স্কুলে এসি

AC Classroom: পড়ুয়াদের গরম থেকে বাঁচাতে মুর্শিদাবাদের স্কুলে বিরাট কাণ্ড! বেতনের টাকায় শিক্ষকরা যা করল শুনলে চমকে যাবেন…

মুর্শিদাবাদ: তীব্র দাবদাহে নাজেহাল সকলেই। বর্ষা চলে এলেও পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে না। তার থেকেও বড় কথা বাতাসে আদ্রতা যেন কিছুতেই কমতে চাইছে না। এদিকে গরমের ছুটির পর খুলেছে স্কুল। কিন্তু গরমের জন্য স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার অনেকটাই কম। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ পদক্ষেপ করল মুর্শিদাবাদের একটি স্কুল।

মুর্শিদাবাদ জেলার কান্দি রসোড়া অম্বিকা উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে স্কুলের সবকটি শ্রেণিকক্ষে বসাল এসি! শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া আর্থিক অনুদানে এসি-গুলো বসানো হয়েছে। বর্তমানে শ্রেণিকক্ষগুলোতে এসি ইনস্টলেশনের কাজ চলছে। আটটি শ্রেণিকক্ষে ইতিমধ্যেই এসি বসানো হয়ে গিয়েছে। স্কুলের এই সিদ্ধান্তে ব্যাপক খুশি পড়ুয়ারা। ৩ লক্ষ ৭৫ হাজার টাকা চাঁদা তুলে এই এসি বসানো হয়েছে বলে জানানো হয়েছে স্কুলের পক্ষ থেকে।

আর‌ও পড়ুন: বর্ষাকাল এলেই ব্যস্ততম রাস্তা যেন মরণ ফাঁদ!

মুর্শিদাবাদ জেলার কান্দি রসোড়া অম্বিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠন পাঠন হয়। গত কয়েক বছর ধরে স্কুলের মানোন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯০০-এর অধিক। কিন্তু এবারের গ্রীষ্মের ছুটির পরও পড়ুয়ারা কমা আসায় চিন্তিত হয়ে পড়েছিল স্কুল কর্তৃপক্ষ। স্কুলের পরিচালন সমিতি এবং শিক্ষকরা আলোচনা করে কথা বলেন কান্দি পুরসভা ও কান্দির বিধায়কের সঙ্গে। তাঁরা সম্মতি দেওয়ায় শিক্ষকরা বেতনের টাকা থেকে এবং স্কুলের শিক্ষকদের একটি কো-অপারেটিভ ফান্ড থেকে টাকা জোগাড় করে মোট ৩ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয় করে আটটি এসি লাগানোর ব্যবস্থা করেছেন বিভিন্ন শ্রেণিকক্ষে রুমে।

কৌশিক অধিকারী