Tag Archives: West Bengal By Elections 2024

West Bengal Assembly by elections 2024 Date: রাজ্যে ফের ভোট, মানিকতলা সহ চার কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

কলকাতা: লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই রাজ্যে ফের নির্বাচনের উত্তাপ৷ সম্ভবত আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে৷ এ দিন বিজ্ঞপ্তি দিয়ে এ কথা ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন৷

কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা- এই চারটি কেন্দ্রে আগামী ১০ জুলাই উপনির্বাচন হবে৷ উপনির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ১৩ জুলাই৷

২০২২ সালে মৃত্যু হয় রাজ্যের তৎকালীন মন্ত্রী এবং মানিকতলা কেন্দ্রের বিধায়ক সাধন পাণ্ডের৷ তার পর থেকে বিধায়কশূন্য অবস্থায় থাকলেও আইনি জটে মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হয়নি৷

আরও পড়ুন: ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে!’ তিন বছরেই মোহভঙ্গ তৃণমূল বিধায়কের, ফেসবুকে বিস্ফোরক পোস্ট

রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা- এই তিনটি বিধানসভার ক্ষেত্রে বিধায়করা ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ ফলে ওই তিনটি কেন্দ্রই বিধায়ক শূন্য হয়ে পড়েছে৷ তবে এই ইস্তফা দেওয়া এই তিন বিধায়কই লোকসভা নির্বাচনে পরাস্ত হয়েছেন৷

যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে ২০২১ সালে একমাত্র মানিকতলা কেন্দ্রটিই দখল করেছিল তৃণমূল৷ রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে জিতেছিল বিজেপি৷ যদিও পরবর্তী সময়ে ওই তিন কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ কল্যাণ, বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী দল বদল করে তৃণমূলে যোগ দেন৷ ওই তিন কেন্দ্রে তৃণমূল প্রার্থী বদল করবে, নাকি লোকসভা ভোটে পরাজিত প্রাক্তন তিন বিধায়ককেই ফের প্রার্থী করে, সেটাই দেখার৷

West Bengal By Election 2024 : তৃণমূলেই ভরসা বরানগর-ভগবানগোলার! সজলকে হারিয়ে এবার MLA সায়ন্তিকা

কলকাতাঃ আজ, লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ফলঘোষণা নিয়ে উত্তাল গোটা দেশ। দিল্লির মসনদে কার দখলে তার দিকে তাকিয়ে গোটা দেশ। তবে এদিন বিধানসভা উপনির্বাচনের ভোটগণনাও চলছে। সেখানে রয়েছে পশ্চিমবঙ্গের দুই আসনও। যার মধ্যে তারকা কেন্দ্র বরানগর (Baranagar Bye Election) এবং ভগবানগোলা। বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৮০১৮ ভোটে জয়ী।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে রানিমাকে ৬০ হাজার ভোটে হারিয়ে পেলেন জয়

বরানগরে লড়াইটা প্রথম থেকেই ছিল ত্রিমুখী। বিজেপি এখানে প্রার্থী করেছে কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় নেতা সজল ঘোষকে। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি ২০২১ সালে বিধানসভায় বাঁকুড়া কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হয়। অন‍্যদিকে, এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।

মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যা ইঙ্গিত, তাতে রুদ্ধশ্বাস পরিণতি হতে পারে বরানগর কেন্দ্রে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, এগিয়ে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা। যেখানে দ্বিতীয় স্থানে থাকা আর সায়ন্তিকার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজল ঘোষ। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য।

অপরদিকে, ভগবানগোলা আসনটি ছিল বিধায়ক ইদ্রিশ আলির। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হন। খালি হয় ভগবানগোলা বিধানসভা আসনটি। তাই এখানে উপনির্বাচন হয়। আর সেখানেও কংগ্রেস–বিজেপিকে হারিয়ে জয়ের হাসি হাসল তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকার। লোকসভা নির্বাচনের পাশপাশি বিধানসভার উপনির্বাচনেও সবুজ আবির এবং ঘাসফুল ঝড় দেখা গেল।

West Bengal By Election 2024 : লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন! ভগবানগোলা, বরানগরে কবে ভোট?

কলকাতা: লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ মুর্শিদাবাদের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু। ৭মে ভগবানগোলা ও ১ জুন বরানগরে উপনির্বাচন হবে।

ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন৷ অন্যদিকে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনটিও খালি হয়েছে৷ সেই কারণেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে৷ পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, ত্রিপুরা, হরিয়ানার মতো বিভিন্ন রাজ্যে হবে উপনির্বাচন৷

২০১৯ সালে গোটা দেশে সাত দফায় হয়েছিল লোকসভা নির্বাচন৷ এবারেও ভোট শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে কমিশন৷ থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী৷ ১৯৫০ নম্বরে অভিযোগ জানালেই ১০০ মিনিটের মধ্যে পৌঁছবে কমিশনের দল৷ ভোটারদের অর্থ অথবা মদ, উপহার দিয়ে টোপ দেওয়ার প্রচেষ্টা রুখতেও কড়া নজরদারি চালাবে কমিশন৷

তারিখ ঘোষণার পূর্বেই নির্বাচন কমিশনার বলেন, ‘এটি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র৷ এই দেশের গণতন্ত্রের উৎসব পালিত হবে৷ তবে প্রতিটি নির্বাচনই একটি পরীক্ষা, সেখানে কোনও গলদের স্থান নেই৷’ উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনও হবে এই সময়ে৷ কমিশনার উল্লেখ করেন তিনি, নিজে দেশের ৮০০ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন৷

West Bengal By Elections 2024 : লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের এই দুই কেন্দ্রে উপনির্বাচন? প্রস্তুতি শুরু কমিশনের

কলকাতা: লোকসভা নির্বাচনের সঙ্গে অথবা তার পর পরই রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন৷ মুর্শিদাবাদ এর ভগবানগোলা ও উত্তর ২৪ পরগণার বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুই জেলার জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের। বৈঠকে প্রথম দফার চেকিং শুরু করার কাজের নির্দেশ দেওয়া হয়েছে। দুই বিধানসভায় ভোট কর্মী কত সংখ্যক পাওয়া যাবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বলেই কমিশন সূত্রে খবর।

আরও পড়ুন: মাথায় ব্যান্ডেজ, চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট! তবু হাসপাতালে থাকতে নারাজ, বাড়িতেই ফিরলেন মমতা

জাতীয় নির্বাচন কমিশন শীঘ্রই দুই আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করবে। দুই জেলায় লোকসভা ভোটের সঙ্গেই একই দিনে উপনির্বাচন এক সঙ্গে হবে নাকি পরে হবে, সেই সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। তবে যে কোনও দিনই উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে৷

ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন৷ অন্যদিকে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনটিও খালি হয়েছে৷ সেই কারণেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে৷