weather update

West Bengal weather update: বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম, বৃষ্টির সম্ভাবনা কবে? জানাল হাওয়া অফিস

কলকাতা: সোমবার কেটেছে রিমলের প্রভাব। ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। তার জেরে গরম থেকে খানিক স্বস্তি মিললেও ফের বাড়তে চলেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।

আরও পড়ুন: সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র ধোনি! ভারতের কোচ হওয়ার জন্য জমা পড়েছে ৩০০০-এর বেশি আবেদন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মু্র্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে। শুক্রবার, অর্থাৎ ৩১ মে দক্ষিণের দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হতে পারে হালকা বৃষ্টি। অন্য দিকে শনিবার, সপ্তম তথা শেষ দফার লোকসভা ভোটের দিন এবং রবিবার দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বইতে পারে ঝোড়ো হাওয়াও।

সোমবার, অর্থাৎ ৩ জুন দুই ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওই দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায়।