Tag Archives: plastic

Bengal Mat: আধুনিকতার ছোঁয়ায় অস্তিত্ব সঙ্কটে বাংলার ঐতিহ্যবাহী মাদুর শিল্প

গরমে নাজেহাল পরিস্থিতি, বিছানায় গা ঠেকানো রীতিমতো দায় হয়ে পড়ছে মানুষের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে মেঝেতে মাদুর পেতে শুলে কিছুটা হলেও মেলে স্বস্তি
গরমে নাজেহাল পরিস্থিতি, বিছানায় গা ঠেকানো রীতিমতো দায় হয়ে পড়ছে মানুষের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে মেঝেতে মাদুর পেতে শুলে কিছুটা হলেও মেলে স্বস্তি
আজও গ্রামবাংলায় সেই রীতি দেখা দেখা যায়, তবে হাতে বোনা মাদুরের জায়গা নিয়েছে প্লাষ্টিকের মাদুর। আর এই প্লাষ্টিকের মাদুরের দাপটে গ্রামবাংলার প্রাচীন এই কুটির শিল্প প্রায় অবলুপ্তির পথে
আজও গ্রামবাংলায় সেই রীতি দেখা দেখা যায়, তবে হাতে বোনা মাদুরের জায়গা নিয়েছে প্লাষ্টিকের মাদুর। আর এই প্লাষ্টিকের মাদুরের দাপটে গ্রামবাংলার প্রাচীন এই কুটির শিল্প প্রায় অবলুপ্তির পথে
বর্তমানে বাজারে হাতে বোনা মাদুরের চাহিদা ক্রমশ কমে যাওয়ায় অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত থাকা একাধিক পরিবার
বর্তমানে বাজারে হাতে বোনা মাদুরের চাহিদা ক্রমশ কমে যাওয়ায় অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত থাকা একাধিক পরিবার
মাদুর শিল্পের করুন পরিস্থিতির বর্তমান ছবিটা দেখা গেল উত্তর ২৪ পরগনার স্বরুপনগর থানার চারঘাট এলাকায়। এই এলাকার চারঘাট বাজারের একসময় হাতে বোনা মাদুরের জন্য সুনাম ছিল সারা রাজ্যে
মাদুর শিল্পের করুন পরিস্থিতির বর্তমান ছবিটা দেখা গেল উত্তর ২৪ পরগনার স্বরুপনগর থানার চারঘাট এলাকায়। এই এলাকার চারঘাট বাজারের একসময় হাতে বোনা মাদুরের জন্য সুনাম ছিল সারা রাজ্যে
বেশ কয়েক বছর আগেও চারঘাট মাদুর বাজার গমগম করত মাদুর শিল্পী ও ব্যবসায়ীদের আনাগোনায়। কয়েক বছর আগে পর্যন্তও ২৫-৩০ জন ব্যবসায়ী এই বাজারে মাদুরের ব্যবসা করলেও, আজ মাদুর শিল্পের দৈন্যদশায় চারঘাট মাদুর বাজারে ব্যবসায়ীর সংখ্যাটা মাত্র একজনে এসে দাঁড়িয়েছে
বেশ কয়েক বছর আগেও চারঘাট মাদুর বাজার গমগম করত মাদুর শিল্পী ও ব্যবসায়ীদের আনাগোনায়। কয়েক বছর আগে পর্যন্তও ২৫-৩০ জন ব্যবসায়ী এই বাজারে মাদুরের ব্যবসা করলেও, আজ মাদুর শিল্পের দৈন্যদশায় চারঘাট মাদুর বাজারে ব্যবসায়ীর সংখ্যাটা মাত্র একজনে এসে দাঁড়িয়েছে
এখন সেইসব অতীত। বর্তমানে হাতে বোনা মাদুরের জায়গায় প্লাস্টিক মাদুর বাজার দখল করায় অস্তিত্ব সঙ্কটের মুখে এইসব এলাকার হাতে বোনা মাদুর শিল্প
এখন সেইসব অতীত। বর্তমানে হাতে বোনা মাদুরের জায়গায় প্লাস্টিক মাদুর বাজার দখল করায় অস্তিত্ব সঙ্কটের মুখে এইসব এলাকার হাতে বোনা মাদুর শিল্প
চারঘাটের মাদুর শিল্পীদের একটাই আর্জি, বাংলার এই মাদুর শিল্পকে বাঁচাতে যদি সরকার কোন উদ্যোগ নেয়, তাহলে আবার অনেকেই এই পুরনো পেশায় ফিরে আসবে। আবারও স্বমহিমায় ফিরবে বাংলার হাতে বোনা মাদুর শিল্প
চারঘাটের মাদুর শিল্পীদের একটাই আর্জি, বাংলার এই মাদুর শিল্পকে বাঁচাতে যদি সরকার কোন উদ্যোগ নেয়, তাহলে আবার অনেকেই এই পুরনো পেশায় ফিরে আসবে। আবারও স্বমহিমায় ফিরবে বাংলার হাতে বোনা মাদুর শিল্প

Local News: সকাল কিংবা বিকাল, বস্তা হাতে রোজ ওরা কারা হাঁটছে রায়দিঘিতে!

দক্ষিণ ২৪ পরগনা: কখনও সকালে আবার কখনও বিকালে বস্তা হাতে নিয়ে রায়দিঘিতে ঘুরতে দেখা যাচ্ছে একদল যুবককে। কী তাদের উদ্যেশ্য জানতে চান অনেকেই‌। আসুন সেটাই আপনাদের সামনে তুলে ধরা যাক।

আরও পড়ুন: ভোট ঘোষণা হয়ে যাওয়ায় দরকারি এই পরিষেবা শুরু করা গেল না…

প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে রাস্তায় নেমেছেন এঁরা। বস্তা নিয়ে ঘুরে ঘুরে প্লাস্টিক সংগ্রহ করেন। শুধু প্লাস্টিক সংগ্রহ নয়, সেগুলিকে নষ্ট করার ব্যবস্থাও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রায়দিঘি মিস্ত্রি পাড়ায়। স্থানীয় যুবকদের এই প্রচেষ্টা নজর কেড়েছে সকলের। প্রায় ৭৫ টি পরিবারের কাছ থেকে এই প্লাস্টিক সংগ্রহ করা হচ্ছে। এই কাজে সহযোগিতা করছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় ৫০ কেজির মত প্লাস্টিক একসঙ্গে সংগ্রহ করা হচ্ছে। এই বিপুল পরিমাণ প্লাস্টিক এতদিন পরিবেশে বর্জ্য পদার্থ হিসাবে ফেলে দেওয়া হত।

তবে এবার সেগুলিকে সংগ্রহ করে নষ্ট করে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে এই প্লাস্টিকগুলিকে পুনঃব্যববহারযোগ্য করা যায় কিনা সেটাই দেখা হচ্ছে। এছাড়াও শক্ত প্লাস্টিকগুলি থেকে ফুলদানি সহ অন্যান্য শৌখিন জিনিসপত্র তৈরি করা যায় কিনা সেই দিকটি দেখা হচ্ছে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই নিয়ে স্থানীয় এক সমাজসেবী সুদীপ মণ্ডল জানান, বর্তমানে পরিবেশের মৃত্যুদূত হয়ে দেখা দিয়েছে প্লাস্টিক। বিশেষ করে সুন্দরবন এলাকায় প্লাস্টিক জাতীয় বর্জ্য পরিবেশে ব্যাপক প্রভাব ফেলছে। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটি বাড়ি থেকে প্লাস্টিক জাতীয় বর্জ্য সংগ্রহ করবেন।
প্রাথমিকভাবে ঠিক হয় প্রতি বাড়ি থেকে গড়ে ১ কেজি করে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। এই কাজে প্রায় ৭৫ টি পরিবার সহযোগিতা করছে বলে জানা গিয়েছে।

নবাব মল্লিক