Tag Archives: Raju Bista

Lok Sabha Election Results 2024-Raju Bista: সবুজ ঝড়ের মধ্যেই পাহাড়ে উড়ল কমলা আবির! বিপুল ভোটে জয়ী রাজু বিস্তা! BJP-তেই ভরসা

দার্জিলিং : রাজ্যে তৃণমূলের জয়জয়কার হলেও দার্জিলিং জেলায় জয়ী গেরুয়া ব্রিগেড। গণনা শেষ হতেই পাহাড় জুড়ে সেলিব্রেশন। তৃণমূল প্রার্থী গোপাল লামাকে হারিয়ে পাহাড়ে জয়ী রাজু বিস্তা। জয় নিশ্চিত হতেই আনন্দে মাতলেন কর্মী সমর্থকরা।পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হল দার্জিলিং লোকসভা কেন্দ্র। স্বাধীনতার পর থেকেই, এই কেন্দ্রে পৃথক গোর্খাল্যান্ড গঠনের দাবিতে আন্দোলন মাথাচাড়া দিয়েছিল। তাই স্বাধীনতার পর থেকে বারবারই এই কেন্দ্রের রাজনৈতিক মেজাজ বদলেছে।এবারের নির্বাচনে এই কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিজেপি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস।

দার্জিলিং-র মোট ভোটদাতার সংখ্যা ১৬,১১,৩১৭। ২০১৯-এ ভোট দিয়েছিলেন ১২,৬৭,২৭০ জন। পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের প্রায় সবকটিতেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল মূলত তৃণমূল ও বিজেপির মধ্যেই। ভোট প্রাপ্তির নিরিখে বাম-কংগ্রেস পিছিয়ে ছিল অনেকটাই। ২০১৯ সালে দার্জিলিঙে বিজেপির টিকিটে গত বার তৃণমূলের অমর সিং রাইকে হারিয়ে জিতেছিলেন রাজু বিস্তা । পেয়েছিলেন ৭ লাখ ৫০ হাজার ৬৭ ভোট । এবারও বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তা।

আরও পড়ুন: চাকরির ইন্টারভিউতে নাচতে বলা হল যুবতীকে! এক ঘর লোকের সামনে একী কাণ্ড! তুমুল ভাইরাল ভিডিও

রাজু বিস্তা বলেন, ” এই জয় পাহাড়ের মানুষের জয়। গোর্খা জনজাতি যে স্বপ্ন নিয়ে বাঁচছে, এই জয় সেই স্বপ্নের জয়। ‘ তিনি আরও বলেন, বিজেপি এবার পাহাড়ের আঞ্চলিক দল জিএনএলএফ, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা-সহ আরও চারটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়াইয়ে নেমেছিল। এই জয় তাদেরও জয়। বাংলায় জিতলেও পাহাড় জয় কিন্তু এবারেও অধরা থেকে গেল তৃণমূলের। অন্য দিকে পাহাড়ে ফের জেতার পর আগামী লক্ষ্যে এগিয়ে যাবার দিকে অবিচল রাজু বিস্তা।

অনির্বাণ রায়

Lok Sabha Election Result: অন্যায়ের উপর ন্যায়ের জয় হবে! দার্জিলিংয়ের এগিয়ে বললেন রাজু বিস্তা

দার্জিলিং: পশ্চিমবঙ্গের রাজনীতিতে লোকসভা ভোটে সবসময়ই বিশেষ ভূমিকা নিয়েছে পাহাড় ৷ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের দার্জিলিংয়ের প্রার্থী ছিলেন রাজু বিস্তা ৷ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ হন ৷ এবারও তাঁর উপরই ভরসা রেখেছে বিজেপি৷ তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে গোপাল লামাকে৷ এদিন সকালে মহাকাল বাবার মন্দিরে পুজো দিয়ে দার্জিলিং গভমেন্ট কলেজের গণনা কেন্দ্রে উদ্দ্যেশে যান বিজেপি প্রার্থী রাজু বিস্তা। সেখানে সকলের সঙ্গে দেখা করেন। এবারও তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন বলে আশাবাদী।

আরও পড়ুনঃ চলছে ভোট গণনা! বাংলায় কে কটা আসনে এগিয়ে? কী বলছে লেটেস্ট ট্রেন্ড? দেখুন শেষ মুহূর্তের আপডেট

রাজু বিস্তা বলেন, ‘গণনা চলছে । এখনও পর্যন্ত ৪ রাউন্ড গণনা হয়েছে। দার্জিলিংয়ের মানুষের জয় হবে। অন্যায়ের উপর ন্যায়ের জয় হবে। এটা নিশ্চিত।’ পাশাপাশি গোটা দেশেও ভাল ফল করবে আশাবাদী তিনি। রাজু বিস্তার সঙ্গে এদিন ছিলেন জিএনএলএফের সভাপতি মন ঘিসিং, বিধায়ক নিরোজ জিম্বা। তিনি আরও বলেন, সমগ্রভাবে দেখতে হলে পাহাড়ের মানুষের জয় হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। তবে দিনের শেষে ভোটগণনার পর এই কেন্দ্রে জনতা কাকে বসাবেন, তা জানা যাবে ৷

উল্লেখ্য, গত ২০১৯ লোকসভা নির্বাচনে প্রায় আড়াই লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন রাজু বিস্তা ৷ এবার তাঁর লক্ষ্য ৪ লক্ষ ভোটে জয়ী হওয়ার ৷ বিজেপি এবার পাহাড়ের আঞ্চলিক দল জিএনএলএফ, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা-সহ আরও চারটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করে লড়াইয়ে নেমেছে ৷ তবে এবার ওই আসনে ত্রিমুখী লড়াই বেশ প্রাসঙ্গিক বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

অনির্বাণ রায়

Lok Sabha Elections 2024: বিষ্ণুর বিরুদ্ধে কমিশনে গেল রাজু বিস্তা, দলীয় বিধায়কের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার অভিযোগ সাংসদের

আবীর ঘোষাল, দার্জিলিং: আবহাওয়া শীতল। কিন্তু রাজনৈতিক উত্তাপ বজায় রয়েছে দার্জিলিংয়ে। পাহাড়ের একাধিক নেতার রাজনৈতিক দল বদলের প্রেক্ষিত। নির্বাচনের আগে একে অপরের সঙ্গে সংযোগের প্রেক্ষিত ঘিরে বেশ রাজনৈতিক তরজা জারি পাহাড়ে ৷ মেঘ, কুয়াশার আড়ালে এরই মধ্যে ফের প্রকাশ্যে এল রাজু বিস্তা বনাম বিষ্ণুর লড়াই ৷

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ লাইভ

আরও পড়ুন- আরও সাত দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা, বাড়বে গরম, উইকেন্ডে চরমে উঠবে আবহাওয়া !

নির্বাচনের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজু বিস্তা ৷ তিনি জানিয়েছেন, ‘‘সাম্প্রতিক অতীতে, বিষ্ণু প্রসাদ শর্মা (বি পি বাজগাইন) বিভিন্ন অসদুপায়ে ক্রমাগত এলাকার ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তিনি একনাগাড়ে আমার সম্মানহানি করে, বিভ্রান্তিকর একাধিক তথ্য পেশ করে এবং ভিত্তিহীন অপমানজনক বক্তব্য উপস্থাপন করে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা করছেন। এটি একটি অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক ষড়যন্ত্র, যার উদ্দেশ্য শুধুমাত্র আমার সুনাম কালিমালিপ্ত করা এবং ভোটারদের বিভ্রান্ত করা। তাই আমি বিষ্ণুপ্রসাদ শর্মার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করব, আর আমি নির্বাচন কমিশনকেও চিঠি লিখেছি এই বিষয়টি যথাযথভাবে বিবেচনা করতে এবং বিষ্ণু প্রসাদ শর্মার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে।

আমি স্পষ্টভাবে বলছি, আমি কখনই দার্জিলিং এবং কালিম্পং জেলা অথবা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA), অথবা ভারতবর্ষের কোথাও তথাকথিত ‘জল জীবন মিশন (JJM) প্ল্যানিং অ্যান্ড মনিটারিং’ সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম না। উপরন্তু, আমি সুস্পষ্টভাবে বলছি যে, M/S সূর্য ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে আমার কোনও যোগাযোগ, সম্পর্ক বা লেনদেন নেই। আমি আবারও বলছি যে M/S সূর্য ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির, সূর্য রোশনি লিমিটেডের সাথে কোনভাবেই যুক্ত নয় যার জন্য আমি কাজ করি। আমার বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ করে বিষ্ণুপ্রসাদ শর্মা ভোটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চাইছেন, এবং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকেও নষ্ট করতে চাইছেন। তিনি একই সাথে আমার অসম্মান ও মানহানি করেছেন।তাই আমি বিষ্ণু প্রসাদ শর্মার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। আর আমি বিষ্ণু প্রসাদ শর্মার বিরুদ্ধে ১০ কোটি টাকার ফৌজদারি মানহানির মামলাও করব।’’

আরও পড়ুন– পঞ্জিকা ২৫ এপ্রিল: দেখে নিন আজকের দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্যান্য লগ্ন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

গোটা বিষয়টি নিয়ে অবশ্য রাজনৈতিক ভাবে খুশি তৃণমূল কংগ্রেস শিবির ৷ অনীত থাপা অবশ্য বলছেন, ‘‘ওদের দলের মধ্যেকার কলহ প্রকাশ্যে চলে এসেছে ৷ ’’

BJP Candidate List West Bengal: সব জল্পনার অবসান, পাহাড়ে রাজু বিস্তাতেই বিশ্বাস বিজেপির

কলকাতা: বাংলায় যেই সময় বিজেপির শক্তি বৃদ্ধি হয়নি, সেই সময়ও দার্জিলিং ছিল পদ্ম শিবিরে শক্ত ঘাঁটি। ২০০৯ সালে যশোবন্ত সিং, ২০১৪ সালে সুরেন্দর সিং আলুওয়ালিয়া, ২০১৯ জেতেন রাজু বিস্তা। কিন্তু এর আগে পাহাড়ে প্রতিবার প্রার্থী বদল করেছে বিজেপি। ২০২৪ সালে প্রথমবার সব জল্পনার অবসান ঘটিয়ে গতবারের জয়ী প্রার্থী রাজু বিস্তাতেই আস্থা রাখল বিজেপি। বাংলায় বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বিদায়ী সাংসদ রাজু বিস্তাকেই টিকিট দিল ভারতীয় জনতা পার্টি।

ভোট ঘোষণার আগে থেকেই দার্জিলিঙে বিজেপি প্রার্থী বদল হতে পারে বলে জল্পানা শোনা যাচ্ছিল। অন্তর্দ্বন্দ্ব থেকে শুরু করে গোর্খা ভোট ধরে রাখা, নানা ধরনের সমীকরণ সামনে আসছিল। কিন্তু দলের একটা বড় অংশ চাইছিল রাজু বিস্তাকেই। গত ৯ মার্চ শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার দিনেই রাজু বলেছিলেন,”এ বার পাহাড়ে প্রার্থিবদল হবে না।” অবশেষে প্রার্থী তালিকা ঘোষণার পর বিস্তাতেই বিশ্বাস রাখল পদ্ম শিবির।

বিগত বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল দার্জিলিঙে বিজেপি প্রার্থী হতে পারেন প্রাক্তন আমলা শ্রিংলা। এমনটাও মনে করা হচ্ছিল, শ্রিংলা জয়ী হলে তাঁকে কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রক দিতে পারেন মোদী। বিজেপি শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ তিনি। কিন্তু শেষমেশ বিদায়ী সাংসদকেই টিকিট দিল পদ্ম শিবির। দ্বিতীয় বারের জন্য টিকিট পেয়ে খুশি রাজু বিস্তা। গতবারের থেকে লিড বাড়ানোর বিষয়তেও আত্মবিশ্বাস বিস্তা।

আরও পড়ুনঃ BJP Candidate List West Bengal: ব্যারাকপুরে অর্জুনেই আস্থা বিজেপির, পার্থ ভৌমিককে ১ লক্ষ ভোটে হারানোর হুঙ্কার

প্রসঙ্গত, প্রথম দফায় ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর রবিবার দ্বিতীয় দফায় ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম। ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন ও পড়ে গিয়েছে প্রচারের হিড়িক।