Category Archives: ২৪ পরগনা

Hilsha Festival in school: স্কুলেই হল ইলিশ উ‍ৎসব! মিড-ডে মিলের মেনুতে আর কী কী ছিল জানেন?

ফলতা: স্কুলে আয়োজিত হল ইলিশ উৎসব। সেই ইলিশ উৎসবে কব্জি ডুবিয়ে খেল স্কুলের কচিকাঁচারা‌। ফলতায় শিক্ষকদের উদ্যোগে স্কুলে এই ইলিশ উৎসব আয়োজিত হওয়ায় খুশি খুদেরা। ঠিক কী কী ছিল মেনুতে? ছিল গরম ভাতের সঙ্গে আলু ভাত ও ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা ও ইলিশ মাছ ভাপা ও রসগোল্লা। এত কিছুর আয়োজনের পিছনে আরও একটি কারণ ছিল। সেটি হল শিক্ষার্থীদের জন্মদিন পালন।

আরও পড়ুন: ‘বিয়ে করলে শুধু কাকুকেই করব’! কাকুর গলায় মালা দিয়ে কী বললেন নিজের ভাইঝি?

এই ইলিশ উৎসব উপলক্ষ্যে বাজার থেকে আগেই কিনে আনা হয়েছিল বড় বড় ইলিশ। সেই ইলিশ আনার পর সেগুলিকে কাটা হয়। এরপর ইলিশের তেল দিয়ে ছাত্র-ছাত্রীদের ভাত মাখিয়ে দেওয়া হয়। ইলিশ খেতে গিয়ে যাতে কারোওগলায় কাঁটা বেঁধে অসুবিধা না হয় সেজন্য আনা হয়েছিল একজন চিকিৎসকে। একথা জানিয়েছেন ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর।

আরও পড়ুন: পুজোয় ঘুরতে যাওয়ার টিকিট পাচ্ছেন না? হাওড়া থেকে বিশেষ ট্রেনের ঘোষণা, জানুন বিস্তারিত

সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের মনোরঞ্জনের জন্য একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেপ্টেম্বর মাসে যাদের জন্মদিন ছিল তাদের জন্মদিন স্মরণীয় করে রাখতে স্কুলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের উদ্যোগে এই ধরণের অনুষ্ঠান হওয়ায় খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই‌।

Train accident in West Bengal: ফের রাজ্যে ট্রেন দুর্ঘটনা! বজবজে বিচ্ছিন্ন হয়ে গেল চলন্ত মালগাড়ির কামরা, ব্যাহত ট্রেন চলাচল

ফের ট্রেন দুর্ঘটনা রাজ্যে। বজবজ-শিয়ালদা লাইনে বেলাইন হল মালগাড়ি, তবে একটুর জন্য বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল।
ফের ট্রেন দুর্ঘটনা রাজ্যে। বজবজ-শিয়ালদা লাইনে বেলাইন হল মালগাড়ি, তবে একটুর জন্য বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল।
সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী। ফের আরও একটি বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল বজবজ-শিয়ালদহ লাইনে চলন্ত মালগাড়ি।
সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী। ফের আরও একটি বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল বজবজ-শিয়ালদহ লাইনে চলন্ত মালগাড়ি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ থেকে শিয়ালদহ যাওয়ার পথে নুঙ্গি স্টেশনের কাছে চলন্ত মালগাড়ির বগি খুলে আলাদা হয়ে যায়। এই ভাবে ট্রেনের বগি খুলে আলাদা হয়ে যাওয়ায় ফলে চাঞ্চল্য ছড়ায় এলাকায় বজবজ শিয়ালদহ শাখায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ থেকে শিয়ালদহ যাওয়ার পথে নুঙ্গি স্টেশনের কাছে চলন্ত মালগাড়ির বগি খুলে আলাদা হয়ে যায়। এই ভাবে ট্রেনের বগি খুলে আলাদা হয়ে যাওয়ায় ফলে চাঞ্চল্য ছড়ায় এলাকায় বজবজ শিয়ালদহ শাখায়।
এই ঘটনায় বজ বজ শিয়ালদা শাখায় রেল চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। যদিও পরে রেল পুলিশ ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দুটো মালগাড়ির বগি মেরামতি করে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক করে দেয়।
এই ঘটনায় বজবজ শিয়ালদহ শাখায় রেল চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। যদিও পরে রেল পুলিশ ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দুটো মালগাড়ির বগি মেরামতি করে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক করে দেয়।
যদিও এই ঘটনায় কোনও আহতের খবর নেই, তবে একের পর এক রেল দুর্ঘটনার পর এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
যদিও এই ঘটনায় কোনও আহতের খবর নেই, তবে একের পর এক রেল দুর্ঘটনার পর এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Lok Sabha Elections 2024: সপ্তম দফার ভোট নিয়ে সতর্ক কমিশন, অশান্তি ঠেকাতে বাড়ছে কুইক রেসপন্স টিমের সংখ্যা

কলকাতা:  ষষ্ঠ দফার ভোটে কুইক রেসপন্স টিমের দেখা মেলেনি এমনই অভিযোগ বিরোধীদের। সপ্তম দফায় এক ধাপে বেড়ে গেলো কুইক রেসপন্স টিমের সংখ্যা। ১ জুনের ভোটে থাকবে ১৯০০টি কুইক রেসপন্স টিম (কিউআরটি )।

সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। কলকাতায় থাকবে মোট ৬০০টি কিউআরটি। সপ্তম দফার ভোটে মোট মোতায়েন করা হবে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ১৯০০টি কিউআরটি থাকবে সপ্তম দফায়। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কলকাতায় মোতায়েন করা হবে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারাসাতে থাকবে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বারাকপুরে মোতায়েন করা হবে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বারুইপুরে থাকবে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ ছাড়াও সন্দেশখালির যে লোকসভার অন্তর্গত, সেই বসিরহাটে থাকবে ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বিধাননগর কমিশনারেটে মোতায়েন করা হবে ৫৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ডায়মন্ড হারবারে রাখা হবে ১১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সুন্দরবনের দায়িত্বে থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের জেরে শনিবার থেকেই বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, রইল তালিকা 

ষষ্ঠ দফার ভোটে ঘাটাল, গড়বেতা-সহ একাধিক জায়গায় গন্ডগোলের ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনের দাবি তারা প্রতিটি ঘটনাতেই যথাযথ ব্যবস্থা নিয়েছে। কিন্তু অশান্তি যাতে আরও এড়ানো যায় তাই সপ্তম দফায় কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

আরও পড়ুন: শনিবার রাত থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কিছু জেলায়, বৃষ্টি বাড়বে রবিবার

সপ্তম দফার ভোটগ্রহণ ১ জুন। সেই দিন ভোট হওয়ার কথা রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রে। তালিকায় রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। এF লোকসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে একাধিক স্পর্শকাতর বুথ। তাই সপ্তম দফার ভোট সুষ্ঠুভাবে করার জন্য সতর্ক নির্বাচন কমিশন।