Tag Archives: Plant

Indoor Plant Benefits: এই তিনটি চেনা গাছ ঘরে রাখলেই হু-হু করে ঠান্ডা হবে ঘর! জানুন বিশেষজ্ঞের মত

কোচবিহার: এপ্রিল মাস থেকেই ধীরে ধীরে গরমের পরিস্থিতি বাড়তে শুরু করেছিল জেলা জুড়ে। বর্তমানে গরমের পরিস্থিতি সীমা ছাড়িয়েছে। সামান্য বৃষ্টিপাত হলেও গরমের পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত কমতে নারাজ। বাড়ির বাইরে যেমন গরম আবার বাড়ি ভিতরেও তেমনই গরম। তবে এই গরম থেকে রেহাই পাওয়ার কিছু প্রাকৃতিক উপায়ও রয়েছে। এমন কিছু গাছ রয়েছে যা ঘরের ভেতরের আবহাওয়া ঠান্ডা রাখতে সাহায্য করে।

ইনডোর প্ল্যান্ট বিশেষজ্ঞ চিনময় সাহা জানান, “ঘরের মধ্যে গাছপালা রাখলে যে শুধু প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘরকে ঠান্ডা রাখে সেটাই নয়। এই ধরনের গাছপালা ঘরের বাতাসে আর্দ্রতা বাড়িয়ে তোলে। এদের মধ্যে প্রথমেই আসে স্নেকপ্ল্যান্ট যেমন বাড়ির অক্সিজেন লেভেল বাড়াতে সাহায্য করে। ঠিক তেমনি বাতাস দূষণমুক্ত রাখতেও সাহায্য করে। এই গাছের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে। তার জেরেই এর থেকে গরম হাওয়ার বদলে ঠান্ডা হাওয়া নির্গত হয়। আবার বাতাসে আর্দ্রতাও বজায় থাকে।

আরও পড়ুন: বাড়ির ছাদেই চাষ হচ্ছে এই ফল! জটিল রোগের মহা-ওষুধ! সেই সঙ্গে দারুণ লাভ, বাড়বে আয়!

দ্বিতীয় রাবার গাছ, রাবার গাছ পরিবেশ থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দীর্ঘ ক্ষণ তাপ ধরে রাখতে সক্ষম। ফলে ঘরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে ঘর দ্রুত গরম হয়ে যায়। কাজেই ঘরের অক্সিজেন এবং উষ্ণতার মাত্রা বজায় রাখতে এই গাছ দারুণ কার্যকর।

বাতাস বিশুদ্ধ করতে মানি প্ল্যান্ট খুবই কার্যকর। মানি প্ল্যান্ট বাতাস থেকে একাধিক বিষাক্ত পদার্থ দূর করতে পারে। বিশুদ্ধ বাতাস সব সময়ই বেশি ঠান্ডা। বাড়িতে জায়গার অভাব না থাকলে বসার ঘরে রাখতেই পারেন এরিকা পাম।। এরিকাপাম এক দিকে ঘর ঠান্ডা রাখে। আবার দেখতেও ভাল লাগে। শুধু বাড়ি নয়, এই গাছটি হোটেল, অফিস এবং অন্যান্য উন্মুক্ত স্থানে সাজাতেও ব্যবহৃত হয় এই গাছ।

Sarthak Pandit

Summer Tips For Plants: গরমে গাছে কতবার জল দেওয়া উচিত? কী করে বাঁচাবেন বাগানের গাছ? জানুন

তমলুক: বৈশাখের শুরু থেকে তীব্র দাবদাহ শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তীব্র গরমের হাত থেকে রেহাই নেই মানুষ পশুপাখি থেকে গাছগাছালির। তবে এই গরমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগান। গরমের দিনে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের সমস্ত গাছ মরে যায়। কিন্তু এই তীব্র দাবদাহের গরমে বাগানের যত্ন কীভাবে নেবেন তা ভেবে পাচ্ছেন না! তাহলে আপনার চিন্তা নেই জেনে নিন তীব্র গরমে বাড়ির সামনে বাগান বা ছাদে টবে যত্নে লাগানো আপনার গাছ-গাছালি কীভাবে রক্ষা করবেন।

তীব্র রোদে বা গরমের দিনে বাগানের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম গাছগুলি শুকিয়ে যাওয়া। জলের অভাবে গাছগুলি শুকিয়ে যায়। তীব্র রোদের মধ্যে থেকে গাছেদের জল সংকট হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সকাল সন্ধ্যা দুই বেলা গাছে জল দেওয়ার পরেও গাছ শুকিয়ে যাচ্ছে। যার অন্যতম কারণ জলের পাশাপাশি গাছটির পর্যাপ্ত ছায়া প্রয়োজন হয়। সব থেকে বেশি সমস্যা দেখা যায় ছাদের ওপর টবে লাগানো গাছের। খোলা আকাশের নিচে একদিকে রোদের তাপ অন্যদিকে ছাদের ওপর টবে থাকায় ছাদের গরমে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হয়। গাছগুলি শুকিয়ে মারা যায়। তাই গরমের দিনে বাগানের প্রতি যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আরও পড়ুন: টক ডাল মাস্ট! গরম থেকে বাঁচতে দুপুরে কী কী খাবেন? জানুন ডায়েট চার্ট

গরমের দিনে কীভাবে বাগানের যত্ন নেওয়া যায় সে বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের যোগীখোপ গ্রামের এক নার্সারির মালিক জানান, গরমের দিনে গাছের পরিচর্যায় বাড়িতে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে ছাদে টবে লাগানো গাছের যত্ন নেওয়ার জন্য আগেই চড়া রোদে পড়া জায়গা থেকে টবগুলি অন্যত্র সরিয়ে নিতে হবে।  বাগান বাঁচাতে হলে বাগানের ওপর খড়ের বা গ্রিনশেড দিয়ে আচ্ছাদন করতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা গাছের পরিচর্যা পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল গাছের গোড়ায় না দিয়ে পাতায় স্প্রে করা প্রয়োজন। গরমের দিনে গাছের গ্রোথের জন্য কোনও ধরনের রাসায়নিক প্রয়োগ গাছের ক্ষতি করে। তীব্র গরমের রাসায়নিক সার খইল প্রয়োগেও গাছ মারা যেতে পারে।

চড়া রোদের হাত থেকে বাগান রক্ষা করতে সরাসরি সূর্যের আলো পড়ে না এমন জায়গায় গাছগুলি স্থানান্তরিত করে নেওয়া প্রয়োজন বলে জানান ওই নার্সারির মালিক। বর্তমান সময়ে টবে বাগান করার প্রবণতা বাড়ছে। কিন্তু বাগান তীব্র গরমের দিনের সঠিক পরিচর্যা দরকার হয়। কারণ বাগানের কাজ প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠে না। ফলে গরমের কালে তীব্র দাবদহে বাগান সুস্থ সবল রাখতে অবশ্যই এই পন্থা অবলম্বন করুন।

সৈকত শী

Plant Care: বাগানের গাছ মরে যাচ্ছে? পোকা ধরেছে? এই নিয়মে চুলের পাশাপাশি গাছেও ব্যবহার করুন শ্যাম্পু!

চুল পরিষ্কার করার কাজে আমরা সবাই শ্যাম্পু ব্যবহার করি।মাথার ত্বক থেকে ধুলো-ময়লা, অতিরিক্ত তেল পরিষ্কার করতে শ্যাম্পুর ভূমিকা অনস্বীকার্য। তবে অনেকেই জানেন না এই শ্যাম্পু যেমন চুল পরিষ্কার করার কাজে লাগে তেমনি গাছের যত্নতেও ব্যবহার করা হয় শ্যাম্পু (Photo source collected)
চুল পরিষ্কার করার কাজে আমরা সবাই শ্যাম্পু ব্যবহার করি।মাথার ত্বক থেকে ধুলো-ময়লা, অতিরিক্ত তেল পরিষ্কার করতে শ্যাম্পুর ভূমিকা অনস্বীকার্য। তবে অনেকেই জানেন না এই শ্যাম্পু যেমন চুল পরিষ্কার করার কাজে লাগে তেমনি গাছের যত্নতেও ব্যবহার করা হয় শ্যাম্পু (Photo source collected)
যদি গাছের পাতা কুঁকড়ে যায় ,কিংবা গাছে ফলন না আসে অথবা গাছে পোকার আক্রমণ দেখা যায় তবে শ্যাম্পু দিলেই আপনার গাছের সমস্ত সমস্যার সমাধান মিলবে নিমেষে।
যদি গাছের পাতা কুঁকড়ে যায় ,কিংবা গাছে ফলন না আসে অথবা গাছে পোকার আক্রমণ দেখা যায় তবে শ্যাম্পু দিলেই আপনার গাছের সমস্ত সমস্যার সমাধান মিলবে নিমেষে।
কলা গাছ থেকে শুরু করে যে কোন গাছেই আপনি ব্যবহার করতে পারবেন এই শ্যাম্পু। কী বলছেন কৃষি বিশেষজ্ঞ? জানুন
কলা গাছ থেকে শুরু করে যে কোন গাছেই আপনি ব্যবহার করতে পারবেন এই শ্যাম্পু। কী বলছেন কৃষি বিশেষজ্ঞ? জানুন
বাগান, ছাদ বা ব্যালকনির গাছে একটা বড় সমস্যা হল পোকামাকড়ের আক্রমণ। এইপোকার আক্রমণের ফলে গাছের পাতা মরে যাওয়া থেকে শুরু করে ফুল ফল কমে যাওয়া পাতার জৌলুস নষ্ট হয়ে যাওয়ার মত একাধিক সমস্যা দেখা দিতে পারে।
বাগান, ছাদ বা ব্যালকনির গাছে একটা বড় সমস্যা হল পোকামাকড়ের আক্রমণ। এইপোকার আক্রমণের ফলে গাছের পাতা মরে যাওয়া থেকে শুরু করে ফুল ফল কমে যাওয়া পাতার জৌলুস নষ্ট হয়ে যাওয়ার মত একাধিক সমস্যা দেখা দিতে পারে।
এই সমস্যার সমাধানে বাজারে রাসায়নিক কীটনাশক পাবেন বেশ কিছু। তবে আপনি যদি নতুন বাগানি হন ও কীটনাশকের মাপে সামান্য গোলমাল করে বসেন তবে সেই কীটনাশক ব্যবহারে ক্ষতি হবে আপনারই। গাছে রোগ পোকার উৎপাত থেকে মুক্তি পেতে ব্যবহার করুন শ্যাম্পু ।
এই সমস্যার সমাধানে বাজারে রাসায়নিক কীটনাশক পাবেন বেশ কিছু। তবে আপনি যদি নতুন বাগানি হন ও কীটনাশকের মাপে সামান্য গোলমাল করে বসেন তবে সেই কীটনাশক ব্যবহারে ক্ষতি হবে আপনারই। গাছে রোগ পোকার উৎপাত থেকে মুক্তি পেতে ব্যবহার করুন শ্যাম্পু ।
কৃষি বিশেষজ্ঞ অবেন দেবশর্মা জানান, এক লিটার জলে এক চা চামচ শ্যাম্পু গুলে নিন এরপর সেই জল গাছের পাতায় ও গাছের ডালে স্প্রে করে নিন তবে মাটিতে দেবেন না এই জল। সাত দিন পর পর একমাস এই শ্যাম্পু জল গাছে ব্যবহার করলেই গাছের সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন। (তথ্য: পিয়া গুপ্তা)
কৃষি বিশেষজ্ঞ অবেন দেবশর্মা জানান, এক লিটার জলে এক চা চামচ শ্যাম্পু গুলে নিন এরপর সেই জল গাছের পাতায় ও গাছের ডালে স্প্রে করে নিন তবে মাটিতে দেবেন না এই জল। সাত দিন পর পর একমাস এই শ্যাম্পু জল গাছে ব্যবহার করলেই গাছের সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন। (তথ্য: পিয়া গুপ্তা)

Viral Video: মিসাইল ছুড়ছে, ফাটাচ্ছে বোমা! রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝে সোশ্যাল মিডিয়ায় কাঁপাচ্ছে ভাইরাল গাছ! দেখুন…

#ভাইরাল : রাশিয়া ও ইউক্রেন, দুই প্রতিবেশ দেশের মধ্যে চলছে যুদ্ধ। ইউক্রেনের মাটিতে ক্রমাগত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রুশ সেনা। টক্কর দেওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কার্যত কোণঠাসা ইউক্রেন। এদিকে, যুদ্ধের এই আবহে ইউক্রেনের বিদ্ধস্ত ছবি, যুদ্ধক্লান্ত দুই দেশের মানুষের দুরবস্থার ছবি বার বার ভেসে উঠছে সোশ্যাল মিডিয়াতে। এরইমধ্যে এক নতুন ভিডিও (Viral Video) ব্যাপক ট্রেন্ড করতে শুরু করেছে যার সঙ্গে যুদ্ধের প্রত্যক্ষ যোগ না থাকলেও একটা পরোক্ষ যোগ রয়েই গিয়েছে। এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শুধু যে মানুষই ক্ষেপণাস্ত্রের ব্যবহার করতে পারে তা নয়, পাল্লা দিয়ে উদ্ভিদজগতেও (Viral Plant Video)  এর খোঁজ পাওয়া যায়।

আরও পড়ুন: অগ্নিসাক্ষীর আগেই বিয়েবাড়িতে তুলকালাম! হঠাৎ বিয়ে ভেঙে দিলেন কনে, নেপথ্যে বড় ‘কারণ’!

শুনে আশ্চর্য লাগলেও, এটাই সত্যি! আজ আমরা আপনাকে এমন একটি উদ্ভিদ সম্পর্কে জানাবো যেটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পাশাপাশি বোমার মতো বিস্ফোরণ ঘটাতেও সক্ষম। অবিশ্বাস্য শোনালেও এই গাছের ভিডিও দেখে মাথা ঘুরে যাবে আপনারও।

আরও পড়ুন:অনিল কাপুর-শ্রীদেবীর ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির শিশুশিল্পী টিনাকে মনে আছে? দেখুন টিনার বর্তমান ছবি!

তাঁর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে এই গাছটির একটি ভিডিও শেয়ার করেছেন IFS অফিসার সুশান্ত নন্দা। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেটমাধ্যমে। এই গাছের (Viral Video) ভিডিও দেখে আপনারও চক্ষু চড়কগাছ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। জেনে অবাক হবেন যে, এই উদ্ভিদটি তার লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে “ক্ষেপণাস্ত্র” ছুঁড়তে পারে। অদ্ভুত বৈশিষ্ট্যের ওই গাছটির (Viral Plant Video)  নাম হল Wood Sorrel plant। এই গাছটি কার্যত ক্ষেপণাস্ত্রের মাধ্যমেই হামলা চালাতে সক্ষম।

Wood Sorrel নামের এই গাছটিকে কেউ আঘাত করলেই সেটি এভাবে প্রতিক্রিয়া জানায়। পাশাপাশি, স্পর্শ করার চেষ্টা করলেই এটি রেগে যায়। তারপরেই শুরু হয় বিস্ফোরণ (Viral Video) । কেউ জ্বালাতন করার সাথে সাথে এই গাছের বীজ কার্যত বোমায় পরিণত হয় এবং যে ব্যক্তি এটি স্পর্শ করে তার উপর তা নিক্ষেপিত হয় (Viral Plant Video)। এই গাছটি বিশেষত ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকোতে সর্বাধিক দেখা যায়।

আরও পড়ুন:মাসিকে ভালোবেসে বিয়ে বোনপোর! বর-কনে ঘরে ঢুকতেই তোলপাড়, থানায় ছুটল নব দম্পতি

এছাড়াও, বিশ্বের বেশিরভাগ অংশেই কখনও সখনও পাওয়া যায় এই গাছ (Viral Plant Video) । যখন এই উদ্ভিদটি আক্রমণ শুরু করে, তখন এটির বীজ প্রায় ৪ মিটার দূর পর্যন্ত নিক্ষেপিত হয় বলে জানাচ্ছেন উদ্ভিদবিদরা। জানা গিয়েছে যে, এই উদ্ভিদের বীজগুলি তাদের সঞ্চিত চাপ শক্তির কারণে তীব্র গতিতে বিস্ফারিত হতে সক্ষম। যে বস্তুটি এটিকে উদ্দীপিত করে সেই বস্তুটিকে লক্ষ্য করেই এই আক্রমণ ঘটে। এরপরে, বীজগুলি কার্যত বোমার আকারে নিক্ষেপিত হয়। এই দৃশ্য সত্যিই দেখার মত।

আরও পড়ুন:রসগোল্লাকে ইংরেজিতে কী বলে? ৯৯% মানুষই দিয়েছে ভুল উত্তর! আপনার কি জানা?

এই ভিডিওটি নেটমাধ্যমে আসার পরই তা দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি, নেটিজেনরা প্ৰতিক্রিয়াও দিতে থাকেন ভিডিওটি দেখে। মোট ১৩ সেকেন্ডের এই ভিডিওটি অবাক করে দিয়েছে সকলকে। একটি উদ্ভিদের এইরকম আক্রমণের দৃশ্য যে সত্যিই বিরল তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন সকলেই।