Tag Archives: Sougata Roy

Dum Dum Lok Sabha Election Results 2024: এই নিয়ে চার বার সংসদে সৌগত, ৬০ হাজারে হারালেন বিজেপির শীলভদ্রকে! তৃতীয় সুজন

দমদমঃ লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষণা হল আজ। দমদম লোকসভা কেন্দ্রের ২০২৪-এর ফলাফলের নিরিখে জয়ী হলেন তৃণমূলের সৌগত রায়। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই দমদম। সুজন-সৌগত-শীলভদ্রের লড়াইয়ে নজর ছিল সব মহলের। তবে, দিনের শেষে নিজের জয় অব্যাহত রাখলেন সৌগত রায়।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে রানিমাকে ৬০ হাজার ভোটে হারিয়ে পেলেন জয়

সাত দফার ভোটের শেষ দফায় ভোট হয় দমদমে। ভোট হয় ১ জুন তারিখে। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-গোপালপুর। মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৬৫৬ জন।

২০১৯ লোকসভা নির্বাচনে দমদম আসনে জয়ী হন সৌগত রায়। তাঁর প্রাপ্ত ভোট ৫ লাখ ১১ হাজার ৭০৭। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির শমীক ভট্টাচার্য। তাঁর প্রাপ্ত ভোট ৪ লাখ ৫৮ হাজার ২৭০। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৫৩ হাজার ভোটে জেতেন সৌগত রায়। তৃতীয় স্থানে থাকা সিপিআইএম-এর নেপালদেব ভট্টাচার্য পান ১ লাখ ৬৭ হাজার ২৪৯ ভোট। চলতি বছরও ফলাফল একই থাকল।

Sougata Roy: ভোটের মাঝেই ঘূর্ণিঝড়, ‘জনদরদী’ প্রার্থীরা! সবচেয়ে বড় চমক সৌগত-সায়ন্তিকার, দেখুন কী কাণ্ড

ভোট বড় বালাই, ভোট প্রচারের মাঝেই ঝড়ে ভেঙে পড়া গাছ জেসিবি চালিয়ে সরালেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়
ভোট বড় বালাই, ভোট প্রচারের মাঝেই ঝড়ে ভেঙে পড়া গাছ জেসিবি চালিয়ে সরালেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়
জেসিবিতে উঠে রীতিমতো হাইড্রোলিক ক্রেন দিয়ে গাছ সরাতে দেখা যায় এই সাংসদকে। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সঙ্গে জেসিবি চালাতে দেখা যায় বরাহনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও
জেসিবিতে উঠে রীতিমতো হাইড্রোলিক ক্রেন দিয়ে গাছ সরাতে দেখা যায় এই সাংসদকে। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সঙ্গে জেসিবি চালাতে দেখা যায় বরাহনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও
স্থানীয়দের সূত্রে জানা যায়, রিমলের দাপটে ভেঙে পড়ে বরাহনগর ১০ নম্বর ওয়ার্ডের তাতিপাড়ার বহু বছরের পুরনো একটি বটগাছ। অল্পের জন্য হলেও রক্ষা পান রাস্তার পাশে বাড়ির বাসিন্দারা। গাছ ভেঙে যাওয়া তাঁতি পাড়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে, ঘটনাস্থলে বরাহনগর থানার পুলিশ ও পৌরসভার কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালাচ্ছেন
স্থানীয়দের সূত্রে জানা যায়, রিমলের দাপটে ভেঙে পড়ে বরাহনগর ১০ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ার বহু বছরের পুরনো একটি বটগাছ। অল্পের জন্য হলেও রক্ষা পান রাস্তার পাশে বাড়ির বাসিন্দারা। গাছ ভেঙে যাওয়া তাঁতি পাড়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে, ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ ও পৌরসভার কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালাচ্ছেন
পাশাপাশি, বরাহনগরের বেঙ্গল ইমিউনিটি ওষুধ কারখানার ৭০ ফুটের লম্বা চিমনি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে থাকা প্রাইভেট আটটি গাড়ি। সেই ঘটনাস্থলে পরিদর্শন করেন তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সায়ন্তিকা
পাশাপাশি, বরানগরের বেঙ্গল ইমিউনিটি ওষুধ কারখানার ৭০ ফুটের লম্বা চিমনি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে থাকা প্রাইভেট আটটি গাড়ি। সেই ঘটনাস্থলে পরিদর্শন করেন তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সায়ন্তিকা
সেখানেই দেখা যায় রীতিমতো জেসিবি চালিয়ে ক্ষতিগ্রস্ত জায়গা পরিষ্কার করতে। এলাকার বহু গাছও ঝড়ের কারণে ভেঙে পড়েছে। বৃষ্টিতে ভিজেই এলাকা পরিদর্শন করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে আর তার ফাঁকেই চলে জনসংযোগ
সেখানেই দেখা যায় রীতিমতো জেসিবি চালিয়ে ক্ষতিগ্রস্ত জায়গা পরিষ্কার করতে। এলাকার বহু গাছও ঝড়ের কারণে ভেঙে পড়েছে। বৃষ্টিতে ভিজেই এলাকা পরিদর্শন করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে আর তার ফাঁকেই চলে জনসংযোগ

Sougata Roy: সৌগত রায়ের গাড়িতে ‘বড়’ দুর্ঘটনা! নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? শেষ দেখতে চাইছে তৃণমূল

সুবীর দে,পানিহাটি: পানিহাটিতে সৌগত রায়ের গাড়ি দুর্ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে খড়দহ থানায় অভিযোগ দায়ের তৃণমূল নেতৃত্বের। শনিবার সন্ধ্যায় পানিহাটি এইচবি টাউন মোড়ে প্রচার সেরে ফেরার সময় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের গাড়ির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ম্যাটাডোর ভ্যান। ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী।

ঘটনাস্থল থেকে ম্যাটাডোর ভ্যান সহ চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। লোকসভা নির্বাচনের আগে প্রার্থী সৌগত রায়ের গাড়িতে ম্যাটাডোর ভ্যানের ধাক্কার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। গোটা ঘটনায় তদন্ত ও জিজ্ঞাসাবাদ করছে খড়দহ থানার পুলিশ।

আরও পড়ুন: মাঝরাতে বাড়িতে ঢুকে মহিলাদের উপর নির্যাতন! ভূপতিনগরে NIA-এর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ দায়ের

এদিকে, বেলঘরিয়ায় বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের প্রচারে প্রকাশ্যে বিজেপি কর্মীদের গোষ্ঠীকোন্দল। কর্মীরা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ল ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে।

কামারহাটি বিধানসভার অন্তর্গত বেলঘরিয়া বাদামতলা এলাকা থেকে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের প্রচার শুরু হয়। প্রচার চলাকালীন প্রার্থীর সামনে কারা থাকবে, তাই নিয়ে বিজেপি কর্মীদের মধ্যেই প্রকাশ্যে দেখা গেল গোষ্ঠীকোন্দল। প্রচার চলাকালীন কর্মীরা একে অপরকে ধাক্কা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ল। আর সেই গোষ্ঠীকোন্দলের ছবি ধরা পরল News18 বাংলা-র ক্যামেরায়। এই ঘটনায় বিজেপি প্রার্থী কোনও মুখ খুলতে চাননি। পাশাপাশি বিজেপি কর্মীদের মধ্যে গোষ্ঠীকোন্দলের ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

North 24 Parganas News: বিরাটির আবাসন ভেঙে মৃত গৃহবধুর বাড়িতে সৌগত রায়! পরিবারের পাশে থাকার আশ্বাস

উত্তর ২৪ পরগনা: বিরাটির বহুতল আবাসনের একাংশ ভেঙে মৃত্যু হওয়া গৃহবধূর বাড়িতে আসলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনাস্থল ঘুরে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ।

পাশাপাশি, রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক ভাবে সাহায্য করারও আশ্বাস দেন সৌগতবাবু। এদিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে বেআইনিভাবে নির্মাণ হওয়া বহুতল আবাসনগুলির দিকে নজরদারিরও নির্দেশ দেন তিনি। এই ঘটনায় দোষীদের যাতে সঠিক সাজা মেলে সে বিষয়টি দেখার জন্য অনুরোধ জানান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের তাণ্ডবের মধ্যেই উত্তরবঙ্গে এবার ভূমিকম্প, প্রবল অতঙ্ক! কাঁপল কোথায় কোথায়?

উত্তর দমদম পৌরসভার অন্তর্গত বিরাটির শরৎ কলোনি এলাকার এই বহুতল ঘিরে আগেও নানাভাবে কাজ বন্ধ করার দাবি জানানো হয়েছিল প্রতিবেশীদের তরফে। তবে কোনও ভাবেই কাজ বন্ধ করেনি প্রোমোটার। তার জেরেই এই দুর্ঘটনা বলেই মনে করছেন স্থানীয়রা। এদিন সাংসদকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরাও।

আরও পড়ুন: ‘মমতা যা পারেন, তা কেউ পারে না! ভোট না দিলেও মমতা আসবেন’, দুর্যোগে দুর্গতদের আশ্বাস অভিষেকের

বছর পঞ্চান্নর মৃত গৃহবধূ কেয়া শর্মা চৌধুরীর স্বামী ও বারংবার অভিযোগ জানান, সাংসদের কাছেও এদিন সেই কথাই তুলে ধরেন তিনি। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধাননগর ডিসি ঐশ্বরিয়া গুপ্তা, আইসি সলিল কুমার মণ্ডল-সহ স্থানীয় কাউন্সিলর মহুয়া শীল। গার্ডেনরিচের পর বিরাটির এই ঘটনা কতটা প্রশাসনকে সক্রিয় করে এখন সে দিকেই তাকিয়ে সকলে।

Rudra Nrayan Roy