Tag Archives: Paris Olympics 2024

Paris Olympics 2024: মানু ভাকেরের হাত ধরে অলিম্পিক্সে ইতিহাস ভারতের

মনু ভাকের হরিয়ানা থেকে উটে আসা, সাধারণত সেই জায়গা থেকেই কুস্তিগীরই জন্মান কিন্তু একই অলিম্পিকে ইতিহাস তৈরি করলেন ৷ মনু ভাকের একই অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদক পেয়েছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন ৷

Ind vs Ire: হকিতে আয়ারল্যান্ডকে হারিয়ে অলিম্পিক্স পুল বি পয়েন্ট টেবলে এক নম্বরে ভারত, বেলজিয়াম, অস্ট্রেলিয়াকে টেক্কা

প্যারিস:  ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের জোড়া গোলে ভারতীয় দল ফের জয়ে ফিরল৷ মঙ্গলবার প্যারিস অলিম্পিক্সে পুল বি-র ম্যাচে ভারত জিতল আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷ ইয়েভেস দু মানিওর  স্টেডিয়ামে এদিন ভারত দাপটের সঙ্গে খেলে ম্যাচ পকেটে পুড়ে নেয়৷

পাশাপাশি এই মুহূর্তে নিজেদের পুলে পয়েন্ট টেবলের এক নম্বর জায়গাটি পেল ভারত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরে৷

পুল বিতে ১ নম্বরে ভারত- Photo Courtesy- Olympic.Com
পুল বিতে ১ নম্বরে ভারত- Photo Courtesy- Olympic.Com

প্যারিস অলিম্পিক্সে ১২ টি দল এবারের হকিতে খেলছে৷ দুটি পুলে তাদের ভাগ করা রয়েছে৷ দুই পুল থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে৷ ভারতের পুলটিও খুবই কঠিন। এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড।

আরও পড়ুন – Viral Video: বউ নাতাশা ছেলেকে নিয়ে চলে গেছে বাপের বাড়িতে, ডিভোর্সের পর ছেলের জন্মদিনে ভিডিও পোস্ট হার্দিকের, মুহূর্তেই ভাইরাল

—- Polls module would be displayed here —-

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারচ ৩-২ জিতেছিল, শনিবার ছিল সেই ম্যাচ৷ এরপর সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে ড্র করে ভারত৷ প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা৷ শেষ মুহূর্তের গোলে হার এড়ায় টিম ইন্ডিয়া৷ এদিকে মঙ্গলবার ২-০ গোলে জিতল আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷ ভারতের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর রাস্তায় দুটি মেগা ম্যাচ হবে অস্ট্রেলিয়া ও বেলজিয়ামের বিরুদ্ধে৷

এই মুহূর্তে নিজেদের পুলে তিন নম্বর স্থানে রয়েছে৷ পুল বিতে এক নম্বর ও দু নম্বরে রয়েছে বেলজিয়াম ও অস্ট্রেলিয়া৷ এই মুহূর্তে নিজেদের পুলে অপরাজিত থাকা ভারতের কোয়ার্টার ফাইনালে পৌঁছনো প্রায় নিশ্চিত৷

টোকিও ২০২০ তে ভারত বহু বছরের খরা কাটিয়ে অলিম্পিক্সে হকিতে পদক পেয়েছিল৷ সেবার অবশ্য ব্রোঞ্জ ছিল৷ এবার ভারতীয় হকি দল মেডেলের রঙ বদলের বিষয়ে আশাবাদী৷ প্যারিস অলিম্পিক্সে পৌছনোর টিকিট হিসেবে এশিয়ান গেমস হকিতে ভারত সোনা জিতেছিল৷

গতবারের ব্রোঞ্জ জয়ের অলিম্পিক্স অভিযান ৬ গোল করেছিলেন অধিনায়র হরমনপ্রীত সিং৷ এবারেও তিনি গোলের মধ্যে রয়েছেন৷

অলিম্পিক্সে ইতিহাস মনু ভাকরের, শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

ইতিহাস মনু ভাকরের। একই অলিম্পিক্সে দ্বিতীয় পদক। এবার মিক্সড ডাবলসে পদক। শুটিং-এ মিক্সড ডাবলসে ব্রোঞ্জ। সরবজ্যোতের সঙ্গে জুটি বেঁধে জয়। আগেই ১০মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ।

Manu Bhaker: প্যারিসে আর কটি পদক জিততে পারে মনু ভাকর? ভারতীয় শুটারের টার্গেট স্পষ্ট

প্যারিস: ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জয়ের পর ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতলেন মনু ভাকর। স্বাধীনত ভারতে প্রথম কোনও ভারতীয় হিসেবে এক অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির গড়েছে হরিয়াণার মেয়ে। তবে এখানেই থামতে নারাজ তিনি। প্যারিস থেকে আরও পদক জিততে মরিয়া ২২ বছরের তরুণি।

দুটি পদক জয়ের সঙ্গে সঙ্গে রাতারাতি দেশবাসীর নয়ণের মণি হয়ে উঠেছেন মনু ভাকের। এখনও পর্যন্ত প্যারিসে অলিম্পিক্সে ভারতবাসীর মুখে হাসি ফোটাতে পেরেছেন তিনি একাই। তবে দেশবাসী জানলে আরও খুশি হবে যে আরও একটি পদক জয়ের সুযোগ রয়েছে মনু ভাকরের সামনে। ভাগ্য সাথ দিলে প্যারিসে হ্যাটট্রিক করে দেশে ফিরতে পারেন মনু।

এবার মনু ভাকের প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ মিটার এয়ার পিস্তলে। যদিও এই বিভাগে মনুর বিশ্ব র‍্যাঙ্ক খুব একটা ভল নয়। ৬৯ নম্বরে রয়েছেন তিনি। তবে আশার বাণীও রয়েছে। কারণ গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে সোনা জিতেছিলেন মনু। ২০২২ সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি। ২০২২ সালে এই বিভাগের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন মনু ভাকের। গত বছর পেয়েছিলেন ব্রোঞ্জ। ফলে মনুর কাছে তৃতীয় পদকের আশা করা যেতেই পারে।

আরও পড়ুনঃ Manu Bhaker: এক অলিম্পিক্সে জোড়া পদক জয়, সঙ্গে একগুচ্ছ রেকর্ড গড়লেন মনু ভাকের

—- Polls module would be displayed here —-

২৫ মিটার এয়ার পিস্তলে মনু ভাকরের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচ আগামী শুক্রবার। ভারতীয় সময় দুপুর ১২.৩০ মিনিট থেকে শুরু হবে লড়াই। মোট দুই রাউন্ডের লড়াই শেষে যে আটজন প্রতিযোগিতা প্রথম আটে শেষ করবে তারা পৌছে যাবে ফাইনালে। ৩ জুন দুপুর ১টা থেকে ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনাল। নিজের সেরাটা দিয়ে হ্যাটট্রিক লক্ষ্য ভারতীয় শুটারের।

Manu Bhaker: এক অলিম্পিক্সে জোড়া পদক জয়, সঙ্গে একগুচ্ছ রেকর্ড গড়লেন মনু ভাকের

প্যারিস অলিম্পিক্স ২০২৪ জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় মহিলা শুটার মনু ভাকের। একইসঙ্গে একগুচ্ছ রেকর্ডও গড়েছেন ২২ বছর বয়সের তরুণী শুটার।
প্যারিস অলিম্পিক্স ২০২৪ জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় মহিলা শুটার মনু ভাকের। একইসঙ্গে একগুচ্ছ রেকর্ডও গড়েছেন ২২ বছর বয়সের তরুণী শুটার।
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে আগেই নয়া ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন।
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে আগেই নয়া ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন।
১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতলেন মনু। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেনন তিনি।
১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগের পর মিক্সড বিভাগেও ব্রোঞ্জ জিতলেন মনু। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেনন তিনি।
১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ। ১৯৪৭ সালে স্বাধীনতার পরে এতদিন আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। এবার তা করলেন মনু।
১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ। ১৯৪৭ সালে স্বাধীনতার পরে এতদিন আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। এবার তা করলেন মনু।
একইসঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই আসনে বিরাজমান হলেন মনু ভাকর। সকলেই ২টি করে অলিম্পিক্স মেডেল রয়েছে। তবে একই অলিম্পিকে দুটি পদক শুধুই মনু ভাকরের।
একইসঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই আসনে বিরাজমান হলেন মনু ভাকর। সকলেই ২টি করে অলিম্পিক্স মেডেল রয়েছে। তবে একই অলিম্পিকে দুটি পদক শুধুই মনু ভাকরের।
প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ী হিসেবে নজির গড়েছেন মনু। রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার এবং গগন নারাংয়ের পর অলিম্পিক্সের ইতিহাসে ভারতের পঞ্চম শুটার হিসেবে পদক জিতলেন মনু ভাকের।
প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ী হিসেবে নজির গড়েছেন মনু। রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার এবং গগন নারাংয়ের পর অলিম্পিক্সের ইতিহাসে ভারতের পঞ্চম শুটার হিসেবে পদক জিতলেন মনু ভাকের।

Manu Bhaker Educational Qualification: শুধু কি গুলি ছোঁড়েন নাকি হরিয়ানার সুন্দরী, অলিম্পিক্সে পদক জয়ী মনু ভাকরের লেখাপড়া থেকে আর সব, রইল সুলুকসন্ধান

মঙ্গলবার ভারতের খেলার ইতিহাসে এক নতুন পাতা যুক্ত হল৷   ভারতের শ্যুটিং তারকা মনু ভাকর প্রথম ভারতীয় হিসেবে একটিই অলিম্পিক গেমসে দুটি পদক জিতে ইতিহাস তৈরি করেছেন। এর আগে কোনও ভারতীয় অ্যাথলিট একটি অলিম্পিক্সে একের বেশি পদক জেতেননি৷ 
মঙ্গলবার ভারতের খেলার ইতিহাসে এক নতুন পাতা যুক্ত হল৷   ভারতের শ্যুটিং তারকা মনু ভাকর প্রথম ভারতীয় হিসেবে একটিই অলিম্পিক গেমসে দুটি পদক জিতে ইতিহাস তৈরি করেছেন। এর আগে কোনও ভারতীয় অ্যাথলিট একটি অলিম্পিক্সে একের বেশি পদক জেতেননি৷
ভাকর, তাঁর সঙ্গী সরবজোত সিং-র সঙ্গে, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন।
ভাকর, তাঁর সঙ্গী সরবজোত সিং-র সঙ্গে, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন।
তিনি এর আগে মহিলাদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।
তিনি এর আগে মহিলাদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।
তাঁর কৃতিত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ তিনি অলিম্পিক্সে পদক অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা শ্যুটারও হয়েছেন৷ শেষবার ভারত অলিম্পিক গেমসে শ্যুটিংয়ে পদক জিতেছিল ২০১২ লন্ডন গেমসে যখন বিজয় কুমার এবং গগন নারাং তাদের নিজের নিজের ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন৷
তাঁর কৃতিত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ তিনি অলিম্পিক্সে পদক অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা শ্যুটারও হয়েছেন৷ শেষবার ভারত অলিম্পিক গেমসে শ্যুটিংয়ে পদক জিতেছিল ২০১২ লন্ডন গেমসে যখন বিজয় কুমার এবং গগন নারাং তাদের নিজের নিজের ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন৷
অতীতের হতাশা কাটিয়ে ওঠাভাকের এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে টোকিও২০২১  অলিম্পিক্সের হতাশা, যেখানে একটি পিস্তলের ত্রুটি একটি বিরক্তিকর পারফরম্যান্সের দিকে ঠেলে দিয়েছিল, এটি একটি মারাত্মক ধাক্কা ছিল। "টোকিওর পরে, আমি খুব হতাশ হয়েছিলাম। এটি কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগেছিল৷’’
অতীতের হতাশা কাটিয়ে ওঠা
ভাকের এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে টোকিও২০২১  অলিম্পিক্সের হতাশা, যেখানে একটি পিস্তলের ত্রুটি একটি বিরক্তিকর পারফরম্যান্সের দিকে ঠেলে দিয়েছিল, এটি একটি মারাত্মক ধাক্কা ছিল। “টোকিওর পরে, আমি খুব হতাশ হয়েছিলাম। এটি কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগেছিল৷’’
"টোকিওর পরে, আমি খুব হতাশ হয়েছিলাম। এটি কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগেছিল," তিনি একটি সাক্ষাত্কারে শেয়ার করেছিলেন। প্রতিবন্ধকতা সত্ত্বেও, তিনি চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে তার মানসিক দৃঢ়তা এবং আধ্যাত্মিক অনুশীলনগুলিকে চ্যানেল করেছিলেন। ভাকের ভগবদ্গীতা পাঠ করে সান্ত্বনা পেয়েছিলেন, তার সেরাটা করার দিকে মনোনিবেশ করেছিলেন এবং বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন।
“টোকিওর পরে, আমি খুব হতাশ হয়েছিলাম। এটি কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগেছিল,” তিনি একটি সাক্ষাত্কারে শেয়ার করেছিলেন। প্রতিবন্ধকতা সত্ত্বেও, তিনি চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে তার মানসিক দৃঢ়তা এবং আধ্যাত্মিক অনুশীলনগুলিকে চ্যানেল করেছিলেন। ভাকের ভগবদ্গীতা পাঠ করে সান্ত্বনা পেয়েছিলেন, তার সেরাটা করার দিকে মনোনিবেশ করেছিলেন এবং বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন।
মনু ভাকর শিক্ষাভাকরের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড তাঁর অ্যাথলেটিক ক্যারিয়ারের মতোই চিত্তাকর্ষক। তিনি লেডি শ্রী রাম কলেজ থেকে ২০২১ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স ডিগ্রি নিয়ে স্নাতক হন। বর্তমানে, তিনি পাঞ্জাব ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশুনো করছেন৷
মনু ভাকর শিক্ষা
ভাকরের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড তাঁর অ্যাথলেটিক ক্যারিয়ারের মতোই চিত্তাকর্ষক। তিনি লেডি শ্রী রাম কলেজ থেকে ২০২১ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স ডিগ্রি নিয়ে স্নাতক হন। বর্তমানে, তিনি পাঞ্জাব ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশুনো করছেন৷
বিভিন্ন আগ্রহ এবং শখতিনি খেলাধুলো ছাড়াও মিউজিক এবং বই পড়া, ছবি আঁকা এবং স্কেচিং, নাচ এবং ধাঁধা সমাধান, ঘোড়ায় চড়া এবং অন্যান্য খেলায় আগ্রহ সহ অনেক শখ রাখেন৷ তিনি বিভিন্ন ফিজিক্যাল অ্যাকটিভিটি করে  থাকেন।
বিভিন্ন আগ্রহ এবং শখ
তিনি খেলাধুলো ছাড়াও মিউজিক এবং বই পড়া, ছবি আঁকা এবং স্কেচিং, নাচ এবং ধাঁধা সমাধান, ঘোড়ায় চড়া এবং অন্যান্য খেলায় আগ্রহ সহ অনেক শখ রাখেন৷ তিনি বিভিন্ন ফিজিক্যাল অ্যাকটিভিটি করে  থাকেন।
শ্যুটিংয়ে নিজেকে উৎসর্গ করার আগে, ভাকর বক্সিং সহ বিভিন্ন খেলায় তাঁর দক্ষতা প্রদর্শন করেছিলেন, যা ভারত থেকে লন্ডন ২০১২ অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী মেরি কম দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তিনি টেনিস এবং কাবাডিতেও নিযুক্ত ছিলেন এবং থাং-টা, একটি ভারতীয় মার্শাল আর্ট-এ প্রশিক্ষণ নিয়েছিলেন, যা ভারতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে।
শ্যুটিংয়ে নিজেকে উৎসর্গ করার আগে, ভাকর বক্সিং সহ বিভিন্ন খেলায় তাঁর দক্ষতা প্রদর্শন করেছিলেন, যা ভারত থেকে লন্ডন ২০১২ অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী মেরি কম দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তিনি টেনিস এবং কাবাডিতেও নিযুক্ত ছিলেন এবং থাং-টা, একটি ভারতীয় মার্শাল আর্ট-এ প্রশিক্ষণ নিয়েছিলেন, যা ভারতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করে।
জিম ওয়ার্কআউট: নিয়মিত জিম সেশন সপ্তাহে অন্তত পাঁচ দিনসরঞ্জাম: তিনি তার ০.২২ পিস্তল অনুশীলনের জন্য মরিনি এয়ার পিস্তল এবং পারডিনি ব্যবহার করেন।
জিম ওয়ার্কআউট: নিয়মিত জিম সেশন সপ্তাহে অন্তত পাঁচ দিন
সরঞ্জাম: তিনি তার ০.২২ পিস্তল অনুশীলনের জন্য মরিনি এয়ার পিস্তল এবং পারডিনি ব্যবহার করেন।

Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতের ২টি সোনা পাকা! বড় ভবিষ্যদ্বাণী বিশ্বজয়ী তারকার

প্যারিস অলিম্পিক্সে ৩০ জুলাই দুপুর পর্যন্ত ২টি পদক জিতেছে ভারত। দুই পদকই জিতেছে শুটার মনু ভাকর। একাধিক ইভেন্টে আশা জাগিয়েও পদক হাতছাড়া হয়েছে ভারতের। এরই মধ্যে হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী।
প্যারিস অলিম্পিক্সে ৩০ জুলাই দুপুর পর্যন্ত ২টি পদক জিতেছে ভারত। দুই পদকই জিতেছে শুটার মনু ভাকর। একাধিক ইভেন্টে আশা জাগিয়েও পদক হাতছাড়া হয়েছে ভারতের। এরই মধ্যে হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী।
ভবিষ্যদ্বাণী করেছেন টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন টি-২০ বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়। আর দ্যা ওয়ালের 'ভবিষ্যদ্বাণী' শুনে আশায় বুক বাঁধতেই পারে দেশবাসী। জানিয়েছেন,অলিম্পিক্সে ২টি সোনা জিততে পারে ভারত।
ভবিষ্যদ্বাণী করেছেন টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন টি-২০ বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়। আর দ্যা ওয়ালের ‘ভবিষ্যদ্বাণী’ শুনে আশায় বুক বাঁধতেই পারে দেশবাসী। জানিয়েছেন,অলিম্পিক্সে ২টি সোনা জিততে পারে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন দ্রাবিড়। বর্তমানে টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। আর অবসর সময়ে দ্রাবিড় পৌছে গিয়েছেন অলিম্পিক্স দেখতে। ভারতীয় খেলোয়ারদের সমর্থন করতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে গিয়েছেন দ্রাবিড়। বর্তমানে টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। আর অবসর সময়ে দ্রাবিড় পৌছে গিয়েছেন অলিম্পিক্স দেখতে। ভারতীয় খেলোয়ারদের সমর্থন করতে।
ইতিমধ্যেই একাধিক খেলায় মাঠে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারকে। মনু ভাকরের সাফল্যের পর দ্রাবিড় বলেছেন,"মনুর গল্প সবাইকে উৎসাহিত করবে। টোকিওর হতাশার পর এখানে এসে ব্রোঞ্জ জেতা অসাধারণ প্রাপ্তি। বহ বছরের পরিশ্রম, ধৈর্য্য ও সাধনা দিয়ে এই জায়গায় পৌঁছনো যায়।"
ইতিমধ্যেই একাধিক খেলায় মাঠে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারকে। মনু ভাকরের সাফল্যের পর দ্রাবিড় বলেছেন,”মনুর গল্প সবাইকে উৎসাহিত করবে। টোকিওর হতাশার পর এখানে এসে ব্রোঞ্জ জেতা অসাধারণ প্রাপ্তি। বহ বছরের পরিশ্রম, ধৈর্য্য ও সাধনা দিয়ে এই জায়গায় পৌঁছনো যায়।”
প্যারিসের ইন্ডিয়া হাউজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ২০২৮ অলিম্পিক্স থেকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার সময় রাহুল দ্রাবিড় বলেন,"২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট নিয়ে ভারতীয় ড্রেসিং রুমে আলোচনা হয়। সোনার পদক জিততে সবাই চায়, পোডিয়ামে দাঁড়াতে চায়।"
প্যারিসের ইন্ডিয়া হাউজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ২০২৮ অলিম্পিক্স থেকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার সময় রাহুল দ্রাবিড় বলেন,”২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেট নিয়ে ভারতীয় ড্রেসিং রুমে আলোচনা হয়। সোনার পদক জিততে সবাই চায়, পোডিয়ামে দাঁড়াতে চায়।”
এরপরই রাহুল দ্রাবিড় বলেন,"আশা করব, ভারতের পুরুষ ও মহিলাদের দল সোনা পাবে। দুর্ভাগ্য যে, আমি তখন খেলতে পারব না। কিন্তু যেভাবেই হোক যুক্ত থাকার চেষ্টা করব। যদি কোনওভাবেই না হয়, তাহলে না হয় মিডিয়াতে চাকরি নেব।" দ্রাবিড়ের এই বক্তব্য থেকেই পরিষ্কার আগামী অলিম্পিক্সে ভারতের ক্রিকেটে দুটি সোনা জয়ের বিষয়ে তিনি কতটা আশাবাদী।
এরপরই রাহুল দ্রাবিড় বলেন,”আশা করব, ভারতের পুরুষ ও মহিলাদের দল সোনা পাবে। দুর্ভাগ্য যে, আমি তখন খেলতে পারব না। কিন্তু যেভাবেই হোক যুক্ত থাকার চেষ্টা করব। যদি কোনওভাবেই না হয়, তাহলে না হয় মিডিয়াতে চাকরি নেব।” দ্রাবিড়ের এই বক্তব্য থেকেই পরিষ্কার আগামী অলিম্পিক্সে ভারতের ক্রিকেটে দুটি সোনা জয়ের বিষয়ে তিনি কতটা আশাবাদী।

৪০ কোটি টাকা খরচ! পদক নেই একটাও! অলিম্পিক্সে ভারতের সব থেকে ব্যর্থ অ্যাথলিট ‘ইনি’!

কলকাতা: প্যারিস অলিম্পিকসে ভারতীয় তিরন্দাজদের পারফরম্যান্স দেখে অনেকেই হতাশ। পদক জয়ের আশা জাগিয়েও দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ মেয়েদের তিরন্দাজি দল।

মেয়েদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হারেন দীপিকা কুমারীরা। শেষ আটের লড়াইয়ে ভারতীয় তিরন্দাজদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভারতীয় মহিলা তিরন্দাজ দল প্রথম সেট হারে ৫১-৫২ পয়েন্ট-এ। দীপিকা কুমারী স্কোর করেন ৭ ও ৯ পয়েন্ট। অঙ্কিতা স্কোর করেন ৭ ও ৯ পয়েন্ট। এর পর দ্বিতীয় সেটে ভারতীয় দল হারে ৪৯-৫৪ ব্যবধানে। তৃতীয় সেটে ভারত পরাজিত হয় ৪৮-৫৩ ব্যবধানে।

আরও পড়ুন- ফের ভারতীয় দলের ওপেনিংয়ে বড় বদল! জায়গা হারাবেন তারকা ব্যাটার? জানুন বিস্তারিত

সব থেকে বড় ব্যাপার,  কোয়ার্টার ফাইনালে ভারতের হয়ে সব থেকে ভাল পারফর্ম করেন ভজন কউর। তিনি ৩টি সেটের ৬টি তিরে সংগ্রহ করেন ৫৬ পয়েন্ট। দীপিকা কুমারী তিন সেটের ৬টি তিরে সংগ্রহ করেন ৪৮ পয়েন্ট। অথচ ভারতীয় তিরন্দাজদের মধ্যে তারকা হিসেবে ধরা হয় দীপিকাকেই।

১৯ মাসের মেয়েকে বাড়িতে রেখে অলিম্পিক্সে খেলতে নেমেছিলেন দীপিকা। এই নিয়ে চারটি গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন দীপিকা। অথচ আজ পর্যন্ত তিনি অলিম্পিক্সে একটিও পদক জিততে পারেননি।

তিরন্দাজিতে কেন্দ্রীয় সরকারের ফোকাস ছিল। টোকিও অলিম্পিক্সের পর গত তিন বছরে ভারত সরকার তিরন্দাজদের প্রশিক্ষণ ও অন্য সুযোগ-সুবিধার জন্য খরচ করেছে প্রায় ৪০ কোটি টাকা। অথচ দিনের পর দিন এই খেলা থেকে ভারতের ঘরে শূন্য ছাড়া কিছু আসেনি।

আরও পড়ুন- ২ লাখ টাকা হাতে পেলেন সৌরভ, তার পর যা করলেন…শুনে বলবেন, ‘দাদা বাঙালির গর্ব’

তিরন্দাজদের বিদেশে ট্রেনিংয়ের জন্য পাঠানো, বিদেশি কোচ নিয়োগ সবই করেছে সরকার। তবুও তিরন্দাজদের সাফল্য নেই। আশঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে এবার সরকারের অগ্রাধিকার দেওয়া খেলা থেকে তিরন্দাজ কিন্তু বাদ পড়তে পারে।

মনু ভাকেরের জন্য সরকার কত খরচ করেছিল জানেন? অলিম্পিক্সে এখনও ২টি পদক ভারতের

কলকাতা: শুটার মনু ভাকের প্যারিস অলিম্পিক ২০২৪-এ ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জেতার পর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডভ্য তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন৷

তিনি মনুর প্রশিক্ষণের জন্য সরকারের ব্যয়ের হিসেবও জানিয়েছেন। মনু ভাকের অলিম্পিক্সে জোড়া পদক জিতে দেশকে গর্বিত করেছেন। তবে তাঁর এই সাফল্যের পিছনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- অলিম্পিক্সে নতুন ইতিহাস লিখলেন মনিকা বাত্রা ! উঠলেন প্রি কোয়ার্টারে

সরকারি প্রোজেক্ট ‘খেলো ইন্ডিয়া’-তে অংশ নিয়েছিলেন মনু। প্রধানমন্ত্রী মোদি ‘খেলো ইন্ডিয়া’ শুরু করেছিলেন। এই উদ্যোগের মাধ্যমে দেশে ক্রীড়া পরিকাঠামো তৈরি হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতাও বাড়ানো হয়েছিল। স্কুল-কলেজ পর্যায় থেকেই ক্রীড়া প্রতিভা চিহ্নিত করা শুরু হয়েছিল।

চিহ্নিত প্রতিভাদের প্রশিক্ষণের জন্য ভাল প্রশিক্ষক নিয়োগ করা হয়েছিল। তাঁদের সঠিক পথে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। TOPS প্রকল্পের অধীনে ব্যবস্থা করা হয়েছিল যাতে তাঁরা কোনও আর্থিক অসুবিধার সম্মুখীন না হয়।

শুধুমাত্র মনু ভাকেরের প্রশিক্ষণের জন্য সরকার প্রায় ২ কোটি টাকা খরচ করেছিল, কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন। তাঁকে জার্মানি ও সুইজারল্যান্ডে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন মাণ্ডভ্য।

মনুকে নিজের পছন্দের কোচ নিয়োগের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী মনে করিয়ে দেন, আমরা সমস্ত ক্রীড়াবিদদের ভাল পরিবেশ ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

আরও পড়ুন- ২ লাখ টাকা হাতে পেলেন সৌরভ, তার পর যা করলেন…শুনে বলবেন, ‘দাদা বাঙালির গর্ব’

সোশ্যাল মিডিয়াতে #CheerForBharat দিয়ে দেশের খেলোয়াড়দের উৎসাহিত করার কথা বলা হয়েছিল। রবিবার অনুষ্ঠিত মহিলাদের এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন মনু ভাকের। এর পর সোমবার দলগত ইভেন্টেও তিনি ব্রোঞ্জ জিতেছেন।

একই অলিম্পিক্সে দুটি শ্যুটিংয়ে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে রেকর্ড গড়েছেন মনু। মন্ত্রী জানিয়েছেন, ভাল খেলোয়াড়দের চিহ্নিত করে আর্থিক সহায়তা দিতে পারলে অলিম্পিক্সে দেশ আরও পদক জিতবে।

Manu Bhaker: স্বাধীন ভারতের একমাত্র মেয়ে মনু, অলিম্পিক্সে এমন রেকর্ড গড়লেন যা কারও নেই

বন্দুকে ত্রুটির কারণে হতাশা ও চোখের জল নিয়েই ২০২০ টোকিও অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছিলেন মনু ভাকের। তবে ভেঙে না পড়ে স্বপ্ন পূরণের ইচ্ছেকে পরিণত করেছিলেন জেদে। আর সেই জেদ ও অদম্য পরিশ্রমের ফসল প্যারিস অলিম্পিক্সে ঘরে তুললেন ভারতীয় শুটার।
বন্দুকে ত্রুটির কারণে হতাশা ও চোখের জল নিয়েই ২০২০ টোকিও অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছিলেন মনু ভাকের। তবে ভেঙে না পড়ে স্বপ্ন পূরণের ইচ্ছেকে পরিণত করেছিলেন জেদে। আর সেই জেদ ও অদম্য পরিশ্রমের ফসল প্যারিস অলিম্পিক্সে ঘরে তুললেন ভারতীয় শুটার।
টোকিওতে তাঁকে খালি হাতে ফেরালেও প্যারিসে নিজের ভাগ্য নিজেই লিখলেন মনু ভাকের। একটি নয়, দুটি পদক জিতে ইতিহাসের পাতায় এমন নজির গড়লেন ২২ বছরের তরুণি যা নেই কোনও ভারতীয়র।
টোকিওতে তাঁকে খালি হাতে ফেরালেও প্যারিসে নিজের ভাগ্য নিজেই লিখলেন মনু ভাকের। একটি নয়, দুটি পদক জিতে ইতিহাসের পাতায় এমন নজির গড়লেন ২২ বছরের তরুণি যা নেই কোনও ভারতীয়র।
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে আগেই নয়া ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন। এবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও দেশকে পদক এনে দিলেন মনু ভাকর।
প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে আগেই নয়া ইতিহাস তৈরি করেছিলেন মনু ভাকের। ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে হিসেবে অলিম্পিক্সে পদক জিতেছিলেন। এবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টেও দেশকে পদক এনে দিলেন মনু ভাকর।
সোমবার তিনি ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে নেমেছিলেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে। অল্পের জন্য সোনা জয়ের ম্যাচে খেলার যোগ্যতা হাতছাড়া হয় ভারতীয় জুটির। তবে মঙ্গলবার ব্রোঞ্জ জয়ের সুযোগ হাতছাড়া করেননি দুই ভারতীয় শুটার।
সোমবার তিনি ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে নেমেছিলেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে। অল্পের জন্য সোনা জয়ের ম্যাচে খেলার যোগ্যতা হাতছাড়া হয় ভারতীয় জুটির। তবে মঙ্গলবার ব্রোঞ্জ জয়ের সুযোগ হাতছাড়া করেননি দুই ভারতীয় শুটার।
স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেনন তিনি। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে দুটি রুপো জিতেছিলেন তিনি। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ।
স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেনন তিনি। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে দুটি রুপো জিতেছিলেন তিনি। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ।
১৯৪৭ সালে স্বাধীনতার পরে এতদিন আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। এবার তা করে দেখালেন মনু ভাকের। একইসঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই আসনে বিরাজমান হলেন মনু। সকলেই ২টি করে অলিম্পিক্স মেডেল রয়েছে। তবে একই অলিম্পিকে দুটি পদক শুধুই মনু ভাকরের।
১৯৪৭ সালে স্বাধীনতার পরে এতদিন আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। এবার তা করে দেখালেন মনু ভাকের। একইসঙ্গে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একই আসনে বিরাজমান হলেন মনু। সকলেই ২টি করে অলিম্পিক্স মেডেল রয়েছে। তবে একই অলিম্পিকে দুটি পদক শুধুই মনু ভাকরের।