Tag Archives: Taxi

Taxi driver murder: চোখের সামনে ট্যাক্সি চুরি, রুখতে গিয়ে মৃত চালক! সাতসকালে কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড

কলকাতা: রাস্তার পাশে ট্যাক্সি দাঁড় করিয়ে গাড়ি ধুচ্ছিলেন চালক৷ হঠাৎই সেই ট্যাক্সি চুরি করে পালানোর চেষ্টা করে এক যুবক৷ চোখের সামনে ট্যাক্সি চুরি হয়ে যেতে দেখে থামাতে যান চালক৷ কিন্তু গাড়ি না থামিয়ে ওই চালককে কার্যত পিষে দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত৷

মঙ্গলবার সকালে এমনই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকল কলকাতার জাকারিয়া স্ট্রিট৷ গুরুতর আহত অবস্থায় ওই মাঝবয়সি ট্যাক্সি চালককে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ অভিযুক্ত যুবককে অবশ্য ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ পরে পুলিশ তাকে গ্রেফতার করে, উদ্ধার হয়েছে ট্যাক্সিটিও৷

পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ জাকারিয়া স্ট্রিটের ধারে ট্যাক্সি দাঁড় করিয়ে গাড়ি পরিষ্কার করছিলেন মহম্মদ ফিরোজ (৫২) নামে ওই ট্যাক্সি চালক৷ হঠাৎই তিনি লক্ষ্য করেন, গাড়িটি চলতে শুরু করেছে৷ তখনই তিনি দেখেন, এক যুবক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছে৷

আরও পড়ুন: বাবা এবং সৎ মায়ের গলা কেটে খুন! দু বছর পর ছেলেকে চরম শাস্তি দিল চুঁচুড়া আদালত

গাড়ি থামাতে ট্যাক্সির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন মহম্মদ ফিরোজ৷ কিন্তু গাড়ি না থামিয়ে ওই ট্যাক্সিচালককে একটি লাইট পোস্টের সঙ্গে পিষে দেয় অভিযুক্ত যুবক৷ বুকে এবং পেটে গুরুতর আঘাত লাগে ওই ট্যাক্সি চালকের৷

যদিও স্থানীয় বাসিন্দারাই গাড়ি সমেত ওই অভিযুক্তকে ধরে ফেলেন৷ ধৃত যুবকের নাম জাভেদ আহমেদ (২৯)৷ তাঁকে গ্রেফতার করে জোড়াসাঁকো থানার পুলিশ৷

গুরুতর আহত অবস্থায় ওই ট্যাক্সি চালককে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পরে মৃত ট্যাক্সি চালকের ছেলে মহম্মদ ইমরোজ জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেন৷ মৃত ট্যাক্সি চালক জোড়াসাঁকো থানা এলাকার রাজ মোহন স্ট্রিটের বাসিন্দা ছিলেন৷

Transport: বলুন তো গাড়ি বা বাসে সবচেয়ে নিরাপদ ‘সিট’ কোনটি? ওঠার আগে সব সবসময় মাথায় রাখুন

যাত্রার সময় সকলের মনেই এই প্রশ্ন জাগে যে, তাঁরা যে গাড়িতে বসেছেন তাতে সবচেয়ে নিরাপদ আসন কোনটি? চলুন আজ আপনাদের জানাই গাড়ি, বাসে, ট্রেন সবচেয়ে নিরাপদ আসন কোনটি।

যাত্রার সময় সকলের মনেই এই প্রশ্ন জাগে যে, তাঁরা যে গাড়িতে বসেছেন তাতে সবচেয়ে নিরাপদ আসন কোনটি? চলুন আজ আপনাদের জানাই গাড়ি, বাসে, ট্রেন সবচেয়ে নিরাপদ আসন কোনটি।

 

গাড়িতে সবচেয়ে নিরাপদ আসনআপনি যদি ৭ আসনের গাড়িতে ভ্রমণ করেন। তবে, সামনের বা পেছনের সিটে না বসে মাঝের সিটে বসবেন।
গাড়িতে সবচেয়ে নিরাপদ আসন
আপনি যদি ৭ আসনের গাড়িতে ভ্রমণ করেন। তবে, সামনের বা পেছনের সিটে না বসে মাঝের সিটে বসবেন।
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে গাড়ির মাঝের আসনটি সবচেয়ে নিরাপদ। ছোট গাড়িতে থাকলেও মাঝের সিটে বসুন। এ কারণেই মানুষ বৃদ্ধ ও শিশুদের মাঝের আসনে বসায়।
বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে গাড়ির মাঝের আসনটি সবচেয়ে নিরাপদ। ছোট গাড়িতে থাকলেও মাঝের সিটে বসুন। এ কারণেই মানুষ বৃদ্ধ ও শিশুদের মাঝের আসনে বসায়।
বাসে সবচেয়ে নিরাপদ আসনআপনি যদি বাসে ভ্রমণ করেন তবে ৩০ থেকে ৩৫ নম্বর সিট নেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ মাঝখানের টায়ারের উপরে যে আসন।
বাসে সবচেয়ে নিরাপদ আসন
আপনি যদি বাসে ভ্রমণ করেন তবে ৩০ থেকে ৩৫ নম্বর সিট নেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ মাঝখানের টায়ারের উপরে যে আসন।
এই আসনটিকে সবচেয়ে নিরাপদ মনে করা হয়। আপনি বাসে এই সিটে থাকলে, দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা অন্যান্য যাত্রীদের তুলনায় কম।
এই আসনটিকে সবচেয়ে নিরাপদ মনে করা হয়। আপনি বাসে এই সিটে থাকলে, দুর্ঘটনায় আহত হওয়ার সম্ভাবনা অন্যান্য যাত্রীদের তুলনায় কম।
ট্রেনে সবচেয়ে নিরাপদ আসনআপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তবে দুটি জিনিস মাথায় রাখুন। প্রথম কথা হল আপনি ট্রেনের মাঝের বগিতে আপনার সিট বুক করুন।
ট্রেনে সবচেয়ে নিরাপদ আসন
আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তবে দুটি জিনিস মাথায় রাখুন। প্রথম কথা হল আপনি ট্রেনের মাঝের বগিতে আপনার সিট বুক করুন।
দ্বিতীয়ত, আপনি মাঝের বগিতেও একটি মাঝারি আসন বুক করতে পারেন। এখানে মিডল সিট মানে মিডল বার্থ নয়। মধ্যম আসন মানে ৩৩ থেকে ৩৫ নম্বর আসন। আসলে, একটি AC3 কোচে 72টি আসন রয়েছে।
দ্বিতীয়ত, আপনি মাঝের বগিতেও একটি মাঝারি আসন বুক করতে পারেন। এখানে মিডল সিট মানে মিডল বার্থ নয়। মধ্যম আসন মানে ৩৩ থেকে ৩৫ নম্বর আসন। আসলে, একটি AC3 কোচে 72টি আসন রয়েছে।

KKR News: কলকাতায় হলুদ ট্যাক্সিতে রিঙ্কু সিং ও নীতিশ রানা, ‘প্রাণের শহর’ ঘুরে দেখলেন দুই কেকেআর তারকা

কলকাতা: জমে উঠেছে আইিপএল ২০২৪। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আগামী শুক্রবার অ্য়াওয়ে ম্যাচে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কেকেআর। তার আগে দুই কেকেআর তারকার একটি ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

যদিও ভিডিওটি আইপিএল শুরুর আগের। কিন্তু আইপিএলের পারদ চড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে। যেখানে দেখা গিয়েছে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি করে গোটা শহর ঘুড়ে বেড়াচ্ছেন দুই কেকেআর তারকা রিঙ্কু সিং ও নীতিশ রানা। বেশ চুটিয়ে উপভোগ করছেন ‘প্রাণের শহরের’ পরিক্রমা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে একটি হলুদ ট্যাক্সিকে হাত দেখিয়ে দাঁড় করান রিঙ্কু সিং ও নীতিশ রানা। তারপর ওই ট্যাক্সি করেই ঘুড়ে দেখেন বিখ্যাত জায়গা থেকে শুরু করে ধর্মীয় স্থান। ভিডিওতে গড়ের মাঠ, ভিক্টোরিয়া, সেন্ট ক্যাথিড্রাল চার্চ, হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাট, ধর্মতলা থেকে শুরু ককে দক্ষিণেশ্বর মন্দির, নিউটাউন, ইকো পার্ক, সবকিছুরই ঝলক ধরা পড়ে।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরের দ্বিতীয় ম্যাচে বাদ মহাতারকা? বদলে থাকছে মহাচমক! জেনে নিন বিস্তারিত

কেকেআরের তরফ থেকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল আইপিএল শুরুর বেশ কিছুটা সময় আগে। যা এখনও মন জয় করে চলেছে কেকেআর ফ্যান থেকে শুরু কলকাতাবাসীর। প্রাণের শহরের প্রাণের দল বলে কথা। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে ভিডিওটি।