গরুর চিকিৎসা চলছে

Cattle Ambulance Service: গবাদিপশুদের জন্য অ্যাম্বুল্যান্স! এক ফোনে সমাধান, জেনে রাখুন নম্বর

মালদহ: গবাদিপশুর চিকিৎসা পরিষেবায় অ্যাম্বুলেন্স। জরুরি ভিত্তিতে যোগাযোগ করলেই দ্রুত মিলবে চিকিৎসা পরিষেবা। আপনাকে অসুস্থ গবাদিপশু নিয়ে কোথায় যেতে হবে না। বরং আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে চিকিৎসক ও মেডিকেল টিম। শুধুমাত্র ফোন করে জানতে হবে কোথায় কী হয়েছে।

মালদহে চালু হওয়া গবাদিপশুর এই অ্যাম্বুলেন্সের জন্য আছে টোল ফ্রি নম্বর। সেই নম্বরে ফোন করলেই দ্রুত অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম পৌঁছে যাবে। গবাদিপশুর চিকিৎসার জন্য এই অ্যাম্বুলেন্সের টোল ফ্রি নম্বরটি হল ১৯৬২। গরু, ছাগল সহ অন্যান্য গবাদিপশু গুরুতর অসুস্থ হলে এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই মিলবে চিকিৎসা পরিষেবা। এই উদ্যোগ প্রসঙ্গে পশু চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, জেলায় ঘুরে ঘুরে আমরা চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি। অনেক সময় অসুস্থ গবাদি পশুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না। তাই এই উদ্যোগ। সেখানে ফোন আসলেই আমরা পরিষেবা দিতে ছুটে যাই।

আর‌ও পড়ুন: গোটা গ্রামের ভরসা এখন তিনি, রোহিনীর দেখানো পথেই পা সবার

এই অ্যাম্বুলেন্সে গবাদি পশুদের চিকিৎসক ও মেডিকেল টিম গোটা জেলা ঘুরে বেড়ায়। কোথাও কোনও এমার্জেন্সি কল এলেই ছুটে গিয়ে সেখানে গবাদি পশুদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন। এর মাধ্যমে বহু গবাদি পশুর মালিক তাঁদের অসুস্থ গবাদি পশুদের জন্য চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।

হরষিত সিংহ