Tag Archives: wooden bridge

Wooden Bridge: কাঠের সেতুতে মরণ ফাঁদ! প্রাণ হাতে করে যাতায়াত জয়নগরে

দক্ষিণ ২৪ পরগনা: বেহাল কাঠের সেতু চলাচলের উপযুক্ত নয়। তবু বাধ্য হয়ে সেই সেতুর উপর দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করছে জয়নগরের সাধারণ মানুষ থেকে পড়ুয়া সকলে। স্থানীয়দের অভিযোগ প্রতিবারে ভোট আসে, ভোট যায়। কিন্তু মানুষের যন্ত্রণার শেষ হয় না। ভোটের সময় মেলে প্রতিশ্রুতি। কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কোনও কাজ হয় না।

জীবনের ঝুঁকি নিয়ে বেহাল কাঠের সেতু দিয়ে দিনের পর দিন যাতায়াত করতে হাওয়ায় জয়নগরের স্থানীয় বাসিন্দারা যেমন আতঙ্কিত তেমনই ক্ষুব্ধ। যে কোনওদিন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তাঁদের আশঙ্কা। জয়নগর-২ ব্লকের মায়াহাউড়ি এলাকায় হাতচাপড়ি গ্ৰামে হাতচাপড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালের উপর কাঠের ভগ্নপ্রায় সেতুটি কংক্রিটের তৈরি করার দাবি তোলা হয়েছে।

আর‌ও পড়ুন: মুরগি প্রতিপালন করে হয়ে উঠুন স্বনির্ভর! ব্যবসার মূল উপকরণ দেবে সরকার

এই সেতুর একদিকে এক নম্বর ব্লকের মায়াহাউড়ি গ্রামের খাল বয়ে গিয়েছে, আর খালের ওপারে প্রাথমিক বিদ্যালয়। মায়াহাউড়ি গ্রামপঞ্চায়েতের এই সেতুটি হাতচাপড়ি গ্রামের সঙ্গে সংযোগ রক্ষা করেছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে গ্রামের পড়ুয়াসহ অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু সেতুটির এখন একেবারে ভগ্নপ্রায় দশা। কাঠ ভেঙে গিয়েছে। মাঝে মধ্যে তৈরি হয়েছে বড় ফাটল। দিনের বেলায় কোনওরকমে যাতায়াত করা গেলেও রাতের অন্ধকারে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে অনেকে ঘুরপথে যাতায়াত করছেন। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা একযোগে সেতুটি সংস্কারের দাবি তুলেছেন। যদিও তাঁদের সেই দাবি কতটা রক্ষা পাবে তা নিয়ে সংশয় আছে।

সুমন সাহা

Concrete Bridge: স্বাধীনতার এতদিন পর পাকা হচ্ছে কাঠের সেতু

উত্তর ২৪ পরগনা: স্বাধীনতা পরবর্তী সময় থেকে বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার গ্রামের বাসিন্দার পুর এলাকার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল কাঠের সাঁকো। বিদ্যাধরী নদীর নোনাগাঙের উপর দীর্ঘ কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় ছিল এই কাঠের সেতুটি। নানা সময়ে ঘটত ছোট-বড় দুর্ঘটনা। অবশেষে বদলাতে চলেছে কাঠের সাঁকোর বেহাল ছবি।

এই কাঠের সাঁকো পাকা করার জন্য ১ কোটি ৬৮ লক্ষ ৭২ হাজার টাকা খরচ করে সেতু নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। যোগাযোগের এই মাধ্যম সংস্কার হতেই মুখে হাসি ফুটেছে গ্রামবাসীদের। জানা গিয়েছে, অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলা প্রশাসন এবং সেচ দফতরের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েতের তত্ত্বাবধানে অল্প কিছুদিনের মধ্যেই রূপ পাবে বিদ্যাধরী খালের উপর গড়ে ওঠা কংক্রিটের পাকা সেতুটি।

আর‌ও পড়ুন: সোনাঝুরির হাটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন! জমি চিহ্নিত করছে বন দফতর

হিজলিয়া, মোমিনপুর সহ একাধিক গ্রামের মানুষের নিত্য দিনের ব্যবহারের জন্য লম্বায় প্রায় ১২০ ফুটের কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে এলেও বেশ কয়েক বছর ধরে তা রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়ে। কাঠের পাঠাতন খসে চলাচলের অযোগ্য হয়ে ওঠে। পারাপারের ক্ষেত্রে বহু সময় দুর্ঘটনারও সম্মুখীন হন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে এই কাঠের সেতু পাকা করার দাবি উঠছিল স্থানীয়দের পক্ষ থেকে। সেই দাবি মেনেই অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। জানা গিয়েছে, আগামী ছয় মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এই সেতু তৈরির কাজ।

রুদ্রনারায়ণ রায়