জলাশয়

Artificial Reservoir: তীব্র গরমে বন্যপ্রাণীদের প্রাণ ওষ্ঠাগত, জঙ্গলে বাড়ল কৃত্রিম জলাশয়

আলিপুরদুয়ার: আবার গরমের দাপট শুরু হয়েছে বাংলায়। দক্ষিণবঙ্গ জুড়ে ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষের প্রাণ। ছাড় নেই উত্তরের মানুষদের‌ও। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। এতে শুধু মানুষ নয়, সমস্যায় পড়েছে বন্য প্রাণীরাও। গরমে বিভিন্ন জলাশয় শুকিয়ে যাওয়ায় বন্যপ্রাণীদের পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। তাদের কথা মাথায় রেখে কৃত্রিম জলাশয়ের সংখ্যা বাড়ানো হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে।

বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের কোর এরিয়াগুলিতে ৯ টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। বৈচিত্রময় বক্সা জঙ্গলে রয়েছে হাতি, বাইসন, হরিণ সহ নানান বন্য প্রাণী। রয়েল বেঙ্গল টাইগার থাকার অনুকুল পরিবেশ তৈরি করা হচ্ছে বক্সার জঙ্গলে। তার আগে বন্য প্রাণীদের তৃষ্ণা মেটাতে উদ্যোগী হয়েছে বন দফতর।জঙ্গলের ভেতরে তৈরি হয়েছে কৃত্রিম জলাশয়। জানা গিয়েছে প্রতিদিন ট্যাঙ্কার নিয়ে গিয়ে সেটা জলে পরিপূর্ণ করে তোলা হচ্ছে। শুধু জল নয়, তার সঙ্গে মেশানো হচ্ছে লবণ।

আর‌ও পড়ুন: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! দাঁড়িয়েছিল নাবালিকা, হঠাৎ সব শেষ

বন্যপ্রাণীদের কথা মাথায় রেখে কৃত্রিম জলাশয় তৈরি প্রসঙ্গে রাজাভাতখাওয়ার রেঞ্জ অফিসার অমলেন্দু মাঝি জানান, গরমে হাঁসফাঁস পরিস্থিতি মানুষের। পশুদের‌ও একই অবস্থা, কিন্তু ওরা বলতে পারে না। তাই তাদের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই গরমে যাতে বন্যপ্রাণীদের সমস্যা না হয় তার জন্য মেডিকেল টিমও তৈরি করেছে বন দফতর।

অনন্যা দে