Tag Archives: Royal Challengers Bangalore

Mayank Yadav: মায়াঙ্ক যাদবের পেসে চোখে সর্ষে ফুল দেখল আরসিবি, লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হার বিরাটদের

বেঙ্গালুরু: কেকেআরর পর ঘরের মাঠে এলএসজির বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হল আরসিবিকে। টি-২০ ক্রিকেটে ১৮২ রানের টার্গেট বর্তমানে খুব বড় নয়। তারপর চিন্নাস্বামীর মত ছোট মাঠে সমস্যা হওয়ারও কথা নয়। কিন্তু সেই টার্গেট তাড়া করতে নেমে লখনউয়ের তরুণ পেসার মায়াঙ্ক যাদবের আগুনে বোলিংয়ের সামনে চোখ সর্ষে ফুল দেখে আরসিবি ব্যাটাররা। সর্বোচ্চ ৩৩ রান করেন মাহিপল লোমরর। ১৫৩ রানে অলআউট হয়ে যায় আরসিবি।

ঘরের মাঠে টস জিত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে টপ অর্ডারে একা লড়াকু ইনিংস খেলেন কুইন্টন ডিকক। ৮১ রানে অনবদ্য ইনিংস খেলেন তিনি। ৫টি ছয় ও ৮টি চারে সাজানো তাঁর ইনিংস। কেএল রাহুল, মার্কাস স্টয়নিসরা সেট হয়েও বড় স্কোর করতে পারেননি। রাহুল ২০ ও স্টয়নিস ২৪ রান করেন। শেষের দিকে ঝোড়ো ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ করে লখনউ।

রান তাড়া করতে নেমে ঘরের মাঠে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় আরসিবি। বিশেষ করে গত ম্যাচে নজরকাড়া এলএসজির তরুণ পেসার মায়াঙ্ক যাদব এদিনও আগুনে বোলিং করেন। ৪ ওভারে ১৪ রান দিয়ে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, রজত পাতিদারের উইকেট শিকার করেন। মায়াঙ্কের পেসের সামনে দাঁড়াতে পারেনি আরসিবির ব্যাটিং লাইনের টপ অর্ডারের তারকারা। কোহলির ২২ ও পাতিদারের ২৯ রান করেন।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা

শেষের দিকে দিকে মাহিপল লোমরর চেষ্টা করলেও দলকে জয় এনে দিতে পারেননি। ১৩ বলে ৩৩ রান করলেও তা হারা ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পুরো ওভার ব্যাটও করতে পারেনি আরসিবি। ১৯.৪ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায় বেঙ্গালুরু। ২৮ রানে ম্যাচ জেতে কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।

IPL 2024 RCB vs LSG: ডিকক ও পুরানের ব্যাট মান রক্ষা লখনউয়ের, আরসিবির সামনে টার্গেট ১৮২ রান

বেঙ্গালুরু: ভাল শুরু করেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামীতে বড় স্কোর করতে পারল না লখনউ সুপার জায়ান্টস। প্রথমদিকে এলএসজির হয়ে একা লড়াই চালিয়ে যান কুইন্টন ডিকক। খেলেন ৮১ রানের অনবদ্য ইনিংস। আর শেষের দিকে নিকোলাস পুরানের ঝোড়ো ৪০ রানের ইনিংসের সৌজন্যে লড়াই করার মত স্কোর করে লখনউ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ করে লখনউ।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

ঘরের মাঠে টস জিত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। এদিন লখনউয়ের হয় দলে ফেরেন অধিনায়ক কেএল রাহুল। ওপেনিংয়ে কুইন্টন ডিককের সঙ্গে জুটি বেঁধে ভাল শুরু করে রাহুল। অর্ধশতরানের পার্টনারশিপও করেন তারা। কিন্তু রাহুল ২০ রান করে আউট হন। অপরদিকে, নিজের ইনিংস চালিয়ে যান ডিকক। দেবদূত পাড়িক্কল বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ৬ রান করেই আউট হন তিনি।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

এরপর মার্কাস স্টয়নিস ও ডিকক মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। একাধিক চোখ ধাঁধানো শট খেলেন ডিকক। পূরণ করেন নিজের অর্ধশতরান। স্টয়নিসের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও করেন ডিকক। কিন্তু স্টয়নিসও বড় স্কোর করতে পারেননি। ২৪ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্যক্তিগত ৮১ রান করে আউট হন ডিকক। ৫টি ছয় ও ৮টি চারে সাজানো তাঁর ইনিংস।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা

প্রোটিয়া তারকা আউট হওয়ার পরই লখনউয়ের রান রেট অনেকটা পড়ে যায়। খাতা না খুলেই আউট হন আয়ূষ বাদোনি। শেষের দিকে নিকোলাস পুরান ছোট হলেও একটা কার্যকরী মারকাটারি ইনিংস খেলে দলকে লড়াই করার মত স্কোরে পৌছে দেন। ২১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান তারকা। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮০-তে থামে এলএসজি। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

IPL 2024 RCB vs PBKS: একা লড়াই করলেন ধওয়ান, ঘরের মাঠে পঞ্জাবকে ১৭৬ রানে আটকে রাখল আরসিবি

বেঙ্গালুরু: প্রথম ম্যাচ হারের পর ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে  বোলিং পারফরম্যান্সে নজর কাড়ল আরসিবি। চিন্নাস্বামীতে সাধারণত হাইস্কোরিং গেম হয়ে থাকে। সেখানে পঞ্জাব কিংসকে মাত্র ১৭৬ রানে বেঁধে রাখল মহম্মদ সিরাজ, আলজারি জোসেফ, গ্লেন ম্যাক্সওয়েলরা। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেললেন অধিনায়ক শিখর ধওয়ান।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

এদিন ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়য়ক ফাফ ডুপ্লেসি। শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। ৮ রান করে আউট হন জনি বেয়ারস্টো। তবে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ গড়েন শিখর ধওয়ান ও প্রভসিমরন সিং। ২৫ রান করে আউট হন প্রভসিমর। এরপর নিয়মিত ব্যবধানে কয়েকটি উইকেট হারায় পঞ্জাব। লিভিংস্টোন ১৭ রান করে আউট হন। সেট হয়েও ৪৫ রানে আউট হন ধওয়ান।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

৯৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। সেখান থেকে কিছুটা দলের ইনিংসের রাশ ধরেন স্যাম কুরান ও জিতেশ শর্মা। দুজন মিলে ৫২ রান জুটিতে যোগ করেন। স্যাম কুরান ২৩ ও জিতেশ শর্মা ২৭ রান করে আউট হন। শেষের দিকে শশাঙ্ক সিং ৮ বলে ২১ রান করে দলকে লড়াই করার মত জায়গায় নিয়ে যান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পঞ্জাব। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।

CSK vs RCB: অধিনায়ক বদল হলেও দাপট একইরকম, আরসিবিকে ৬ উইকেটা হারাল ‘অভিভাবক’ ধোনির সিএসকে

চেন্নাই: অধিনায়ক বদলালেও বদল নেই চেন্নাই সুপার কিংসের দাপটে। ধোনির ছায়া দেখা গিল রুতুরাজ গায়কোয়াড়ের মধ্যে। তবে মাঠে খেলা নিয়ন্ত্রণ করত বেশির ভাগ সময় দেখা গেল সেই ধোনিকেই। গত মরশুমে চ্যাম্পিয়ন হয়ে যেখানে শেষ করেছিল সিএসকে, নতুন মরশুমে সেই ছন্দেই শুরু করল পাঁচবারের আইপিএল জয়ীরা। ব্যাটে-বলে দাপটের সঙ্গে পারফর্ম করে আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে আরসিবিকে ৬ উইকেটে হারাল সিএসকে। আইপিএলে প্রথম অধিনায়ক হিসেবে জয় দিয়ে শুরু করলেন রুতুরাজ গায়কোয়াড়। তবে ‘অভিভাবক’ এখনও বছর ৪২-এর লোকটাই।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। কিন্তু মুস্তাফিজুর রহমান একাই ধস নামিয়ে দেন আরসিবির তারকাখোচিত ব্যাটিং লাইনে। ফাফ ডুপ্লেসির ৩৫ ও বিরাট কোহলির ২১ রান ছাড়া ব্যাঙ্গালোরের টপ অর্ডারে কেউ সম্মানজনক করতে পারেননি। একটা সময় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। মুস্তাফিজুর একাই নেন ৪ উইকেট।

এরপর অভিজ্ঞ দীনেশ কার্তিক ও তরুণ অনুজ রাওয়াত মিলে দলের ইনিংসের রাশ ধরেন। একদিকে ঠান্ডা মাথায় ব্যাটিং করেন ডিকে। অপরদিকে মারকাটারি ইনিংস খেলেন অনুজ। ৯৫ রানের দুরন্ত পার্টনারশিপ করে আরসিবিকে লড়াই করার মত জায়গায় পৌছে দেন। ২৫ বলে ৪৮ রান করে ইনিংসের শেষ বলে রান আউট হন অনুজ রাওয়াত। ২৬ বলে ৩৮ করে অপরাজিত থাকেন কার্তিক। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে আরসিবি।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করে চেন্নাই সুপার কিংস। নির্দিষ্ট রানের ব্যবধানে উইকেট পড়লেও রানের গতিবেগ কমাননি সিএসকে ব্যাটাররা। রুতুরাজ গায়কোয়াড় ১৫, রাচিন রবীন্দ্র ঝোডডো ৩৭, অজিঙ্কে রাহানে ২৭, ড্যারিল মিচেল ২২ রান করে। তবে একটা সময় ১১০ রানে ৪ উইকেট হারানোর পর মনে হয়েছিল লক্ষ্যে পৌছতে চাপ হতে পারে চেন্নাইয়ের।

আরও পড়ুনঃ KKR News: প্রথম ম্যাচের আগেই খারাপ খবর! মহাতারকাকে পাবে না কেকেআর? অশনি সংকেত রানার কথায়

তবে এরপর রবীন্দ্র জাদেজা ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শিবম দুবে ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান। প্রয়োজন আক্রমণাত্মক শটও খেলেন দুজনে। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারেই জয়ের লক্ষ্য়ে পৌছে যায় চেন্নাই সুপার কিংস। ২৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে ও ১৭ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

Virat Kohli: আইপিএলের আগে এ কী অবস্থা! সম্পূর্ণ ‘বদলে’ গিয়েছেন বিরাট কোহলি, জেনে নিন বিস্তারিত

আইপিএলের আগে অনেক ভারতীয় তারকাই নিজের লুকস পরিবর্তন করে থাকেন। সেই তালিকায় সবার উপরে নাম এমএস ধোনির। এবারও পুরনো লম্বা চুলের লুকসে দেখা গিয়েছে সিএসকে অধিনায়ককে।
আইপিএলের আগে অনেক ভারতীয় তারকাই নিজের লুকস পরিবর্তন করে থাকেন। সেই তালিকায় সবার উপরে নাম এমএস ধোনির। এবারও পুরনো লম্বা চুলের লুকসে দেখা গিয়েছে সিএসকে অধিনায়ককে।
তবে সবথেকে বড় চমকটা হয়তো বাকি ছিল। যেটা দেখালেন বিরাট কোহলি। প্রায় ২ মাস পর দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর ক্রিকেটে ফিরেছেন কোহলি। যোগ দিয়েছেন আরসিবি শিবিরে।
তবে সবথেকে বড় চমকটা হয়তো বাকি ছিল। যেটা দেখালেন বিরাট কোহলি। প্রায় ২ মাস পর দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর ক্রিকেটে ফিরেছেন কোহলি। যোগ দিয়েছেন আরসিবি শিবিরে।
কিন্তু আইপিএলের আগে নিজের নায় মেকওভারে সকলকে তাক লাগিয়ে দিলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। এমন 'ড্যাশিং' ও 'মাচো' লুকে বিরাট কোহলিকে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
কিন্তু আইপিএলের আগে নিজের নায় মেকওভারে সকলকে তাক লাগিয়ে দিলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। এমন ‘ড্যাশিং’ ও ‘মাচো’ লুকে বিরাট কোহলিকে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
রবিবার সকালে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন বিরাট। তারপরই সম্ভবত নিজের লুকস চেঞ্জ করেন কোহলি। বিখ্যাত হেয়ার ডিজাইনার আমিল হাকিমের কাছ থেকে চুল ও দাঁড়িতে নতুন ছাঁট দিয়েছেন কোহলি। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
রবিবার সকালে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন বিরাট। তারপরই সম্ভবত নিজের লুকস চেঞ্জ করেন কোহলি। বিখ্যাত হেয়ার ডিজাইনার আমিল হাকিমের কাছ থেকে চুল ও দাঁড়িতে নতুন ছাঁট দিয়েছেন কোহলি। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে স্বয়ং আলিম হাকিম। ছবি শেয়ার করে ক্যাপশে লিখেছেন,'এক এবং অদ্বিতীয় কিং কোহলি।' যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে পোস্ট। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে স্বয়ং আলিম হাকিম। ছবি শেয়ার করে ক্যাপশে লিখেছেন,’এক এবং অদ্বিতীয় কিং কোহলি।’ যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে পোস্ট। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
২২ মার্চ আইপিএলের প্রথম দিনই মাঠে নামছে আরসিবি। প্রতিপক্ষ এমএস ধোনির সিএসকে। তার আগে অনুশীলন শিবিরে মগ্ন কোহলি। তার আগে নতুন রূপে ফ্যানেদের মন জিতে নিয়েছেন বিরাট। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
২২ মার্চ আইপিএলের প্রথম দিনই মাঠে নামছে আরসিবি। প্রতিপক্ষ এমএস ধোনির সিএসকে। তার আগে অনুশীলন শিবিরে মগ্ন কোহলি। তার আগে নতুন রূপে ফ্যানেদের মন জিতে নিয়েছেন বিরাট। (Photo Courtesy- Aalim Hakim Instagram)

Virat Kohli: মহিলা দলকে ভিডিও কলে শুভেচ্ছা জানালেন কোহলি, এবার আইপিএল জয়ের চ্যালেঞ্জ পুরুষ দলের সামনে

দিল্লি: উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লো স্কোরিং ফাইনালে সহজেই দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরসিবি। আইপিএলে ১৬ বছরেও ট্রফি খরা এখনও কাটাতে পারেনি বিরাট কোহলিরা। স্মৃতি মন্ধনাদের হাত ধরে আরসিবির ক্যাবিনেটে এল প্রথম উইনিং ট্রফি। জয়ের পর আরসিবি মহিলা দলকে ভিডিও কলে শুভেচ্ছা জানান বিরাট কোহলি।

আরসিবি মহিলা দল চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ফাইনাল ম্যাচ শেষ হতেই স্মৃতি মন্ধনার সঙ্গে ভিডিও কলে কথা বলেন তারকা ব্যাটার। যা তারা এতদিনে কতদিনে পারেননি সেটাই করে দেখিয়েছে মহিলা দল। স্মৃতি ও তাঁর দলের ভূয়সী প্রশংসা করেন বিরাট কোহলি। গেইল, ম্যাক্সওয়েলদের মত আরসিবির বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা শুভেচ্ছা জানিয়েছেন স্মৃতিদের।

প্রসঙ্গত, ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যা দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মার ৪৪ ও মেগ ল্যানিংয়ের ২৩ রান ছাড়া কেউ বড় স্কোর করতে পারেনি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল। রান তাড়া করতে নেমে ঠান্ডা মাথায় ব্যাটিং করে সহজ জয় পায় আরসিবি। ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। এলিস পেরি ৩৫, সোফি ডিভাইন ৩২, স্মৃতি মন্ধনা ৩১ ও রিচা ঘোষ ১৭ রান করেন।

আরও পড়ুনঃ WPL 2024 Champion RCB: মহিলা আইপিএল জিতে কত টাকা পেল আরসিবি, দিল্লির ভাগ্যে জুটল কত, জেনে নিন বিস্তারিত

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৪। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার পর কোহলি-ডুপ্লেসি-ম্যাক্সওয়েলদের হাতেও ট্রফি দেখতে চাইছেন ফ্যানেরা। এক মরশুমে আরসিবির ঘরে জোড়া ট্রফি আসে কিনা এবার সেটাই দেখার।

WPL 2024 Champion RCB: মহিলা আইপিএল জিতে কত টাকা পেল আরসিবি, দিল্লির ভাগ্যে জুটল কত, জেনে নিন বিস্তারিত

উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪ পেল নতুন চ্যাম্পিয়ন। প্রথম বছর এই প্রতিযোগিতা জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর দ্বিতীয় বছর ট্রফি ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। (ছবি সৌ: আরসিবি এক্স)
উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪ পেল নতুন চ্যাম্পিয়ন। প্রথম বছর এই প্রতিযোগিতা জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর দ্বিতীয় বছর ট্রফি ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। (ছবি সৌ: আরসিবি এক্স)
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যা দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মার ৪৪ ও মেগ ল্যানিংয়ের ২৩ রান ছাড়া কেউ বড় স্কোর করতে পারেনি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয়ে যা দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মার ৪৪ ও মেগ ল্যানিংয়ের ২৩ রান ছাড়া কেউ বড় স্কোর করতে পারেনি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)
রান তাড়া করতে নেমে ঠান্ডা মাথায় ব্যাটিং করে সহজ জয় পায় আরসিবি। ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। এলিস পেরি ৩৫, সোফি ডিভাইন ৩২, স্মৃতি মন্ধনা ৩১ ও রিচা ঘোষ ১৭ রান করেন। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)
রান তাড়া করতে নেমে ঠান্ডা মাথায় ব্যাটিং করে সহজ জয় পায় আরসিবি। ১৯.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। এলিস পেরি ৩৫, সোফি ডিভাইন ৩২, স্মৃতি মন্ধনা ৩১ ও রিচা ঘোষ ১৭ রান করেন। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)
এই জয়ের পর চ্যাম্পিয়ন আরসিবি দল কত টাকা পেল তা নিয়ে কৌতুহল থাকে সকল ক্রিকেট প্রেমিদের। গতবারের থেকে আর্থিক পুরস্কারে কোনও পরিবর্তন করেন বিসিসিআই। জয়ী দল পেয়েছে ৬ কোটি ও রানার্স দল ৩ কোটি। (ছবি সৌ: আরসিবি এক্স)
এই জয়ের পর চ্যাম্পিয়ন আরসিবি দল কত টাকা পেল তা নিয়ে কৌতুহল থাকে সকল ক্রিকেট প্রেমিদের। গতবারের থেকে আর্থিক পুরস্কারে কোনও পরিবর্তন করেন বিসিসিআই। জয়ী দল পেয়েছে ৬ কোটি ও রানার্স দল ৩ কোটি। (ছবি সৌ: আরসিবি এক্স)
এছাড়া ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে আরসিবির শ্রেয়ঙ্কা পাটিল ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন। আরসিবির এলিস পেরি ৩৪৭ রান করেঅরেঞ্জ ক্যাপ পেয়েছেন। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার প্লেয়ার হয়েছে ইউপির দীপ্তি শর্মা। সকলেই পেয়েছেন ৫ লক্ষ টাকা করে। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)
এছাড়া ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে আরসিবির শ্রেয়ঙ্কা পাটিল ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন। আরসিবির এলিস পেরি ৩৪৭ রান করেঅরেঞ্জ ক্যাপ পেয়েছেন। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার প্লেয়ার হয়েছে ইউপির দীপ্তি শর্মা। সকলেই পেয়েছেন ৫ লক্ষ টাকা করে। (ছবি সৌ:ডব্লুউপিএল এক্স)

RCB WPL 2024 Champion: কোহলিরা যা ১৬ বছরে পারেনি তা করে দেখাল স্মৃতিরা, দিল্লিকে হারিয়ে মহিলা আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি

দিল্লি: ছেলেদের আইপিএলে ১৬ বছর ধরে যে কাজ করতে পারেননি বিরাট কোহলিরা, উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমেই সেই কাজ করে দেখাল স্মৃতি মন্ধনার দল। একতরফা ম্যাচে ডব্লুউপিএলের মেগা ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ছেলেদের না হলেও মহিলা আইপিএল ট্রফি ঘরে তুলে ফেলল আরসিবি। ফাইনালে দিল্লিকে ৮ উইরেটে হারাল বেঙ্গালুরু। অপরদিকে, পরপর দুবার ফাইনালে উঠেও ট্রফি অধরা থেকে গেল দিল্লি ক্যাপিটালসের।

মেগা ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালই করেছিল দিল্লি ক্যাপিটালসের দুই ওপোপ মেগ ল্যানিং ও শেফালি বর্মা। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজন। খেলেন বেশ কিছু মারকাটারি শট। ৬৪ রানে প্রথম উইকেট পড়ে দিল্লির। তারপর ধস নামে দিল্লির ব্যাটিং লাইনে। শেফালি বর্মার ৪৪ ও মেগ ল্যানিংয়েক ২৭ রান ছাড়া কোনও আরসিবি ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয় দিল্লি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, পৃথিবীর কোন ‘সাগরে’ কোনও মাছ নেই? উত্তর অজানা ৯৯ শতাংশের

রান তাড়া করতে নেমে ছোট টার্গেট থাকায় ঠান্ডা মাথায় ব্যাটিং করেন আরসিবির দুই ওপেনার স্মৃতি মন্ধনা ও সোফি ডিভাইন। ওপেনিং জুটিতে ৪৯ রানের পার্টনারশিপ করে জয়ের ভিত গড়ে দেন দুজনে। ডিভাইন ৩২ রান করে আউট হওয়ার পর স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান স্মৃতি ও এলিস পেরি। ৮২ রানে দ্বিতীয় উইকেট পড়ে আরসিবির। ৩১ করে আউট হন অধিনায়ক স্মৃতি মন্ধনা। এরপর বাকি কাজটা অভিজ্ঞতার পরিচয় দিয়ে পূরণ করে পেরি ও রিচা ঘোষ। ১৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। এলিস পেরি ৩৫ ও রিচা ঘোষ ১৭ রানে অপরাজিত থাকেন।

WPL 2024 Final DC vs RCB: ফাইনালে ব্যাটিং ভরাডুবি দিল্লির, চ্যাম্পিয়ন হতে আরসিবির টার্গেট ১১৪

দিল্লি: উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমের ফাইনালে প্রথম ইনিংসে ব্যাটিং ভরাডুবির শিকার দিল্লি ক্যাপিটালস। টস জিতেও সুবিধা নিতে ব্যর্থ মেগ ল্যানিংয়ের দল। মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় গোটা দল। তবে এবার ডব্লুউপিএলে একাধিক লো স্কোরিং থ্রিলার দেখা গিয়েছে। ফাইনালের স্লো উইকেটে আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ হয় কিনা এখন সেটাই দেখার।

মেগা ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালই করেছিল দিল্লি ক্যাপিটালসের দুই ওপোপ মেগ ল্যানিং ও শেফালি বর্মা। আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ওপেনিং জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজন। খেলেন বেশ কিছু মারকাটারি শট। ৬৪ রানে প্রথম উইকেট পড়ে দিল্লির। ২৭ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন শেফালি বর্মা।

ওপেনিং জুটি ভাঙতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন। খাতাই খুলতে পারেননি জেমাইমা রড্রিগেজ ও অ্যালিস ক্যাপসে। মেগ ল্যানিং নিজে ২৩ রান করে আউট হতেই আরও চাপে পড়ে যায় দিল্লির ব্যাটিং লাইন। তারপর ঘুড়ে দাঁড়াতে পারেনি গোটা দল। ৬২ রানে ১ উইকেট থেকে ৮৭ রানের মধ্যে ৭ উইকেট খুইয়ে বসে দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, পৃথিবীর কোন ‘সাগরে’ কোনও মাছ নেই? উত্তর অজানা ৯৯ শতাংশের

এরপর রাধা যাদব কিছুটা লড়াই করার চেষ্টা করলেও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। মাত্র ১১ রান করে আউট হন তিনি। শেষের দিকে অরুন্ধতি রেড্ডি ১০ রান করেন। শেফালি-ল্যানিং-রাধা-অরুন্ধতি ছাড়া কোনও দিল্লি ব্যাটার দুই অঙ্কের স্কোরে পৌছতে পারেনি। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয় দিল্লি। আরসিবির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল।

IPL 2024: আইপিএল শুরুর আগেই আরসিবি দলে বড় বদল! ভিডিও পোস্টে বাড়ল জল্পনা

বেঙ্গালুরু: হাতে আর মাত্র কটা দিন। তারপরই ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২৪-এর। প্রথম ম্যাচেই মুখোমুখি সিএসকে ও আরসিবি। টি-২০ ক্রিকেটের সবথেকে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের উৎসবে মাততে প্রস্তুত বিশ্ব জুড়ে ক্রিকেট ফ্যানেরা। কিন্তু তার আগে বড় বদল আসতে চলেছে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের আরসিবি দলে।

যাবতীয় জল্পনার সূত্রপাত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে একটি ভিডিও শেয়ারকে কেন্দ্র করে। যা দেখে মনে করা হচ্ছে আইপিএল ২০২৪ শুরুর আগেই নাম বদলে যেতে পারে এই দলের। ভিডিওতে রয়েছে নাম বদলের স্পষ্ট ইঙ্গিত। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ও আরসিবি ফ্যানেদের মধ্যে জোর গুঞ্জন তৈরি করেছে।

২০০৮ সাল থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই নামেই আইপিএল খেলছে দলটি। কিন্তু এই শহরের নাম ২০১৪ সালের ১ নভেম্বর থেকে বদলে গিয়েছে। ব্যাঙ্গালোর শব্দটি পাল্টে গিয়ে হয়েছে বেঙ্গালুরু। সূত্রের খবর, এবার আরসিবির নামও বদলে হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন ইংরেজি শব্দে ২ লক্ষ অক্ষর রয়েছে? না জানলে জেনে নিন

আইপিএলে দলের নাম বদল নতুন কোনও বিষয় নয়। এর আগে কিংস ইলেভেন পঞ্জাব দলের নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে পঞ্জাব কিংস নামে আইপিএল খেলছে প্রীতি জিন্টার দল। এবার সেই পথেই হেঁটে আগামী মঙ্গলবার নাম বদলের ঘোষণা করতে পারে আরসিবি। এবার দেখা যাক নাম বদলে হলে আরসিবির ট্রফির ভাগ্য ফেরে কিনা।

Check Live updates আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা