Tag Archives: soldiers

Woman harassed: দুই সেনা কর্মীকে ব্যাপক মারধর, ধর্ষণের শিকার সঙ্গে থাকা বান্ধবী, ঘটনার তীব্র সমালোচনায় রাহুল গান্ধি

ইন্দোর: ভোরবেলা দু’জন তরুণ সেনাকর্মীকে মারধরের ঘটনা ঘটে৷ এখানেই শেষ নয়, তাঁদের সঙ্গে থাকা এক মহিলাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ৷ ঘটনায় বিজেপির তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধি৷

ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ইন্দোরে৷ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুজন সেনা কর্মী ও তাঁদের দুই মহিলাবন্ধু একসঙ্গে পিকনিকে যায়৷ পরেরদিন ভোর ২টোর দিকে বুধবার ভোরবেলা৷ পিকনিক স্পটের কাছে মহিউ-মণ্ডলেশ্বর রোডের কাছে গাড়িটা দাঁড়িয়েছিল৷ তখনই সাতজনের একটা দুষ্কৃতির দল তাঁদের উপর হামলা করে৷

আরও পড়ুন: প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়ির গণেশ উৎসবে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, করলেন আরতিও

গাড়িতে তখন একজন সেনাকর্মী ছিলেন৷ তাঁকেও এই দুষ্কৃতিরা ভয়ানক মার ধরে করে বলে অভিযোগ৷ বাদ যাননি তাঁদের সঙ্গে থাকা মহিলারাও৷ একজন মহিলাকে জোর করে টেনে নিয়ো যায়৷ অন্য আর একজন সেনা যিনি গাড়ি থেকে কিছুটা দূরে ছিলেন, মহিলার চিৎকার শুনতে পান৷ তিনিই পুরো ঘটনা তাঁর সিনিয়রদের জানান৷ তারপরই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ ইতিমধ্যেই পুলিশ আসার খবরে অপরাধীরা চম্পট দেয়৷

আরও পড়ুন: জনগণের সমস্যা সমাধানে ত্রিপুরায় শুরু ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচি, প্রশাসনকে চিকিৎসা ক্ষেত্রে জোর দেওয়ার পরামর্শ মানিক সাহার

সকাল সাড়ে ছটার দিকে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই একজন মহিলার উপর ধর্ষণের প্রমাণও পাওয়া যায়৷

ভারতীয় ন্যায় সংহিতার অধীনে অপরাধীদের বিরুদ্ধে লুট, ডাকাতি, ধর্ষণ-সহ একাঝিক ধারায় মামলা রজু করা হয়েছে৷ দুষ্কৃতিদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷

এই ঘটনার প্রতিক্রিয়ায় জানিয়েছেন রাহুল গান্ধি৷ তিনি এর জন্য বিজেপি শাসিত রাজ্যেগুলিতে আইনশৃঙ্খলা অবনতিকে দায়ী করেছেন৷

তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘দুই সেনা সৈন্যেকে মারধর ও তাঁদের মহিলা সঙ্গীকে ধর্ষণের ঘটনা পুরো সমাজকে লজ্জা দেওয়া জন্য যথেষ্ট৷ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলা প্রায় নেই বললেই চলে৷’’

Hooghly News: প্রাতঃভ্রমণে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না প্রাক্তন সৈনিকের! 

হুগলি: প্রাতঃভ্রমণে বেরিয়ে লরির ধাক্কা প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মী। মৃতের ওই ব্যক্তির নাম সমর কুমার মাইতি। বছর ৬৮ এর ওই পৌড় শনিবার সকালে বেরিয়েছিলেন মর্নিং ওয়াক করতে , তখনই ঘটে এই মর্মান্তিক পরিণতি। ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের রতনপুর আলু বাজার এলাকায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

আরও পড়ুনঃ ঘণীভূত হচ্ছে রহস‍্য, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত ডাক্তারি ছাত্রীর বাবা!

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রত্যেক দিনের মতো আজ ও সকালে প্রাতঃভ্রমণ বের হন সিঙ্গুরে দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বারোহাত কালীতলা এলাকার বাসিন্দা সমর কুমার মাইতি। বাড়ি থেকে কিছুটা দূরে সকাল পৌনে সাতটা নাগাদ রতনপুর আলু বাজার এলাকায় একটি লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এর পরেই স্থানীয়রা তাকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই অস্বাভাবিক মৃত্যুর মামলার রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ছবি দেখে ঘাতক লরির সন্ধান চালাচ্ছে সিঙ্গুর থানার পুলিশ আধিকারিকরা।

ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার প্রশ্ন তুলে সরব হন। রাস্তায় হাঁটতে বেরিয়ে মর্মান্তিক পরিণতির ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। তাদের মতে, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য নিত্যদিন বাড়ছে এ ধরনের দুর্ঘটনা। পুলিশ প্রশাসনকে বারংবার জানানো হয়েছে নিরাপত্তা বাড়ানোর জন্য। এলাকার মানুষজন কার্যত নিরাপত্তাহীনতার ভুগছেন। স্থানীয়দের দাবি ঘটনার যথাযথ তদন্ত হয়ে দশেরা শাস্তি পাক।

রাহী হালদার

Bike Accident: ছুটির আনন্দ বদলে গেল বিষাদে, বাড়িতে এসে দুর্ঘটনায় মৃত্যু জওয়ানের

দক্ষিণ দিনাজপুর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল সেনা জওয়ানের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম জয়ন্ত বর্মন (৩৭)। সোমবার রাতে বাইকে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।

সূত্রের খবর, বালুরঘাট ব্লকের কৃষ্ণনগর এলাকায় রাস্তার পাশের একটি গাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সেনা জওয়ান জয়ন্ত বর্মনের বাইক। তাঁর ভাই রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। সেখানেই চিকিৎসারত অবস্থায় প্রয়াত হন জয়ন্ত বর্মন নামে ওই সেনা জওয়ান।

আর‌ও পড়ুন: ইদের আনন্দে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়ঙ্কর কাণ্ড! আপনিও সাবধান হন

মৃত জ‌ওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কুড়ি আগে ছুটিতে বাড়ি এসেছিলেন বালুরঘাটের ভাটপাড়া এলাকার জয়ন্ত বর্মন। বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই সন্তান। বর্তমানে তিনি কাশ্মীরে কর্মরত ছিলেন। শনিবার তাঁর আবার কাজের জায়গায় ফিরে যাওয়ার কথা ছিল। তাঁর মৃত্যুতে পরিবারের পাশাপাশি শোকস্তব্ধ প্রতিবেশীরাও। জেলা সৈনিক বোর্ডের তরফ থেকেগার্ড অফ অনার দেওয়া হয়। পাশাপাশি পুলিশের তরফ থেকে গান স্যালুট দেওয়া হয়। এরপর হয় শেষকৃত্য। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

সুস্মিতা গোস্বামী