Category Archives: বিনোদন

Bollywood Gossip: ৮টা প্রেম, ২টো বিয়ে! তাঁকে নিয়ে ঝগড়া লেগে গিয়েছিল ২ সুপারস্টারের মধ্যে…তবুও স্বামীর কাছে খেতেন বেধড়ক মার

বলিউড অভিনেত্রী জিনাত আমান৷ সত্তরের দশকে রীতিমতো দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন তিনি৷ কিন্তু, গ্ল্যামার আর জৌলুসের দুনিয়ার পিছনে, ঠিক কেমন ছিল তাঁর ব্যক্তিগত জীবন? কোন চরম সময় কাটাতে হয়েছিল তাঁকে৷ এই প্রতিবেদনে সেই পুরনো তথ্যই তুলে ধরব আমরা৷
বলিউড অভিনেত্রী জিনাত আমান৷ সত্তরের দশকে রীতিমতো দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন তিনি৷ কিন্তু, গ্ল্যামার আর জৌলুসের দুনিয়ার পিছনে, ঠিক কেমন ছিল তাঁর ব্যক্তিগত জীবন? কোন চরম সময় কাটাতে হয়েছিল তাঁকে৷ এই প্রতিবেদনে সেই পুরনো তথ্যই তুলে ধরব আমরা৷
অভিনয় বাদেও, তাঁর শরীরি আবেদনের ওম বার বার উষ্ণতা ছড়িয়েছে তাঁর ভক্তদের হৃদয়ে৷ আর রঙিন পর্দার আড়ালেও কিন্তু, তাঁর রূপমুগ্ধদের সংখ্যা কম ছিল না৷ অভিনয় জগতে আসার পরে একাধিক জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে দেখা গিয়েছিল জিনাত আমনকে৷
অভিনয় বাদেও, তাঁর শরীরি আবেদনের ওম বার বার উষ্ণতা ছড়িয়েছে তাঁর ভক্তদের হৃদয়ে৷ আর রঙিন পর্দার আড়ালেও কিন্তু, তাঁর রূপমুগ্ধদের সংখ্যা কম ছিল না৷ অভিনয় জগতে আসার পরে একাধিক জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে দেখা গিয়েছিল জিনাত আমনকে৷
কিন্তু, এমনই ভাগ্যের খেল, প্রতিবারই তাঁকে প্রতারিত হতে হয়। ১৯৭১ সালে, সেই যুগের সুপারস্টার দেবানন্দ, জিনাত আমানের প্রেমে পড়েন৷ সেই সময় তিনি দেবানন্দের 'হরে রাম হরে কৃষ্ণ' গানের মাধ্যমে দেশজোড়া জনপ্রিয়তা লাভ করেছেন।

কিন্তু, এমনই ভাগ্যের খেল, প্রতিবারই তাঁকে প্রতারিত হতে হয়। ১৯৭১ সালে, সেই যুগের সুপারস্টার দেবানন্দ, জিনাত আমানের প্রেমে পড়েন৷ সেই সময় তিনি দেবানন্দের ‘হরে রাম হরে কৃষ্ণ’ গানের মাধ্যমে দেশজোড়া জনপ্রিয়তা লাভ করেছেন।
ওই সিনেমার পর থেকেই দেবানন্দ ও জিনাত আমানের বন্ধুত্ব শুরু। তবে সেই বন্ধুত্বেও এল তিক্ত সময়৷ জিনাত তখন তারকা৷ এক বলিউড পার্টিতে তিনি কথা বলছিলেন রাজ কপূরের সঙ্গে। আর সেই দৃশ্য দেখেই মেজাজ বিগড়ে যায় দেবানন্দের। জিনাত ও রাজ কাপুরের সম্পর্ক নিয়ে সে সময় বহু আলোচনা হয়। জিনাতকে নিয়ে দেবানন্দ ও রাজ কাপুরের মধ্যে বিবাদের খবরও ছিল প্রতিটা গসিপ ম্যাগাজিনের পাতায় পাতায়।
ওই সিনেমার পর থেকেই দেবানন্দ ও জিনাত আমানের বন্ধুত্ব শুরু। তবে সেই বন্ধুত্বেও এল তিক্ত সময়৷ জিনাত তখন তারকা৷ এক বলিউড পার্টিতে তিনি কথা বলছিলেন রাজ কপূরের সঙ্গে। আর সেই দৃশ্য দেখেই মেজাজ বিগড়ে যায় দেবানন্দের। জিনাত ও রাজ কাপুরের সম্পর্ক নিয়ে সে সময় বহু আলোচনা হয়। জিনাতকে নিয়ে দেবানন্দ ও রাজ কাপুরের মধ্যে বিবাদের খবরও ছিল প্রতিটা গসিপ ম্যাগাজিনের পাতায় পাতায়।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জিনাত আমানের আটটিরও বেশি সম্পর্ক ছিলছে। জিনাত আমানের নাম প্রথমে দেবানন্দের সঙ্গে জড়ায়। এরপর রাজ কপূরের সঙ্গে জিনাতের সম্পর্কের খবরও শিরোনাম আসতে থাকে। শুধু তাই নয়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও জিনাত আমানের নাম জড়ায়।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জিনাত আমানের আটটিরও বেশি সম্পর্ক ছিলছে। জিনাত আমানের নাম প্রথমে দেবানন্দের সঙ্গে জড়ায়। এরপর রাজ কপূরের সঙ্গে জিনাতের সম্পর্কের খবরও শিরোনাম আসতে থাকে। শুধু তাই নয়, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও জিনাত আমানের নাম জড়ায়।
১৯৭৮ সালে জিনাত আমান সঞ্জয় খানকে বিয়ে করেন। তবে গোপনে হওয়া এই বিয়ে বেশিদিন লুকিয়ে থাকতে পারেনি। তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে এবং শীঘ্রই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। শুধু তাই নয়, জিনাত আমান তাঁর স্বামীর বিরুদ্ধে মারধরেরও অভিযোগ আনেন।
১৯৭৮ সালে জিনাত আমান সঞ্জয় খানকে বিয়ে করেন। তবে গোপনে হওয়া এই বিয়ে বেশিদিন লুকিয়ে থাকতে পারেনি। তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে এবং শীঘ্রই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। শুধু তাই নয়, জিনাত আমান তাঁর স্বামীর বিরুদ্ধে মারধরেরও অভিযোগ আনেন।
একবার জিনাত আমানকে তাঁর স্বামী সঞ্জয় খান এতটাই মারধর করেছিলেন যে, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এমনকি, জিনাতের মুখে অ্যাসিড ছো়ড়ারও অভিযোগ ওঠে সঞ্জয়ের বিরুদ্ধে। অবশেষে জিনাত আমান তাঁদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। এরপর জিনাত বহু বছর একাকী জীবনযাপন করেছিলেন।
একবার জিনাত আমানকে তাঁর স্বামী সঞ্জয় খান এতটাই মারধর করেছিলেন যে, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এমনকি, জিনাতের মুখে অ্যাসিড ছো়ড়ারও অভিযোগ ওঠে সঞ্জয়ের বিরুদ্ধে। অবশেষে জিনাত আমান তাঁদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। এরপর জিনাত বহু বছর একাকী জীবনযাপন করেছিলেন।
এর পরে তিনি মাজহার খানকে বিয়ে করেন জিনাত। এই বিয়ের কথা অনেকেই জানেন না। কিন্তু এই বিয়ের পরও জিনাত আমানের প্রেম পূর্ণতা পায়নি। এই বিয়েও কয়েক বছরের মধ্যে শেষ হয়ে যায়।
এর পরে তিনি মাজহার খানকে বিয়ে করেন জিনাত। এই বিয়ের কথা অনেকেই জানেন না। কিন্তু এই বিয়ের পরও জিনাত আমানের প্রেম পূর্ণতা পায়নি। এই বিয়েও কয়েক বছরের মধ্যে শেষ হয়ে যায়।
এরপর ৫৪ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করেন জিনাত আমান। ২০১২ সালে, জিনাত তার বয়সের চেয়ে ২১ বছর ছোট আমান খান্নাকে বিয়ে করেছিলেন। কিন্তু এই বিয়েও পূর্ণাঙ্গ সাফল্য পায়নি। বিয়ে ভাঙতে বেশি সময় লাগেনি। জিনাত আমান এখন ৭২ বছর বয়সে একাকী জীবনযাপন করছেন।
এরপর ৫৪ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করেন জিনাত আমান। ২০১২ সালে, জিনাত তার বয়সের চেয়ে ২১ বছর ছোট আমান খান্নাকে বিয়ে করেছিলেন। কিন্তু এই বিয়েও পূর্ণাঙ্গ সাফল্য পায়নি। বিয়ে ভাঙতে বেশি সময় লাগেনি। জিনাত আমান এখন ৭২ বছর বয়সে একাকী জীবনযাপন করছেন।

সলমনের এই নায়িকা ভিলেন হতে চান বাবার মতোই! সুপারহিট পরিচালকের হাত ধরে ফিরবে কি তাঁর ভাগ্য

২০১০ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জনপ্রিয় তারকার কন্যা। অভিনেত্রীর প্রথম ছবিই ছিল হিট। এখনও পর্যন্ত বলিউডে ইন্ডাস্ট্রির বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।
২০১০ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জনপ্রিয় তারকার কন্যা। অভিনেত্রীর প্রথম ছবিই ছিল হিট। এখনও পর্যন্ত বলিউডে ইন্ডাস্ট্রির বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।
অভিনেত্রী বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তিনি কে আন্দাজ করতে পারলেন?
অভিনেত্রী বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন, তিনি কে আন্দাজ করতে পারলেন?
তিনি আর কেউ নন সোনাক্ষী সিনহা,তাঁকে সঞ্জয় লীলা বনশালীর 'হিরামান্ডি - দ্য ডায়মন্ড বাজার'-এ প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এই  'হিরামান্ডি'র হাত ধরেই ওটিটি ডেবিউ করছেন সঞ্জয়।
তিনি আর কেউ নন সোনাক্ষী সিনহা,তাঁকে সঞ্জয় লীলা বনশালীর ‘হিরামান্ডি – দ্য ডায়মন্ড বাজার’-এ প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এই ‘হিরামান্ডি’র হাত ধরেই ওটিটি ডেবিউ করছেন সঞ্জয়।
সোনাক্ষী তার ক্যারিয়ার শুরু করেছিলেন সলমন খানের নায়িকা হিসাবে। তারপর শাহিদ কাপুর থেকে রণবীর সিং-সহ বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন। কিন্তু তাঁর বেশ কিছু ছবি ফ্লপ হতে শুরু করে। তাই আর একবার নিজের ভাগ্য করতে সঞ্জয়ের হাত ধরেছেন নায়িকা।
সোনাক্ষী তার ক্যারিয়ার শুরু করেছিলেন সলমন খানের নায়িকা হিসাবে। তারপর শাহিদ কাপুর থেকে রণবীর সিং-সহ বহু বড় তারকার সঙ্গে কাজ করেছেন। কিন্তু তাঁর বেশ কিছু ছবি ফ্লপ হতে শুরু করে। তাই আর একবার নিজের ভাগ্য করতে সঞ্জয়ের হাত ধরেছেন নায়িকা।
সোনাক্ষী বর্তমানে 'হিরামান্ডি - দ্য ডায়মন্ড বাজার'-এর জন্য শিরোনামে রয়েছেন। অভিনেত্রী তার সিরিজের প্রচারে ব্যস্ত। এই প্রচারের সময়ই তিনি এক সাক্ষাৎকারে জানান এবার তিনি তাঁর বাবা শত্রুঘ্ন সিনহার মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান।
সোনাক্ষী বর্তমানে ‘হিরামান্ডি – দ্য ডায়মন্ড বাজার’-এর জন্য শিরোনামে রয়েছেন। অভিনেত্রী তার সিরিজের প্রচারে ব্যস্ত। এই প্রচারের সময়ই তিনি এক সাক্ষাৎকারে জানান এবার তিনি তাঁর বাবা শত্রুঘ্ন সিনহার মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান।
সোনাক্ষী সিনহা প্রায় ১৪ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত, গত বছর তিনি প্রথম একটি সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছেন।
সোনাক্ষী সিনহা প্রায় ১৪ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত, গত বছর তিনি প্রথম একটি সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রেখেছেন।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, সোনাক্ষী সিনহা নিজেই জানান যে তিনি সবসময় এই ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। তিনি বছরের পর বছর ধরে ভিলেন হওয়ার স্বপ্ন দেখেছেন। কারণ তার বাবাও নেতিবাচক চরিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, সোনাক্ষী সিনহা নিজেই জানান যে তিনি সবসময় এই ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। তিনি বছরের পর বছর ধরে ভিলেন হওয়ার স্বপ্ন দেখেছেন। কারণ তার বাবাও নেতিবাচক চরিত্র দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন।
সোনাক্ষী বলেন, "আমি শুধুমাত্র ভাল চরিত্র এবং ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই এবং আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। আমি বেশ কিছু শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করছি। হীরামন্ডিতে এমন একটি চরিত্র পেয়ে আমি খুবই খুশি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সঞ্জয় স্যারকে অসংখ্য ধন্যবাদ।"
সোনাক্ষী বলেন, “আমি শুধুমাত্র ভাল চরিত্র এবং ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই এবং আমি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। আমি বেশ কিছু শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করছি। হীরামন্ডিতে এমন একটি চরিত্র পেয়ে আমি খুবই খুশি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সঞ্জয় স্যারকে অসংখ্য ধন্যবাদ।”

Govinda- Arti Singh: গোবিন্দার নতুন জামাইকে দেখলেন? পরিচয় জানলে অবাক হবেন! রইল বিয়ের অদেখা সব ছবি

বিগ বস সিজন ১৩-র মতো জনপ্রিয়তা পায়নি কোনও সিজন। আর এই সিজনেরই এক জনপ্রিয় প্রতিযোগীর বিয়ে হয়ে গেল।
বিগ বস সিজন ১৩-র মতো জনপ্রিয়তা পায়নি কোনও সিজন। আর এই সিজনেরই এক জনপ্রিয় প্রতিযোগীর বিয়ে হয়ে গেল।
বিয়ের পিঁড়িতে বসলেন বিগ-বস তারকা আরতি সিং। বিখ্যাত কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের বোন এবং গোবিন্দার ভাগ্নি আরতি। ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।
বিয়ের পিঁড়িতে বসলেন বিগ-বস তারকা আরতি সিং। বিখ্যাত কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের বোন এবং গোবিন্দার ভাগ্নি আরতি। ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।
দীপক মুম্বইয়ের নামজাদা ব্যবসায়ী। আরতি এর আগে একাধিক সম্পর্কে গেলেও দীপকের মতো কাউকে পাননি। এমনকি আরতির বৌদি কাশ্মীরাও জানিয়েছেন যে আরতি যেমনটা চেয়েছিলেন, দীপক ঠিক তেমন।
দীপক মুম্বইয়ের নামজাদা ব্যবসায়ী। আরতি এর আগে একাধিক সম্পর্কে গেলেও দীপকের মতো কাউকে পাননি। এমনকি আরতির বৌদি কাশ্মীরাও জানিয়েছেন যে আরতি যেমনটা চেয়েছিলেন, দীপক ঠিক তেমন।
এই বিয়ে ছিল বিগ-বসের ১৩-র রিইউনিয়নও। পারস ছাবরা, মাহিরা শর্মা, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, অঙ্কিত গুপ্তা, শেফালি জারিওয়ালা, রেশমি দেশাই, দেবলীনা, বিশাল সকলেই এসেছিলেন এদিন। তবে কালো শিফন শাড়িতে সকলের নজর কেড়েছেন শেফালি।
এই বিয়ে ছিল বিগ-বসের ১৩-র রিইউনিয়নও। পারস ছাবরা, মাহিরা শর্মা, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, অঙ্কিত গুপ্তা, শেফালি জারিওয়ালা, রেশমি দেশাই, দেবলীনা, বিশাল সকলেই এসেছিলেন এদিন। তবে কালো শিফন শাড়িতে সকলের নজর কেড়েছেন শেফালি।
ভাগ্নির বিয়েই মিটিয়ে দিল দীর্ঘ সাত বছরের মান-অভিমান। কৃষ্ণা অভিষেক ও গোবিন্দার তিক্ততার কথা কারও অজানা নয়। কৃষ্ণার সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেননি গোবিন্দা-সুনীতা। কৃষ্ণার কথা উঠলে মেজাজ হারিয়েছেন গোবিন্দের স্ত্রী সুনীতা। তবে আরতির বিয়েতে সব ভুলে এলেন গোবিন্দা।
ভাগ্নির বিয়েই মিটিয়ে দিল দীর্ঘ সাত বছরের মান-অভিমান। কৃষ্ণা অভিষেক ও গোবিন্দার তিক্ততার কথা কারও অজানা নয়। কৃষ্ণার সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেননি গোবিন্দা-সুনীতা। কৃষ্ণার কথা উঠলে মেজাজ হারিয়েছেন গোবিন্দের স্ত্রী সুনীতা। তবে আরতির বিয়েতে সব ভুলে এলেন গোবিন্দা।
শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করলেন কাশ্মীরা। জানান, গোবিন্দা আসায় তাঁরা সকলেই খুশি। কাশ্মীরা জানান, তাঁর দুই সন্তানকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন গোবিন্দা।
শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করলেন কাশ্মীরা। জানান, গোবিন্দা আসায় তাঁরা সকলেই খুশি। কাশ্মীরা জানান, তাঁর দুই সন্তানকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন গোবিন্দা।
বিগবসের ভক্তেরা এদিন মিস করেছেন সিদ্ধার্থ শুক্লাকে। আরতি ও সিদ্ধার্থ ছিলেন একে অপরের পুরনো বন্ধু। সেই পুরনো স্মৃতি ভুলতে পারেননি কেউই।
বিগবসের ভক্তেরা এদিন মিস করেছেন সিদ্ধার্থ শুক্লাকে। আরতি ও সিদ্ধার্থ ছিলেন একে অপরের পুরনো বন্ধু। সেই পুরনো স্মৃতি ভুলতে পারেননি কেউই।
দেখা যায়নি শেহনাজ গিলকেও। আদৌ তিনি আমন্ত্রিত ছিলেন কিনা সে বিষয়েও মুখে কুলুপ এঁটেছেন সকলে।
দেখা যায়নি শেহনাজ গিলকেও। আদৌ তিনি আমন্ত্রিত ছিলেন কিনা সে বিষয়েও মুখে কুলুপ এঁটেছেন সকলে।

Govinda-Arti Singh: সাত বছরের অভিমান ভুলে ভাগ্নির বিয়েতে হাজির হলেন গোবিন্দা… বলিউডে চমকের পর চমক

বিয়ের পিঁড়িতে বসলেন বিগ-বস তারকা আরতি সিং। বিখ্যাত কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের বোন এবং গোবিন্দার ভাগ্নি আরতি। ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।
বিয়ের পিঁড়িতে বসলেন বিগ-বস তারকা আরতি সিং। বিখ্যাত কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের বোন এবং গোবিন্দার ভাগ্নি আরতি। ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি।
গত তিনদিন ধরে শুরু হয়েছে অরতির বিয়ের অনুষ্ঠান। মঙ্গলবার ছিল সঙ্গীত। উপস্থিত ছিলেন ছোটপর্দার বহু তারকা। ছিলেন অঙ্কিতা লোখান্ডে, ভিকি জৈন, ভারতী সিং, হর্ষ, করণ সিং গ্রোভার। আরতি সঙ্গীতের রাতের জন্য একটি লেহেঙ্গা-চোলি পরেছিলেন। দীপকের পরনে ছিল নীল এবং রূপালী এমব্রয়ডারি করা কুর্তা এবং ধুতি-স্টাইলের প্যান্ট৷
গত তিনদিন ধরে শুরু হয়েছে অরতির বিয়ের অনুষ্ঠান। মঙ্গলবার ছিল সঙ্গীত। উপস্থিত ছিলেন ছোটপর্দার বহু তারকা। ছিলেন অঙ্কিতা লোখান্ডে, ভিকি জৈন, ভারতী সিং, হর্ষ, করণ সিং গ্রোভার। আরতি সঙ্গীতের রাতের জন্য একটি লেহেঙ্গা-চোলি পরেছিলেন। দীপকের পরনে ছিল নীল এবং রূপালী এমব্রয়ডারি করা কুর্তা এবং ধুতি-স্টাইলের প্যান্ট৷
ভাগ্নির বিয়েই মিটিয়ে দিল দীর্ঘ সাত বছরের মান-অভিমান। কৃষ্ণা অভিষেক ও গোবিন্দার তিক্ততার কথা কারও অজানা নয়। কৃষ্ণার সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেননি গোবিন্দা-সুনীতা। কৃষ্ণার কথা উঠলে মেজাজ হারিয়েছেন গোবিন্দের স্ত্রী সুনীতা। তবে আরতির বিয়েতে সব ভুলে এলেন গোবিন্দা।
ভাগ্নির বিয়েই মিটিয়ে দিল দীর্ঘ সাত বছরের মান-অভিমান। কৃষ্ণা অভিষেক ও গোবিন্দার তিক্ততার কথা কারও অজানা নয়। কৃষ্ণার সঙ্গে আর কোনও সম্পর্ক রাখেননি গোবিন্দা-সুনীতা। কৃষ্ণার কথা উঠলে মেজাজ হারিয়েছেন গোবিন্দের স্ত্রী সুনীতা। তবে আরতির বিয়েতে সব ভুলে এলেন গোবিন্দা।
শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করলেন কাশ্মীরা। জানান, গোবিন্দা আসায় তাঁরা সকলেই খুশি। কাশ্মীরা জানান, তাঁর দুই সন্তানকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন গোবিন্দা।
শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করলেন কাশ্মীরা। জানান, গোবিন্দা আসায় তাঁরা সকলেই খুশি। কাশ্মীরা জানান, তাঁর দুই সন্তানকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন গোবিন্দা।
এই বিয়ে ছিল বিগ-বসের ১৩-র রিইউনিয়নও। পারস ছাবরা, মাহিরা শর্মা, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, অঙ্কিত গুপ্তা, শেফালি জারিওয়ালা, রেশমি দেশাই, দেবলীনা, বিশাল সকলেই এসেছিলেন এদিন। তবে কালো শিফন শাড়িতে সকলের নজর কেড়েছেন শেফালি।
এই বিয়ে ছিল বিগ-বসের ১৩-র রিইউনিয়নও। পারস ছাবরা, মাহিরা শর্মা, প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, অঙ্কিত গুপ্তা, শেফালি জারিওয়ালা, রেশমি দেশাই, দেবলীনা, বিশাল সকলেই এসেছিলেন এদিন। তবে কালো শিফন শাড়িতে সকলের নজর কেড়েছেন শেফালি।
বিগবসের ভক্তেরা এদিন মিস করেছেন সিদ্ধার্থ শুক্লাকে। আরতি ও সিদ্ধার্থ ছিলেন একে অপরের পুরনো বন্ধু। সেই পুরনো স্মৃতি ভুলতে পারেননি কেউই।
বিগবসের ভক্তেরা এদিন মিস করেছেন সিদ্ধার্থ শুক্লাকে। আরতি ও সিদ্ধার্থ ছিলেন একে অপরের পুরনো বন্ধু। সেই পুরনো স্মৃতি ভুলতে পারেননি কেউই।
দেখা যায়নি শেহনাজ গিলকেও। আদৌ তিনি আমন্ত্রিত ছিলেন কিনা সে বিষয়েও মুখে কুলুপ এঁটেছেন সকলে।
দেখা যায়নি শেহনাজ গিলকেও। আদৌ তিনি আমন্ত্রিত ছিলেন কিনা সে বিষয়েও মুখে কুলুপ এঁটেছেন সকলে।

Bollywood News: ডিম্বাণু সংরক্ষণের কথা ভেবে দেখছেন ম্রুণাল! প্রেমে নিয়ে কী ভাবছেন অভিনেত্রী

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় সাধারণত মানুষ সব কিছুই নিখুঁত বা স্বপ্নের মতো করে দেখাতে চান। কিন্তু বাস্তবটা তার থেকে আলাদাই হয়। ঠিক সেরকম ভাবেই তারকাদের জীবনও সব ক্ষেত্রে স্বপ্নের মতো হয় না! তাঁদের জীবনেও লুকিয়ে থাকে কঠোর বাস্তব। সম্প্রতি এমনই এক বাস্তবের উপর আলোকপাত করেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আসলে তিনি একটি ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখান থেকেই শুরু হয়েছিল একটা ক্যান্ডিড বার্তালাপ।

এই সময় কথা বলতে গিয়ে নিজের সেই দিনগুলির কথা মনে করতে শুরু করেন অভিনেত্রী। একটা সময় ছিল, যখন বিছানা ছেড়ে বেরনোই যেন পাহাড়-প্রমাণ কাজ ছিল তাঁর জন্য! এর পাশাপাশি বডি শেমিংয়ের বিষয়টাও সাহসিকতার সঙ্গে তুলে ধরেন। শুধু তা-ই নয়, সৌন্দর্যের মানদণ্ডের বিষয়টাকেও চ্যালেঞ্জ করার প্রতিজ্ঞা করেন অভিনেত্রী।
এমনকী কীভাবে বেশিরভাগ মানুষ অনলাইনে নিখুঁত এবং স্বপ্নের মতো জীবনযাপন করার ভান করেন, সেই বিষয়টাও হিউম্যানস অফ বম্বে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল তুলে ধরেছেন।

ম্রুণালের কথায়, “এমন একটা সময় ছিল, যখন আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করত না। কিছুতেই বিছানা ছাড়তে চাইতাম না। কিন্তু সেটা একপ্রকার জোর করেই আমি করতাম। অন্যদের জন্য নয়, বরং নিজের জন্য! এক দিন, দু’দিন, তিন দিন, এমনকী সপ্তাহ কিংবা মাস জুড়ে আমি ভাল থাকতাম না। অথচ সেটা আমার পরিবার ছাড়া কেউই পরোয়া করত না। তাই আমার মনে হয়, আমাদের নিজেদের সব সময় এটা মনে করানো উচিত যে, খারাপ সময় এলে ভাল সময়ও আসবে। আর ঠিক এভাবেই এমন কিছু দিন আসে, যে দিনগুলিতে ভাল লাগে না। আর এটা কিন্তু পুরোপুরি ভাবেই স্বাভাবিক।”

আরও পড়ুন: সম্পর্কে ইতি! প্রেম ভাঙল কমল-কন্যার! শ্রুতির বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল বলিপাড়া

আরও পড়ুন: গরমে নাজেহাল মানুষকে বাঁচাতে যা করলেন অরিজিৎ সিং! শুনলে গর্বে বুক ভরে যাবে

এখানেই শেষ নয়, ম্রুণাল বডি পজিটিভিটির বিষয়েও মুখ খুলেছেন। তিনি জানান যে, তাঁর পিয়ার-শেপড বডি নিয়ে তাঁকে নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে। মৃণালের কথায়, “নিজের কার্ভস প্রদর্শন করে আমি সেই সৌন্দর্যের মানদণ্ড পরিবর্তন করতে চলেছি। আগে আমি বডি-হাগিং পোশাক পরতে ভয় পেতাম। কিন্তু এখন মনে হয় বডি-হাগিং? নিয়ে আসুন তো! আর ক্রপ টপস? সেটাও নিয়ে আসুন দেখি! সৌন্দর্যের মানদণ্ড নির্ধারণ করার জন্য কেন আমাদের কার্দাশিয়ানদের প্রয়োজন হবে বলুন তো? রাস্তায় চলাফেরা করা প্রতিটি ভারতীয় মহিলারই কার্ভস রয়েছে। আর তাঁরা সত্যিই সুন্দর!”

এরপর ম্রুণালের কথাবার্তায় উঠে আসে সম্পর্কের প্রসঙ্গও। সেই সময় তিনি তুলে ধরেন মোনা সিংয়ের ডিম্বাণু সংরক্ষণ করার সিদ্ধান্তের বিষয়ে। ম্রুণালের কথায়, “সম্পর্কের বিষয়ে আমি জানি যে, সেটা কঠিন। কিন্তু সেই কারণে সঠিক সঙ্গীর প্রয়োজন। আসলে তাঁকে আমার পেশার প্রকৃতি সম্পর্কে জানতে হবে। আর ডিম্বাণু সংরক্ষণের বিষয়টা আমিও বিবেচনা করে দেখছি।”

Arijit Singh: গরমে নাজেহাল মানুষকে বাঁচাতে যা করলেন অরিজিৎ সিং! শুনলে গর্বে বুক ভরে যাবে

বৈশাখ মাসে তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। জিয়াগঞ্জ শহরের বুকে গায়ক অরিজিৎ সিং তার পরিবারের পক্ষ থেকে হেঁশেল পরিচালনা করা হয়। আর সেই হেঁশেলের বাইরে ঠান্ডা জল দেওয়ার ব্যবস্থা করা হল পথ চলতি সাধারণ মানুষের জন্য। আর ঠান্ডা পানীয় পেয়ে খুশি সকলেই।
বৈশাখ মাসে তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। জিয়াগঞ্জ শহরের বুকে গায়ক অরিজিৎ সিং তার পরিবারের পক্ষ থেকে হেঁশেল পরিচালনা করা হয়। আর সেই হেঁশেলের বাইরে ঠান্ডা জল দেওয়ার ব্যবস্থা করা হল পথ চলতি সাধারণ মানুষের জন্য। আর ঠান্ডা পানীয় পেয়ে খুশি সকলেই।
দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছেন গায়ক অরিজিৎ সিং। মুর্শিদাবাদ জেলার ভুমিপুত্র গায়ক অরিজিৎ সিং। যাকে এক নামে সবাই চেনে। কিন্তু জানেন কী, গান বাদে আরও সামাজিক কর্মকান্ডে জড়িত তিনি। বৃহস্পতিবার তাঁর জন্মদিন সম্পন্ন হয়েছে। (কৌশিক অধিকারী)
দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছেন গায়ক অরিজিৎ সিং। মুর্শিদাবাদ জেলার ভুমিপুত্র গায়ক অরিজিৎ সিং। যাকে এক নামে সবাই চেনে। কিন্তু জানেন কী, গান বাদে আরও সামাজিক কর্মকান্ডে জড়িত তিনি। বৃহস্পতিবার তাঁর জন্মদিন সম্পন্ন হয়েছে। (কৌশিক অধিকারী)
সঙ্গীত জগতে তাঁর খ্যাতির পাশাপাশি এ বার তাঁর পারিবারিক রেস্তোরাঁ হেঁশেলের সুনাম বাড়ছে গোটা রাজ্য জুড়ে। জেলা, রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে জিয়াগঞ্জের হেঁশেলের সুখ্যাতি। পথ চলতি সাধারণ মানুষের যখন গলা শুকিয়ে কাঠ, এক গ্লাস জলের জন্য প্রাণ অষ্ঠাগত, তখন অরিজিৎ সিং তার পরিবারের পরিচালনা করা হেঁশেল গ্লুকোজ দেওয়া ঠান্ডা জল তুলে দিচ্ছেন সকলকেই।
সঙ্গীত জগতে তাঁর খ্যাতির পাশাপাশি এ বার তাঁর পারিবারিক রেস্তোরাঁ হেঁশেলের সুনাম বাড়ছে গোটা রাজ্য জুড়ে। জেলা, রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে জিয়াগঞ্জের হেঁশেলের সুখ্যাতি। পথ চলতি সাধারণ মানুষের যখন গলা শুকিয়ে কাঠ, এক গ্লাস জলের জন্য প্রাণ অষ্ঠাগত, তখন অরিজিৎ সিং তার পরিবারের পরিচালনা করা হেঁশেল গ্লুকোজ দেওয়া ঠান্ডা জল তুলে দিচ্ছেন সকলকেই।
একদা নবাবের জেলা মুর্শিদাবাদ। আর সেই ইতিহাসের খনি হিসাবে দেশ বিদেশে নাম রয়েছে নবাব নগরী তথা বাংলা, বিহার, ওড়িশার এক সময়ের রাজধানী মুর্শিদাবাদেরও। আজকে নবাব নেই রাজত্ব নেই, কিন্তু নাম ও সুনাম অর্জন করেছেন জিয়াগঞ্জের ভুমিপুত্র গায়ক অরিজিৎ সিং।
একদা নবাবের জেলা মুর্শিদাবাদ। আর সেই ইতিহাসের খনি হিসাবে দেশ বিদেশে নাম রয়েছে নবাব নগরী তথা বাংলা, বিহার, ওড়িশার এক সময়ের রাজধানী মুর্শিদাবাদেরও। আজকে নবাব নেই রাজত্ব নেই, কিন্তু নাম ও সুনাম অর্জন করেছেন জিয়াগঞ্জের ভুমিপুত্র গায়ক অরিজিৎ সিং।
অরিজিৎ-এর পারিবারিক রেস্টুরেন্ট 'হেঁশেল'-এ। সকাল এগারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দেশ বিদেশের অতিথিদের সামলান অরিজিৎ সিংয়ের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং এবং হোটেলের ম্যানেজার রাজু। যদিও শহরে থাকলে মাঝে মাঝে পা রাখেন রেস্তারাঁতে অরিজিৎ নিজেও।
অরিজিৎ-এর পারিবারিক রেস্টুরেন্ট ‘হেঁশেল’-এ। সকাল এগারোটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দেশ বিদেশের অতিথিদের সামলান অরিজিৎ সিংয়ের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং এবং হোটেলের ম্যানেজার রাজু। যদিও শহরে থাকলে মাঝে মাঝে পা রাখেন রেস্তারাঁতে অরিজিৎ নিজেও।
তাই হেঁশেল-এ আগত অনেক অতিথিই যান গায়ককে দেখার আশায়। তবে পথ চলতি সাধারণ মানুষের কথা মাথায় রেখে গ্লুকোজ ও ঠান্ডা জলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাকে সাধুবাদ জানাচ্ছেন শহরবাসী।
তাই হেঁশেল-এ আগত অনেক অতিথিই যান গায়ককে দেখার আশায়। তবে পথ চলতি সাধারণ মানুষের কথা মাথায় রেখে গ্লুকোজ ও ঠান্ডা জলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাকে সাধুবাদ জানাচ্ছেন শহরবাসী।

Bollywood News: সম্পর্কে ইতি! প্রেম ভাঙল কমল-কন্যার! শ্রুতির বিচ্ছেদের গুঞ্জনে উত্তাল বলিপাড়া

গুঞ্জনই সত্যি হল শেষমেশ! দীর্ঘ দিনের সম্পর্ক ভাঙল কমল হাসানের কন্যা শ্রুতি হাসানের। শিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে।
গুঞ্জনই সত্যি হল শেষমেশ! দীর্ঘ দিনের সম্পর্ক ভাঙল কমল হাসানের কন্যা শ্রুতি হাসানের। শিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে।
অতীতেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন শ্রুতি এবং শান্তনু। আর তখন থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন রটেছিল বলিপাড়ায়।
অতীতেই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন শ্রুতি এবং শান্তনু। আর তখন থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন রটেছিল বলিপাড়ায়।
তাঁদের ঘনিষ্ঠ বৃত্তের একজন সংবাদমাধ্যমকে জানান, দু'জনের মতে মিল হচ্ছিল না। তাই শান্তিপূর্ণ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
তাঁদের ঘনিষ্ঠ বৃত্তের একজন সংবাদমাধ্যমকে জানান, দু’জনের মতে মিল হচ্ছিল না। তাই শান্তিপূর্ণ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
বলিউড সূত্রে খবর, প্রায় এক মাস ধরে আলাদা থাকছেন শ্রুতি এবং শান্তনু। ইনস্টাগ্রাম থেকেও শান্তনুর সঙ্গে যাবতীয় ছবি সরিয়ে দিয়েছেন শ্রুতি।
বলিউড সূত্রে খবর, প্রায় এক মাস ধরে আলাদা থাকছেন শ্রুতি এবং শান্তনু। ইনস্টাগ্রাম থেকেও শান্তনুর সঙ্গে যাবতীয় ছবি সরিয়ে দিয়েছেন শ্রুতি।
সোশ্যাল মিডিয়া থেকে কয়েক দিনের বিরতি নিয়েছিলেন শ্রুতি। তার পর যদিও ফের সক্রিয় হন তিনি। আপাতত একগুচ্ছ কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়া থেকে কয়েক দিনের বিরতি নিয়েছিলেন শ্রুতি। তার পর যদিও ফের সক্রিয় হন তিনি। আপাতত একগুচ্ছ কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

Arijit Sing: জন্মদিনে কোথায় অরিজিৎ সিং! জানলে অবাক হবেন!

মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। আজকের দিনে ১৯৮৭ সালে জন্ম গ্রহণ করেছিলেন বলিউড গায়ক। তবে জন্মদিন তিনি ঘটা করে পালন করেন না। বরাবরই প্রচারের অন্তরালে থাকতে ভালোবাসেন অরিজিৎ। তাই ফ্যানেদের মন খারাপ হলেও দাদার জন্মদিন তাঁরা এভাবেই মেনে নিয়েছেন। করেন না কোনও আয়োজন। এদিন সকালে তাঁর বাড়ির সামনে ছিল না কোনও ভিড়। কাটা হয়নি কেক।

Tollywood: ভাল ছবির কদর করে দর্শক, ৭৫ দিন পেরিয়ে বুঝিয়ে দিল ‘সেদিন কুয়াশা ছিল’ ছবি

ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে সেদিন কুয়াশা ছিল ছবিটি৷ প্রক্ষাগৃহে কাটিয়ে দিল ৭৫দিন৷ ভাল ছবির যে কদর এখন রয়েছে, বুঝিয়ে দিল অর্ণব মিদ্যার এই ছবি৷ বড় স্টার কাস্ট, ৩টি গল্প অবলম্বনে এই ছবি৷ জিতু কমল, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, অর্ণ মুখোপাধ্যায় অভিনীত বাংলা ছবি 'সেদিন কুয়াশা ছিল'৷
ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে সেদিন কুয়াশা ছিল ছবিটি৷ প্রক্ষাগৃহে কাটিয়ে দিল ৭৫দিন৷ ভাল ছবির যে কদর এখন রয়েছে, বুঝিয়ে দিল অর্ণব মিদ্যার এই ছবি৷ বড় স্টার কাস্ট, ৩টি গল্প অবলম্বনে এই ছবি৷ জিতু কমল, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, অর্ণ মুখোপাধ্যায় অভিনীত বাংলা ছবি ‘সেদিন কুয়াশা ছিল’৷
কখনও বন্ধুত্বের গল্প, তো কখনও পরিবারের সঙ্গে বিচ্ছেদের গল্প তুলে ধরেছেন পরিচালক৷ জীবনে নানা পরিস্থিতির শিকার হয়ে চলে আমাদের লড়াই৷ পরিস্থিতি কীভাবে বদলে দেয় আমাদের আশপাশের গল্প, এবং সম্পর্কের সমীকরণ, সেটাই খুব সহজে তুলে ধরা হয়েছে ছবিতে৷
কখনও বন্ধুত্বের গল্প, তো কখনও পরিবারের সঙ্গে বিচ্ছেদের গল্প তুলে ধরেছেন পরিচালক৷ জীবনে নানা পরিস্থিতির শিকার হয়ে চলে আমাদের লড়াই৷ পরিস্থিতি কীভাবে বদলে দেয় আমাদের আশপাশের গল্প, এবং সম্পর্কের সমীকরণ, সেটাই খুব সহজে তুলে ধরা হয়েছে ছবিতে৷
তবে হলে মুক্তি পাওয়ার পর সেভাবে ভিড় নজরে পড়েনি৷ প্রথমদিকে খুব বেশি সাড়াও ফেলতে পারেনি অর্ণবের এই ছবি৷ যদিও ছবিতে সকলের অভিনয় ছিল নজরকাড়া৷ তাবড় তারড় অভিনেতাদের নিয়ে খুবই যত্নে ছবি বানিয়েছেন অর্ণব৷
তবে হলে মুক্তি পাওয়ার পর সেভাবে ভিড় নজরে পড়েনি৷ প্রথমদিকে খুব বেশি সাড়াও ফেলতে পারেনি অর্ণবের এই ছবি৷ যদিও ছবিতে সকলের অভিনয় ছিল নজরকাড়া৷ তাবড় তারড় অভিনেতাদের নিয়ে খুবই যত্নে ছবি বানিয়েছেন অর্ণব৷
ছবিতে ৩টি গল্প তুলে ধরেছেন পরিচালক৷ একটি স্বামী হারা স্ত্রীর গল্প, যা স্বাধীনতা সংগ্রামের প্রক্ষাপটে তৈরি হয়েছে৷ অন্যটি ৩ বন্ধুর গল্প, ছোটবেলার বন্ধুত্বে অনেকটা দূরত্ব এলেও কীভাবে আবার এক হন তাঁরা, এবং অন্যটা কাজের সূত্র ঘরের বাইরে থাকা ছেলে ও বাবা-মায়ের আজীবন অপেক্ষার গল্প৷
ছবিতে ৩টি গল্প তুলে ধরেছেন পরিচালক৷ একটি স্বামী হারা স্ত্রীর গল্প, যা স্বাধীনতা সংগ্রামের প্রক্ষাপটে তৈরি হয়েছে৷ অন্যটি ৩ বন্ধুর গল্প, ছোটবেলার বন্ধুত্বে অনেকটা দূরত্ব এলেও কীভাবে আবার এক হন তাঁরা, এবং অন্যটা কাজের সূত্র ঘরের বাইরে থাকা ছেলে ও বাবা-মায়ের আজীবন অপেক্ষার গল্প৷
৩টি গল্প বাস্তবের কথা তুলে ধরেছে৷ ফলে সাধারণ মানুষ মিল পেয়েছে এই ছবির সঙ্গে৷ সমাজের সঙ্গে প্রাসঙ্গিকতার ফলে অনেকে মিল পেয়েছেন তাঁদের জীবনের সঙ্গে৷ ফলে ধীরে ধীরে ওয়ার্ড ওফ মাউথে অনেকটা জনপ্রিয় হয় সেদিন কুয়াশা ছিল৷
৩টি গল্প বাস্তবের কথা তুলে ধরেছে৷ ফলে সাধারণ মানুষ মিল পেয়েছে এই ছবির সঙ্গে৷ সমাজের সঙ্গে প্রাসঙ্গিকতার ফলে অনেকে মিল পেয়েছেন তাঁদের জীবনের সঙ্গে৷ ফলে ধীরে ধীরে ওয়ার্ড ওফ মাউথে অনেকটা জনপ্রিয় হয় সেদিন কুয়াশা ছিল৷
আপাতত ৭৫ দিন পেরিয়ে এই ছবি বাঙালি দর্শকদের মন জয় করেছে৷ ফলে একটা বিষয় স্পষ্ট, ছবির গুণগত মান যদি ভাল হয়, গল্পের বুনোট থাকে, তাহলে সেই ছবি ঠিকই নিজের জায়গা তৈরি করে নেয়৷
আপাতত ৭৫ দিন পেরিয়ে এই ছবি বাঙালি দর্শকদের মন জয় করেছে৷ ফলে একটা বিষয় স্পষ্ট, ছবির গুণগত মান যদি ভাল হয়, গল্পের বুনোট থাকে, তাহলে সেই ছবি ঠিকই নিজের জায়গা তৈরি করে নেয়৷

Bollywood Gossip: এক সময় ঠাঁই হয়েছিল রাজ কাপুরের পরিচারকদের কোয়ার্টারে, আজ বলিউডে সুপ্রতিষ্ঠিত, জীবন সংগ্রামের কাহিনি শুনলে চমকে উঠবেন

 মুম্বই: বলিউডের স্বনামধন্য প্রযোজক তিনি। সন্তানরাও যে যাঁর ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সম্প্রতি তাঁর প্রযোজনাতেই মুক্তি পেয়েছে অজয় দেবগন ও প্রিয়া মণি অভিনীত ‘ময়দান’। সেই সাফল্যই এখন উপভোগ করছেন তিনি। এতক্ষণে অনেকেই বুঝে গিয়েছেন যে, কথা হচ্ছে প্রযোজক বনি কাপুরের প্রসঙ্গে! সম্প্রতি তিনি তুলে ধরেছেন নিজের পরিবারের এক সময়ের জীবন সংগ্রামের কাহিনি।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বনি কাপুর বলেন, তাঁর বাবা সুরিন্দর কাপুরকে এক সময় কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। এমনকী ওই সময় তাঁকে পরপর প্রায় ১০টি চাকরি খোয়াতে হয়েছিল। কারণ তিনি শ্রমিকদের অধিকার রক্ষার দাবিকে সমর্থন করেছিলেন। আর একের পর এক চাকরি খুইয়ে সপরিবার মুম্বইয়ে আসতে বাধ্য হন সুরিন্দর কাপুর।

বনির কথায়, “আমার বাবাকে বম্বে (তৎকালীন)-তে এনেছিলেন পৃথ্বীরাজ কাপুর। আসলে আমার ঠাকুর্দাই আমার বাবাকে পৃথ্বীরাজজির হাতে তুলে দিয়েছিলেন। কারণ আমার বাবাকে অন্তত ১০-১২টি চাকরি ছাড়তে হয়েছিল। আসলে ছাড়েননি, বরং তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ আমার বাবা শ্রমিকদের পাশে ছিলেন। তাঁদের অধিকারের জন্য লড়াই করছিলেন।”

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এরপর নিজের কথা বলতে গিয়ে জনপ্রিয় প্রযোজক বলেন, “যখন আমার ঠাকুরমা মারা যান, তখন অনিল এবং আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। অনিল ঠিক করে ও অভিনয় করবে আর আমি প্রোডাকশন সামলাব। বাড়ির দিকটাও তো কাউকে সামলাতে হত। আসলে আমার বাবার হার্টের সমস্যা ছিল, তাই তাঁকে চাপ দিতেই চাইনি।”

এখানেই শেষ নয়, বনি আরও বলেন যে, তাঁর বাবা বিয়ের পর রাজ কাপুরদের আউটহাউজে থাকতেন। প্রসঙ্গত এই আউটহাউজগুলিতে আদতে বাড়ির চাকর অথবা গাড়ির চালকদের মতো কর্মচারীরা বসবাস করেন।এরপর নিজের কেরিয়ারের প্রথম দিকের দিনগুলির কথা মনে করে বনি জানান, তাঁর বাবার প্রযোজিত ছবির এক পরিচালক মারা যান। সেই সময় থেকে তাঁদের কঠিন সময় শুরু হয়ে যায়। আর্থিক বাধাবিপত্তি তো ছিলই, এর পাশাপাশি তাঁদের মাথায় ঋণের বোঝাও চাপে।

যদিও এই সমস্ত প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ পার করে বনি কাপুর আজ সফল কেরিয়ারের স্বাদ আস্বাদন করছেন। বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ প্রতিষ্ঠিত সফল প্রযোজক তিনি। তাঁর সাম্প্রতিক কাজ ‘ময়দান’ বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী এই ছবি ৩১.৮৬ কোটি টাকা আয় করেছে।