Tag Archives: Parrot

Forest Parrot Attack: হাতি বাইসন তো আছেই, এবার আকাশ পথে হামলা চালাচ্ছে এরা! মাথায় হাত ভুট্টা-চাষিদের

আলিপুরদুয়ার: শস‍্য ক্ষেতে নতুন আতঙ্কের নাম বনটিয়া। ঝাঁকে ঝাঁকে এসে সাবাড় করে দিচ্ছে শস‍্য ক্ষেত। পরিস্থিতি এমনই যে কৃষকরা কিছুই করতে পারছেন না, যেন দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।আলিপুরদুয়ার জেলাজুড়েই ঘটছে এই ঘটনা।

বন টিয়ার এই উৎপাতের বিষয়টি জানানো হয়েছে বন দফতরকে। সকালে বনটিয়া পাখি ও রাতে বুনো হাতির তাণ্ডবে মারাত্মক ক্ষতিগ্ৰস্থ হচ্ছেন আলিপুরদুয়ার জেলার সাঁতালি ও লতাবাড়ি এলাকার কৃষকরা। সকালে ঝাঁকে ঝাঁকে বন টিয়া চলে আসে শস‍্যক্ষেতে। এলাকার কৃষকদের ভুট্টা ক্ষেতে হানা দিয়ে ভুট্টা খেয়ে চলে যাচ্ছে। কিছুই বাঁচছে না। এদিকে সন্ধে হলেই বুনো হাতির দল এলকার কৃষকদের শস‍্যক্ষেতে হানা দিচ্ছে।

আর‌ও পড়ুন: অবাক কাণ্ড! সরকারের পরিত্যক্ত জমি এখন ফলের বাগান

এই পরিস্থিতিতে বন টিয়াকে কীভাবে আটকাবেন তা বুঝতে পারছেন না একটু ঝগড়া। ভুট্টা এখনও পাকেনি, তার আগেই কাঁচা ভুট্টা সাফ করে দিচ্ছে পাখি। কয়েকজন কৃষক টিয়া পাখি ঠেকাতে গেলে তারা ঠুকরে রক্তাক্ত করে দিয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এই বিষয়ে অভিযোগ জানালেও বন দফতর কিছু করছে না বলে অভিযোগ। যদিও হ্যামিলটনগঞ্জ রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।

অনন্যা দে

Parrot Fever: ‘প‍্যারট ফিভারে’ মৃত ৫! সতর্ক করল হু, হাঁস মুরগীর মাংস খেলেও কি হতে পারে এই রোগ? জেনে নিন

ইউরোপ: করোনার আতঙ্কের দিনগুলি এখনও ভয় ধরায়। তার মাঝেই ‘সিটাকোসিস’ বা ‘প‍্যারট ফিভার’ নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা। মঙ্গলবার ‘হু’ এর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে প‍্যারট ফিভার সম্পর্কে।

জানা গিয়েছে, ইউরোপে বেশ কয়েকজন ব‍্যক্তি প‍্যারট ফিভারে আকান্ত।  প্রাথমিকভাবে ২০২৩ সালে শনাক্ত করা হয়েছিল সিটাকোসিস বা প‍্যারট ফিভার। এই রোগে আক্রান্ত হয়ে সেইসময় পাঁচজন ব‍্যক্তির মৃত‍্যুর খবরও পাওয়া গিয়েছিল । পাখি থেকেই ছড়াচ্ছে এই রোগ।

আরও পড়ুন: পেটে জমে থাকা সমস্ত ‘ময়লা’ বেরিয়ে আসবে! এক সপ্তাহ খান এই ৫ ফল, কোষ্ঠকাঠিন‍্য ধারে কাছে ঘেঁষবে না

ক্ল্যামিডিয়া পরিবারের পাখিদের থেকে ছড়াতে পারে এই রোগ। হাঁস, মুরগী থেকে শুরু করে টিয়া পাখি-সহ একাধিক পাখি থেকে মানুষের দেহে প্রবেশ করতে এই রোগের জীবাণু। পাখিদের মধ‍্যে অনেক সময় কোনও লক্ষণই দেখা যায় না। কিন্তু তাদের শ্বাস প্রশ্বাস, মল‍ থেকে ছড়িয়ে যায় প‍্যারট ফিভার।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, সংক্রামিত পাখির নিঃসরণে দূষিত ধূলিকণা শ্বাসের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে। সচরাচর এইভাবেই প‍্যারট ফিভারে আক্রান্ত হয় মানুষ। উপরন্তু, পাখি দ্বারা কামড় দিলে বা পাখির ঠোঁট এবং ব্যক্তির মুখের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যক্তি অসুস্থ হতে পারে। সংক্রমিত পশু খাওয়ার মাধ্যমে রোগ ছড়ায় না।

Knowledge Story: টিয়াপাখি কীভাবে মানুষের মতো কথা বলতে পারে কখনও ভেবেছেন? এর কারণ জানলে চমকে যাবেন

যখনই মানুষের সবচেয়ে প্রিয় পাখি নিয়ে কথা হবে, তখনই তোতা বা টিয়াপাখির নাম থাকবে। তারা বহু শতাব্দী ধরে মানুষের সঙ্গে রয়েছে। এই কারণেই কিছু টিয়াপাখি মানুষের ভাষাও শেখে।
যখনই মানুষের সবচেয়ে প্রিয় পাখি নিয়ে কথা হবে, তখনই তোতা বা টিয়াপাখির নাম থাকবে। তারা বহু শতাব্দী ধরে মানুষের সঙ্গে রয়েছে। এই কারণেই কিছু টিয়াপাখি মানুষের ভাষাও শেখে।
প্রকৃতপক্ষে, আপনি যদি একটি টিয়াপাখি পোষেন এবং প্রতিদিন তাকে আপনার ভাষা শেখানোর চেষ্টা করেন, তবে কিছু দিন পরে সে আপনার মতো কিছু কথা বলতে শিখে যাবে।
প্রকৃতপক্ষে, আপনি যদি একটি টিয়াপাখি পোষেন এবং প্রতিদিন তাকে আপনার ভাষা শেখানোর চেষ্টা করেন, তবে কিছু দিন পরে সে আপনার মতো কিছু কথা বলতে শিখে যাবে।
এই গুণ অন্য কোনও পাখির মধ্যে দেখা যায় না। এই কারণেই এই প্রশ্নটি সর্বদা মানুষের মনে থাকে যে এই পাখির মধ্যে এমন বিশেষ কী রয়েছে যে এটি মানুষের ভাষা অনুকরণ করতে পারে।
এই গুণ অন্য কোনও পাখির মধ্যে দেখা যায় না। এই কারণেই এই প্রশ্নটি সর্বদা মানুষের মনে থাকে যে এই পাখির মধ্যে এমন বিশেষ কী রয়েছে যে এটি মানুষের ভাষা অনুকরণ করতে পারে।
কয়েকশ বছর আগে, যখনই এমন কিছু ঘটেছিল যা মানুষ বুঝতে পারে না, তখনই তারা এটিকে একটি অলৌকিক ঘটনা হিসাবে দেখতে বা ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে শুরু করেছিল। কিন্তু বিজ্ঞানের উন্নতিতে যন্ত্র ও প্রযুক্তির সাহায্যে মানুষ খুঁজে বের করতে পেরেছে প্রতিটি জিনিস বা ঘটনার পিছনের আসল কারণ।
কয়েকশ বছর আগে, যখনই এমন কিছু ঘটেছিল যা মানুষ বুঝতে পারে না, তখনই তারা এটিকে একটি অলৌকিক ঘটনা হিসাবে দেখতে বা ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে শুরু করেছিল। কিন্তু বিজ্ঞানের উন্নতিতে যন্ত্র ও প্রযুক্তির সাহায্যে মানুষ খুঁজে বের করতে পেরেছে প্রতিটি জিনিস বা ঘটনার পিছনের আসল কারণ।
এই কারণেই টিয়াপাখির কথা বলার পিছনের বিজ্ঞানও জানা গিয়েছে। বিজ্ঞানীরা যখন টিয়া বা তোতাপাখির শরীর নিয়ে গবেষণা করেন, তখন তাঁরা জানতে পারেন যে তাদের ঘাড়ে সিরিনক্স নামক একটি অঙ্গ রয়েছে যা তাদের শ্বাসনালিতে অবস্থিত। এই অঙ্গটি তোতাকে মানুষের ভাষায় কথা বলতে সাহায্য করে।
এই কারণেই টিয়াপাখির কথা বলার পিছনের বিজ্ঞানও জানা গিয়েছে। বিজ্ঞানীরা যখন টিয়া বা তোতাপাখির শরীর নিয়ে গবেষণা করেন, তখন তাঁরা জানতে পারেন যে তাদের ঘাড়ে সিরিনক্স নামক একটি অঙ্গ রয়েছে যা তাদের শ্বাসনালিতে অবস্থিত। এই অঙ্গটি তোতাকে মানুষের ভাষায় কথা বলতে সাহায্য করে।
আসলে বিজ্ঞানীরা তোতাপাখির মস্তিষ্ক নিয়ে গবেষণা করছিলেন গত ৩৪ বছর ধরে। এই গবেষণায় দেখা গিয়েছে যে, তোতা বা টিয়াদের মস্তিষ্কের বাইরের বলয়ে উপস্থিত খোলস তাদের যে কোনও ভাষা শিখতে সাহায্য করে।
আসলে বিজ্ঞানীরা তোতাপাখির মস্তিষ্ক নিয়ে গবেষণা করছিলেন গত ৩৪ বছর ধরে। এই গবেষণায় দেখা গিয়েছে যে, তোতা বা টিয়াদের মস্তিষ্কের বাইরের বলয়ে উপস্থিত খোলস তাদের যে কোনও ভাষা শিখতে সাহায্য করে।
এভাবে যদি দেখা যায়, প্রতিটি পাখির মস্তিষ্কের বাইরের বলয়ে এই খোলস থাকে, তবে টিয়াপাখির খোলস অন্যান্য পাখির তুলনায় অনেক বড়। এর মানে হল যে এই পাখিরা অন্য যে কোনও পাখির চেয়ে দ্রুত যে কোনও ভাষা শিখতে পারে এবং বুঝতে পারে এবং পুনরাবৃত্তি করতে পারে।
এভাবে যদি দেখা যায়, প্রতিটি পাখির মস্তিষ্কের বাইরের বলয়ে এই খোলস থাকে, তবে টিয়াপাখির খোলস অন্যান্য পাখির তুলনায় অনেক বড়। এর মানে হল যে এই পাখিরা অন্য যে কোনও পাখির চেয়ে দ্রুত যে কোনও ভাষা শিখতে পারে এবং বুঝতে পারে এবং পুনরাবৃত্তি করতে পারে।