Tag Archives: Parliament

Parliament Speaker Nomination: NDA-র স্পিকার পদপ্রার্থী ফের ওম বিড়লা! বিরোধীদের হয়ে মনোনয়ন পেশ করলেন কংগ্রেসের কে সুরেশ

নয়াদিল্লি : অষ্টাদশ লোকসভার স্পিকার পদের মনোনয়ন পেশ হল আজ, মঙ্গলবার। এনডিএ-র তরফে স্পিকার পদপ্রার্থী হলেন ওম বিড়লা। অষ্টাদশ লোকসভার স্পিকার পদে মনোনয়ন পেশ করার দিন ছিল মঙ্গলবার। বেলা ১২টায় স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্দিষ্ট করা হয়।

সময়ের মধ্যেই এনডিএ-র স্পিকার পদপ্রার্থী ওম বিড়লা এদিন সকাল ১১.৩০ নাগাদ মনোনয়ন জমা দেন। বিরোধী জোটের স্পিকার পদপ্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করলেন কংগ্রেসের ৮ বারের সাংসদ কে সুরেশ।

প্রসঙ্গত, প্রোটেম স্পিকার হওয়ার জন্যও তাঁর নাম তুলেছিল কংগ্রেস। এদিন সংসদে প্রবেশের সময় রাহুল গান্ধি জানান, স্পিকার পদে বিপক্ষের সমর্থন চাইতে মল্লিকার্জুন খার্গেকে সোমবার ফোন করেছিলেন রাজনাথ সিং। তখন সব বিরোধীদের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দিতে হবে। এরপর মঙ্গলবার সকাল পর্যন্ত সে বিষয়ে রাজনাথের তরফে কোনও উত্তর না আসায় কে সুরেশ নমিনেশন ফাইল করেন।

আরও পড়ুন: লোকসভায় রাহুল গান্ধির শপথ, ‘মাথা উঁচু করে’ প্রত্যাবর্তন মহুয়ার! শপথ তালিকায় আর কারা?

উল্লেখ্য, প্রয়োজন পড়লে আগামিকাল বুধবার হতে পারে স্পিকার নির্বাচন। স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে রণকৌশল নেয় ইন্ডিয়া জোট। যদিও সূত্রের খবর, স্পিকার ও ডেপুটি স্পিকার পদের জন্য সহমতের ভিত্তিতে এগোতে চাইছে মোদি সরকার। বিরোধীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিংহ ও কিরেণ রিজিজুকে। ইন্ডিয়া জোটের তরফে প্রার্থী প্রত্যাহার না করা হলে, ভারতীয় সংসদের ইতিহাসে প্রথমবার বুধবার স্পিকার পদে নির্বাচন হবে।

স্পিকার পদের নির্বাচন কীভাবে হয়?

* সংসদ কক্ষের মধ্যেই হয় নির্বাচন।
* সংবিধানের ৯৩ নং আর্টিকল মেনে স্পিকার পদের নির্বাচন হয়।
* ⁠এরপর একটি রেজোলিউশন পাশের মধ্যে দিয়ে লোকসভার সাংসদেরা ভোটাভুটি করেন।
* ⁠যে প্রার্থীর পক্ষে সবচেয়ে বেশি “হ্যাঁ” ভোট পড়ে তিনিই স্পিকার হিসেবে নির্বাচিত হন।

Parliament Update: লোকসভায় রাহুল গান্ধির শপথ, ‘মাথা উঁচু করে’ প্রত্যাবর্তন মহুয়ার! শপথ তালিকায় আর কারা?

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় ১৮তম লোকসভা অধিবেশনের প্রথম দিন সোমবার। আজ মঙ্গলবার যাঁরা সংসদে শপথ নিতে চলেছেন সেই নামগুলির মধ্যে রয়েছেন রাহুল গান্ধি, অখিলেশ যাদব, মহুয়া মৈত্র, সুপ্রিয়া সুলে, কানিমোঝি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতারা।

হাউসের প্রো-টেম স্পিকার হিসাবে শপথ নিয়েছেন বিজেপির ভর্তৃহরি মাহতাব। ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফলে দেশে এনডিএ ২৯৩টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে সম্মত হয়েছে। সংসদে ম্যাজিক ফিগারের থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি পেয়েছে ২৪০টি আসন। অন্যদিকে বিরোধী দল ইন্ডিয়া ব্লকের হাতে রয়েছে ২৩৪টি আসন। ফলে আসন্ন অধিবেশনে উল্লেখযোগ্য ভাবে বদল আসতে চলেছে সরকার ও বিরোধী পক্ষের বাদানুবাদে। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

উল্লেখযোগ্য ভাবে লোকসভা থেকে বহিস্কৃত হওয়ার পরে ফের সংসদে ফিরতে চলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আবার লোকসভায় শপথ নিতে চলেছেন মহুয়া। কৃষ্ণনগর থেকে ৫৬ হাজারের বেশি ভোটে জিতে পুনরায় সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। যে লোকসভা থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল, সাড়ে ছ’মাসের মধ্যে সেখানে আবার ঝড় তুলতে চলেছেন বিতর্কিত নেত্রী।

18th Paliamentary Session: ‘সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, দেশ চালাতে ঐকমত্য,’ অধিবেশনের আগেই বিরোধীদের কড়া বার্তা মোদির

নয়াদিল্লি: শুরু হয়ে গেল দেশের ১৮ তম লোকসভার অধিবেশন৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ সাংসদ পদে শপথগ্রহণ করলেন অনেকেই৷ তাঁদের শপথগ্রহণ করালেন প্রোটেম স্পিকার ভার্ত্রুহরি মাহতাব৷ এদিন শপথবাক্য পাঠের তালিকায় ছিলেন রাজনাথ সিং, নিতিন গডকড়ি, শিবরাজ সিং চৌহান, ধর্মেন্দ্র প্রধান, সর্বানন্দ সোনোওয়ালের মতো নেতারা৷ তবে লোকসভার অধিবেশনের প্রথম দিনই বিরোধী কাঁটায় কণ্টকিত ছিল নতুন সংসদ ভবন চত্বর৷ সংবিধান হাতে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সদস্যেরা৷ বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন সনিয়া গান্ধিও৷

এদিন সাংসদ হিসাবে শপথগ্রহণের আগে সংবাদমাধ্যমের সামনে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যথারীতি তাঁর কথায় উঠে আসে বিরোধীদের প্রসঙ্গও৷ এমনকি, ১৯৭৫-এর কংগ্রেস আমলের জরুরি অবস্থার নিন্দাও শোনা যায় মোদির মুখে৷

বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে এদিন মোদিকে বলতে শোনা যায়, ‘‘দেশের মানুষ আইনসভার সদস্যদের কাছ থেকে কোনও নাটক চায় না, কোনও বাধা বিপত্তি চায় না৷ তাঁরা বিরোধীদের কাছ থেকে ভাল কোনও পদক্ষেপই আশা করে৷ আমি আশা করি, গণতন্ত্রের কথা মনে রেখে দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে পারবেন৷ মানুষ কাজ চায়, স্লোগান নয়৷’’

আরও পড়ুন: বদলে যাচ্ছে লাস্ট মেট্রোর সময়! আজ থেকেই শুরু…না জানলেই রাত বিরেতে বিপদ

মোদির কথায়, ‘‘দেশ দায়িত্বশীল বিরোধী চায় এবং যাঁরা ১৮তম লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন, তাঁদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে৷’’

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘গত ১০ বছরে, আমরা সবসময় একটি ঐতিহ্য বাস্তবায়নের চেষ্টা করেছি কারণ আমরা বিশ্বাস করি যে, সরকার চালাতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ পরিচালনার জন্য কোনও বিষয়ে সর্বসম্মত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই, সকলের সম্মতিতে এবং সকলকে একসঙ্গে নিয়ে মা ভারতীর সেবা করার এবং ১৪০ কোটি মানুষের আশা-আকাঙ্খা পূরণ করার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা করতে থাকব।”

আরও পড়ুন: কোন হরমোনের জন্য মাথায় টাক পড়ে জানেন? রোধ করার কোনও চিকিৎসা আছে? জানুন সম্পূর্ণ তথ্য

সোমবার নতুন সংবিধান ভবনে প্রথম প্রোটেম স্পিকারের পদে শপথগ্রহণ করান সাতবারের সাংসদ বি মাহতাবকে৷ তারপরে, মেহতাব বাকি সাংসদদের শপথবাক্য পাঠ করান৷ বাংলার সাংসদদের শপথগ্রহণ হবে আগামী মঙ্গলবার৷ বুধবার, নতুন স্পিকার নির্বাচিত হলে তিনি হাউসের সভাপতিত্ব করবেন।

TMC: কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতেই তৃণমূলের নয়া কৌশল? হঠাৎ হরিয়ানায় পাঁচ TMC সাংসদ

নয়াদিল্লি : হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে গিয়ে দেখা করলেন তৃণমূল সাংসদরা। এদিন দুপুরে হরিয়ানা-দিল্লি সীমান্তের একাধিক স্থানে আন্দোলনরত কৃষকদের সঙ্গে গিয়ে দেখা করলেন ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ-সহ পাঁচ সাংসদ। এর আগেও কৃষকদের আন্দোলনে সিংগু সীমান্তে প্রতিনিধিদল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। সংহতির বার্তা দিয়েছিল। এবার সাংসদ নির্বাচিত হওয়ার পরেও নতুন সাংসদরা দেখা করলেন কৃষক আন্দোলনকারীদের সঙ্গে।

গত শনিবারই মমতা জানান, হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে যাবে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তাঁরা সকলেই সাংসদ। দলে থাকবেন ডেরেক, নাদিমুল, সাগরিকা এবং দোলা সেন। গত শুক্রবার শিবসেনা (উদ্ধব) নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাকে প্রশ্ন করা হয় এমন সাক্ষাতের নেপথ্যে কি তাঁর কোনও রাজনৈতিক কৌশল রয়েছে?

আরও পড়ুন: দিল্লিতে ধুতি-পাঞ্জাবিতে শপথ নিলেন ছেলে…! বালুরঘাটে বাড়িতে বসে কী বললেন সুকান্তর মা! ‘অন্য’ সুর মায়ের গলায়

জবাবে মমতা বলেন, ‘‘আমরা সকলের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলতে চাই। সেই জন্য ‘ইন্ডিয়া’ শরিকদের সঙ্গে আলোচনাও জরুরি। তাই অভিষেক মুম্বই গিয়েছিলেন। সেই পর্যায়েই আমাদের প্রতিনিধি দল হরিয়ানায় গিয়ে কৃষক আন্দোলনকে সমর্থন জানাবে।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা ৪ জেলায় তাপপ্রবাহ সতর্কবার্তা…! দক্ষিণবঙ্গ জুড়ে বিরাট অশনি আবহাওয়ার! ৭ দিন কী হতে চলেছে? সতর্ক করল আলিপুর

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসলে নয়া কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতেই তৃণমূল কংগ্রেস আজকের দিনটিকে বেছে নিয়েছে। এদিন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েই কিষাণনিধি নিয়ে স্বাক্ষর করেছেন। আবার আন্দোলনরত কৃষকদের দাবি, তাঁরা নূন্যতম সহায়ক মূল্য পাচ্ছেন না। এছাড়া তাঁদের একাধিক দাবিও রয়েছে। এই অবস্থায় আজ হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

NDA Parliament Meet: পাশেই নীতীশ নায়ডু, সেন্ট্রাল হলে টিম NDA! সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত হলেন মোদি

নয়াদিল্লি: সংসদের সেন্ট্রাল হলে NDA-র সমস্ত জয়ী সাংসদদের নিয়ে বৈঠকে হাজির মোদি-শাহ-নাড্ডারা। মঞ্চে নরেন্দ্র মোদির একদম পাশেই দেখা যায় চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারকে। বেলা সাড়ে ১১টা থেকে এদিনের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আর্জি জানাবে NDA।

সংসদের সেন্ট্রাল হলের বৈঠকে নরেন্দ্র মোদির নাম লোকসভায় BJP-র সংসদীয় দলনেতা, NDA-এর দলনেতা এবং লোকসভার দলনেতা হিসেবে প্রস্তাব করেন রাজনাথ সিং। সেই প্রস্তাব সমর্থন করেন অমিত শাহ এবং অনুমোদন করেন নীতিন গড়করি। শরিক দলগুলির পক্ষ থেকে JD(S) প্রধান এইচ ডি কুমারস্বামী, TDP সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুও এই প্রস্তাব অনুমোদন করেন।

প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির পরপর তৃতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্ভবত ৯ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। বেশ কয়েকজন বিশ্ব নেতাদের উপস্থিতিতে হতে চলেছে শপথ গ্রহণ। যাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবারই এসে পৌঁছবেন। বৃহস্পতিবারই প্রধান নির্বাচন কমিশনার ও তার দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নবনির্বাচিত সদস্যদের তালিকা তাঁর কাছে জমা দেন।

সংসদের ভিতরে তখন হুলস্থুল, আতঙ্ক! কী করছিলেন রাহুল গান্ধি, ছবি শেয়ার করলেন কংগ্রেস নেতা

নয়াদিল্লি: সংসদের ভিতরে ঢুকে পড়েছেন দুই আগুন্তুক৷ হাতে থাকা গ্যাস ক্যানিস্টার থেকে হলুদ ধোয়া ছড়িয়ে স্লোগান দিতে শুরু করেছে তারা৷ মুহূর্তে অধিবেশন কক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ হতচকিত হয়ে পড়েন সাংসদরা৷ অনেকে ছোটাছুটিও করতে শুরু করেন৷ অনেকের মনেই তখন তেইশ বছর আগের সংসদ হামলার ছবিও ফিরে এসেছে৷ ঘটনাচক্রে আজই সেই ঘটনার বর্ষপূর্তি৷

অধিবেশন কক্ষের মধ্যে যখন এই ঘটনা ঘটছে তখন কী করছিলেন রাহুল গান্ধি? কংগ্রেসের শীর্ষ নেতার একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সুপ্রিয় শ্রীনাতে দাবি করেছেন, ঘটনার সময় ভয় না পেয়ে আসলে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রাহুল৷

রাহুল গান্ধির ছবি দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে কংগ্রেসের মুখপাত্র লিখেছেন, ?ভয় পেও না৷ শুধু মুখের কথা নয়, কাজেও করে দেখালেন৷? কংগ্রেস নেতা আরও লিখেছেন, সংসদে যখন হুলস্থুল চলছে, তখন জননেতা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন৷

আরও পড়ুন: পার্লামেন্টে ‘স্মোক অ্যাটাক’! গুরুগ্রামে গভীর রাতে বৈঠক, কী ভাবে তৈরি হয়েছিল ব্লু প্রিন্ট?

এ দিন বেলা ১.০২ মিনিটে লোকসভার অধিবেশন চলাকালীন দর্শকদের জন্য নির্দিষ্ট গ্যালারি থেকে অধিবেশন কক্ষের মধ্যে লাফ মারে এক যুবক৷ তার পিছন পিছন ঝাঁপ দেয় আরও একজন৷ অধিবেশন কক্ষে লাফ মারার পর সাংসদদের বসার জায়গার সঙ্গে রাখা টেবিলের উপর দিয়ে দৌড়তে শুরু করে ওই যুবক৷

এই ঘটনার কয়েক মুহূর্ত আগে সংসদ ভবনের বাইরে একই ভাবে হলুদ রংয়ের ধোঁয়া ছড়িয়ে একনায়কতন্ত্র বিরোধী স্লোগান দিতে দেখা যায় এক মহিলা এবং এক যুবককে৷ তাঁদেরও আটক করে পুলিশ৷ এই ঘটনায় মোট ৬ জন জড়িত বলে জানতে পেরেছে পুলিশ৷ তাঁদের মধ্যে পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে৷