Tag Archives: Theater

Bangla Video: একাগ্রতা বাড়াতে স্কুলে নাটকের মহড়া, এবার পড়াশুনার পাশাপাশি চলবে নাট্যচর্চাও

দক্ষিণ দিনাজপুর: বিদ্যালয় মানে সেখানে শুধুই পড়াশোনা? তবে তা নয়। পড়াশোনার বাইরে গিয়ে অন্যান্য বিষয়কে গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন স্কুলের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী। এমনই বালুরঘাট শহরের অন্যতম ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মিলিয়ে মোট ৪০ জন ছাত্র নিয়ে নাট্য চর্চা ও নাটকের কর্মশালার আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। তবে তা শুধুমাত্র আজ নয়, দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রদের জন্য এই নাট্য কর্মশালার আয়োজন করছে। স্কুলে পঠনরত ছাত্রদের দাবি, শুধু পড়াশোনা করতে স্কুলে আসার ক্ষেত্রে অনেকের অনীহা থাকে। কিন্তু যখন থেকে স্কুলে নাটক, খেলাধুলা, নাচ ইত্যাদিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর থেকে স্কুলে আসতে তাদের ভালই লাগে।

এই বিষয়ে নাট্যকর্মী তথা স্কুল শিক্ষক অমিত সাহা বলেন,  সুস্থ পরিবেশ ও সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে পারে একমাত্র থিয়েটার। আমাদের লক্ষ্য ছাত্র অবস্থা থেকেই শিশুদের মধ্যে থিয়েটারের প্রতি ভালবাসা জাগানো, যাতে ভবিষ্যতে তাঁরা যখন নাগরিক হয়ে উঠবেন তাদের হাত ধরেই সমাজের পরিবর্তন হবে।

আরও পড়ুনঃ খুশির খবর দিল ঝালদা পৌরসভা, কী খবর? জানুন..

প্রসঙ্গত, নাটকের শহর বলে পরিচিত বালুরঘাটে এখনও অনেক ছোট বড় নাট্য দল রয়েছে। নাটকের চর্চা নিয়মিত হয় এবং প্রায় প্রতিবছরই নতুন নতুন নাটক মঞ্চস্থ করে নাটকের দলগুলি। খুব স্বাভাবিকভাবেই নাটকের প্রতি সকলেরই একটা আলাদা টান রয়েছে বালুরঘাট শহরে। ললিত মোহন আদর্শ বিদ্যালয়ের ছাত্রদের জন্য এই নাট্যকর্মশালার আয়োজন করে স্কুলের সাংস্কৃতিক পরিমণ্ডল পরিবর্তন হতে শুরু করেছে বলে দাবি করছেন শিক্ষকরা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বালুরঘাট শহরেই অনুষ্ঠিত হবে স্কুল ড্রামা ফেস্টিভাল। অংশগ্রহণ করবে বালুরঘাট শহরের নামকরা বিভিন্ন স্কুল গুলি। তাই এই নাট্য উৎসবে অংশগ্রহণ করার আগে মহড়া চলছে বিগত কয়দিন যাবত।

ছাত্রদের দাবি,  মোবাইল খেলে বা বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে সময় নষ্ট হয়। তার থেকে বড় নাটকের মহড়ায় অংশগ্রহণ করলে সেখানে সুপ্ত কলা গুলিকে ফুটিয়ে তোলা যায়। যে কারণে দিন দিন নাটকের প্রতি ছাত্রদের ভালবাসা বাড়ছে এবং অভিনয় করার ইচ্ছা প্রকাশ করছে অনেক ছাত্রই।

প্রথমদিকে ছাত্রদের মধ্যে কিছুটা জড়তা ভাব ছিল, কিন্তু লাগাতার নাট্যচর্চা এবং প্রশিক্ষণের মাধ্যমে ছোট থেকে বড় সব ধরনের ছাত্ররাই অভিনয়কে আয়ত্ত করতে শিখে গেছে। সাবলীল ভাবে কথা বলতে পারে তাঁরা, এটাও কম পাওনা নয় বলে জানাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

সুস্মিতা গোস্বামী

Theater Group of Kashmir: কাশ্মীরের নাট্যদল চরণদাস চোর মঞ্চস্থ করল বাংলার আদিবাসী পাড়ায়

উত্তর ২৪ পরগনা: ৩৭৬ ধারা অবলুপ্তির পর কাশ্মীরের পরিস্থিতি বর্তমানে অনেকটাই বদলেছে। সন্ত্রাসের বাতাবরণ ছেড়ে এখন কাশ্মীরের আম নাগরিক স্বাভাবিক পথে জীবনযাপন করছে বলে সরকারের দাবি। সেই সুযোগে ভূস্বর্গে সংস্কৃতিক চর্চাও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আর তাই কাশ্মীরের একটি নাট্য দলের নৈতিক শিক্ষামূলক নাটক মঞ্চস্থ হল পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এক আদিবাসী পাড়ায়।

নতুন প্রয়াস মঞ্চ জম্মু-কাশ্মীরের উপস্থাপনায় অশোকনগর বাইগাছি সর্দারপাড়া এলাকায় হেমাঙ্গ সংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে পিছিয়ে পড়া আদিবাসী মানুষদের আনন্দের পাশাপাশি নাটকের মাধ্যমে নৈতিক শিক্ষা দিতে দেখানো হল এই নাটক। সারাদিনের হাড়ভাঙা খাটুনি সেরে পুরুষ-মহিলারা সকলেই আসলেন এবং দেখলেন নাটক। হাবিব তানভিরের লেখা বিখ্যাত নাটক ‘চরণদাস চোর হ্যায়’ মঞ্চস্থ করেন কাশ্মীরের তরুণ-তরুণীরা।

আর‌ও পড়ুন: একই পুকুর দু’বার ভরাট! দ্বিতীয়বার খনন করে আগের অবস্থায় ফেরাল বৈদ্যবাটি পুরসভা

এই নাটকে দেখানো হয়, চরণ দাস নামে একজন সৎ চোরের অশান্ত জীবন চরিত্র। নীতি নিয়ে চলা একজন চোর যে পেশাদার দক্ষতায় দৃঢ়। তবে এ চোর মিথ্যেবাদী নয়, চুরির কথা সে সর্বসম্মুখে সৎ সাহস নিয়েই স্বীকার করতে পারে। আর এই চোরই তার গুরুর কাছে চারটি প্রতিজ্ঞা করে। আর সেই প্রতিজ্ঞা রক্ষা করতেই, রাজত্ব, ধন, সম্পত্তি, রাজকন্যা থেকে মৃত্যুদন্ড সব কিছুরই সম্মুখীন হতে হয় সৎ চোর চরণদাসকে। আর এই নিয়েই টানটান নাটক উপভোগ করলেন আদিবাসী পাড়ার সকল মানুষজন।

হিন্দি ভাষায় মঞ্চস্থ এই নাটক বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। আসলে শিল্প যদি সঠিক মার্গে পৌঁছতে পারে তবে সেখানে ভাষা কোন‌ও বাধা হয় না। প্রায় শতাধিক মানুষ এই নাটক দেখেন।পরবর্তীতে কাশ্মীরের এই নাট্য দলটির প্রযোজনা নিয়ে বাংলাদেশে যাওয়ারও কথা। তবে প্রতিবেশী রাষ্ট্রটির বর্তমান পরিস্থিতির কারণে আপাতত সেই সফর স্থগিত থাকছে।

রুদ্রনারায়ণ রায়