Tag Archives: Sujata Mondal

Bankura News: হাতে জোড়া আম, খুন্তি হাতে বিরোধীদের ‘ভেজে দেওয়ার’ হুঁশিয়ারি সুজাতার

বাঁকুড়া: ভোট প্রচারে সুজাতা মণ্ডল, এক গৃহস্থের বাড়িতে ভাজলেন মাছ! ৪ জুনের পর মাছ ভাজার মতো কড়াভাবে বিরোধীদের ভেজে দেওয়ার একটা হুঁশিয়ারি সুজাতা মণ্ডলের! আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট। প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের।

বিষ্ণুপুরের বিধায়ক এবং বিষ্ণুপুরের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে পৌরসভার আট নম্বর ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে ভোট প্রচার করলেন। ভোট প্রচারের মধ্যে হঠাৎ করেই এক গৃহবধূকে মাছ ভাজতে দেখে খুন্তি হাতে নিয়ে মাছ ভাজা শুরু করে দেন তৃণমূল প্রার্থী সুজাতা। এমন কি, কর্মীদের দিয়ে গাছ থেকে কাঁচা আম পারলেন সুজাতা। দুটি আম হাতে নিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানালেন এলাকার মানুষের কাছে।

আরও পড়ুন: মা-স্ত্রীকে খুন, তিন সন্তানকে ছাদ থেকে ফেলে হত্যা! উত্তরপ্রদেশে নিজের বাড়িতেই হত্যালীলা যুবকের

বিষ্ণুপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে প্রার্থীর প্রচারে উঠে এল ছবি। ৯ নম্বর ওয়ার্ডে প্রচারে বেড়িয়ে, বয়স্ক মানুষদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা গেল প্রার্থীকে। তারপর বিশেষ ভাবে সক্ষম এক পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেন প্রার্থী।

আর মাত্র ১৫ দিন। তারপর ভোটের উৎসব শুরু হবে বাঁকুড়া জেলাতে। হাতে স্বল্প সময় থাকার কারণে, প্রতিটি হেভিওয়েট প্রার্থী শুরু করেছেন জোরদার প্রচার। যাদের মধ্যে অন্যতম হলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

নীলাঞ্জন ব্যানার্জী

Lok Sabha Election 2024: চেনা মাঠে অচেনা লড়াইয়ে সুজাতা, ভূমিকা বদল মেনে নেবে জনতা?

বাঁকুড়া: গমগমে প্রচারে মাতলেন সুজাতা মণ্ডল। বিষ্ণুপুর সোমবারের প্রচারে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। সারলেন মধ্যাহ্নভোজন। এরপর ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবারের সভার প্রস্তুতি। মঙ্গলবার পাত্রসায়র গরুহাটতলায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই যাবতীয় আয়োজন নিজে উপস্থিত থেকে তদারকি করেন সুজাতা।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

সোমবার সুজাতা মণ্ডলকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। কেউ কেউ পরিয়ে দিলেন গাঁদা ফুলের মালা। পরে মাইক্রোফোন হাতে সকলের আশীর্বাদ প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী। এদিন বিষ্ণুপুরের এক তৃণমূল কর্মীর বাড়িতে দুপুরের খাবার খান সুজাতা। এরপর দ্রুত বেরিয়ে পড়েন সভা স্থল ঘুরে দেখতে।

আরও পড়ুন: ‘নির্দল’ কুড়মি অঙ্কে পুরুলিয়া উদ্ধারের স্বপ্ন তৃণমূলে

ইতিমধ্যেই রমরমিয়ে কাজ চলছে পাত্রসায়রে। মঙ্গলবার সুজাতা মণ্ডল এবং মুখ্যমন্ত্রীর জুটি দেখতে মুখিয়ে এখানকার জনতা। এই প্রসঙ্গে সুজাতা বলেন, আমাকে আপনারা চেনেন। আপনাদের আশীর্বাদ নিতে এসেছি। ভোট দিয়ে আমাকে জয়ী করুন যাতে আমি আপনাদের সব সমস্যার সমাধান করতে পারি।

উল্লেখ্য, বিষ্ণুপুরের বিদায়ী বিজেপি সাংসদ তথা এবারেরও প্রার্থী সৌমিত্র খাঁ’র প্রাক্তন ঘরণী সুজাতা মণ্ডল। ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় আদালতের নির্দেশে বিষ্ণুপুরে প্রচার করতে পারেননি সৌমিত্র। সেই সময় সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তাঁর হয়ে প্রচার করে জিতিয়ে এনেছিলেন সুজাতা। ফলে বিষ্ণুপুরের মাটি তাঁর অতি পরিচিত। কিন্তু পাঁচ বছর আগে যে প্রতীকের হয়ে লড়েছিলেন এখন সেটা বদলে গিয়েছে। প্রতি বদলালেও ভোটের ময়দানে বিষ্ণুপুরে সুজাতা আবার বাজিমাত করতে পারবেন কিনা এখন সেটাই দেখার।

নীলাঞ্জন ব্যানার্জী

TMC Sujata Mondal: ভেঙেছে বিয়ে, কিন্তু বেড়েছে সম্পত্তি! তৃণমূল প্রার্থী সুজাতা যেন সোনায় মোড়া, এত টাকা! তুমুল চাঞ্চল্য

*বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। নতুন ধরনের প্রচার করে জনপ্রিয় হয়ে উঠেছেন মহিলা প্রার্থী। বাঁকুড়ার মাটিকে প্রণাম করে সুজাতা জমা করেছেন নমিনেশন। ইতিমধ্যেই বলেছেন, 'ভোটে জেতালে নাচতে নাচতে আসব।' সুজাতা মণ্ডলের হলফনামায় উল্লেখ করা আছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। সংগৃহীত ছবি। 
*বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। নতুন ধরনের প্রচার করে জনপ্রিয় হয়ে উঠেছেন মহিলা প্রার্থী। বাঁকুড়ার মাটিকে প্রণাম করে সুজাতা জমা করেছেন নমিনেশন। ইতিমধ্যেই বলেছেন, ‘ভোটে জেতালে নাচতে নাচতে আসব।’ সুজাতা মণ্ডলের হলফনামায় উল্লেখ করা আছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। সংগৃহীত ছবি।
*অর্থবর্ষ ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ এ যথাক্রমে ১ লক্ষ্য ৯০ হাজার, ১ লক্ষ ১৬ হাজার, ১ লক্ষ্য ৩৩ হাজার, ৪ লক্ষ্য ৬৫ হাজার এবং ৪ লক্ষ্য ৬৩ হাজার টাকা বার্ষিক আয়। সংগৃহীত ছবি। 
*অর্থবর্ষ ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ এ যথাক্রমে ১ লক্ষ্য ৯০ হাজার, ১ লক্ষ ১৬ হাজার, ১ লক্ষ্য ৩৩ হাজার, ৪ লক্ষ্য ৬৫ হাজার এবং ৪ লক্ষ্য ৬৩ হাজার টাকা বার্ষিক আয়। সংগৃহীত ছবি।
*পাঁচ অর্থবর্ষে মোট আয় ১৩ লক্ষ ৭০ হাজার ৯০ টাকা। হাতে নগদ টাকা রয়েছে ১৮,০০০। এ ছাড়াও বিভিন্ন ইনভেস্টমেন্ট রয়েছে সুজাতা মণ্ডলের। যার মধ্যে উল্লেখযোগ্য হল ৪ লক্ষ টাকার জীবন বীমা। সংগৃহীত ছবি। 
*পাঁচ অর্থবর্ষে মোট আয় ১৩ লক্ষ ৭০ হাজার ৯০ টাকা। হাতে নগদ টাকা রয়েছে ১৮,০০০। এ ছাড়াও বিভিন্ন ইনভেস্টমেন্ট রয়েছে সুজাতা মণ্ডলের। যার মধ্যে উল্লেখযোগ্য হল ৪ লক্ষ টাকার জীবন বীমা। সংগৃহীত ছবি।
*হলফনামা অনুযায়ী দুটি যানবাহনের মালিক সুজাতা মণ্ডল, যার মধ্যে একটি সেকেন্ড হ্যান্ড ৩ লক্ষ ৮০ হাজার টাকার চারচাকা এবং ৫৫ হাজার টাকার স্কুটি রয়েছে। সুজাতা মণ্ডলের কাছে সোনা রয়েছে প্রায় ৪০০ গ্রাম, যার হলফনামা অনুযায়ী ২৫ এপ্রিল পর্যন্ত বর্তমান মূল্য হল ২৬ লক্ষ ৫০ হাজার টাকা। বিনিয়োগ এবং অস্থাবর সম্পত্তির মূল্য ৯১ লক্ষ ৯৪ হাজার ৭৫৩ টাকা ৮২ পয়সা। সংগৃহীত ছবি। 
*হলফনামা অনুযায়ী দুটি যানবাহনের মালিক সুজাতা মণ্ডল, যার মধ্যে একটি সেকেন্ড হ্যান্ড ৩ লক্ষ ৮০ হাজার টাকার চারচাকা এবং ৫৫ হাজার টাকার স্কুটি রয়েছে। সুজাতা মণ্ডলের কাছে সোনা রয়েছে প্রায় ৪০০ গ্রাম, যার হলফনামা অনুযায়ী ২৫ এপ্রিল পর্যন্ত বর্তমান মূল্য হল ২৬ লক্ষ ৫০ হাজার টাকা। বিনিয়োগ এবং অস্থাবর সম্পত্তির মূল্য ৯১ লক্ষ ৯৪ হাজার ৭৫৩ টাকা ৮২ পয়সা। সংগৃহীত ছবি।
*হলফনামায় স্থাবর সম্পত্তির কোনও উল্লেখ পাওয়া যায়নি। সুজাতা মণ্ডলের নামে হলফনামা অনুযায়ী রাজ্যের দুটি জায়গায় মামলা রয়েছে। প্রথম মামলাটি রয়েছে পুরুলিয়া জেলা আদালতের অধীনে অন্যদিকে দুর্গাপুর মহাকুমা আদালতের অধীনে রয়েছে আরও একটি মামলা। সংগৃহীত ছবি।
*হলফনামায় স্থাবর সম্পত্তির কোনও উল্লেখ পাওয়া যায়নি। সুজাতা মণ্ডলের নামে হলফনামা অনুযায়ী রাজ্যের দুটি জায়গায় মামলা রয়েছে। প্রথম মামলাটি রয়েছে পুরুলিয়া জেলা আদালতের অধীনে অন্যদিকে দুর্গাপুর মহাকুমা আদালতের অধীনে রয়েছে আরও একটি মামলা। সংগৃহীত ছবি।

TMC-Sujata Mondal: মাঝরাস্তায় হঠাৎ গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করলেন সুজাতা মণ্ডল, কী ঘটল…! তুমুল ভাইরাল ভিডিও

বাঁকুড়া: গাড়ি থেকে নেমে সটান দৌড় লাগালেন সুজাতা মণ্ডল। হঠাৎ কি হল যে এই তীব্র গরমে গনগনে রাস্তায় হাত নেড়ে ট্রাফিক সামলাতে দেখা গেল তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে? ব্যস্ত রাস্তায় হাত নেড়ে কী করছেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল? এই ছবি ধরা পড়েছে গলসির কিছুটা আগে। হাত নেড়ে ট্রাফিক পুলিশের মতো ব্যস্ত রাস্তায় যানজট পরিষ্কার করছেন সুজাতা মণ্ডল।

তবে নেপথ্যে রয়েছে একটি গল্প। ঘটেছিল একটি বিশেষ ঘটনা আর তার জেরেই নিজের গাড়ি ছেড়ে বেরিয়ে এমন কাজ করতে দেখা গেল সুজাতা মণ্ডলকে। দলীয় মিটিংয়ে বিষ্ণুপুর থেকে বর্ধমান জেলার গলসিতে আসছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল।

আরও পড়ুনঃ আপনার বাড়িতে এই গাছ রয়েছে? স্তন ক্যানসার-টিউমর কাছে ঘেঁষবে না, কীভাবে ব্যবহার করবেন পাতা?

গলসি ঢোকার আগেই রাস্তা জ্যাম হয়ে যায়। আর সেই সময় এক অসুস্থ রোগীকে আ্যম্বুল্যান্সে নিয়ে যাওয়া হচ্ছিল। জ্যাম থাকায় আ্যম্বুল্যান্স আটকে যায়। সেই কারণেই হঠাৎ সুজাতা মণ্ডল এবং তার সিকিউরিটি গাড়ি থেকে নেমে পার করে দেয় অ্যাম্বুল্যান্সটি।

বারে বারে নিজের প্রচারের কারণে চর্চার কেন্দ্রে থাকছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। মৌলিক প্রচারের ভাণ্ডার দেখা দিয়েছে তৃণমূল প্রার্থীর কাছে। চুল কেটে, রাধা সেজে, হাতে ত্রিশূল নিয়ে মহিষাসুরমর্দিনী সেজে আবার কখনও লক্ষ্মীর ভান্ডার হাতে করে। এই ধরনের প্রচারে নজর গিয়েছে সাধারণ মানুষের। কিন্তু এবার যেটা ঘটল সেটাও দেখে অবাক হয়েছেন জনতা। ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়ে ট্রাফিক পুলিশের কাজ করছেন তৃণমূল প্রার্থী। সামাল দিতে সময় লেগেছে বেশ কিছুক্ষণ। ব্যস্ত রাস্তায় যানজট ছিল ভালই। তবে অবশেষে অ্যাম্বুল্যান্স পেরিয়ে যাওয়ার মতো রাস্তা ফাঁকা করা সম্ভব হয়েছে।

নীলাঞ্জন ব্যানার্জী