Tag Archives: Rain Water

Bangla Video: বৃষ্টি হলেই জমে যায় জল, বাধ্য হয়ে ঘরছাড়া বেশ কয়েক পরিবার

নদিয়া: ভোট আসে যায়, সমাধান হয়না সমস্যার। অল্প হোক বা ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পরে এলাকা। জলমগ্ন হয় একাধিক বসত বাড়ি। তবে বার বার স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানালে তার বক্তব্য নিচু জায়গায় জল জমবেই তবে ব্যাপারটা দেখছি। ঘটনাটি নদিয়ার শান্তিপুর হরিপুর মুসলিম পাড়া এলাকার। এলাকাবাসীদের অভিযোগ বৃষ্টি হলেই জমে জল। এলাকার অন্যান্য দিকের সমস্ত জল এই এলাকায় আসার ফলে জল জমে যায় এলাকায়।

দুদিন টানা বৃষ্টির ফলেও জল জমেছে একাধিক জায়গায়। লাগাতার বৃষ্টির জেরে জল জমার ফলে বর্তমানে ঘর ছেড়েছেন বেশ কয়েকটি পরিবার। আশ্রয় নিয়েছেন এলাকার উঁচু বাড়িতে। তবে শুধু এই কটি পরিবার নয়, এই জল সমস্যায় মুসলিম পাড়ার প্রায় শতাধিক মানুষ। এলাকাবাসীরা সুউচ্চ রাস্তা এবং নর্দমারদাবি করেছেন। তবে প্রধান বা স্থানীয় পঞ্চায়েত সদস্যকেউই কর্ণপাত করেনি। যার ফলে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে এলাকায়।

আরও পড়ুন: দিব্যি বাড়িতেই পুষছিলেন, রাস্তা দিয়ে নিয়ে যাওয়াই কাল হল! যা করল বন দফতর…

তবে এই জল শুকোতেও সময় নেয় প্রায় সাত দিন। নোংরা জল পাড়িয়ে ছেলেমেয়েদের বিদ্যালয় যেতে হয়, কেউ অসুস্থ হলে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে গেলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। জমা জলে চলাফেরা করতে করতে পায়ে চর্ম রোগ দেখা দিচ্ছে।

যদিও পঞ্চায়েত সদস্যা দাবি করেছেন তার স্বামী গোটা বিষয়টি খতিয়ে দেখে এসেছেন শুধু তাই নয় প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে এক প্রস্থ। নিকাশি ব্যবস্থা এবং রাস্তার সমস্যা দীর্ঘদিনের তবে এবারে অবশ্যই ব্যবস্থা হবে বলে তিনি জানিয়েছেন।

মৈনাক দেবনাথ

Water Logging Problem: বৃষ্টির জমা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, বাড়ছে মশার উপদ্রব

মালদহ: বৃষ্টির জল জমে রাস্তা পরিণত হয়েছে জলাশয়ে। জল থৈ থৈ করছে রাস্তার উপর। সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। দীর্ঘদিন ধরে সেই জল জমে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। জমা জল থেকে দূর্গন্ধ ছড়াচ্ছে। আশেপাশের বাড়ির বাসিন্দাদের সমস্যা বাড়ছে। জমা জল থেকে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা করছেন স্থানীয়রা। বাড়ছে মশা-মাছির উপদ্রব। এমনই অবস্থা মানিকচকের।

মালদহের মানিকচক ব্লকের নুরপুর পঞ্চায়েতের খুমড়ী এলাকার বাসিন্দারা বর্তমানে জমা জলের যন্ত্রণায় অতিষ্ট। পাশাপাশি এই জমা জল থেকে মশা বাহিত ডেঙ্গি, ম্যালেরিয়ার মত মশা বাহিত রোগ ছড়ানোর আশঙ্কাও বাড়ছে। এই প্রসঙ্গে গ্রামের বাসিন্দা মাসগারি বিবি বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে। দীর্ঘদিন জল জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। মশা মাছির উপদ্রব বাড়ছে। দুর্গন্ধে আশেপাশে টেকা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে কোন‌ও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আর‌ও পড়ুন: পুরনো সবকিছু ছেড়ে আখ চাষ শুরু করুন, তিনগুণ লাভ পাবেন!

পঞ্চায়েত অফিস থেকে কিছুটা দূরেই এই জলমগ্ন রাস্তা। স্থানীয়দের অভিযোগ, বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানকে জানিয়েও কোন‌ও লাভ হয়নি। গ্রামের বাসিন্দা মহম্মদ শাবারু সেখ বলেন, রাস্তায় জল জমে থাকায় ছোট ছোট স্কুলের পড়ুয়ারা যাতায়াত করতে পারছে না। জমা জল থেকে রোগ ছাড়ানোর আশঙ্কা রয়েছে। বহুবার আমরা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু নিকাশি ব্যবস্থা এখনও তৈরি করার কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।

প্রতিবছর এই রাস্তায় জল জমলেও নিকাশি ব্যবস্থা তৈরি হচ্ছে না রাস্তার পাশে। অল্প বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়। নিকাশী ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে রাস্তায় জল জমে থাকে। জমা জল পচে দুর্গন্ধ ছড়ায়।ফলে বাড়িতে থাকা দুষ্কর হয়ে ওঠে। মশা-মাছির উপদ্রব এই সময় ব্যাপকভাবে বেড়ে যায়। তাছাড়া নোংরা পচা জলের উপর দিয়ে হাঁটার ফলে বিভিন্ন ধরনের চর্ম রোগ হয়। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে স্থানীয়দের একটাই দাবি, দ্রুত জল নিকাশী ব্যবস্থার উন্নতি করা হোক।

হরষিত সিংহ

Water Logging Problem: মাত্র এক দিনের বৃষ্টিতেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়

নদিয়া: মাত্র একদিনের লাগাতার বৃষ্টিতেই অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। কিছু কিছু জায়গায় নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বেশ কিছু পরিবার। বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণের জেরে রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে হবিবপুর পঞ্চায়েত এলাকার বেশকিছু নিচু এলাকার বাড়ি ঘর।

সূত্রের খবর, হবিবপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এবং হবিবপুর হাসপাতাল সংলগ্ন দত্তপাড়া এলাকায় বেশকয়েকটি বাড়ি প্রবল বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বা বুক সমান জল, কোথাও বা ডোবা জল দাঁড়িয়ে। বিভিন্ন এলাকায় বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে জল।

আর‌ও পড়ুন: লাগাতার বৃষ্টির মধ্যেই পথ অবরোধ করলেন গ্রামবাসীরা, কারণ জানলে চমকে উঠবেন

এই পরিস্থিতিতে বিপর্যয় এড়াতে নিচু এলাকার বেশ কিছু পরিবার নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। হবিবপুরের ডাকরেপাড়া, কলাইঘাটা নাথপাড়া, বিনপাড়া, কলোনীপাড়া, মাজদিয়া বিষ্ণুপুর সহ বিস্তীর্ণ এলাকার চাষের জমিগুলোতে ব্যাপক পরিমাণে জল ঢুকে পড়ায় মাথায় হাত কৃষকদের। রাজনৈতিক দলগুলি দুর্গতদের সাহায্য করার জন্য ময়দানে নেমেছে।

হবিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস জানান, ইতিমধ্যেই আমরা জেসিবি লাগিয়েছি। এছাড়া সাধারণ মানুষকেও নামানো হয়েছে। যেসব জায়গায় জল আটকে গেছে এইসব এলাকার মুখগুলি ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই জল নেমে যাবে। এছাড়াও যাদের বাড়িঘরের অবস্থা খারাপ, তাঁদের জন্য আমরা বিডিও অফিসে জানাব। আশা করা যাচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান হবে।

মৈনাক দেবনাথ

Rain Water Side Effects: বৃষ্টির জলে ত্বক ও চুলের দফারফা? নাকি কমবে ঘামাচি-সহ একাধিক সমস্যা? জানুন বৃষ্টিতে ভিজলে কী করবেন

বৃষ্টি পড়লেই আমাদের কেউ কেউ যে কোনও উপায়ে ভিজতে শুরু করি। সাধারণত কিশোরীসুলভ চাপল্যেই এই প্রবণতা দেখা যায়। আবার অনেক সময় ইচ্ছে না থাকলেও বৃষ্টির জল গায়ে পড়ে। ভিজতে হয়।
বৃষ্টি পড়লেই আমাদের কেউ কেউ যে কোনও উপায়ে ভিজতে শুরু করি। সাধারণত কিশোরীসুলভ চাপল্যেই এই প্রবণতা দেখা যায়। আবার অনেক সময় ইচ্ছে না থাকলেও বৃষ্টির জল গায়ে পড়ে। ভিজতে হয়।

 

কিন্তু বৃষ্টির জল গায়ের ত্বক বা চুলে পড়া কতটা ক্ষতিকর? নাকি আদৌ ক্ষতি না করে উপকারই করে? সে বিষয়ে বলেছেন ডক্টর বি এল জাঙ্গিড়।
কিন্তু বৃষ্টির জল গায়ের ত্বক বা চুলে পড়া কতটা ক্ষতিকর? নাকি আদৌ ক্ষতি না করে উপকারই করে? সে বিষয়ে বলেছেন ডক্টর বি এল জাঙ্গিড়।

 

স্পর্শকাতর ত্বক হলে বর্ষাকালে বিশেষ সতর্ক থাকুন। বৃষ্টির জলে থাকা অ্যাসিডের জেরে ক্ষতি হয় ত্বকের।
স্পর্শকাতর ত্বক হলে বর্ষাকালে বিশেষ সতর্ক থাকুন। বৃষ্টির জলে থাকা অ্যাসিডের জেরে ক্ষতি হয় ত্বকের।
প্রচলিত পুরনো বিশ্বাস হল মরশুমের প্রথম বৃষ্টির জলে ভিজলে দূর হয় খুসকি, ঘামাচি এবং ব্রণ। কিন্তু কথা হল, বৃষ্টির জলে যে দূষিত পদার্থ মিশে থাকে তাতে এই সমস্যাগুলি কমার বদলে বাড়বে।
প্রচলিত পুরনো বিশ্বাস হল মরশুমের প্রথম বৃষ্টির জলে ভিজলে দূর হয় খুসকি, ঘামাচি এবং ব্রণ। কিন্তু কথা হল, বৃষ্টির জলে যে দূষিত পদার্থ মিশে থাকে তাতে এই সমস্যাগুলি কমার বদলে বাড়বে।

 

 বৃষ্টির জল অনেক সময় ত্বকে সংক্রমণের কারণ হতে পারে। চুল রুক্ষ হয়ে ওঠে। বৃষ্টির জলের বেশি পিএইচ ব্যালান্স বা আম্লিক ও ক্ষারকীয় ভারসাম্য নষ্ট করে চুলের কিউটিকলস।
বৃষ্টির জল অনেক সময় ত্বকে সংক্রমণের কারণ হতে পারে। চুল রুক্ষ হয়ে ওঠে। বৃষ্টির জলের বেশি পিএইচ ব্যালান্স বা আম্লিক ও ক্ষারকীয় ভারসাম্য নষ্ট করে চুলের কিউটিকলস।

 

চুলে উকুন থাকলে বৃষ্টির জলে তাদের বংশবৃদ্ধি হয়। এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে। তাই উকুনের দ্রুত বৃদ্ধি ঘটে।
চুলে উকুন থাকলে বৃষ্টির জলে তাদের বংশবৃদ্ধি হয়। এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে। তাই উকুনের দ্রুত বৃদ্ধি ঘটে।

 

বৃষ্টিতে ভেজার পর যত দ্রুত সম্ভব ঈষদুষ্ণ জলে স্নান করে নিতে হবে। মত ডাক্তারের। মাইল্ড ফেসওয়াশে ধুতে হবে মুখ। চুলে শ্যাম্পু ও কন্ডিশনিং করতেও ভুলবেন না।
বৃষ্টিতে ভেজার পর যত দ্রুত সম্ভব ঈষদুষ্ণ জলে স্নান করে নিতে হবে। মত ডাক্তারের। মাইল্ড ফেসওয়াশে ধুতে হবে মুখ। চুলে শ্যাম্পু ও কন্ডিশনিং করতেও ভুলবেন না।

 

সংক্রমণ এড়াতে বৃষ্টিতে ভেজার পর শুকনো করে মাথা এবং গা হাত পা মুছে ফেলুন। তার পর শুকনো, পরিষ্কার পোশাক পরুন।
সংক্রমণ এড়াতে বৃষ্টিতে ভেজার পর শুকনো করে মাথা এবং গা হাত পা মুছে ফেলুন। তার পর শুকনো, পরিষ্কার পোশাক পরুন।