Tag Archives: Sujan Chakrabarty

Dum Dum Lok Sabha Election Results 2024: এই নিয়ে চার বার সংসদে সৌগত, ৬০ হাজারে হারালেন বিজেপির শীলভদ্রকে! তৃতীয় সুজন

দমদমঃ লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষণা হল আজ। দমদম লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে জয়ী হলেন তৃণমূলের সৌগত রায়। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই দমদম। সুজন-সৌগত-শীলভদ্রের লড়াইয়ে নজর ছিল সব মহলের। তবে, দিনের শেষে নিজের জয় অব্যাহত রাখলেন সৌগত রায়।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে রানিমাকে ৬০ হাজার ভোটে হারিয়ে পেলেন জয়

সাত দফার ভোটের শেষ দফায় ভোট হয় দমদমে। ভোট হয় ১ জুন তারিখে। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-গোপালপুর। মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৬৫৬ জন।

২০১৯ লোকসভা নির্বাচনে দমদম আসনে জয়ী হন সৌগত রায়। তাঁর প্রাপ্ত ভোট ৫ লাখ ১১ হাজার ৭০৭। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির শমীক ভট্টাচার্য। তাঁর প্রাপ্ত ভোট ৪ লাখ ৫৮ হাজার ২৭০। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৫৩ হাজার ভোটে জেতেন সৌগত রায়। তৃতীয় স্থানে থাকা সিপিআইএম-এর নেপালদেব ভট্টাচার্য পান ১ লাখ ৬৭ হাজার ২৪৯ ভোট। চলতি বছরও ফলাফল একই থাকল।

CPIM: গভীর রাতে ভয়াবহ আগুন সিপিএম কার্যালয়ে, অভিযোগের আঙুল তৃণমূলের বিরূদ্ধে!

বরানগরঃ সিপিআই কার্য‍্যালয়ে আগুন। সোমবার মধ‍্যরাতে ভয়াবহ আগুন লাগেসিপিএম এর বরানগর ২ নং এরিয়া অফিসে। প্রথমে, এক ফুড ডেলিভারি বয় দেখতে পায় সেই আগুন। তারপর আশেপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকালে, লেনিনের ১৫৫তম জন্মদিন পালন হয় এই কার্য‍্যালয়ে। রাতের অন্ধকারে কমিটির কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। সিপিএমের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সুজন চক্রবর্তী এলেন ঘটনাস্থলে।

আরও পড়ুনঃ ‘টুম্পা সোনা’-র পর জামাল কুদু! ফের প্যারোডি গানে বিজেপি-তৃণমূলকে কটাক্ষ বামেদের

দমদম লোকসভার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, “এটা স্পষ্ট কারা করেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেরোসিন দিয়ে আগুন লাগিয়েছে। ওরা ভয় পেয়েছে, এই অঞ্চলে বামেদের শক্তিবৃদ্ধি দেখে। সামনে সিসিটিভি আছে, পুলিশ খুঁজে বের করুক প্রকৃত দোষীদের।”

বরানগর বিধানসভার সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য সরাসরি অভিযোগের আঙ্গুল তোলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুনাথ বিশ্বাসের দিকে। তিনি বলেন, “আগের দিন সুজন চক্রবর্তী আর আমার পাশে বিপুল জনসমর্থন দেখে ওরা ভয় পেয়েছে। এর বিরূদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হলে আমরা এর উত্তর দেব।”