Tag Archives: Summer Vacation

Howrah News: স্কুলে গরমের ছুটি পড়তেই চিন্তিত ছাত্রছাত্রীরা! কারণ জানলে অবাক হবেন

হাওড়া: স্কুলে তাড়াতাড়ি গরমের ছুটির কথা শুনেই মন খারাপ ছাত্রছাত্রীদের, উলটো ছবি হাওডার সরকারি স্কুলে। গরমের ছুটি পড়তে দারুন চিন্তিত ছাত্র-ছাত্রীরা! এই চিন্তার আসল কারণ হল তাদের হাতে লাগান গাছ নিয়ে। স্কুলের শিক্ষকদের সহযোগিতায় গাছ লাগান ও তাদের পরিচর্যা করতে শেখা। এ নিয়ে তাদের বিশেষ মূল্যায়নেরও ব্যবস্থা আছে বিদ্যালয়ে। গাছ লাগান শিখে তাদের যত্ন নেওয়া শুরু করেছে ছাত্র-ছাত্রীরা। লেখাপড়ার অবসরে গাছ নিয়ে চর্চা। তাতেই স্কুল চত্বরেই বেড়ে উঠছে তাদের আদরের ফুলের গাছ।

আরও পড়ুন: আটলান্টিকের কচ্ছপ হাওড়ার নদীতে! কী ভাবে এল এটি? জানলে চোখ কপালে উঠবে

অসহ্য গরম মানে ছাত্র ছাত্রীদের কাছে, গরমের ছুটির প্রতীক্ষা। তবে এবার গরমের ছুটি পড়তে ছাত্র-ছাত্রীদের মধ্যে মন খারাপের ছবি। এই গরমের ছুটিতে কিভাবে গাছগুলি বাঁচিয়ে রাখা যায়, ছাত্র শিক্ষকের আলাপ আলোচনার মধ্য দিয়ে অবশেষে চিন্তা মুক্ত। বিশেষ কৌশলে ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতিতেই গাছ জল পাবে সেই ব্যবস্থাই হল স্কুলে। বড় পাত্রে জল ভরে রাখা হয়েছে উঁচু স্থানে। সেখান থেকেই গাছেদের প্রয়োজন মত জল পৌঁছে যাবে নিয়মিত। জলভরা পাত্র থেকে প্রতিটি তবে যোগ করা হয়েছে পাটের দড়ি। সেই দড়ি দিয়ে জল পৌঁছে যাবে গাছে। এবার নির্দিষ্ট দিন অন্তর পাত্রে জল ভরে রাখলেই চিন্তামুক্ত গাছ থাকবে সুস্থ এবং সতেজ।

আরও পড়ুন: গরমে পাহাড়ে বা অন্য কোথাও শীতলতার খোঁজে? ট্রেন কবে, কোথায়? টিকিট পাবেন? দেখুন

হাওড়া জেলার আমতা পশ্চিম চক্রের গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা টবে গাছ বসিয়ে সারাবছর ধরে পরিচর্যা করে। এ বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিদ্যালয়ের শিক্ষক সৌমেন মণ্ডল। এভাবে এক বালতি জল সারা সপ্তাহ ধরে ওই গাছে চুঁইয়ে চুঁইয়ে পড়বে। গরমের ছুটিতে বিনা ব্যয়ে গাছ বাঁচানোর এই অভিনব উদ্যোগ করতে পেরে খুশি চতুর্থ ও পঞ্চম শ্রেণির সুদীপ্ত, রাজদীপ,কুন্তল, শুভ, সঞ্জীবরা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে বলেন – গরমের ছুটি পড়লেও বিদ্যালয়ে প্রতি সপ্তাহেই গাছের জল জোগান দিতে ছাত্রছাত্রীরা পালা করে আসবে বলে কথা দিয়েছে। গাছের প্রতি এই ভালবাসাই আগামী দিনে ওদের পরিবেশকে রক্ষা করার তাগিদ জোগাবে বলেই মত আমাদের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি

Students: আর ক’দিন পরেই গরমের ছুটি, তার আগে স্কুলে মুখোশ পরে পাহারায় ছাত্রছাত্রীরা, কেন? কারণ শুনলে তাজ্জব হবেন

স্কুলে দেওয়া হচ্ছে, ফল, তরমুজ, আপেল-সহ আরও অনেক খাদ্যদ্রব্য। আর সেগুলি মুখোশ পরে পাহারা দিচ্ছে ছাত্র-ছাত্রীরা।
স্কুলে দেওয়া হচ্ছে, ফল, তরমুজ, আপেল-সহ আরও অনেক খাদ্যদ্রব্য। আর সেগুলি মুখোশ পরে পাহারা দিচ্ছে ছাত্র-ছাত্রীরা।
অভিনব এই ঘটনা ঘটেছে সাগরের চৌরঙ্গী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে আনন্দপরিসর কর্মসূচির অধীনে এই কাজ করা হয়‌।
অভিনব এই ঘটনা ঘটেছে সাগরের চৌরঙ্গী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে আনন্দপরিসর কর্মসূচির অধীনে এই কাজ করা হয়‌।
আনন্দপরিসর কর্মসূচির মাধ্যমে স্কুলে কু্ইজ প্রতিযোগিতা, নিজেদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা। ভয় কাটাতে বিভিন্ন গল্প শোনানো হয়।
আনন্দপরিসর কর্মসূচির মাধ্যমে স্কুলে কু্ইজ প্রতিযোগিতা, নিজেদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা। ভয় কাটাতে বিভিন্ন গল্প শোনানো হয়।
স্কুলের প্রধান শিক্ষক তাপস মণ্ডল জানিয়েছেন, আনন্দপরিসর কর্মসূচির অধীনে স্কুলের ছাত্র-ছাত্রীরা মুখোশ পরেই নিজেদের খাবার নিজেরা পাহারা দিয়েছে। এতে তাদের ভয় কেটেছে।
স্কুলের প্রধান শিক্ষক তাপস মণ্ডল জানিয়েছেন, আনন্দপরিসর কর্মসূচির অধীনে স্কুলের ছাত্র-ছাত্রীরা মুখোশ পরেই নিজেদের খাবার নিজেরা পাহারা দিয়েছে। এতে তাদের ভয় কেটেছে।
ভয় কাটানোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে এখানে। এর সঙ্গে রাজ্যের অন্যান্য স্কুলের সঙ্গে তাল মিলিয়ে এই স্কুলেও চালু হয়েছে ওয়াটার বেল।
ভয় কাটানোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে এখানে। এর সঙ্গে রাজ্যের অন্যান্য স্কুলের সঙ্গে তাল মিলিয়ে এই স্কুলেও চালু হয়েছে ওয়াটার বেল।
সাগরের এই স্কুল আগেও একাধিক কর্মসূচি করে সাড়া ফেলে দিয়েছিল। এবার গরমের ছুটির আগে এই কর্মসূচি করে আবারও সবার নজর কাড়ল এই স্কুল‌।
সাগরের এই স্কুল আগেও একাধিক কর্মসূচি করে সাড়া ফেলে দিয়েছিল। এবার গরমের ছুটির আগে এই কর্মসূচি করে আবারও সবার নজর কাড়ল এই স্কুল‌।

West Bengal Summer Vacation: এগিয়ে এল স্কুলের গরমের ছুটি, বাংলার স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর, কবে খুলবে স্কুল?

Summer Vacation: তাপপ্রবাহে জেরবার দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে ২২ এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা রাজ্যের। রাজ্য সরকারি স্কুলে গরমের ছুটি এগিয়ে এল। ২২ এপ্রিল থেকেই সরকারি স্কুলে গরমের ছুটির বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতরের। আগে ৬ মে থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। ২ জুন খুলবে স্কুল। অর্থাৎ, নতুন নির্দেশিকা অনুযায়ী ২২ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে।

School Summer Vacation 2024: ২২ এপ্রিল থেকে শুরু স্কুলের গরমের ছুটি, নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

কলকাতাঃ ২২ এ এপ্রিল থেকে গরমের ছুটির নির্দেশিকা জারি করল রাজ্যে স্কুল শিক্ষা দফতর। তবে প্রয়োজন হলে স্কুলে আসতে হবে শিক্ষক – শিক্ষিকাদের।অতিরিক্ত গরমের ছুটির জন্য যে ক্ষতি হবে ছাত্র ছাত্রীদের তা অতিরিক্ত ক্লাস করিয়ে শেষ করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ রাজ্যে স্কুল শিক্ষা দফতরের।

আরও পড়ুনঃ ৬মে নয়, আগামী সপ্তাহেই শুরু স্কুলের গরমের ছুটি! রাজ‍্যে কবে থেকে ছুটি? জানুন

তবে, দার্জিলিং ও কালিম্পং এ স্কুল খোলা থাকবে। পরর্বতীতে কবে স্কুল খুলবে তা জানাবে রাজ্যে। বৃহস্পতিবার নির্দেশিকায় জানাল রাজ্যে।  আগে ৬ই মে থেকে গরমের ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল। এবার সেই ছুটির সময়সীমা এগিয়ে আনা হল। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে।

কয়েক দিন আগেই ১২ দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ৬ মে। এবং স্কুল খুলত ৩রা জুন। তবে, এবার কবে স্কুল খুলবে তা এখনও জানা যায়নি। প্রতিবছর গরমের ছুটি থাকে ৯ মে থেকে ২০ মে। এ বারে তা বাড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন কারণের জন্য। ৬ মে থেকেই রাজ্যে গরমের ছুটি পড়ত। কিন্তু আবারও এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটি।

Summer Vacation: সুখবর! দুই জোড়া সামার স্পেশ‍্যাল ট্রেন চালবে গরমকালে, কোন কোন রুটে? জানুন

ত্রিপুরা: গরমের ভিড়ের সময় যাত্রীদের সুবিধার জন্য দুই জোড়া সামার স্পেশ‍্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি ট্রেন গুয়াহাটি ও এসএমভিটি বেঙ্গালুরু মধ্যে এবং আরেকটি ত্রিপুরার আগরতলা থেকে মহারাষ্ট্রের মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পর্যন্ত। দুটি ট্রেনই উভয় দিক থেকে এগারোটি করে ট্রিপের জন্য চলাচল করবে। এই রুটগুলিতে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গরমের সময় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই স্পেশাল ট্রেনগুলির সুযোগ গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুনঃ ফের রক্তাক্ত ভূস্বর্গ, অনন্তনাগে জঙ্গিহানায় নিহত বিহারের পরিযায়ী শ্রমিক

স্পেশ‍‍্যাল ট্রেন নং. ০৬৫২১ (এসএমভিটি বেঙ্গালুরু-গুয়াহাটি) ১৬ এপ্রিল থেকে ২৫ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার রাত ১১:৪০ টায় এসএমভিটি বেঙ্গালুরু থেকে রওনা দিয়ে শুক্রবার সকাল ০৪:৫০ টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশ‍্যাল ট্রেন নং. ০৬৫২২ (গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু) ২০ এপ্রিল থেকে ২৯ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শনিবার সকাল ০৬:১৫ টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে সোমবার সকাল ১০:৫৫ টায় এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছবে। এই স্পেশ‍্যাল ট্রেনটিতে শুধুমাত্র অসংরক্ষিত জেনারেল ও চেয়ার কার কোচ থাকবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশ‍্যাল ট্রেনটি রঙিয়া, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, খড়গপুর, বরহমপুর, রাজামুন্ড্রি, কাটপাড়ি জং. ইত্যাদি হয়ে চলাচল করবে।

আরেকটি স্পেশ‍্যাল ট্রেন নং. ০১০৬৫ (ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস-আগরতলা) ১৮ এপ্রিল থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার সকাল ১১:০৫ টায় ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে রওনা দিয়ে রবিবার রাত ০১:১০ টায় আগরতলা পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নং. ০১০৬৬ (আগরতলা-ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস) ২১ এপ্রিল থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার বিকেল ০৩:১০ টায় আগরতলা থেকে রওনা দিয়ে বুধবার ভোর ০৩:৫০ টায় ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পৌঁছবে।এই স্পেশাল ট্রেনটিতে দুটি এসি ৩-টিয়ার এবং আঠারোটি স্লিপার ক্লাস কোচ থাকবে। উভয় পথে যাত্রার সময় এই স্পেশাল ট্রেনটি বদরপুর, গুয়াহাটি, রঙিয়া, নিউ জলপাইগুড়ি, কাটিহার, পাটলিপুত্র, সাতনা, জবলপুর, খান্ডোয়া জং., ভুসবলজং., ইগাতপুরি, কল্যাণ জং., দাদর ইত্যাদি হয়ে চলাচল করবে।

এছাড়াও, রেল যাত্রীদের সুবিধা প্রদানের পদক্ষেপ হিসেবে ১৭ এপ্রিল, ২০২৪ থেকে যাত্রা আরম্ভ করা ট্রেন নং. ১২৪২৩/১২৪২৪ (ডিব্রুগড়-নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেসের রঙিয়া স্টেশনে এবং ট্রেন নং. ১৫৬৬৫/১৫৬৬৬ (গুয়াহাটি-মরিয়নি জং.-গুয়াহাটি) বিজি এক্সপ্রেসের বোকাজান স্টেশনে দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে। পাশাপাশি, ১৮ এপ্রিল, ২০২৪ থেকে যাত্রা আরম্ভ করা ট্রেন নং. ১৩১৭৩/১৩১৭৪ (শিয়ালদহ-আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেসের বিহারা স্টেশনে দুই মিনিটের অতিরিক্ত স্টপেজ প্রদান করা হবে।​ট্রেন নং.১২৪২৩ (ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস রঙিয়া স্টেশনে পৌঁছবে সকাল ০৭:৪৫ টায় এবং রওনা দিবে সকাল ০৭:৪৭ টায়। ফেরত যাত্রার সময় ১২৪২৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস রঙিয়া স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ০৬:০৪ টায় এবং রওনা দিবে সন্ধ্যা ০৬:০৬ টায়।

ট্রেন নং.১৫৬৬৫ (গুয়াহাটি-মরিয়নি জং.) বিজি এক্সপ্রেস বোকাজান স্টেশনে পৌঁছবে সন্ধ্যা ০৮:০৫ টায় এবং রওনা দিবে সন্ধ্যা ০৮:০৭ টায়। ফেরত যাত্রার সময় ট্রেন নং.১৫৬৬৬ (মরিয়নি জং.-গুয়াহাটি) বিজি এক্সপ্রেস বোকাজান স্টেশনে পৌঁছবে সকাল ০৯:১৯ টায় এবং রওনা দিবে সকাল ০৯:২১ টায়। ট্রেন নং. ১৩১৭৩ (শিয়ালদহ-আগরতলা) কাঞ্চনজংঘা এক্সপ্রেস বিহারা স্টেশনে পৌঁছবে দুপুর ১২:০৩ টায় এবং রওনা দিবে দুপুর ১২:০৫ টায়। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ১৩১৭৪ (আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস বিহারা স্টেশনে পৌঁছবে দুপুর ০১:২৫ টায় এবং রওনা দিবে দুপুর ০১:২৭ টায়।

School Summer Vacation 2024: ৬মে নয়, আগামী সপ্তাহেই শুরু স্কুলের গরমের ছুটি! রাজ‍্যে কবে থেকে ছুটি? জানুন

ফের এগোচ্ছে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি। খবর শিক্ষা দফতর সূত্রে খবর, অতিরিক্তি গরমের কারণে গরমের ছুটি এগানো নিয়ে পর্যালোচনা চলছে।
ফের এগোচ্ছে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি। খবর শিক্ষা দফতর সূত্রে খবর, অতিরিক্তি গরমের কারণে গরমের ছুটি এগানো নিয়ে পর্যালোচনা চলছে।
২২ এ এপ্রিল থেকেই তারিখ গরমের ছুটি দেওয়ার কথা ভাবা হচ্ছে। আগে ৬ই মে থেকে গরমের ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল। এবার সেই ছুটির সময়সীমা এগিয়ে আনা হচ্ছে। কাল চূড়ান্ত ভাবে জানাবে স্কুল শিক্ষা দফতর।
২২ এ এপ্রিল থেকেই তারিখ গরমের ছুটি দেওয়ার কথা ভাবা হচ্ছে। আগে ৬ই মে থেকে গরমের ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল। এবার সেই ছুটির সময়সীমা এগিয়ে আনা হচ্ছে। কাল চূড়ান্ত ভাবে জানাবে স্কুল শিক্ষা দফতর।
বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে। কয়েক দিন আগেই ১২ দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ৬ মে। এবং স্কুল খুলতে ৩রা জুন। তবে, এবার কবে স্কুল খুলবে তা জানা যায়নি।
বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে। কয়েক দিন আগেই ১২ দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ৬ মে। এবং স্কুল খুলতে ৩রা জুন। তবে, এবার কবে স্কুল খুলবে তা জানা যায়নি।

 

প্রতিবছর গরমের ছুটি থাকে ৯ মে থেকে ২০ মে। এ বারে তা বাড়িয়ে দেওয়া হয়েছিল ভোটের জন্য। ৬ মে থেকেই রাজ্যে গরমের ছুটি পড়ত। কিন্তু আবারও এগিয়ে আনা হচ্ছে স্কুলের গরমের ছুটি।
প্রতিবছর গরমের ছুটি থাকে ৯ মে থেকে ২০ মে। এ বারে তা বাড়িয়ে দেওয়া হয়েছিল ভোটের জন্য। ৬ মে থেকেই রাজ্যে গরমের ছুটি পড়ত। কিন্তু আবারও এগিয়ে আনা হচ্ছে স্কুলের গরমের ছুটি।
প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এবার ছুটি পড়ছে ২২ এপ্রিল থেকে। ১৯, ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন সাত দফায় রাজ্যের ৪২টি লোকসভা আসনে নির্বাচন হবে। আগামী ৭ মে (ভগবানগোলা) ও ১ জুন (বরানগর) দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।
প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে এবার ছুটি পড়ছে ২২ এপ্রিল থেকে। ১৯, ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন সাত দফায় রাজ্যের ৪২টি লোকসভা আসনে নির্বাচন হবে। আগামী ৭ মে (ভগবানগোলা) ও ১ জুন (বরানগর) দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

Ms Dhoni: গব্বরের মতো গোঁফ! নতুন লুকে গোটা পরিবারের সঙ্গে শিমলায় ধোনি

#শিমলা: ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এমন কথা এম এস ধোনির জন্য একেবারে ঠিক। শিমলা গিয়েছেন পরিবারের সবার সঙ্গে। সেখানে গিয়েও তিনি কি না ব্যাট হাতে মজলেন। আসলে শিমলায় তৈরির ব্যাটের নামডাক রয়েছে সারা দেশে। ধোনির তাই শিমলার ব্যাট পরখ করে দেখলেন নিজের হাতে। সেখানে তৈরি একটি ব্য়াট হাতে নিয়ে মুগ্ধ হলেন এম এস। ব্যাটের কোয়ালিটার প্রশংসা করলেন মন খুলে। ক্রিকেট থেকে তিনি এখন ছুটিতে। তাই পুরো সময়টাই কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। কখনও তাঁকে দেখা যাচ্ছে মেয়ের সঙ্গে। কখনও ফার্ম হাউসে বাইক চালাচ্ছেন। কখনও আবার মাঠে নেমে ফসল তুলছেন। লকডাউনের পুরো সময়টাতেই রাঁচিতে নিজের ফার্ম হাউসে কেটেছে দোনির। তবে মাঝে আইপিএল খেলার জন্য গিয়েছিলেন। আইপিএল বন্ধ হওয়ার পর দলের সবাই বাড়ি পৌঁছনোর পর তিনি আবার রাঁচিতে ফিরেছিলেন।

স্ত্রী সাক্ষী, মেয়ে জিভা ও পরিবারের আরও অনেকের সঙ্গে শিমলায় ছুটি কাটাতে গিয়েছেন ধোনি। ধোনির সঙ্গে মোট ১২ জন রয়েছেন বলে জানা গিয়েছে। করোনা লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর থেকেই অনেকে শিমলায় ছুটি কাটাতে যাচ্ছেন। পর্যটকদের খুব বেশি ভিড় অবশ্য নেই। তবে ধীরে ধীরে হিমাচল প্রদেশ যেন আবার স্বাভাবিক ছন্দে ফিরছে। কিছুদিন আগেই অভিনেতা অনুপম খের হিমাচল প্রদেশে গিয়েছিলেন। সেখানকার পর্যটন শিল্পের করোনার জন্য কতটা ক্ষতি হয়েছে তা বলছিলেন তিনি। আর এবার ধোনি সপরিবারে শিমলায় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হাজির। বেশ কয়েকদজন পুলিশকর্মীর সঙ্গে ধোনিকে ছবি তুলতে দেখা গিয়েছে।

একেবারে নতুন লুকে দেখা যাচ্ছে ধোনিকে। শিখর ধাওয়ানের মতো গোঁফ রেখেছেন ধোনি। ধোনির এই নতুন লুক তাঁর ভক্তরা বেশ পছন্দ করছেন। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের সমর্থকরা ধোনির এই নতুন লুক নিয়ে একের পর এক কমেন্ট করছেন। এমনিতেই দক্ষিণ ভারতে গোঁফের জনপ্রিয়তা রয়েছে। দক্ষিণী সিনেমার অভিনেতাদের বেশিরভাগকেই গোঁফের প্রতি বিশেষ যত্ন নিতে দেখা যায়। এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন ধোনিও। কিছুদিন আগেই ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে ধোনি ঘোড়ার সঙ্গে দৌড়চ্ছিলেন। অনেকেই বলেছিলেন, ক্রিকেট থেকে দূরে থাকলেও ধোনি ফিটনেস বজায় রাখার ব্যাপারে কোনও আপোস করেননি।