Tag Archives: Nolen Gur Sweets

Kitchen Hacks: রেখে দিলেই শক্ত হয়ে যাচ্ছে পিঠে? ছোট্ট এই ঘরোয়া টোটকায় মিলবে নরম পিঠেপুলি

শীতকাল মানেই পিঠে। আর পিঠে বানানো যথেষ্ট পরিশ্রমের কাজ। তাই একবারে সবাই একবারে অনেকগুলো বানিয়ে রাখে।

শীতকাল মানেই পিঠে। আর পিঠে বানানো যথেষ্ট পরিশ্রমের কাজ। তাই একবারে সবাই একবারে অনেকগুলো বানিয়ে রাখে।
কিন্তু সকালে বানালে বিকেলের মধ্যে তা শক্ত বা নরম হয়ে যায়। পিঠে সংরক্ষণের সঠিক উপায় অনেকেরই অজানা। তাই কীভাবে পিঠে সংরক্ষণ করবেন চলুন জেনে নেওয়া যাক।

কিন্তু সকালে বানালে বিকেলের মধ্যে তা শক্ত বা নরম হয়ে যায়। পিঠে সংরক্ষণের সঠিক উপায় অনেকেরই অজানা। তাই কীভাবে পিঠে সংরক্ষণ করবেন চলুন জেনে নেওয়া যাক।
১. ভাপা পিঠে যেভাবে স্টোর করবেনঃভাপা পিঠা বানানোর পর ঠাণ্ডা করে বক্সে ভরে ফ্রিজে রাখতে হবে। তারপর যখন খাওয়ার ইচ্ছে হবে মিনিট দশেক আগে বের করে রাখতে হবে। এবার একটা রাইস কুকার বা প্রেশার কুকারে কাপড় প্যাচিয়ে দিয়ে পিঠে ভাঁপে বসিয়ে দিন। তেমন কিছু না থাকলে পাত্রে জল দিয়ে উপরে পিঠের বাটি রেখে ভাপ দিতে পারেন। এটি ৫-৬ মিনিটের জন্য করবেন। আপনার ভাপা পিঠাও একদম আগের মত খেতে লাগবে।
১. ভাপা পিঠে যেভাবে স্টোর করবেনঃ ভাপা পিঠা বানানোর পর ঠাণ্ডা করে বক্সে ভরে ফ্রিজে রাখতে হবে। তারপর যখন খাওয়ার ইচ্ছে হবে মিনিট দশেক আগে বের করে রাখতে হবে। এবার একটা রাইস কুকার বা প্রেশার কুকারে কাপড় প্যাচিয়ে দিয়ে পিঠে ভাঁপে বসিয়ে দিন। তেমন কিছু না থাকলে পাত্রে জল দিয়ে উপরে পিঠের বাটি রেখে ভাপ দিতে পারেন। এটি ৫-৬ মিনিটের জন্য করবেন। আপনার ভাপা পিঠাও একদম আগের মত খেতে লাগবে।
২. তেলের পিঠে সংরক্ষণঃতেলের পিঠা সংরক্ষণ করা খুবই সহজ। তেলের পিঠা বানিয়ে টিস্যু পেপারে রেখে ঠাণ্ডা করে বক্সে করে ফ্রিজে রাখুন। 
নর্মাল গ্যাসে প্যান বসিয়ে এগুলোকে ফ্রিজ থেকে বের করার মিনিট ১০ পরে গরম করে খেতে পারবেন। তাই এবার থেকে তিলের পিঠা বানালে একবারে অনেকটা বানিয়ে রেখে দিন।
২. তেলের পিঠে সংরক্ষণঃ
তেলের পিঠা সংরক্ষণ করা খুবই সহজ। তেলের পিঠা বানিয়ে টিস্যু পেপারে রেখে ঠাণ্ডা করে বক্সে করে ফ্রিজে রাখুন। নর্মাল গ্যাসে প্যান বসিয়ে এগুলোকে ফ্রিজ থেকে বের করার মিনিট ১০ পরে গরম করে খেতে পারবেন। তাই এবার থেকে তিলের পিঠা বানালে একবারে অনেকটা বানিয়ে রেখে দিন।
৩. চিতই পিঠে সংরক্ষণঃবানিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। চিতই পিঠে নরম করতে হলে এটি ভাপে বসিয়ে গরম করুন। তবে অনেকেই আছেন যারা এই পিঠার নিচের দিকটা শক্ত রাখতে চাইলে চিতই পিঠে গ্রিলে বসিয়ে কিছুক্ষণ এপিঠ ওপিঠ সেঁকে নিলেই হবে। একদম তাজা বানানো পিঠা বলে মনে হবে। চাইলে চিতই পিঠা ডিপ ফ্রিজে রেখে দিয়েও সংরক্ষণ করতে পারেন।
৩. চিতই পিঠে সংরক্ষণঃ
বানিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। চিতই পিঠে নরম করতে হলে এটি ভাপে বসিয়ে গরম করুন। তবে অনেকেই আছেন যারা এই পিঠার নিচের দিকটা শক্ত রাখতে চাইলে চিতই পিঠে গ্রিলে বসিয়ে কিছুক্ষণ এপিঠ ওপিঠ সেঁকে নিলেই হবে। একদম তাজা বানানো পিঠা বলে মনে হবে। চাইলে চিতই পিঠা ডিপ ফ্রিজে রেখে দিয়েও সংরক্ষণ করতে পারেন।
৪. সেদ্ধ পিঠেঃসেদ্ধ পুলি-পিঠা বানানোর পর তা ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন। সেদ্ধ পুলি-পিঠা নরম করতে ভাপে গরম করুন। এই ভাবে পুলি-পিঠা দ্রুত তাজা করা যায়।
৪. সেদ্ধ পিঠেঃ
সেদ্ধ পুলি-পিঠা বানানোর পর তা ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন। সেদ্ধ পুলি-পিঠা নরম করতে ভাপে গরম করুন। এই ভাবে পুলি-পিঠা দ্রুত তাজা করা যায়।

Nolen Gurer Sandesh: দোকান ছাড়ুন! এবার বাড়িতে বানান নলেন গুড়ের সন্দেশ! রইল সহজ রেসিপি

এবার নলেন গুড়ের সন্দেশ বানিয়ে ফেলুন বাড়িতেই। অল্প সময়ের তাজা মিষ্টি খেতে হলে আর দেরি নয়। নিজে হাতেই বানিয়ে ফেলুন নলেন গুড়ের সুস্বাদু সন্দেশ।
এবার নলেন গুড়ের সন্দেশ বানিয়ে ফেলুন বাড়িতেই। অল্প সময়ে তাজা মিষ্টি খেতে হলে আর দেরি নয়। নিজে হাতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের সুস্বাদু সন্দেশ।
দুধ ছানা নলেন গুড় এবং সামান্য গাওয়া ঘি। নলেন গুড়ের সন্দেশ তৈরিতে এই চারটি উপকরণই যথেষ্ট। সময় লাগে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট।
দুধ ছানা নলেন গুড় এবং সামান্য গাওয়া ঘি। নলেন গুড়ের সন্দেশ তৈরিতে এই চারটি উপকরণই যথেষ্ট। সময় লাগে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট।
২০০ গ্রাম ছাড়ার সঙ্গে প্রয়োজন ৩০০ গ্রাম দুধ, ২০০ গ্রাম নলেন গুড় এবং দু চামচ গাওয়া ঘি।
২০০ গ্রাম ছানার সঙ্গে প্রয়োজন ৩০০ গ্রাম দুধ। ২০০ গ্রাম নলেন গুড়, এবং দু চামচ গাওয়া ঘি।
আঁচে পাত্র গরম হলে প্রথমে দুধ ঢেলে দিন। তারপর আঁচ হাল্কা করে দুধে ভাল করে মাখা ছানা দিন। দুধ এবং ছানার মিশ্রণ ভাল করে হলে কিছুক্ষণ পর গুড় দিন। তারপর মিশ্রণ একটু কালার পরিবর্তন এবং গাঢ় হলে ঘি দিয়ে নাড়তে থাকুন। এর কিছুক্ষণ পর সুন্দর গন্ধ আসলে একটু নরম থাকতে নামিয়ে নিন। কর পাকের জন্য কয়েক মিনিট বেশি করে নেড়ে নিন।
আঁচে পাত্র গরম হলে প্রথমে দুধ ঢেলে দিন। তারপর আঁচ হালকা করে, গরম দুধে ভাল করে মাখা ছানা দিয়ে দিন। দুধ এবং ছানার মিশ্রণ ভালভাবে তৈরি হলে, কিছুক্ষণ পর গুড় দিন। ভাল করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর সুন্দর গন্ধ এলে একটু নরম থাকতেন নামিয়ে নিন। ঠান্ডা হলে একটু টাইট ভাব হবে। কড়া পাকের ক্ষেত্রে কয়েক মিনিট বেশি নেড়ে নিন।

Murshidabad Sweet: গরম গরম নলেন গুড়ের রসগোল্লা বানানোর কৌশল জানেন? শেখালেন কারিগর, আরও জমবে শীত

মুর্শিদাবাদ: শীতকালে যে গুড় দিয়ে যেমনই পদ রান্না করা হোক না কেন, নলেন গুড়ের রসগোল্লার কাছে সব কিছু হার মানে। প্রতি শীতে অপেক্ষা করে থাকেন নলেন গুড়ের রসগোল্লা খাওয়ার জন্য। খেজুর রস এবং নলেন গুড় খুবই সুস্বাদু। তাই সাধারণ রসগোল্লা তৈরির পাশাপাশি, খেজুরের রসের মধ্যে ডুবিয়ে তৈরি করা হচ্ছে এই খেজুরের গুড়ের তৈরি রসগোল্লা।

মিষ্টির সঙ্গে বাঙালির প্রেম যুগ যুগ ধরে সকলের জানা। তা যদি হয় রসগোল্লা, তাহলে তো কথায় নেই। রসগোল্লা শুধু মিষ্টি নয়, এটি যেন বাঙালির আবেগ। শীত আসার সঙ্গে সঙ্গে রসগোল্লার স্বাদ বেড়ে যায় আরও কয়েকগুণ। শীতকাল মানেই নলেন গুড়ের রসগোল্লা।

বর্তমানে ডিসেম্বরে শীতকালে খেজুরের রস ও নলেন গুড় দিয়ে পায়েস, বিভিন্ন ধরনের শীতকালীন পিঠে, তালের পিঠে, খেজুর গুড়ের জিলাপি ইত্যাদি তৈরি হয়ে থাকে। স্বাদ আর মানভেদে খেজুরের গুড় পাটালি, নলেন গুড়, হাজারী গুড় নামে পরিচিত।

আরও পড়ুন: ফরাক্কায় দুর্ঘটনার কবলে রাধিকাপুর এক্সপ্রেস! বাতিল, রুট পরিবর্তন হল একাধিক ট্রেনের

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মিষ্টির দোকানে তৈরি করা হচ্ছে এই রসগোল্লা। নলেন গুড় এক ধরনের গুড় যা খেজুরের রস থেকে তৈরি করা হয়। বাংলা অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত খেজুরের রস সংগ্রহ করা হয়। খেজুরের উত্তাপে রসকে ঘন ও শক্ত পাটালিগুড়ে পরিণত করা হয়। ধরণ অনুযায়ী খেজুরের গুড়কে ঝোলা গুড়, দানাগুড়, পাটালি, চিটাগুড় ইত্যাদি ভাগে ভাগে ভাগ করা যায়। শীতকাল মানেই পিঠে-পুলির পার্বণ। আগেকার দিনে শীতকালে নলেন গুড় দিয়ে নানারকম পদ তৈরি হয়। তবে এখন সেই পদের তালিকা কম হলেও এই বিশেষ গুড়ের কদর কিন্তু কমেনি।

কারিগরদের কথায়, ‘‘প্রথমে ভাল করে ছানা বানাতে হয়, তারপর সুজি এলাচ দিয়ে পাকানো হয়। পরে গুড়ের রসের মধ্যে ফেলে তৈরি করা হয় এই খেজুরের গুড়ের তৈরি রসগোল্লা । দৈনিক গড়ে এক হাজার করে তৈরি করা হয়। যা বিক্রি হয় ৮টাকা প্রতি পিস হিসেবে।’’

যদিও দোকান মালিক কৌশিক দত্ত জানান, শীতের মরশুমে খাদ্য প্রীয় বাঙালি এই খেজুরের গুড়ের রসগোল্লা কিনতে ভিড় জমাচ্ছেন। এই রসগোল্লা তৈরি করে পার্শ্ববর্তী বীরভূম ও দুর্গাপুরে যায় এই মিষ্টি।

কৌশিক অধিকারী

কীভাবে সহজেই বাড়িতে বানাবেন সুস্বাদু নলেন গুড়ের বাদাম চিট, জেনে নিন পদ্ধতি

শীতকালে নলেন গুড়ের যে কোনও খাবারও আমাদের সকলের প্রিয়। তারমধ্যে অন্যতম হল নলেন গুড়ের বদাম চিট। কীভাবে সহজেই বাড়িতে বানাবেন এই বাদাম চিট? জেনে নিন উপায়।

এই মিষ্টি মুখে দিলেই স্বর্গীয় তৃপ্তি, কীভাবে তৈরি হয় জেনে নিন

নলেন গুরের সন্দেশ ও মন্ডা হল একটি বাংলা মিষ্টি রেসিপি যা বাঙালিদের মধ্যে জনপ্রিয়। এর জনপ্রিয়তার পেছনে মূল কারণ অনন্য, অসাধারণ এবং অপ্রতিরোধ্য স্বাদ। তাই বাঙালি শেষপাতে মিষ্টিমুখ ছাড়া ভাবতেই পারে না।