Tag Archives: Ruturaj Gaikwad

IPL 2024: টসের জন্য আলাদা অনুশীলন করছেন আইপিএল অধিনায়ক, ব্যাপারটা কী

এমএস ধোনির পর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। ব্যাট হাতে সিএসকে অধিনায়ক দুরন্ত ফর্মে থাকলেও টস ভাগ্য একাবারেই সাথ দিচ্ছে না ঋতুরাজের।
এমএস ধোনির পর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। ব্যাট হাতে সিএসকে অধিনায়ক দুরন্ত ফর্মে থাকলেও টস ভাগ্য একাবারেই সাথ দিচ্ছে না ঋতুরাজের।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর ১০ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান রয়েছে সিএসকে। যার ফলে চেন্নাইয়েপ প্লে-অফের ওঠার পথ অনেকটাই কঠিন হয়েছে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর ১০ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান রয়েছে সিএসকে। যার ফলে চেন্নাইয়েপ প্লে-অফের ওঠার পথ অনেকটাই কঠিন হয়েছে।
তবে সিএসকের এবছর একাধিক ম্যাচ হারার পিছনে অন্য এক কারণ সামনে এসেছে। আর সেই কারণ হল অধিনায়কের টস না জেতা। ১০ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই টস হেরেছেন ঋতুরাজ গায়কোয়াড়।
তবে সিএসকের এবছর একাধিক ম্যাচ হারার পিছনে অন্য এক কারণ সামনে এসেছে। আর সেই কারণ হল অধিনায়কের টস না জেতা। ১০ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই টস হেরেছেন ঋতুরাজ গায়কোয়াড়।
পঞ্জাব ম্যাচ শেষে টস হারার সমস্যার কথা নিজেই মেনে নিয়েছেন ঋতুরাজ। এমকী টস হারতে হারতে তাঁর এমন অবস্থা হয়েছে যে অনুশীলনের সময় টস আলাদা করে অনুশীলন করছেন তিনি।
পঞ্জাব ম্যাচ শেষে টস হারার সমস্যার কথা নিজেই মেনে নিয়েছেন ঋতুরাজ। এমকী টস হারতে হারতে তাঁর এমন অবস্থা হয়েছে যে অনুশীলনের সময় টস আলাদা করে অনুশীলন করছেন তিনি।
ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন,"কিছুতেই টসটা আমাদের পক্ষে যাচ্ছে না। বুঝতেই পারছি না এটার জন্য কী করব? সত্যি বলতে, এখন টস করতে গেলেই চাপে পড়ে যাই। টসের জন্য অনুশীলনও করছি।"
ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন,”কিছুতেই টসটা আমাদের পক্ষে যাচ্ছে না। বুঝতেই পারছি না এটার জন্য কী করব? সত্যি বলতে, এখন টস করতে গেলেই চাপে পড়ে যাই। টসের জন্য অনুশীলনও করছি।”

CSK vs LSG: ঋতুরাজের রাজকীয় শতরান, শিবম দুবের তাণ্ডব, লখনউকে ২১১ টার্গেট দিল সিএসকে

চিপক: ঘরের মাঠে চেনা ছন্দে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াড়ের অনবদ্য শতরান, শিবম দুবের বিধ্বংসী ব্যাটিং। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২০ ওভারে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে সিএসকে। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়। ৬৬ রান করেন শিবম দুবে। এক বল ব্যাটিং করে চার মেরে ঘরের মাটে ফ্যানেদের আনন্দ দেন ধোনিও।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে শুরুটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। অজিঙ্কে রাহানে ১ ও ড্যারিল মিচেল ১১ রান করে আউট হন। তবে ওপেনিং এদিন অনবদ্য ব্যাটিং করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। তাঁকে কিছুটা সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ১৬ রান করে আউট হন জাড্ডু।

এরপর শিবম দুবে ও ঋতুরাজ এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। মারকাটারি ব্যাটিং করেন দুজনে। লখনউ বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেবা করেন দুই তরুণ ব্যাটার। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন ঋতু-শিবম জুটি। মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন ঋতুরাজ গায়কোয়ার। এই মরশুমের এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। স্লগ ওভারে আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই তারকা।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের আগেই ভারতের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা? মহাচমক ভারতীয় তারকার

শতরানের পার্টনারশিপও পূরণ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। শেষ কয়েক ওভারে চিপকে ঝড় তোলেন দুজনে। ২২ বলে নিজের অর্ধশতরান করেন দুবে। দুই তারকার ব্যাটে ভর করেই দুশো পার করে চেন্নাই। ২৭ বলে ৬৬ করে শেষ ওভারে রান আউট হন দুবে। এক বল ব্যাট করে চার মারেন এমএস ধোনি। ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়।

CSK vs MI: ঋতুরাজ ও দুবের মারকাটারি ব্যাটিং, শেষে ধোনি ধামাকা, মুম্বইকে ২০৭ টার্গেট দিল চেন্নাই

মুম্বই: আইপিএলের ইতিহাসে দুই সফলতম দলের লড়াই বলে কথা। ম্যাচের প্রথমার্ধেই বোঝা গেল কতটা হাড্ডাহাড্ডি সেই দ্বৈরথ। ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের অনবদ্য় ব্যাটিংয়ে ভর করে মুম্বউ ইন্ডিয়ান্সকে চ্যালেঞ্জিং টার্গেট দিল চেন্নাই সুপার কিংস। শেষে মাত্র ৪ বলের জন্য হলেও ধোনি ধামাকা দেখল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ করল চেন্নাই সুপার কিংস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইনিংসের শুরুটা ভাল হয়নি সিএসকের। ৮ রানে প্রথম উইকেট পড়ে। ৫ রান করে আউট হন ওপেনিংয়ে প্রমোট করা অজিঙ্কা রাহানে। এরপর দলের ইনিংসের রাশ ধরেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্রা। ঠান্ডা মাথায় ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপ করেন তারা। ৬০ রানে দ্বিতীয় উইকেট পড়ে সিএসকের। ২১ রান করে আউট হন রাচিন রবীন্দ্র।

এরপর শিবম দুবে এসে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। উল্টোদিকে সেট হয়ে যাওয়ার পর রানের গতিবেগ বাড়ান ঋতুরাজ গায়কোয়াড়। এই দুই ব্যাটারের কাঁধে ভর করেই পাল্টা মুম্বই ইন্ডিয়ান্সের উপর চাপ বাড়ায়। অর্ধশতরান পূরণ করেই দুই তারকা ব্যাটারই। জুটিতে ঝড়ের গতিতে ৯০ রানের পার্টনারশিপ গড়েন ঋতুরাজ-দুবে জুটি। ১৫০ রানে সিএসকের তৃতীয় উইকেট পড়ে। ৪০ বলে ৬৯ রান করে আউট হন ঋতুরাজ গায়কোয়াড়।

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

এরপর ড্যারিল মিচেল ক্রিজে আসেন। কিন্তু স্লগ ওভারে জসপ্রীত বুমরাহের দুই ওভারে বেশি রান করতে না পারায় সিএসকের রানের গতি কিছুটা কমে। কিন্তু শেষ ওভারে ড্যারিল মিচেল ১৭ রান করে আউট হওয়ার পর মাঠে আসেন এমএস ধোনি। ৪ বল বাকি থাকতে মাঠে নেমে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। শেষ বলে নেন ২ রান। ৪ বলে ২০ রানের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড ওয়াংখেড়ে। শিবম দুবে অপরাজিত থাকেন ৬৬ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে সিএসকে।

IPL News: চেন্নাইয়ের নতুন ক্যাপ্টেন কে? তাঁর যা রেকর্ড, ধোনি-কোহলি-রোহিত শর্মারও নেই! জমে গেল IPL

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করবেন না মহেন্দ্র সিং ধোনি। তাঁর পরিবর্তে সিএসকের নয়া অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। তাও চেন্নাইয়ের তরফে প্রাথমিকভাবে সেই ঘোষণাটা করা হয়নি। বরং বৃহস্পতিবার চেন্নাইয়ে আইপিএলের ট্রফি নিয়ে ১০টি দলের ফোটোশ্যুটের পরই বিষয়টি প্রকাশ্যে আসে।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করবেন না মহেন্দ্র সিং ধোনি। তাঁর পরিবর্তে সিএসকের নয়া অধিনায়ক হলেন রুতুরাজ গায়কোয়াড়। তাও চেন্নাইয়ের তরফে প্রাথমিকভাবে সেই ঘোষণাটা করা হয়নি। বরং বৃহস্পতিবার চেন্নাইয়ে আইপিএলের ট্রফি নিয়ে ১০টি দলের ফোটোশ্যুটের পরই বিষয়টি প্রকাশ্যে আসে।
ন'টি দলের অধিনায়ক এবং পঞ্জাব কিংসের সহ-অধিনায়ককে নিয়ে ফোটোশ্যুটে চেন্নাইয়ের তরফে আসেন রুতুরাজ। ক্যাপ্টেন হিসেবে তিনিই আইপিএল ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।
ন’টি দলের অধিনায়ক এবং পঞ্জাব কিংসের সহ-অধিনায়ককে নিয়ে ফোটোশ্যুটে চেন্নাইয়ের তরফে আসেন রুতুরাজ। ক্যাপ্টেন হিসেবে তিনিই আইপিএল ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।
আর তারপর আইপিএলের তরফে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়, ‘চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে দেখা করুন - রুতুরাজ গায়কোয়াড়।’
আর তারপর আইপিএলের তরফে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়, ‘চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে দেখা করুন – রুতুরাজ গায়কোয়াড়।’
দলের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক হিসেবে অনেক ভাল বিকল্প হতে পারেন বলে আলোচনা চলছিলই। ২০২৩ এশিয়ান গেমসে ঋতুরাজ টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন এবং তাঁর অধিনায়কত্বেই ভারতীয় ক্রিকেট দল সোনার পদক জয় করে। এই রেকর্ড ধোনি, কোহলি বা রোহিত শর্মারও নেই।
দলের ওপেনার রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক হিসেবে অনেক ভাল বিকল্প হতে পারেন বলে আলোচনা চলছিলই। ২০২৩ এশিয়ান গেমসে ঋতুরাজ টিম ইন্ডিয়ার অধিনায়ক ছিলেন এবং তাঁর অধিনায়কত্বেই ভারতীয় ক্রিকেট দল সোনার পদক জয় করে। এই রেকর্ড ধোনি, কোহলি বা রোহিত শর্মারও নেই।
গত মরশুমে তিনি চারটে হাফসেঞ্চুরির দৌলতে ৫৯০ রান করেছেন। পাশাপাশি কোনও বিতর্কেও এখনও পর্যন্ত তাঁর নাম জড়ায়নি। তাঁর উপরে ধোনি ভরসা করতেই পারেন।
গত মরশুমে তিনি চারটে হাফসেঞ্চুরির দৌলতে ৫৯০ রান করেছেন। পাশাপাশি কোনও বিতর্কেও এখনও পর্যন্ত তাঁর নাম জড়ায়নি। তাঁর উপরে ধোনি ভরসা করতেই পারেন।
প্রসঙ্গত, এ বার শুরু থেকেই ‘অন্য’ ধোনিকে দেখতে পেয়েছিলেন সমর্থকেরা। গত কয়েক বছরে ধোনি ছোট করে চুল কাটলেও এ বার তাঁকে অনুশীলনে দেখা যাচ্ছিল বড় চুলে। সমর্থকদের মনে ফিরে এসেছিল ২০০৭ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপের স্মৃতি।
প্রসঙ্গত, এ বার শুরু থেকেই ‘অন্য’ ধোনিকে দেখতে পেয়েছিলেন সমর্থকেরা। গত কয়েক বছরে ধোনি ছোট করে চুল কাটলেও এ বার তাঁকে অনুশীলনে দেখা যাচ্ছিল বড় চুলে। সমর্থকদের মনে ফিরে এসেছিল ২০০৭ বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপের স্মৃতি।
বড় চুলের ধোনিকে ঘিরে যে নস্ট্যালজিয়া, সেটা ফিরে এসেছিল সমর্থকদের মনে। অনেকে স্বপ্নও দেখতে শুরু করেছিলেন যে বড় চুলের ধোনি ষষ্ঠ আইপিএল ট্রফি হাতে তুলছেন। কিন্তু সেটা আর দেখা যাবে না। তার আসনে বসলেন রুতুরাজ গায়কোয়ার।
বড় চুলের ধোনিকে ঘিরে যে নস্ট্যালজিয়া, সেটা ফিরে এসেছিল সমর্থকদের মনে। অনেকে স্বপ্নও দেখতে শুরু করেছিলেন যে বড় চুলের ধোনি ষষ্ঠ আইপিএল ট্রফি হাতে তুলছেন। কিন্তু সেটা আর দেখা যাবে না। তার আসনে বসলেন রুতুরাজ গায়কোয়ার।

IND vs SA: টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর! ছিটকে গেলেন তারকা ওপোনার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে জিতেছে ভারত। কিন্তু টেস্ট সিরিজের আগে একের পর এক খারাপ খবর ভারতের জন্য। প্রথমে চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি ও ঈশান কিশান। এবার আরও এক খারাপ খবর টিম ইন্ডিয়ার জন্য। দল থেকে ছিটকে গেলেন তারকা ওপেনার।

টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে ওপেন করার কথা রোহিত শর্মা ও শুভমান গিলের। তবে দলে ব্যাকআপ হিসেবে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই চলাকালীন আঙুলে চোট পান তরুণ ব্যাটার। যেই কারণে তৃতীয় ওডিআইতে খেলতে পারেননি তিনি। তার জায়গায় অভিষক হয় রজত পাতিদারের। কিন্তু এবার জানা যাচ্ছে আঙুলে চোটের কারণে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না ঋতুরাজ গায়কোয়াড়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দ্বিতীয় ওডিআইতে চোট লাগার পর মনে হয়েছিল চোট খুব একটা গুরুতর নয়। কিন্তু পরে পরীক্ষায় দেখা যায় ঋতুরাজের আঙুলে চির ধরেছে। তার বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। যার ফলে টেস্ট সিরিজে পাওয়া যাবে না ঋতুরাজ গায়কোয়াড়কে।

আরও পড়ুনঃ KKR Team News: কেন ২৪.৭৫ কোটি টাকা দিয়ে স্টার্ককে কিনেছে কেকেআর? রহস্য ফাঁস করলেন গৌতম গম্ভীর

প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর বক্সিং ডে -তে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। ২ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টেস্ট সিরিজ জেতার রেকর্ড নেই ভারতের। রোহিত শর্মার দলের কাছে রয়েছে ইতিহাস তৈরির সুযোগ।

আজকের দিনে ৭টা ছক্কা! আজই আবার টি২০-তে সেঞ্চুরি! গুয়াহাটিতে ধামাকা ঋতুরাজের

গুয়াহাটি: ক্রিকেটের ইতিহাসে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে। অনেক রেকর্ড তৈরি হয়। সেই রেকর্ড ভাঙেও। তবে এই রেকর্ড আজও অক্ষত।  ২৮ নভেম্বর তারিখটি ক্রিকেটভক্তরা মনে রেখেছেন নিশ্চয়ই!

২০২২ সালের এই দিনে একজন ভারতীয় ব্যাটসম্যান এক ওভারে ৭টি ছক্কা মেরেছিলেন। সেই ব্যাটসম্যানের নাম- ঋতুরাজ গায়কওয়াড়। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করা রুতুরাজ গায়কওয়াড় ২৮ নভেম্বর ২০২২-এ এই ইতিহাস লিখেছিলেন।

এক বছরের মাথায় আবার ২৮ নভেম্বর তিনি ভারতের জার্সি গায়ে ৫৭ বলে ১২৩ রানের ইনিংস খেলে দিলেন। এক বছর আগে আজকের দিনে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের মধ্যে খেলা হয়েছিল।

আরও পড়ুন- ডার্বির তারিখ বদলাবে না অনড় আইএফএ, দল না নামানোর কড়া সিদ্ধান্ত মোহনবাগানের

সেই ম্যাচে ঋতুরাজ একটি নো বল-সহ এক ওভারে ৭টি ছক্কা মেরেছিলেন।সেই ম্যাচে ডাবল সেঞ্চুরিও করেছিলেন ঋতুরাজ। এদিন করলেন সেঞ্চুরি। তাও চ২০ ক্রিকেটে। সেদিন ১৫৯ বলে ১৬ ছক্কা ও ১০টি চারের সাহায্যে মোট ২২০ রান করে অপরাজিত ছিলেন।

এদিনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। আহমেদাবাদে অনুষ্ঠিত সেদিনের ম্যাচে মহারাষ্ট্র ইউপিকে ৫৮ রানে হারিয়েছিল।

২০২১ সালে T20 এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ঋতুরাজের। তিনি কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

আরও পড়ুন- জাহির খানের প্রাক্তন প্রেমিকা, প্রেমে পড়ে কেরিয়ার শেষ! এই অভিনেত্রী এখন কোথায়!

তার পর ২০২২ সালে লখনউতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে তাঁর ওডিআই অভিষেক হয়। তাঁকে অনেকেই সিএসকের ভবিষ্যতের ক্যাপ্টেন বলতে শুরু করেছেন।

Viral Video: ক্রিকেটার হতে না হতেই ‘এই’, গ্রাউন্ডসম্যানকে ধাক্কা রতুরাজের

#বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রতুরাজ গায়কোয়াড়ের  (Ruturaj Gaikwad) ব্যাট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সিরিজে একেবারেই নিষ্প্রভ৷ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ শেষ হয় ২-২ -এ৷ কারণ শেষ ম্যাচ বেঙ্গালুরুতে বৃষ্টিবিঘ্নিত হওয়ায় ম্যাচের ফয়সালা হয়নি৷ এই অবস্থায় আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর প্রাথমিক দলে জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে৷ রতুরাজ গায়কোয়াড় এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপ তাঁর দলে নির্বাচন হওয়া খুবই মুশকিল৷ রতুরাজের এই অবস্থায় ভিডিও ভাইরাল হল যা তাঁর মানুষ হিসেবে মূল্যকে কিছুটা হলেও কমিয়ে দিত৷ এক ক্রিকেটারকে গ্রাউন্ডসম্যান ধাক্কা দিচ্ছেন দেখা যায়৷ এই ভিডিও ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যের সিরিজের পঞ্চম ম্যাচের দরুণ এই ঘটনা ঘটে৷

ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যের সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে বৃষ্টির বলি হয়ে যায়৷ ফলে সিরিজ ২-২ হয়ে যায়৷ ওপেনার রতুরাজ গায়কোয়াড়ের যে ভিডিও ভাইরাল হয়ে যায় তাতে দেখা যাচ্ছে তিনি হেলমেট, প্যাড, গ্লাভস পড়া অবস্থায় ব্যাট নিয়ে ডাগআউটে বসে আছেন এরকম দেখা যায়৷ এরই মধ্যে এক গ্রাউন্ডসম্যান তাঁর পাশে এসে বসেন৷ তিনি একটি সেলফি নিতে চাইছিলেন৷ সেই সময় রতুরাজ তাঁকে ধাক্কা দিয়ে সরে যেতে বলেন ৷ রতুরাজ এবং গ্রাউন্ডম্যানের এই কাণ্ড কারখানা ক্যামেরায় বন্দি হয়ে যায়৷ আর তারপরেই সেটা ভাইরাল ভিডিও হয়ে যায়৷ অনেকেই এই ভিডিও দেখে ক্রিকেটারকে কথা শোনাচ্ছেন৷

আরও পড়ুন – Kumar Dhamasena Viral Video: তিনি যে আর ক্রিকেটার নেই ভুলে গিয়ে এ কী করছিলেন, ভাইরাল ভিডিও

দেখুন ভাইরাল ভিডিও …

রতুরাজ গায়কোয়াড় পাঁচ ইনিংসে ৯৬ রান করেছে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তিনি পাঁচ ম্যাচে পাঁচ ইনিংসে ৯৬ রান করে৷ এই সময়ে তাঁর ক্রিকেটের গড় ১৯.২০৷ গায়কোয়াড়ের সেরা স্কোর ৫৭ রান৷ পুরো সিরিজে গায়কোয়াড়ের ব্যাট থেকে ৯ টি চার এবং ৫ টি ছক্কা হয়েছে৷ সিরিজের শুরুর দিকে টিম ইন্ডিয়া বিশাখাপত্তনম এবং রাজকোটের টি টোয়েন্টি ম্যাচে জিতে শানদার ভাবে সিরিজে ফিরেছে৷

বেঙ্গালুরু টি টোয়েন্টিতে ১০ রান করে আউট হয়ে যান গায়কোয়াড়

ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ঘরে টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেছে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে কোনও টি টোয়েন্টি সিরিজ জিততে পারেনি৷