালেন মুর্শিদাবাদের যুবক

আজ ৩রা জুন বিশ্ব সাইকেল দিবস। বিভিন্ন দিবসের মতো সাইকেলও একটা দিবস। সাইকেল হল এমন একটি বাহন যার সঙ্গে প্রতিটি ভারতীয় পরিচিত। সাইকেল কেবল স্বল্প মুল্যে পরিবহনের সুবিধাই দেয়না, সঙ্গে সতেজ রাখে আমাদের শরীর ও মন।

তাই আজ সাইকেল জিম ও ব্যায়ামের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, সারা পৃথিবী জুড়ে।সাইকেলিং হল আমন একটি ব্যায়াম যাতে শরীরে রক্ত চলাচল বাড়ে, ফুসফুস অনেক বেশি অক্সিজেন রক্তে মিশিয়ে দেয়। ফলে জয়েন্ট পেইন, বাত, ওবেসিটি সহ অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই।

মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত বিনোদিয়া গ্রামের এক ইস্পাত মিস্ত্রি মাত্র আঠারো হাজার টাকার ব্যয়ে একটি ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। দীপঙ্কর হাজরা নামের ওই যুবক এক মাসের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে নিজস্ব প্রচেষ্টায় এই সাইকেল বানিয়েছেন ষ্টিল দিয়ে।

World Bicycle Day: মাত্র ১০ টাকায় ব্যাটারি ফুল চার্জ, চলবে ৬০ কিমি, লাখ লাখ টাকা নয়, নামমাত্র খরচে সাইকেল বানিয়ে তাক লাগালেন দীপঙ্কর

মুর্শিদাবাদ: আজ ৩রা জুন বিশ্ব সাইকেল দিবস। বিভিন্ন দিবসের মতো সাইকেলও একটা দিবস। সাইকেল হল এমন একটি বাহন যার সঙ্গে প্রতিটি ভারতীয় পরিচিত। সাইকেল কেবল স্বল্প মুল্যে পরিবহনের সুবিধাই দেয়না, সঙ্গে সতেজ রাখে আমাদের শরীর ও মন। তাই আজ সাইকেল জিম ও ব্যায়ামের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, সারা পৃথিবী জুড়ে।সাইকেলিং হল আমন একটি ব্যায়াম যাতে শরীরে রক্ত চলাচল বাড়ে, ফুসফুস অনেক বেশি অক্সিজেন রক্তে মিশিয়ে দেয়। ফলে জয়েন্ট পেইন, বাত, ওবেসিটি সহ অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই।

মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত বিনোদিয়া গ্রামের এক ইস্পাত মিস্ত্রি মাত্র আঠারো হাজার টাকার ব্যয়ে একটি ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। দীপঙ্কর হাজরা নামের ওই যুবক এক মাসের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে নিজস্ব প্রচেষ্টায় এই সাইকেল বানিয়েছেন ষ্টিল দিয়ে।

আরও পড়ুন-বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

বর্তমানে পেট্রোপণ্যের অত্যাধিক মূল্যবৃদ্ধির কারণে, ব্যাটারিচালিত এই সাইকেল অত্যন্ত কম খরচেই চলবে। ব্যাটারি চালিত এই সাইকেল বানানোর পর গ্রামবাসীদের প্রশংসা কুড়িয়েছে দীপঙ্কর। আগামীতে আরও ভাল সাইকেল বানানোর পরিকল্পনা রয়েছে দীপঙ্করের তবে সরকারি সাহায্য পেলে আরও ভাল সাইকেল বানাতে পারবে বলে আশা দীপঙ্কর হাজরার।

আরও পড়ুন-গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

সাইকেল দিবসে দিনে এই ব্যাটারি দু’চাকার সাইকেল নজির সৃষ্টি করেছে ভরতপুরে। একদা এই ইস্পাত শিল্পী কর্মকান্ডে খুশি পরিবারের সদস্যরা। স্টিলের জিনিস ব্যবহার করে এই সাইকেল তৈরি করা হয়েছে। পাশাপাশি লিথিয়াম ব্যাটারি ২৪ ভোল্ট ১২৪ পাওয়ারের একটি মোটর লাগানো হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস করে নিজের বাড়িতে গ্রীলের দোকান সামলাতে দেখা যায় তাকে। তবে একবার ব্যাটারি ফুল চার্জ দিতে খরচ পড়বে ১০ টাকা, যা চলবে ৬০ কিলো মিটার পর্যন্ত। আর ঘন্টায় এর স্পীড থাকবে ৪০-৪৫ কিলোমিটার পর্যন্ত।

কৌশিক অধিকারী

Wooden Cycle: নামমাত্র খরচে পরিবেশবান্ধব কাঠের সাইকেল বানিয়ে চমক উত্তরবঙ্গের স্কুলপড়ুয়ার

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: কাঠ দিয়ে তৈরি হয়েছে সম্পূর্ণ সাইকেল। চাকা থেকে শুরু করে পুরো কাঠামো কাঠের তৈরি। দেখে খেলনা মনে হলেও ইউরোপের বাজারে বেশ জনপ্রিয় এই কাঠের সাইকেল এখন রায়গঞ্জের রাস্তায় দেখতে পাবেন। রায়গঞ্জের অলিগলিতে নিজের হাতে বানানো পরিবেশবান্ধব কাঠের সাইকেলেই সফর করছেন দ্বাদশ শ্রেণীর অভিজিৎ। এই সাইকেলের বিশেষত্ব হল এই সাইকেলটি আর পাঁচটা সাইকেলের মতো নয়।

এই সাইকেলটি সে তৈরি করেছে সম্পূর্ণ কাঠ দিয়ে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের রূপাহারের বাসিন্দা অভিজিৎ রায়। নিজের হাতেই সে পরীক্ষামূলকভাবে তৈরি করে ফেলেছে একটি কাঠের সাইকেল। এই সাইকেলের টায়ার ,সিট, হ্যান্ডেল সম্পূর্ণই কাঠ দিয়ে তৈরি। মাত্র ৫০০০ টাকা খরচ করে অভিনব একটি কাঠের সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে অভিজিৎ।

আরও পড়ুন : রাজরাজেশ্বরী বেশে পুজো, খিচুড়ি, পোলাও পোড়া শোলমাছ ভোগ…বুদ্ধপূর্ণিমায় তারাপীঠে অগণিত ভক্ত সমাগম

অভিজিৎ জানায়, ‘‘এই কাঠের সাইকেলের একটি বিশেষত্ব হল এই সাইকেলের কোনওরকম লিক হবে না কিংবা হাওয়া দিতে হবে না। অনায়াসে এটা চালানো যাবে। অভিজিৎ আরও জানায় পড়াশোনার ফাঁকে ফাঁকে অবসর সময়গুলোয় সে এই সাইকেলটি বানানো শুরু করেছিল। এই সাইকেলটি বানাতে তার সময় লেগেছিল তিন থেকে চার মাস। অভিজিৎ বলে আগামিদিনে এইরকম কাঠের সাইকেল বানিয়ে সে বাণিজ্যিকভাবে এগোতে চায়।