Tag Archives: RG Kar Hospital

RG Kar Doctor Murder Case: আরজি করে খুনের প্রতিবাদ জারি, সেখানেই ধরনা মঞ্চে অভূতপূর্ব উদ্যোগ চিকিৎসকদের!

জলপাইগুড়ি: আরজি কর-কাণ্ডের জের! বুধবার আউটডোরে চিকিৎসা বন্ধ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ধরনা মঞ্চে বসেই চলছে রোগীদের চিকিৎসা। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে কর্মবিরতি পালন চিকিৎসকদের একাংশের।

খানিক সমস্যার সম্মুখীন হলেও ফিরে যাচ্ছেন না রোগীরা। আন্দোলনরত অবস্থায় ধরনা মঞ্চ থেকেই চলছে চিকিৎসা। রোগীদের পাশে যে কোনও পরিস্থিতিতেই যে চিকিৎসকেরা পাশে রয়েছেন তারই প্রমাণ দিল এদিনের মানবিক দৃশ্য।

আরও পড়ুন: হাতে ১ ঘণ্টা, তোলপাড় বৃষ্টির পূর্বাভাস কলকাতায়! বাজের সতর্কতা জারি ৩ জেলায়

প্রকৃত দোষীদের কঠোর সাজা চাই! এই আন্দোলন এখন মহানগর পেরিয়ে রাজ্যের প্রতিটি জেলা ও দেশে ছড়িয়ে পড়েছে। এমার্জেন্সি পরিষেবা স্বাভাবিক চললেও নন-এমার্জেন্সি পরিষেবায় কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের। জলপাইগুড়িতেও চলছে চিকিৎসক ধর্মঘট।

আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের ‘মজ্জা’ এই মারণরোগ থেকে রেহাই দেবেই! চমকে যাবেন জানলে

বুধবার সকাল থেকেই বন্ধ সমস্ত ওপিডি। টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে গেট বন্ধ করে চলছে চিকিৎসক পড়ুয়াদের আন্দোলন। তবে, চালু রয়েছে এমার্জেন্সি পরিষেবা। খানিকটা হলেও অন্যদিনের তুলনায় হয়রানির শিকার রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা। এমার্জেন্সিতে রোগীদের দীর্ঘ লাইন।

সুরজিৎ দে

CBI reaches RG Kar hospital: আরজি করে পৌঁছেই সোজা চারতলার সেমিনার রুমে সিবিআই-এর তদন্তকারীরা, সঙ্গে ফরেন্সিক দল

কলকাতা: চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলার তদন্তে আরজি কর হাসপাতালে পৌঁছল সিবিআই-এর তদন্তকারী দল৷ আজ বিকেল চারটের কিছু আগে আরজি কর হাসপাতালে যান সিবিআই-এর আধিকারিকরা৷ তাঁদের সঙ্গে রয়েছেন দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যরা৷

গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই৷ এ দিন সকালেই দিল্লি থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ সহ সিবিআই-এর দল কলকাতায় পৌঁছয়৷ তার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনায় ধৃত সঞ্জয় রাইকে সিবিআই-এর হাতে তুলে দেয় কলকাতা পুলিশ৷

আরও পড়ুন: নির্যাতিতাতে কি ‘ফলো’ করত সঞ্জয়? তদন্ত শুরু CBI-এর! যে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে…

এ দিন আরজি কর হাসপাতালে পৌঁছেই চারতলার সেমিনার রুমে পৌঁছন তদন্তকারীরা৷ গত শুক্রবার সকালে এই সেমিনার রুম থেকেই উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়া ওই তরুণী চিকিৎসকের দেহ৷

গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, হাইকোর্টের নজরদারিতেই সিবিআইকে আরজি কর কাণ্ডের তদন্ত চালাতে হবে৷ তদন্তের অগ্রগতি সম্পর্কেও নিয়মিত হাইকোর্টে রিপোর্ট দিতে হবে৷ আদালতের নির্দেশ মতোই সিবিআই-এর হাতে গতকাল কেস ডায়েরি তুলে দেয় কলকাতা পুলিশ৷ আজ বাকি নথি এবং তথ্যপ্রমাণও সিবিআইকে দেওয়া হয়েছে৷

RG Kar Doctor Death: দিনভর বন্ধ আউটডোর পরিষেবা, পরিস্থিতি সামলাতে নবান্নের নির্দেশে বৈঠক স্বাস্থ্য সচিবের

কলকাতা: আর জি করের চিকিৎসক ছাত্রীর উপরে নির্মম অত্যাচার করে খুনের ঘটনায় সারা রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন৷ আজ, বুধবার রাতে সমস্ত মহিলাদের পথে নামার ডাক দেওয়া হয়েছে৷ অন্যদিকে, গত মঙ্গলবারই আন্দোলনকারী চিকিৎসকদের তরফে ঘোষণা করা হয়েছিল যে বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ থাকবে৷ চিকিৎসকদের এই কর্মসূচির জেরে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে বৃহস্পতিবার ফিরে যেতে হয়েছে বহু সাধারণ মানুষকে৷

সরকারি হাসপাতালগুলিতে পরিষেবা স্বাভাবিক করতে সেই কারণে এবার জরুরি বৈঠকে বসেছে স্বাস্থ্য দফতর। নবান্নের নির্দেশেই বৈঠকে স্বাস্থ্য দফতর।ওপিডি সহ হাসপাতালের পরিষেবা কীভাবে স্বাভাবিক করা যাবে, তা নিয়েই বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  ক্রাইম সিনে কেন সংস্কার? প্রমাণ লোপাট হলে দায় হবে কার? এবার প্রশ্ন তুললেন আন্দোলনকারীরা

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের সুপার, সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরা এবং স্বাস্থ্য সচিব।

এদিন দুপুর দেড়টা থেকে বিভিন্ন জেলায় জেলায় সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে ওপিডিতে কর্মবিরতির দরুন কী প্রভাব পড়েছে তা নিয়ে আলোচনা হয়। বলা হয়, ‘‘পরিষেবা যাতে স্বাভাবিক থাকে সেটা আপনারা চেষ্টা করুন। সাধারণ মানুষকে পরিষেবা থেকে ফেরানো যাবে না। পরিষেবা দেওয়ার চেষ্টা করুন।’’

কোন সরকারি হাসপাতালে কত সংখ্যক সিনিয়র ডাক্তার রয়েছেন তারও রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে, আরজি কর কাণ্ডের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এসে গিয়েছে সিবিআই-এর তদন্তকারী দল৷ সিবিআই-এর হাতে তুলেও দেওয়া হয়েছে গ্রেফতার হওয়া সঞ্জয় রাইকে। সিবিআই-এর দলে রয়েছে নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও।

আরও পড়ুন: ‘কাদের উদ্দেশ্য সফল করতে এই কর্মবিরতি?,’ বিরোধীদের নিশানা করে কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

গ্রেফতার হওয়া ধৃত সঞ্জয় রাই গত একমাস ধরে ওই চিকিৎসককে ফলো করত কিনা, কোনও ফুটেজ আছে কিনা, যেখানে সঞ্জয় ফলো করছে এমন কিছু আছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই। অর্থাৎ পূর্ব পরিকল্পিত ভাবে ধর্ষণ ও খুন? ষড়যন্ত্র করে খুন? সঞ্জয়ের বয়ান অনুসারে সেমিনার হলে আগে কখনও আসেনি সে, এই তথ্য সত্যি কিনা, তা যাচাই করবে সিবিআই। নির্যাতিতার মোবাইল ও সঞ্জয়ের মোবাইল কল লিস্ট, ডিলিট চ্যাট খতিয়ে দেখবে সিবিআই।

DNA profiling in RG Kar investigation: আরজি কর কাণ্ডের রহস্যভেদ করতে পারে ডিএনএ প্রোফাইলিং? কঠিন পরীক্ষায় সিবিআই

কলকাতা: হাইকোর্টের নির্দেশের পর আজ থেকেই আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই৷ আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখন সব থেকে বড় প্রশ্ন, এই ঘটনার সঙ্গে ধৃত সঞ্জয় রাই ছাড়া আর কেউ জড়িত কি না? ঘটনার প্রায় পাঁচ দিন পর তদন্ত শুরু করে এই প্রশ্নের উত্তর পাওয়াই এখন সিবিআই-এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ৷ বিশেষজ্ঞদের মতে, আর জি কর কাণ্ডের জট এখন কাটাতে বড় ভূমিকা নিতে পারে ডিএনএ প্রোফাইলিং পরীক্ষার ফল৷

ডিএনএ প্রোফাইলিং পরীক্ষায় নির্যাতিতার শরীরে পাওয়া দেহরসের সঙ্গে ধৃত সঞ্জয় রাইয়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করে মিলিয়ে দেখা হবে৷ পরীক্ষার ফল কী আসে, তার উপর ভিত্তি করেই তদন্তের মোড় ঘুরে যেতে পারে৷ ডিএনএ প্রোফাইলিং পরীক্ষার ফলে যদি সঞ্জয় ছাড়াও অন্য কারও দেহরসের উপস্থিতির প্রমাণ মেলে, সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া আরও জটিল হতে পারে৷ সেক্ষেত্রে গণধর্ষণের অভিযোগ যেমন প্রমাণিত হবে, বাকি কারা এই নির্যাতন এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত, তাও খুঁজে বের করতে হবে সিবিআই তদন্তকারীদের৷

আরও পড়ুন: ‘আমার মেয়েটা তো ফিরে আসবে না!’ সিবিআই তদন্তের নির্দেশেও নিশ্চিন্ত নন নির্যাতিতার বাবা

এই ঘটনার শুরু থেকেই নিহত চিকিৎসকের বাবা মা এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করছেন, নির্যাতিতাকে গণধর্ষণই করা হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্টে তরুণী চিকিৎসকের শরীরে যে সমস্ত মারাত্মক আঘাতের চিহ্ন মিলেছে, তার ভিত্তিতেই এই অভিযোগ করা হচ্ছে৷ সিবিআই-এর কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, তথ্যপ্রমাণ জোগাড় করে এই অভিযোগ প্রমাণ করা৷

আর জি কর হাসপাতালের যে সেমিনার রুমে এই ঘটনা ঘটেছিল, সেখানেও যাওয়ার কথা সিবিআই-এর তদন্তকারীদের৷ কিন্তু ঘটনার প্রায় পাঁচদিন পরে অকুতস্থলে তথ্যপ্রমাণ আদৌ কিছু অক্ষত রয়েছে কি না, তা নিয়েই যথেষ্ট সংশয় থাকছে৷ তার উপর এই ঘটনায় প্রভাবশালীদের জড়িত থাকারও অভিযোগ উঠছে৷ তার উপরে দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া এই ঘটনার দ্রুত রহস্যভেদ করার চাপ রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে৷ আর এই রহস্যের জটিল জট কাটাতে সিবিআই-এর অস্ত্র হতে পারে ডিএনএ প্রোফাইলিং পরীক্ষার ফল৷ কলকাতা পুলিশ সূত্রে অবশ্য খবর, ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা পাঠানো হয়েছে৷

CBI in R G Kar murder case: ‘আমার মেয়েটা তো ফিরে আসবে না!’ সিবিআই তদন্তের নির্দেশেও নিশ্চিন্ত নন নির্যাতিতার বাবা

কলকাতা: হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই৷ ইতিমধ্যেই তদন্ত শুরুও করে দিয়েছে তারা৷ যদিও এখনই সিবিআই তদন্ত নিয়ে খুব বেশি কিছু বলতে চান না আর জি কর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের বাবা৷ আপাতত মেয়ের জন্য ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন তাঁরা৷

মঙ্গলবার আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ ঘটনায় যথাযথ তদন্ত হচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করেই হাইকোর্টে মামলা দায়ের করার আর্জি জানান নির্যাতিতার বাবা-মা৷ সেই আবেদন মঞ্জুরও করে হাইকোর্ট৷

আরও পড়ুন: সিবিআই-এর হাতে সঞ্জয় রায়কে তুলে দিল পুলিশ! আজই শুরু জেরা, কাটবে রহস্যের জট?

সিবিআই তদন্তের নির্দেশ শুনে মঙ্গলবার রাতে নিহত চিকিৎসকের বাবা বলেন, খুশি হওয়ার মতো কিছু দেখতে পাচ্ছি না৷ আমরা ন্যায়বিচার চাই৷ এমন কিছু তো হয়নি যে কাল আমার মেয়েটা বাড়ি চলে আসবে৷ যেমন প্রতিদিন সকালে ডিউটি যেত, আবার বিকেলে চলে আসত৷ কিছুটা বিচার পেলে আমাদের শরীর, মনের শান্তি হবে৷ আমাদের মেয়েটার আত্মা শান্তি পাবে৷ নির্যাতিতার বাবা আরও বলেন, আমরা আইনের উপরে আস্থা রাখছি৷ আইনের উপরে আস্থা না থাকলে আমরা বাঁচব কী করে?

এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় পৌঁছয় সিবিআই-এর তদন্তকারী দল৷ এর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত সঞ্জয় রাইকে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়৷ কেস ডায়েরি সহ বাকি নথি, তথ্যপ্রমাণও সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ হাইকোর্টের নজরদারিতেই তদন্ত করতে হবে সিবিআই-কে৷

Sanjay Rai handed over to CBI: সিবিআই-এর হাতে সঞ্জয় রায়কে তুলে দিল পুলিশ! আজই শুরু জেরা, কাটবে রহস্যের জট?

কলকাতা: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে সিবিআই-এর হাতে তুলে দিল কলকাতা পুলিশ৷ কিছুক্ষণ আগেই সঞ্জয়কে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছয় পুলিশ৷ আজই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে সিবিআই৷ একই সঙ্গে তদন্ত সংক্রান্ত বাকি তথ্যপ্রমাণ এবং নথিও সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আগে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে সঞ্জয়ের মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ৷

আর জি কর কাণ্ডের তদন্তে এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর তদন্তকারী দল৷ ওই দলেই সিবিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন বলে খবর৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর  সিবিআই-এর ওই দলটি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছেয়৷

আরও পড়ুন: ‘রাস্তায় পড়ে থাকা কোনও দেহ এটা নয়!’ আর জি কর কাণ্ড ‘পিকিউলিয়ার’, বললেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি

গতকালই আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আদালতের নির্দেশে গতকালই মামলার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ আদালত নির্দেশ ছিল, বুধবার সকাল দশটার মধ্যে সিবিআইকে মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি, তথ্যপ্রমাণ হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে৷ সেই  মতো আজ সকালের মধ্যেই ধৃত সঞ্জয় সহ বাকি নথি এবং তথ্যপ্রমাণ সিবিআই-কে হস্তান্তর করল কলকাতা পুলিশ৷

আর জি কর কাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত বলে বার বারই অভিযোগ তুলছেন আন্দোলনরত চিকিৎসকরা৷ যদিও এখনও পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়কেই গ্রেফতার করতে পেরেছে কলকাতা পুলিশ৷ সূত্রের খবর, হেফাজতে পাওয়ার পর আজ থেকেই সঞ্জয় রায়কে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকরা৷ আর জি কর কাণ্ডে রহস্যের জট সিবিআই ভেদ করতে পারে কি না, সেটাই এখন দেখার৷

CBI team in Kolkata: কলকাতায় পৌঁছল সিবিআই-এর তদন্তকারী দল! সঙ্গে রয়েছে মেডিক্যাল, ফরেন্সিক টিম

কলকাতা: আর জি কর কাণ্ডের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এল সিবিআই-এর তদন্তকারী দল৷ ওই দলেই সিবিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন বলে খবর৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর ইতিমধ্যেই সিবিআই-এর ওই দলটি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছেছে৷ সেখান থেকেই তারা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং বাকি তথ্যপ্রমাণ সংগ্রহ করবেন৷

গতকালই আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আদালতের নির্দেশে গতকালই মামলার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ সকালের মধ্যেই বাকি তথ্যপ্রমাণ সিবিআই-এর হাতে তুলে দিতে হবে পুলিশকে৷

আরও পড়ুন: ছেলের নাম জড়িয়ে ‘কুৎসা’ ছড়াল দলেরই নেতারা? কেঁদে ফেললেন তৃণমূল বিধায়ক সৌমেন

হাইকোর্টের নির্দেশের পরই গতকাল টালা থানায় গিয়ে আর জি কর কাণ্ডের এফআইআর-এর সার্টিফায়েড কপি সংগ্রহ করে সিবিআই৷ হাইকোর্টের নির্দেশেই এই মামলার সিবিআই তদন্ত চলবে৷ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, তদন্তের কী অগ্রগতি হল, সে সম্পর্কে নিয়মিত হাইকোর্টে রিপোর্ট দিতে হবে সিবিআই-কে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর কাণ্ডের কিনারা করার জন্য কলকাতা পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন৷ রবিবারের মধ্যে কলকাতা পুলিশ রহস্যের কিনারা করতে না পারলে রাজ্য সরকারই তদন্ত ভার সিবিআই-কে দিয়ে দেবে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগেই অবশ্য সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট৷

RG Kar Case: আরজি কর কাণ্ডে আজ রাজপথে ধিক্কার মিছিল বিজেপির মহিলা মোর্চার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছে বিজেপির মহিলা মোর্চা। আজ, বুধবার দুপুরে কলেজ স্কোয়্যারে দুপুর ২টোয় জমায়েত করতে চায় বিজেপি।

এদিকে আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পরপরই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, ‘‘এলাকায় তৃণমূলের শীর্ষ নেতা থেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং উচ্চপদস্থ পুলিশকর্তারা ওই মৃতার পরিবারের সদস্যদের ঘিরে বসেছিলেন যাতে ওই পরিবার মুখ খুলতে না পারে। ভয় দেখিয়ে বা অনেক কিছু দেওয়ার বিনিময়ে যাতে প্রকৃত নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত না হয়, ঘটনায় আসল দোষীদের আড়াল করার একটা মরিয়া চেষ্টা করা হচ্ছিল। কলকাতা হাইকোর্টের কাছে আমার যে জনস্বার্থ মামলা সেখানে আমি বলেছিলাম, পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করবে। অবিলম্বে সিবিআই তদন্ত দেওয়া হোক।’’

আরও পড়ুন– দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার পর্যন্ত, উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

শুভেন্দু আরও বলেন, ‘‘আমরা অতীতেও দেখেছি মানুষের প্রত্যাশমত সিবিআই অনেক ঘটনারই তদন্ত করতে পারেনি। আমি তাই চেয়েছিলাম আরজিকরের ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর রহস্য কিনারা করতে আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত হোক। আমরা চাই আসল মাথা যাতে ধরা পড়ে।‌ শুধুমাত্র খুন বা যারা ধর্ষণ করেছে তারাই শুধু নয়, যারা অপরাধীদের রক্ষা করছেন আমি চেয়েছিলাম তারাও দৃষ্টান্তমূলক শাস্তি পাক।’’

আরও পড়ুন– ইডেনে জানুয়ারিতে ভারত-ইংল্যান্ড টি২০ ম্যাচের দিন বদল, জেনে নিন কবে হবে ম্যাচ

শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ওই মৃতার বাড়ি সহানুভূতি দেখাতে যান নি, যদি সহানুভূতি দেখাতেই যেতেন তাহলে আরও অনেক আগেই যেতেন উনি। পরিবারের সদস্যদের ম্যানেজ করতে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আমরা খুশি আরজিকরের ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ায়।’’

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরের ঘটনার তদন্ত যদি সিবিআই করে সেক্ষেত্রে তাঁর সরকারের কোনও আপত্তি নেই বললেও সিবিআইয়ের তদন্তের সাকসেস রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন।‌ এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘সিবিআই এর তদন্তের সাকসেস রেট খুব হাই।‌ রাজ্যের বিভিন্ন ঘটনার তদন্তে সিবিআই তদন্ত হওয়াতেই অনেক অপরাধী সাজা পেয়েছে। শুধুমাত্র সারদা মামলার সাকসেস রেটই শূন্য। আর আরজি করের ঘটনার তদন্তভার যেহেতু আদালতের নজরদারিতে চলবে তাই আমরা মনে করি এক্ষেত্রেও আসল কালপ্রিটরা শাস্তি পাবে।’’

Saumen Mahapatra son controversy: আর জি কর কাণ্ডে ছেলের নাম জড়িয়ে কুৎসা, কেঁদে ফেললেন তৃণমূল বিধায়ক! দেখুন ভিডিও

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নির্যাতন ও খুনের ঘটনায় জড়িত তৃণমূলের এক প্রভাবশালী নেতার ছেলে৷ গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে এমনই দাবি ছড়িয়ে পড়েছে৷ এবার যাঁর চিকিৎসক পুত্রকে ঘিরে এই অভিযোগ ঘুরছে, তৃণমূলের সেই বর্ষীয়ান বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বিষয়টি নিয়ে মুখ খুললেন৷ এই ঘটনার সঙ্গে তাঁরচিকিৎসক পুত্র জড়িত নয় বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক৷ পাশাপাশি সরাসরি নিজের দলেরই নেতাদের একাংশের  বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অভিযোগ তুলেছেন সৌমেন বাবু এবং তাঁর স্ত্রী সুমনা মহাপাত্র৷ আর জি করের এই নৃশংস ঘটনার সঙ্গে তাঁর ছেলের নাম জড়িয়ে কুৎসা ছড়ানোর অভিযোগ করতে গিয়ে এ দিন কেঁদেও ফেলেন তৃণূল বিধায়ক৷

RG Kar Doctor Death: ক্রাইম সিনে কেন সংস্কার? প্রমাণ লোপাট হলে দায় হবে কার? এবার প্রশ্ন তুললেন আন্দোলনকারীরা

কলকাতা: ঠিক যে দিন আর জি কর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের কাছে হস্তান্তরিত করল আদালত, সেই দিনই ‘ক্রাইম সিনে’র কাছে মেরামতি শুরু করে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ স্বভাবতই বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ায় মঙ্গলবার সন্ধে নাগাদ৷ চেস্ট মেডিসিনের জরুরি বিভাগের ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়েন কিছু বিক্ষোভকারী৷ শুরু হয় চরম বিশৃঙ্খলা৷

ঘটনার পরে মঙ্গলবার রাতেই এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন হাসপাতালে আন্দোলনকারীদের একাংশ৷ আন্দোলনকারীদের তরফে বলা হয়, ‘‘কেন ক্রাইম সিনে সংস্কার শুরু হল? তা-ও আবার পুলিশের সামনে৷ পুলিশ কেন পরিস্থিতি সামলাতে পারছে না৷ প্রমাণ লোপাটের যদি কিছু হয়, তার দায় কি প্রশাসন নেবে?’’

আরও পড়ুন: ‘কাদের উদ্দেশ্য সফল করতে এই কর্মবিরতি?,’ বিরোধীদের নিশানা করে কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

এরপরেই তাঁদের বক্তব্য, ‘‘আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি৷ সুবিচার চাই৷ আমাদের এখানে যে ঘটনা ঘটেছে,সেটা কি কাম্য? পুলিশ আজকে যেভাবে দু’বার আজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হল,তার জবাব চাই৷
গতকাল কয়েক হাজার মানুষের মিছিল শান্তিপূর্ণ হল৷ আর আজকে কয়েকজন কীভাবে হাসপাতালের ভিতরে ঢুকে গেল?’’

সিবিআই এফআইআর নিয়ে তাঁদের বক্তব্য, ‘‘যেই তদন্ত করুক, সিবিআই হোক বা জুডিশিয়াল এনকোয়ারি (বিচারবিভাগীয় তদন্ত), আমরা ঘটনায় জড়িতদের শাস্তি চাই৷’’

আর জি কর হাসপাতালের যে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিপরীতেই শুরু হয়েছে সংস্কারের কাজ। ভাঙা হচ্ছে দেওয়াল। ইট ভেঙে পড়ে রয়েছে নীচে। এমন একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। বর্তমান পরিস্থিতিতে হঠাৎ হাসপাতালের ঘর মেরামতির কী এমন প্রয়োজন ছিল? ডাক্তার তরুণীর খুনের প্রমাণ লোপাটের চেষ্টা নয় তো? এ প্রশ্ন তুলেই সরব হলেন এসএফআই, ডিওয়াইএফআই-এর সদস্যেরা।

আরও পড়ুন: আদালতের নির্দেশ, আর জি কর কাণ্ডে পুলিশের কাছ থেকে তদন্তভার গেল সিবিআইয়ের কাছে, বৈঠকে মমতা

মীনাক্ষী মুখোপাধ্যায়,দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্তও সেখানে ছিলেন বলে খবর। হাসপাতালের ভিতরে ঢুকে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। এ নিয়ে আর জি কর চত্বরেও তুমুল উত্তেজনা দেখা দেয়। ডিসি নর্থ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

মঙ্গলবারই আর জি করে তরুণী চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ৷ সেই মতো মঙ্গলবার রাতেই এফআইআর দায়ের করেছে সিবিআই৷ বুধবার দিল্লি থেকে আসছে তদন্তকারীদের বিশেষ দল৷