Tag Archives: Cow

Cow: পরপর গাড়িতে ঠাসা গরু! পুলিশ আটক করল ২৫ জনকে

পূর্ব মেদিনীপুর: ১০০ গরু আটক, ঘটনায় গ্রেফতার ২৫ জন ব্যক্তি, হলদিয়া মেচেদা জাতীয় সড়কের নিমতৌড়ি এলাকার ঘটনা। তমলুকের নিমতৌড়িতে ৬ টি গাড়ি থেকে প্রায় একশোরও বেশি গরু আটক করার পাশাপাশি যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের ২৫ জনকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ।

নরঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও পাঁচটি ছোট ট্রাক ভর্তি প্রায় একশোরও বেশি গরু নিয়ে যাওয়ার পথে আটক করেছে তমলুক থানার পুলিশ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট এলাকা থেকে এই পাঁচটি গাড়ি, হলদিয়া মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরে পিংলা যাচ্ছিল।

আরও পড়ুন – Cholesterol Control Tips: আপনার শরীরে কি কোলেস্টোরলের থাবা বসেছে, এই ছোট্ট চিহ্ন দেখলেই বুঝবেন

তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিমতৌড়ি এলাকায় গাড়িগুলিকে আটক করে, জিজ্ঞাসাবাদ করে জানা যায় পশ্চিম মেদিনীপুরে পিংলার লক্ষীবাড়ি এলাকায় এই গরুগুলি জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য।

সেই সময়ই আটক করে তমলুক থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তমলুকের সি আই এবং তমলুক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। ৬টি গাড়ি সহ মোট ২৫ জনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ।

Sujit Bhowmik

Twin calves of cow: যমজ বাছুরের জন্ম দিল গরু! বিরল ঘটনা দেখতে হইহই পড়ল গোটা এলাকায়

কোচবিহার: কোচবিহারের জেলার দেওয়ানহাট এলাকার এক বাড়িতে একটি গরু যমজ বাছুরের জন্ম দিল। ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে গোটা এলাকায়। এই ধরনের ঘটনা খুব একটা বেশি চোখে পড়ে না। গরুর যমজ বাচ্চা হওয়ার প্রবণতা থাকে একেবারেই কম। তাই এমন ঘটনা ঘটায় এলাকার মানুষেরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। বহু মানুষ ভিড় জমাচ্ছেন বাড়িতে। বাছুর দু’টির গায়ের রং এবং দেখতে একই রকম। তবে দুটির লিঙ্গ কিন্তু আলাদা, একটি এঁড়ে বাছুর এবং অন্যটি বকনা বাছুর (একটি পুরুষ এবং একটি মহিলা)। আর এই ভিন্ন লিঙ্গের জন্ম নেওয়ার বিষয়টি আরও বিরল। গরুটির মালিকের বাড়িতে রীতিমতো আনন্দ উৎসব চলছে এই ঘটনাকে কেন্দ্র করে।

আরও পড়ুন: সায়ন্তিকা-সহ উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে জটিলতা

গরু পালনকারী নারায়ণ রায় জানান, প্রায় ১০-১৫ দিন আগে তাঁর বাড়ির গরুটি দুই বাছুরের জন্ম দেয়। একটি মেয়ে বাছুর এবং অন্যটি ছেলে। দীর্ঘ সময় ধরে গরু পালন করছেন তিনি। তবে এমন ঘটনা তিনি কোনও দিন দেখেননি। তাই এই ঘটনা ঘটার পর রীতিমতো অবাক হয়ে যান তিনি। পরিবারের বাকি সদস্যরাও ঘটনার কথা জানতে পেরে উৎসাহিত হয়ে পড়েন। তারপর থেকে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে এলাকার লোকের মুখে মুখে। বাছুর দু’টিকে দেখতে প্রতিনিয়ত বহু মানুষ তাঁদের বাড়িতে আসছেন। শুধু তাই নয়, বাছুর দু’টি সম্পূর্ণ সুস্থ রয়েছে, জন্মের সময়ও সম্পূর্ণ স্বাভাবিক ভাবেই বাছুর দু’টি জন্ম নিয়েছে।

এলাকার স্থানীয় বাসিন্দা দীলিপ মজুমদার জানান, এলাকার স্থানীয় মানুষরাও এই ঘটনা এই প্রথম দেখার সুযোগ পেলেন, ফলে এলাকার মানুষের মধ্যেও একটা আলাদা উদ্দীপনা কাজ করছে। প্রতিনিয়ত বহু মানুষ উৎসাহিত ভাবে ওই গৃহস্থ বাড়িতে ভিড় জমাচ্ছেন। এমন বিরল ঘটনা এলাকায় কিংবা কোচবিহারে আগে কোনদিনও ঘটেনি বলে দাবি দীলিপ মজুমদারের।

পশু চিকিৎসক রাজকুমার রায় বলেন, “সাধারণভাবে গরুর যমজ সন্তান জন্ম নেওয়ার বিষয়টি খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। তার উপর এই ক্ষেত্রে আবার দু’টি ভিন্ন লিঙ্গের, ফলে ঘটনাটি একেবারেই বিরল।”

Cattle Ambulance Service: গবাদিপশুদের জন্য অ্যাম্বুল্যান্স! এক ফোনে সমাধান, জেনে রাখুন নম্বর

মালদহ: গবাদিপশুর চিকিৎসা পরিষেবায় অ্যাম্বুলেন্স। জরুরি ভিত্তিতে যোগাযোগ করলেই দ্রুত মিলবে চিকিৎসা পরিষেবা। আপনাকে অসুস্থ গবাদিপশু নিয়ে কোথায় যেতে হবে না। বরং আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে চিকিৎসক ও মেডিকেল টিম। শুধুমাত্র ফোন করে জানতে হবে কোথায় কী হয়েছে।

মালদহে চালু হওয়া গবাদিপশুর এই অ্যাম্বুলেন্সের জন্য আছে টোল ফ্রি নম্বর। সেই নম্বরে ফোন করলেই দ্রুত অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম পৌঁছে যাবে। গবাদিপশুর চিকিৎসার জন্য এই অ্যাম্বুলেন্সের টোল ফ্রি নম্বরটি হল ১৯৬২। গরু, ছাগল সহ অন্যান্য গবাদিপশু গুরুতর অসুস্থ হলে এই টোল ফ্রি নম্বরে ফোন করলেই মিলবে চিকিৎসা পরিষেবা। এই উদ্যোগ প্রসঙ্গে পশু চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, জেলায় ঘুরে ঘুরে আমরা চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি। অনেক সময় অসুস্থ গবাদি পশুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না। তাই এই উদ্যোগ। সেখানে ফোন আসলেই আমরা পরিষেবা দিতে ছুটে যাই।

আর‌ও পড়ুন: গোটা গ্রামের ভরসা এখন তিনি, রোহিনীর দেখানো পথেই পা সবার

এই অ্যাম্বুলেন্সে গবাদি পশুদের চিকিৎসক ও মেডিকেল টিম গোটা জেলা ঘুরে বেড়ায়। কোথাও কোনও এমার্জেন্সি কল এলেই ছুটে গিয়ে সেখানে গবাদি পশুদের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন। এর মাধ্যমে বহু গবাদি পশুর মালিক তাঁদের অসুস্থ গবাদি পশুদের জন্য চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।

হরষিত সিংহ

Alternative Food: এই ঘাস গরুর খিদে মুহূর্তে মিটিয়ে দেয়, দুধ হয় প্রচুর

দক্ষিণ ২৪ পরগনা: বাড়িতে রয়েছে গবাদি পশু। কিন্তু তার জন্য ঘাস পাচ্ছেন না? তাহলে বাড়ির আশেপাশে লাগাতে পারেন এই দ্রুত বর্ধনশীল ঘাস। এর মাধ্যমে গবাদি পশুর বিকল্প খাদ্যের সন্ধান দিচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দফতর।

গবাদি পশুর সঠিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য প্রয়োজন উপযুক্ত পশুখাদ্য। সেই পশুখাদ্যের চাহিদার অনেকটাই চাহিদা পূরণ করে এই ঘাস। যেহেতু গবাদি পশু একসঙ্গে অনেকটাই ঘাস খেয়ে ফেলে, তাই তাদের জন্য বিকল্প খাদ্য হিসাবে নতুন দ্রুত বর্ধনশীল ঘাসের খোঁজ দিচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দফতর। নতুন এই ঘাসের খোঁজ পেয়ে খুশি পশুপালকরা।

আর‌ও পড়ুন: একই টুর্নামেন্টে মাঠে নামল মা ও ছেলে! পায়ের জাদুতে মাত সবাই

ঠিক কী কী ঘাস আছে এই গবাদি পশুর বিকল্প খাদ্য তালিকায়? রয়েছে হাইব্রিড ডিপিআর। এই ঘাসটি অনেকটাই আখগাছের মত দেখতে। এই ঘাস একবার জমিতে লাগালে বহুবছর ধরে এই ঘাস পাওয়া যাবে‌। সেক্ষেত্রে পাতাগুলিকে কাটতে হবে নির্দিষ্ট সময় অন্তর‌।

রয়েছে আ্যজোলা শৈবাল। যেটিকে কৃষকরা ছোট চৌবাচ্চাতে চাষ করতে পারবেন। মাত্র ১৫ দিনে এই এই শৈবাল অনেকটা পরিমাণে বেড়ে যায়। যা দুগ্ধবতী গাভীকে ২৫০ গ্রাম করে খাওয়ালে প্রচুর দুধ উৎপাদন হবে‌‌। আর রয়েছে হাইড্রোফোনিক ঘাস যা কম জলেও উৎপাদন হবে‌।

নতুন এই ঘাসগুলি চাষ করে কৃষকরা অনেকটাই লাভবান হবেন বলে মনে করছেন মথুরাপুর-২ ব্লকের বিএলডিও সঞ্জয় কুমার বসু। তিনি জানিয়েছেন, গবাদি পশুর খাদ্যের অভাব পূরণ করতে এই বিকল্প ঘাস চাষ খুবই জরুরি। কৃষকদের এ নিয়ে সচেতন করছেন তিনি।

নবাব মল্লিক

Cattle Prison: প্রাচীন খোঁয়াড় প্রথা জানেন! সেই প্রথা চালুর দাবি উস্কে দিল কৃষকরা

উত্তর ২৪ পরগনা: ফসল খেয়ে ফেলছে গবাদি পশু। তা থেকে নিস্তার পেতে এবার প্রাচীন খোঁয়াড় প্রথা চালুর দাবি তুললেন কৃষকরা। হাসনাবাদের একটি গ্রামের কৃষকরা নিতান্তই বেকায়দায় পড়ে এই দাবি তুলেছেন।

কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘মহেশ’ গল্পের মর্মস্পর্শী কাহিনীর কথা সকলেই জানেন। সেখানে চিন্তিত মুখে ঘরে বসে ছিলেন গফুর মিঞাঁ। বেলা গড়িয়ে গেলেও মহেশের খোঁজ নেই। সারাদিন খোঁজার পর বাড়ি ফিরে আমিনা জানায় মহেশকে দরিয়াপুরের খোঁয়াড়ে দেওয়া হয়েছে। সেই খোঁয়াড়’ই ফিরিয়ে আনার দাবি তুললেন হাসনাবাদের মনোহরপুর সহ কয়েকটি এলাকর কৃষকরা।

আর‌ও পড়ুন: বাইকের পিছন থেকে শুঁড় দিয়ে টেনে নামিয়ে আনল! হাতির হানায় ফের মৃত্যু

সোজা কথায় বললে খোঁয়াড় হল গবাদি পশুদের জেলখানা। কোনও গবাদি পশু কৃষকের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করলে, ক্ষতিগ্রস্ত কৃষক তখন সেই গবাদি পশুটিকে ধরে এলাকার খোঁয়াড়ে ভরে দিতেন। এক্ষেত্রে পশুর মালিককে ফসলের ক্ষতিপূরণ বা জরিমানা দিতে হতো। তবে খোঁয়াড় থেকে ছাড়া পেত পশুটি।

অবশ্য কবেই সেই খোঁয়াড় প্রথা উঠে গিয়েছে। বর্তমান প্রজন্মের বেশিরভাগই এই বিষয় সম্বন্ধে সচেতন নয়। হাসনাবাদের কৃষকরা নিজেদের ফসলের ক্ষতি ঠেকাতেই এই দাবি তুলেছেন, ফিরিয়ে আনতে চাইছেন পুরানো ব্যবস্থা।

জুলফিকার মোল্যা

World’s Most Expensive Cow: চক্ষু চড়ক গাছ! একটি গরুর দাম এত কোটি! বিশ্বের সবচেয়ে দামি গরু, বিক্রি করেই মালামাল কৃষক

বিশ্বের সবচেয়ে দামি গরুর দাম কত জানেন কি? ভাবছেন ৫ লক্ষ কিংবা ১০ লক্ষ? লক্ষ নয়, কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে একটি গরু। পশু নিলামের ইতিহাসে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড।
বিশ্বের সবচেয়ে দামি গরুর দাম কত জানেন কি? ভাবছেন ৫ লক্ষ কিংবা ১০ লক্ষ? লক্ষ নয়, কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে একটি গরু। পশু নিলামের ইতিহাসে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড।
৪০ কোটি টাকা দামে সম্প্রতি বিক্রি হয়েছে একটি গরু। ব্রাজিলে গরুটির নিলাম হলেও এই গরুর প্রজাতির সঙ্গে বিশেষ যোগ রয়েছে ভারতেরও। এই বিশেষ গরুটির কী বৈশিষ্ট‍্য রয়েছে যে এত দাম? গুণ জানলে সত‍্যিই অবাক হতে হয়।

৪০ কোটি টাকা দামে সম্প্রতি বিক্রি হয়েছে একটি গরু। ব্রাজিলে গরুটির নিলাম হলেও এই গরুর প্রজাতির সঙ্গে বিশেষ যোগ রয়েছে ভারতেরও। এই বিশেষ গরুটির কী বৈশিষ্ট‍্য রয়েছে যে এত দাম? গুণ জানলে সত‍্যিই অবাক হতে হয়।
এই গরু অন্ধ্রপ্রদেশের নেল্লোর প্রজাতির গরু। এটি Viatina-19 FIV Mara Imovis নামে পরিচিত। ব্রাজিলে একটি নিলামের সময়, এই গরুটির দাম ছিল ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা।
এই গরু অন্ধ্রপ্রদেশের নেল্লোর প্রজাতির গরু। এটি Viatina-19 FIV Mara Imovis নামে পরিচিত। ব্রাজিলে একটি নিলামের সময়, এই গরুটির দাম ছিল ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা।
৪০ কোটিতে বিক্রি হওয়া এই বিশেষ গরুটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গরু। এই বিক্রি গবাদি পশু নিলামের ইতিহাসে একটি মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।
৪০ কোটিতে বিক্রি হওয়া এই বিশেষ গরুটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গরু। এই বিক্রি গবাদি পশু নিলামের ইতিহাসে একটি মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।
জানলে অবাক হবেন এই গরুর নামকরণ হয়েছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার নামে। ব্রাজিলে এই জাতটির ব্যাপক চাহিদা রয়েছে। এই জাতটি বৈজ্ঞানিকভাবে Bos Indicus নামে পরিচিত।
জানলে অবাক হবেন এই গরুর নামকরণ হয়েছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার নামে। ব্রাজিলে এই জাতটির ব্যাপক চাহিদা রয়েছে। এই জাতটি বৈজ্ঞানিকভাবে Bos Indicus নামে পরিচিত।
বিজ্ঞানীদের মতে, এটি ভারতের ওঙ্গোল গবাদি পশুর বংশধর। শক্তিধর বলেই বিশেষ পরিচিতি এই প্রজাতির গরুর। পরিবেশ অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে পারে এই ধবধবে সাদা গরু।

বিজ্ঞানীদের মতে, এটি ভারতের ওঙ্গোল গবাদি পশুর বংশধর। শক্তিধর বলেই বিশেষ পরিচিতি এই প্রজাতির গরুর। পরিবেশ অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে পারে এই ধবধবে সাদা গরু।
এই প্রজাতিটি ১৮৬৮ সালে জাহাজে কর প্রথমবারের ব্রাজিলে পাঠানো হয়েছিল। ১৯৬০-এর দশকে আরও অনেক গরু এখানে স্থানান্তরিত করা হয়েছিল।
এই প্রজাতিটি ১৮৬৮ সালে জাহাজে কর প্রথমবারের ব্রাজিলে পাঠানো হয়েছিল। ১৯৬০-এর দশকে আরও অনেক গরু এখানে স্থানান্তরিত করা হয়েছিল।
ওঙ্গোল জাতের গবাদি পশুর সবচেয়ে বড় বিশেষত্ব হল তারা খুব গরম তাপমাত্রায়ও বাঁচতে পারে। কারণ এদের মেটাবলিজম বেশ ভাল থাকে। এগুলোর মধ্যে কোনও ধরনের সংক্রমণের ভয় নেই। ব্রাজিলে খুব গরম, তাই এই গরুগুলি এখানে বেশ সুস্থ ভাবেই বাঁচে।
ওঙ্গোল জাতের গবাদি পশুর সবচেয়ে বড় বিশেষত্ব হল তারা খুব গরম তাপমাত্রায়ও বাঁচতে পারে। কারণ এদের মেটাবলিজম বেশ ভাল থাকে। এগুলোর মধ্যে কোনও ধরনের সংক্রমণের ভয় নেই। ব্রাজিলে খুব গরম, তাই এই গরুগুলি এখানে বেশ সুস্থ ভাবেই বাঁচে।
ব্রাজিলের প্রায় ৮০ শতাংশ গরুই নেল্লোর গরু। সেখানকার তাপমাত্রা, সেখানকার পরিবেশ এই প্রজাতির গরুর সঙ্গে বেশ মানানসই। এই গরুর দুগ্ধ উৎপাদন ক্ষমতাও বেশ ভাল।

ব্রাজিলের প্রায় ৮০ শতাংশ গরুই নেল্লোর গরু। সেখানকার তাপমাত্রা, সেখানকার পরিবেশ এই প্রজাতির গরুর সঙ্গে বেশ মানানসই। এই গরুর দুগ্ধ উৎপাদন ক্ষমতাও বেশ ভাল।

Bengali News: গরুর ঘরের টাকাও তছরূপ! টাকা নিয়ে গোয়ালঘর তৈরি না করার অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনা: আজব সমস্যা সৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ ব্লকে। সেখানে একাধিক সমবায় সমিতির মাধ্যমে গোয়ালঘর তৈরি করার কথা থাকলেও গোয়ালঘর নির্মাণ করা হয়নি। ফলে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে গবাদি পশুদের।

আরও পড়ুন: কী হাল গ্রন্থাগারের! ছেলেমেয়েরা কেন যায় না এই ছবি দেখলেই বুঝে যাবেন

মথুরাপুর-২ ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মধুসূদন চক সমবায় কৃষি উন্নয়ন সমিতির এই গোয়ালঘর তৈরি করে দেওয়ার কথা ছিল। অভিযোগ উঠেছে জয়কৃষ্ণপুর সমবায় সমিতি ও ২৩ নম্বর লট সমবায় সমিতির বিরুদ্ধেও। সমস্ত জায়গায় অভিযোগের ধরণ মোটামুটি এক, গোয়ালঘর দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে ৪,০০০ টাকা করে নেওয়া হয়েছিল। কিন্তু গোয়ালঘর আর তৈরি হয়নি। ফলে খোলা জায়গায় অথবা ভাঙা ঘরে থাকতে হচ্ছে গবাদি পশুদের।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই নিয়ে অনুপ সামন্ত নামে জনৈক এক ব্যক্তি স্থানীয় বিডিও, সমবায় সমিতির রাজ্য দফতর, সমবায় মন্ত্রী সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, প্রাক্তন ম্যানেজার অর্থাৎ বর্তমান ম্যানেজারের বাবা ভূধর মাঝি ও প্রাক্তন সম্পাদক সুনীল মাইতি নিজের পরিবার নামে স্পেশাল গোয়াল ঘরের স্কিম করে এই সমস্ত গোয়ালঘরের টাকা সরিয়েছেন। তবে সে’সব অভিযোগ উড়িয়ে প্রাক্তন সম্পাদক সুনীল মাইতি জানিয়েছেন, রসিদ অনুযায়ী টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে এই বিষয়টি মিটিয়ে ফেলা হবে।

নবাব মল্লিক

গরু নাকি মডেল ! এমন ক্যাট-ওয়াক শেখালো কে ? ভাইরাল গো-মাতার ভিডিও

সোশ্যাল মিডিয়া মানেই রোজ কিছু না কিছু ভাইরাল হবে। এই শব্দটা কয়েক বছর আগেও মানুষের কাছে এতটা উৎসাহের ছিল না। এখন ভাইরাল মানেই সবার একটা দেখা বা জানার ইচ্ছে থাকে। কখনও দেখা যায় গান গেয়ে কোনও শিশু ভাইরাল। আবার কেউ নাচ করছে। নানা রকম কাণ্ডে ভরে থাকছে সোশ্যাল মিডিয়া। মোবাইল খুললেই যেন একটা অন্য পৃথিবী।

এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তো উঠে এসেছেন রানাঘাটের রাণু মণ্ডলের মতো কত প্রতিভা। স্টেশনের ভিখারি থেকে বলিউডে গান গাওয়া তো আর মুখের কথা নয়। সব সম্ভব হয়েছে ওই ‘ভাইরাল’ শব্দটার জন্য। তবে এই সব ভিডিও বানাতে গিয়ে অনেকে অনেক বিপদও ঘটিয়ে ফেলেন। যেমন চলন্ত ট্রেনের সামনে ভিডিও বানাতে গিয়ে ঘটে যায় অঘটন। আবার ভিডিও করতে গিয়ে পাহাড় থেকে পড়েও মৃত্যু হয়। সব কিছুরই ভালো দিক থাকলে একটা খারাপ দিকও থাকবে। তবে শুধু মানুষ নয় সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল গরু, কুকুর থেকে শুরু করে বিড়াল, ইঁদুর সবাই ভাইরাল হয়েছে।

সম্প্রতি ট্যুইটারে এমনই এক মজার ভিডিও শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পাহাড়ি রাস্তায় একটি গরু হেঁটে আসছে। কিন্তু সে একেবারে বিড়ালের মতো করে পা ফেলছে। মানে ক্যাট-ওয়াক করছে। মডেলদের হার মানাবে এই গরু। এমন সুন্দর ক্যাট-ওয়াক করছে সে। এই ভিডিও দেখা মাত্রই বহু মানুষ শেয়ার করেছেন। তবে ওই গরুটির পাবে কিছু একটা সমস্যা আছে বলেই হয়ত সে এভাবে হাঁটছে। যদিও সে শারীরিকভাবে একেবারেই সুস্থ। আজকাল গরু কত কাণ্ড ঘটছে। তার মাঝেও এই ভিডিও যেন মন ভালো করে দেয়।