Category Archives: প্রযুক্তি

Mars -এ দুরন্ত ল্যান্ডিং Perseverance rover-র দেখুন অসাধারণ ভিডিও, সাক্ষী হন ইতিহাসের

#ক্যালিফোর্নিয়া: প্রথমবারের জন্য শুক্রগ্রহের ভিডিও দেখা গেল৷ যা দেখে উত্তেজনায় লোমকূপের রোম খাড়া হয়ে গেল বিজ্ঞানী থেকে সব মহলের৷ রোবটের পা যখন মার্সের মাটি ছুঁয়ে ফেলল তখন উত্তেজনায় থরথর করে কাঁপছিলেন নাসার বিজ্ঞানীরা৷

মাটিতে রোবটের পা যখন ছুঁল তখন ধুলোর ঝড় তৈরি হয়৷ জেজিরো ক্রেটারে (Jezero Crater) নিজের রকেট ব্যাকআপের সঙ্গে মাটি ছুঁয়ে ফেলে  Perseverance rover৷

শুক্রগ্রহে যখন পার্সিভিয়ারেন্সকে যখন পাঠানো হয়েছিল তাতে ক্যামেরা লাগানো ছিল৷ যার মধ্যে সাতটি ক্যামেরাকে রেকর্ডিং করতে দেখা গেছে৷

লাল গ্রহের জমিতে আরও বেশি সমীক্ষা চালাতে এই ভিডিও রেকর্ডিংগুলি খুবই সাহায্য করবে৷ পাশাপাশি এই ভিডিও ছবিকে আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন ইঞ্জিনিয়াররা৷ যা শুক্রগ্রহকে আরও ভালোভাবে জানতে সাহায্য করবে৷

ক্যালিফোর্নিয়ার Jet Propulsion Laboratory -র মাইক ওয়াটকিন্স জানিয়েছেন যা পরিষ্কার ভিডিও পাওয়া গেছে তা প্রমাণ করেছে এজেন্সি কত ভালো কাজ করেছে৷

 

তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন , ‘সৌরমন্ডলের সমস্ত যাত্রায় আমরা সকলকে আমাদের সঙ্গে নেব৷ শনির বলয়, ফিরে দেখা ব্লু ডট, অসাধারণ প্যানোরামা শুক্রগ্রহে মাটিতে৷এই প্রথমবার কোনও ভিডিও তৈরি হল শুক্রগ্রহের মাটিতে৷ যখন কোনও মহাকাশ়যান তার মাটি ছুঁল৷ ’

তিনি আরও জানিয়েছেন, ‘ওই যানে ভিডিও থেকে আমরা শিক্ষাগ্রহণ করব৷ এই পারফরম্যান্স দেখার পর৷ এর থেকে আমাদের যাত্রাপথের অনেকটা পাওয়া যাবে৷’

এই ইভেন্টকে ক্যাপচার করার জন্য একাধিক ক্যামেরার ব্যবহার করা হয়েছিল৷ যা এই ধাক্কা খাওয়া সময়ের ছবিও সঠিক ভাবে তুলতে পেরেছে ৷ এতে স্পোর্টস ক্যামেরা রয়েছে এবং কোনও মডিফিকেশন করা হয়নি৷

সুপারসনিক ুপ্যারশুট থেকে মুক্তির পর এই হার্ডওয়ার ইভেন্ট যাতে ঠিক করে ধরা যায় সেভাবেই ক্যামেরা পজিশন করা হয়েছিল৷ এই মহাকাশযানের ল্যান্ডিংয়ের সাত মিনিটের  শেষ ৪ মিনিট ক্যাপচার করেছে এই ক্যামেরা৷

ডেভ গ্রুয়েল আরও জানিয়েছেন, ‘‘আমরা ৩০ গিগাবাইটের চেয়ে একটু বেশি তথ্য পাওয়া গেছে আর ২৩ হাজার ছবি এসেছে৷ যখন মহাকাশযান শুক্রগ্রহের মাটি ছুঁয়েছে৷ ’ ডেভ গ্রুয়েল এই ক্যামেরা টিমকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন৷

টেসলা ইন্ডিয়া নিয়ে ট্যুইট এলন মাস্ক-এর! মাত্র দুটি শব্দেই বলে দিলেন যা বলার

#কলকাতা: টেসলা ইন্ডিয়া নিয়ে ট্যুইট করলেন টেসলা-র সিইও এলন মাস্ক। মাত্র দুটি শব্দের ট্যুইটেই বুঝিয়ে দিলেন তাঁর মনের ভাব। বিশ্বের ধনীতম ব্যক্তি মাস্ক, টেসলা ইন্ডিয়া সংক্রান্ত একটি ব্লগ শেয়ার করে লিখেছেন, ‘যেমন কথা ছিল’। এই ব্লগে লেখা রয়েছে, টেসলা-র গাড়ি ব্যয়বহুল এ কথা ঠিক, কিন্তু ভারতে তৈরি হলে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে চলে আসবে এই গাড়ি। মঙ্গলবার ভারতের বেঙ্গালুরুতে টেসলা-র নতুন ইউনিট শুরু করার খবর আসার পর, এই প্রথম এ বিষয়ে কথা বললেন এলন মাস্ক।

সাম্প্রতিককালে, বেশ কয়েক বার সংস্থার প্রধান মাস্ক ট্যুইট করেছেন ভারতে তাঁদের পরিকল্পনা নিয়ে। গত অক্টোবর মাসে, সোশ্যাল মিডিয়াতে একজন ইউজার পোস্ট করেন একটি টি-শার্টের ছবি, যাতে লেখা “ভারত চায় টেসলা-কে”। এর উত্তরে মাস্ক লেখেন, “আগামী বছরে অবশ্যই হবে”।

টেসলা সংস্থার রয়েছে একটি ফ্যান সাইট। নাম, টেসমানিয়ান। এই সাইটের একটি ব্লগ শেয়ার করেই ট্যুইট করেছেন এলন মাস্ক। এই সাইটের ব্লগে লেখা হয়েছিল, “ভারতের পাঁচটি রাজ্যে টেসলা’র গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, কারখানা, অফিস এবং স্টোর খোলার কথাবার্তা চলছে।” ব্লগে আরও লেখা হয়েছে, “অনেকেই মনে করেন, যে দেশের অধিকাংশ মানুষই গরিব, সেখানে টেসলা-র ব্যবসা চলবে না। তাঁদের মনে রাখা প্রয়োজন, টেসলা গোটা দেশের নাগরিকদের জন্য গাড়ি তৈরি করবে না। ১৩৮ কোটির দেশ ভারতে খুব কম মানুষই আমাদের লক্ষ্য।” এই ব্লগে এ কথাও পরিষ্কার বলা হয়েছে, ভারতের বেশ কিছু মানুষ, দেশে টেসলা আসার অপেক্ষায় রয়েছেন।

ভাই হো তো অ্যায়সা! বোনকে ২ মাস টাকা জমিয়ে দাদা দিল Apple Mac Book

#নয়াদিল্লি: ভাই-বোনের ঝামেলা, মারপিট, খুনসুটি প্রত্যেকটি বাড়িতেই হয়। যার জন্য মায়ের মার, বাবার বকা কিছুই বাদ যায় না। অনেক সময়ই ভাই-বোনেরা বাড়িতে একসঙ্গে থাকলে বাবা-মায়েরা বিরক্ত হয়ে যান। কিন্তু এই ভাই-বোনের সম্পর্ক সকলের থেকে একটু আলাদা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয় এক যুবকের। যেখানে দেখা যায়, একটি MacBook Pro হাতে দাঁড়িয়ে আছেন তিনি। এই পর্যন্ত ঠিক ছিল। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে খুব স্বাভাবিক ভাবেই নিজের জন্য একটি ল্যাপটপ কিনেছেন। কিন্তু ক্যাপশন দেখেই অবাক হয়ে যায় সকলে। ক্যাপশনে লেখা, ছোট বোনের জন্য ল্য়াপটপটি কিনেছেন তিনি। এবং তাঁকে সারপ্রাইজ দেবেন।

এই ছবিটির আগে বোনের ভাঙাচোরা, প্রায় খারাপ হয়ে আসা ল্যাপটপেরও একটি পোস্ট করেন অজয় কারির নামের ওই যুবক। আর তাই দু’মাস টাকা জমিয়ে বোনকে নতুন ল্যাপটপ গিফট করেন তিনি।

৪ জানুয়ারি ছবিটি পোস্ট করেন তিনি। যা দেখে সকলেই তাঁদের ভাই-বোনের সম্পর্ক নিয়ে প্রশংসা করতে থাকে। অনেকেই লেখে, এমন ভাই পাওয়া মুশকিল। পোস্টটিতে মুহূর্তের মধ্যেই ৯ হাজার লাইক পড়ে। অনেকে আবার অজয়কে নিজের ভাই বানানোর প্রস্তাবও দিয়ে বসে।

নেটিজেনদের একাংশের মন ছুঁয়ে যায় এই পোস্ট। একজন শাহরুখের বিখ্য়াত সিনেমা করণ-অর্জুনের সম্পর্কের সঙ্গে তুলনা করেন তাঁকে। লেখেন, ভাই তুমি আমার করণ আর আমি তোমার অর্জুন। আগের জন্মের ভাই পেয়ে গিয়েছি।

একজন আবার আমেরিকার sitcom Friends’ character রস গেলারের সঙ্গে তুলনা করে, লেখেন, রস ভাইয়া প্লিজ।

অনেকে বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিলেও, অনেকেই বলতে থাকেন, এমনও হয় না কি! একজন লেখেন, আমার ভাই তো আমার ল্যাপটপ ভেঙে নিজের জন্য নতুন কিনে আনবে। আপনি কী দিয়ে তৈরি?

একাধিক মন্তব্যের মাঝে অনেকে আবার লেখেন, এত টাকা দামের ল্যাপটপ কিনতে আমাকে সারাজীবন ধরে টাকা বাঁচাতে হবে।

অনেকে আবার লেখেন, আমার ভাই হবেন প্লিজ?

এখানেই শেষ নয়, অনেকেই নিজের ভাইকে এই পোস্টের নিচে ট্যাগও করেন। প্রচুর শেয়ার হয় পোস্টটি।

অনেকেই বলেন, আসলে ভাই-বোনের দুষ্টুমি, খুনসুটি ভরা সম্পর্কের মাঝে এমন সম্পর্ক অনেকটাই আলাদা। আর বোনের প্রতি দাদার ভালোবাসা আর স্নেহও অনেকের মন ছুঁয়ে গিয়েছে। আসলে টাকা বা দামি ল্যাপটপ নয়, বোনের অসুবিধার কথা মাথায় রেখে অজয় এমন কাজ করেছেন, যা সত্যিই প্রশংসনীয়।

 

 

FAU-G লঞ্চের তারিখ ঘোষণা করলেন অক্ষয় কুমার, PUBG মিমে মাতলেন নেটিজেনরা

FAU-G: প্রকাশ্যে এল FAU-G গেমের অ্যান্থেম। সেই সূত্রে জানা গিয়েছে, ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই লঞ্চ করবে এই গেম। সম্প্রতি ট্যুইটারে নিজেই পুরো বিষয়টি সুনিশ্চিত করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar)। আর এর পর থেকে নানা ধরনের মিমে মেতে উঠেছেন নেটিজেনরা।

ভারত-চিন সীমান্ত সংঘর্ষের সূত্র ধরে ২ সেপ্টেম্বর তথ্য লেনদেন, ফাঁস ও তথ্য চুরির যোগে ব্যান হয়ে যায় ১১৮টি অ্যাপ। সেদিনই ব্যান হয়েছিল বহুল জনপ্রিয় PUBG গেম। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের ৬৯ A ধারার অধীনে PUBG-সহ সমস্ত অ্যাপকে নিষিদ্ধ করা হয়। তখন সরকারের তরফে জানানো হয়েছিল, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় এই পদক্ষেপ করা হয়েছে। এর পর এই গেমের ফিরে আসা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। এরই মাঝে দেশের বাজারে মাল্টিপ্লেয়ার অ্যাকশন গেম FAU-G-র রিলিজের বিষয়টি সংবাদ শিরোনামে উঠে আসে। অক্ষয় কুমার নিজেও গেমটির লঞ্চের বিষয় সুনিশ্চিত করেন।

মূলত ভারতীয় সেনার উপরে ভিত্তি করেই গেমটি ডিজাইন করা হয়েছে। এই বিষয়ে ট্যুইটারে একটি পোস্ট করে বলিউড সুপারস্টার জানান, ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন লঞ্চ করা হবে FAU-G। একটি ভিডিও ক্লিপ শেয়ার করার পর অক্ষয় লেখেন, দেশের মধ্যে কোনও সমস্যা হোক বা দেশের সীমান্তের সমস্যা, সর্বদা দৃঢ় ভাবে দাঁড়িয়ে রয়েছেন ভারতের বীর জওয়ানরা। এই সেনারাই আমাদের অতন্দ্র ও নির্ভীক প্রহরী। আমাদের FAU-G।

অক্ষয় কুমারের এই ভিডিও পোস্টের পর থেকেই একের পর এক মিম শেয়ার শুরু হয়েছে। অক্ষয়ের নানা ডায়লগ, ওয়েলকাম থেকে শুরু করে হেরাফেরির নানা দৃশ্যের মিমি পোস্ট বানিয়ে শেয়ার করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে একটি ঘোষণায় অক্ষয় কুমার এ নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন। অক্ষয়ের কথায়, FAU-G লঞ্চ হওয়ার পর সেই গেম থেকে প্রাপ্ত লভ্যাংশের ২০ শতাংশ সেনাদের ট্রাস্টে দেওয়া হবে। অক্ষয় কুমার নিজেই এই ট্রাস্ট শুরু করেছেন। তিনি আরও জানান, ভারতের ইয়ংস্টারদের কাছে ধীরে ধীরে বিনোদনের একটি বড় মাধ্যমে হয়ে উঠছে গেমিং। এ ক্ষেত্রে FAU-G গেমের হাত ধরে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। তিনি আশা করছেন যে, গেমটি খেলার মধ্য দিয়ে দেশের সেনাদের আত্মত্যাগকে আরও ভালো করে উপলব্ধি করতে পারবেন দেশের যুবকেরা। আর পরোক্ষ ভাবে সেনাদের ট্রাস্টেও সাহায্য করতে পারবেন তাঁরা!

অপেক্ষার অবসান! ২৬শে জানুয়ারি লঞ্চ হবে দেশীয় ব্যাটেল গেম FAU-G

FAU-G: মোবাইল গেমারদের জন্য সুখবর! অবশেষে সামনে এল ভারতীয় ব্যাটেল গেম FAU-G (ফিয়ারলেস অ্যান্ড উইনাইটেড গার্ডস)-এর মুক্তির তারিখ। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন লঞ্চ হবে nCore গেমস পরিচালিত FAU-G গেমটি। লঞ্চের তারিখের সঙ্গে সঙ্গে গেমটির টিজারও রিলিজ করেছে nCore গেমস। ভিডিওটিতে দেখা যাচ্ছে লাদাখ পার্বত্য এলাকায় এলাকায় ভারতীয় সৈন্যদের অ্যাসল্ট রাইফেল হাতে যুদ্ধ করতে।

উল্লেখ্য, ৪ মাস আগে FAU-G গেমটির ঘোষণা করা হয়েছিল। এই গেমটির প্রি-রেজিস্ট্রেশন গত বছর নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল। এই গেমটি এতো জনপ্রিয় হয়ে ওঠে যে প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যে ১ কোটি ইউজার তাতে অংশগ্রহণ করে। গত বছর সেপ্টেম্বরে, জনপ্রিয় ব্যাটেল-রয়্যাল গেম PUBG Mobile ব্যান হওয়ার খবর প্রকাশিত হওয়ার অল্প সময়ের মধ্যেই এই দেশীয় গেমটির ঘোষণা করা হয়। ২৫শে অক্টোবর গেমটির একটি টিজার প্রকাশিত হয়েছিল যা দেখে মনে হচ্ছিল, গ্যালভান সীমান্তে সংঘটিত ভারত-চীন উত্তেজনা এবং দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করেই এই ব্যাটেল গেমটির প্রেক্ষাপট তৈরি করা হয়েছে।

এনকোর গেমস, বলিউড অভিনেতা অক্ষয় কুমার ট্যুইটারে FAU-G গেমটির লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। বেঙ্গালুরু-ভিত্তিক সংস্থা এনকোর গেমস, এই গেমটি তৈরি করেছে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। আর এই গেম প্রাপ্ত আয়ের ২০% ভারত কে বীর নামের ট্রাস্টে দান করা হবে বলে জানা গিয়েছে।

এর আগে অবশ্য ঠিক ছিল ডিসেম্বর মাসে লঞ্চ করবে গেম। পরে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ২৬ জানুয়ারি গেম লঞ্চ করবে। ইনস্টাগ্রামে টিজার প্রকাশ করেছেন অক্ষয় কুমার।

ইউজারদের জন্য সুখবর! WhatsApp-এ বদলে যাচ্ছে চ্যাটিং এর স্টাইল, অ্যাপে এল ৬১টি নতুন ওয়ালপেপার

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ফের একবার ব্যবহারকারীদের জন্য উপহার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তাঁদের বিটা ইউজারদের জন্য নিয়ে এসেছে ওয়ালপেপার (Wallpaper)। WABetaInfo জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য অ্যাডভান্স ওয়ালপেপার (Advanced Wallpaper) নামে একটি ফিচার নিয়ে এসেছে। এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা নিজের ইচ্ছে মতো চ্যাটের ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার বদলে নিতে পারবে। ৬১টি ওয়ালপেপারের মধ্যে থেকে তাঁরা নিজেদের ইচ্ছে মতো ব্যাকগ্রান্ড বেছে নিতে পারবে।

ট্যুইট করে WABetaInfo ওয়ালপেপারের ডিজাইনের একটি তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে নতুন ওয়ালপেপারগুলি কেমান দেখাবে। এই ফিচারটির আরও একটি বিশেষত্ব এটা যে ব্যবহারকারীরা নিজের ইচ্ছে মতো ওয়ালপেপারের অপেসিটিও এডিট করতে পারবেন।

জানা গিয়েছে যে এর মধ্যে ৩২ নতুন ব্রাইট ওয়ালপেপার, ২৯ নতুন ডার্ক ওয়ালপেপার, কাস্টম ওয়ালপেপার আর সলিড রঙের ওয়ালপেপার রয়েছে, যার থেকে ইউজার নিজের ইচ্ছে মতো পছন্দ করে নিতে পারবে। যদি আপনি পুরনো ওয়ালপেপার বেছে নিতে চান তাহলে আপনি WhatsApp Archive-এ গিয়ে তা সিলেক্ট করে নিতে পারবেন।

আপনি যদি কোনও সলিড রঙ কে নিজের নতুন ওয়ালপেপার হিসেবে বেছে নেন তাহলে আপনি এতে WhatsApp Doodle নিয়ে আসতে পারেন। WABetaInfo জানিয়েছে যে বর্তমানে এটি বিটা ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। এবং শীঘ্রই এটি স্টেবেল ভার্সনে সবার জন্য চালু করা হবে।

সামনের বছর জানুয়ারিতে আসতে পারে Samsung Galaxy S21 সিরিজের ফোন, জানুন বিশদে

Samsung Galaxy S21 সিরিজের ফোন নিয়ে ইতিমধ্যেই একাধিক জল্পনা তৈরি হয়েছে। এ বার সেই জল্পনাকে আরও একধাপ উসকে দিলেন টেকবিশেষজ্ঞ জন প্রোসার। সম্প্রতি এক ট্যুইটে তিনি জানিয়েছেন, ১৪ জানুয়ারি লঞ্চ করবে Samsung Galaxy S21 সিরিজের ফোন। কেমন দেখতে হবে এই ফোন? জেনে নেওয়া যাক।

বেশ কয়েক মাস ধরেই S21 সিরিজের ফোন নিয়ে Samsung ফ্যানেদের উন্মাদনা তুঙ্গে। তবে টেকবিশেষজ্ঞ জন প্রোসারের ট্যুইট ফ্যানেদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সব ঠিক থাকলে ২০২১ সালের জানুয়ারি মাসেই এই ফোন আসতে চলেছে। এ ক্ষেত্রে Samsung Galaxy S21, Galaxy S21+ ও Galaxy S21 Ultra ফোনের লঞ্চিংয়ের অফিসিয়াল ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি। এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে সেই দিন থেকে অর্থাৎ ১৪ জানুয়ারি থেকেই। দিন পনেরো পর অর্থাৎ ২৯ জানুয়ারি থেকে এই ফোনের সেল শুরু হবে। ট্যুইটে Galaxy S21 সিরিজের কালার অপশনের কথাও উল্লেখ করেছেন জন প্রোসার। এ ক্ষেত্রে কালো, সাদা, ধূসর, রুপোলি, বেগুনি ও গোলাপি রঙে পাওয়া যাবে এই S21 সিরিজের স্মার্টফোনগুলি।

সাধারণত ফেব্রুয়ারি মাসে MWC অর্থাৎ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আগেই লঞ্চ করে Galaxy S সিরিজের ফোন। তবে এ বার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই আগে থেকেই অর্থাৎ জানুয়ারি মাসেই এই ফোনের লঞ্চ হতে পারে। জন প্রোসারের ট্যুইট ছাড়াও দক্ষিণ কোরিয়ার এক প্রকাশনী সংস্থার সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টেও একই খবর মিলেছে। এই প্রতিবেদন জানাচ্ছে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ করতে পারে এই Galaxy S21 সিরিজের ফোন। শোনা গিয়েছে, ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে Galaxy S21 সিরিজের স্মার্টফোন ম্যানুফ্যাকচারিংয়ের কাজ।

এ পর্যন্ত যে খবর পাওয়া গেছে, সেই অনুযায়ী আসন্ন Galaxy S21 স্মার্টফোনের আলট্রা ভ্যারিয়েন্টে থাকতে পারে Qualcomm Snapdragon 875। এর ক্যামেরা পারফরম্যান্সও নজর কাড়বে আপনার। ফোনে থাকতে পারে ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি ব্যাকআপও যথাযথ হবে। Galaxy S21 স্মার্টফোনে ৫০০০ mAh ব্যাটারি থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১১ নির্ভর UI 3.0-তেই লঞ্চ করবে এই ফোন।

Written By: Sovan Chanda

এ বার বরাবরের জন্য চ্যাট মিউট করতে পারবেন WhatsApp-এ, দেখে নিন কী ভাবে!

অনেক সময় নানা অফিস, ফ্যামিলি বা ফ্রেন্ডস গ্রুপে যুক্ত হতে হয় আপনাকে।। মনে মনে না চাইলেও আপনাকে জুড়ে দেওয়া হয় গ্রুপগুলিতে। এর পর সারা দিন আসতেই থাকে একের পর এক টেক্সট। আর ভুরি ভুরি নোটিফিকেশন। অথচ সেই কথোপকথনে অংশগ্রহণ করার কোনও ইচ্ছেই নেই আপনার। সময়ও থাকে না। এ বার এই বাড়তি চাপ থেকে মুক্ত হতে পারবেন আপনি। কারণ এ বার WhatsApp নিয়ে আসছে নতুন ফিচার। এই ফিচারের সাহায্যে আপনি গ্রুপ চ্যাটকে বরাবরের জন্য মিউট করে দিতে পারবেন।

এই ফিচারের লঞ্চ যে অনেককেই স্বস্তি দিতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আপনার ফোনে এই একাধিক গ্রুপের মেসেজ বা চ্যাটগুলি এত দিন পর্যন্ত আপনি মিউট করতে পারতেন। তবে সে ক্ষেত্রে সাধারণত তিনটি অপশন ছিল। এ ক্ষেত্রে যে গ্রুপের চ্যাট আপনি মিউট করতে চান, আপনার WhatsApp-এ গিয়ে সেই চ্যাট সিলেক্ট করলেই উপরে মিউটের অপশন থাকত। এর পর মিউটের অপশনে ক্লিক করলে ৮ ঘণ্টা, এক সপ্তাহ, এক বছর পর্যন্ত চ্যাট মিউট করার অপশন পেতেন আপনি। এ বার ৮ ঘণ্টা, এক সপ্তাহের পাশাপাশি নতুন অপশন আসছে- Always। এই Always অপশনেই ক্লিক করেই আপনি বরাবরের মতো নির্দিষ্ট গ্রুপের চ্যাট মিউট করতে পারবেন। আপনাকে আর নোটিফেকশন বা বার বার হোম স্ক্রিন জ্বলে ওঠা নিয়ে বিরক্তি প্রকাশ করতে হবে না।

সম্প্রতি WhatsApp-এর তরফে ট্যুইটারে এই কথা ঘোষণা করা হয়েছে। এই চ্যাটিং অ্যাপের তরফে জানানো হয়েছে, আগের ৮ ঘণ্টা, এক সপ্তাহের পাশাপাশি এ বার চ্যাট মিউট করতে Mute Always অপশন আসতে চলেছে। ইতিমধ্যেই এই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মিউট ফরএভার অপশন পেয়ে ট্যুইটে কেউ জানিয়েছেন থ্যাঙ্ক ইউ ফরএভার। কেউ লিখেছেন বহুকাঙ্ক্ষিত ফিচার পেয়ে খুব খুশি।। কেউ বা মজা করে বলেছেন, There is God।

সম্প্রতি Facebook-র তরফে জানা গেছে, আগামী দিনে ইন অ্যাপ পারচেজেস ও হোস্টিং সার্ভিস শুরু করতে চলেছে WhatsApp মেসেজিং অ্যাপ। সেই সূত্রেই বেশ কয়েকটি পরিবর্তন আসবে WhatsApp-এ। কিছু আপডেটও করা হবে। যার পর থেকে এই অ্যাপে প্রোডাক্ট সেলও করা যাবে। Facebook Shop-এর মাধ্যমে নানা বিজনেস ফিচারও আসবে এই চ্যাটিং অ্যাপে।

বাজারে এল Xiaomi-র Mi KN95 মাস্ক, দাম মাত্র ২৫০ টাকা জোড়া !

দিন দিন বেড়ে চলেছে সংক্রমণ। সর্বদা প্রাথমিক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হচ্ছে। এর জেরে ধীরে ধীরে মানুষজনও এক নতুন জীবনযাপনে অভ্যস্ত হতে শুরু করেছেন। এই অবস্থায় প্রতিটি ব্যবসায়িক ক্ষেত্রই নিজেদের মতো করে করোনা-উদ্ভূত পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে। সেই পথ ধরে এক নতুন পদক্ষেপ করল Xiaomi। এ বার বাজারে এল Mi KN95 মাস্ক।

সম্প্রতি এক ট্যুইট বার্তায় শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জানিয়েছেন, এর আগে দেশজুড়ে নানা হাসপাতালের চিকিৎসকদের মধ্যে Mi KN95 মাস্ক বিতরণ করা হয়েছে। এ বার সাধারণ মানুষের জন্য উপলব্ধ হবে এই মাস্ক। তিনি আরও জানিয়েছেন, ফোর লেয়ার প্রোটেকশন রয়েছে এই মাস্কে। পাশাপাশি রয়েছে ৯৫ শতাংশ ব্যাকটেরিয়াল ফিল্টার এফিসিয়েন্সি (BFE) অর্থাৎ প্রায় ৯৫ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া প্রবেশ প্রতিরোধ করতে পারে এই Mi KN95 মাস্ক।

Mi স্টোরে পাওয়া যাবে Mi KN95 মাস্ক। যে প্যাকেটে দু’টি মাস্ক রয়েছে, তার দাম হচ্ছে ২৫০ টাকা এবং পাঁচটি মাস্কের প্যাকেটের দাম ৬০০ টাকা। ডিজাইনের দিক থেকেও এই মাস্ক যথাযথ। শুধুমাত্র সাদা রঙেই পাওয়া যাচ্ছে Mi KN95। মেল্ট-ব্লোন ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়েছে এই মাস্কের দুটি লেয়ার বা স্তর। যা সহজে ব্যাকটেরিয়া বা ছোট ছোট বায়ুকণাকে পরিস্রুত করতে পারে। এ বিষয়ে প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই মাস্কে যে মাইক্রো ফিলট্রেশন জিনিস ব্যবহার করা হয়েছে তা খুবই নরম, হালকা ও ত্বকের পক্ষে আরামদায়ক। তাই দীর্ঘক্ষণ যে কেউই এই মাস্ক পরতে পারবেন. এতে কোনও রকম অস্বস্তি হবে না। পাশাপাশি মাস্কটি পরার জন্য কানের কাছে যে ইলাস্টিক ইয়ারলুপস ব্যবহার করা হয়েছে, তাও অত্যন্ত নরম। তাই দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকলেও কানের আশেপাশে কোনও ব্যথা অনুভব হবে না। নাকের উপরের দিকের অংশে এই মাস্কটিকে খুব সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে। বিশেষ করে নাকের চারপাশে ও মাস্কের মধ্যে যাতে কোনও ফাঁকা জায়গা না থাকে সে বিষয়েও নজর দেওয়া হয়েছে। এর জেরে যাঁরা চশমা পরেন, তাঁদেরও কোনও অসুবিধা হবে না। মাস্ক পরা অবস্থায় চশমার উপর নিশ্বাসের কোনও আস্তরণ পড়বে না।

ক্রমবর্ধমান সংক্রমণের কথা মাথায় রেখে এর আগেও বেশ কয়েকটি গৃহস্থালির সামগ্রী বাজারে এনেছে Xiaomi। গতমাসেই শাওমির তরফে টাচ ফ্রি হ্যান্ডওয়াশ হিসেবে Mi অটোমেটিক সোপ ডিসপেনসার লঞ্চ করা হয়েছিল। এই মুহূর্তে Mi.com ও Mi হোম স্টোরে মাত্র ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই অটোমেটিক ডিসপেনসার। ৬০-৯০ mm ইনফ্রারেড সেন্সর সম্পন্ন এই ডিভাইজ থেকে মাত্র ০.২৫ সেকেন্ডের মধ্যেই সাবানের ফেনা ও জল বেরিয়ে আসে, যাতে সহজেই নিজের হাত পরিষ্কার করে নিতে পারেন আপনি!

বদল ঘটিয়ে ফিরল Paytm, গুগল প্লে স্টোরে ফের স্বমহিমায় এই পেমেন্ট অ্যাপ

#নয়াদিল্লি: স্বমহিমায় প্লে স্টোরে ফিরে এল Paytm ৷ শুক্রবার সকালে আচমকা প্লে স্টোর থেকে গুগল এই পেমেন্ট অ্যাপ সরিয়ে দেওয়ায় তৈরি হয়েছিল জল্পনা ৷ প্রশ্ন উঠে গিয়েছে অ্যাপের ওয়ালেটে সঞ্চিত গ্রাহকদের টাকার সুরক্ষা নিয়েও ৷ অবশেষে উপভোক্তাদের আশ্বস্ত করে কয়েক ঘণ্টার মধ্যেই বদল ঘটিয়ে সন্ধেতেই গুগল প্লে স্টোরে স্বমহিমায় ফিরে এল পেমেন্ট অ্যাপ Paytm ৷

অনলাইন জুয়া নিয়ে Google-এর নতুন গাইডলাইন না মানার জন্যই Paytm-কে প্লে স্টোর থেকে সরানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছিল গুগল ৷ সংস্থার গাইডলাইন মেনে Paytm অ্যাপটি প্লে স্টোরে ফিরিয়ে আনতে দুপক্ষের আলোচনা চলে ৷ অবশেষে এদিন সন্ধেয় নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে প্লে স্টোরে ফিরে আসার খবর জানায় Paytm ৷ জানা গিয়েছে এই পেমেন্ট অ্যাপের বিরুদ্ধে অন্য ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করে অর্থ পুরস্কার জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল ৷

পেটিএমে চিনা সংস্থার বিপুল লগ্নি। আবার চিনা সংস্থার বিরুদ্ধে তথ্যচুরির অভিযোগ রয়েছে। সেই কারণেই কি প্লে স্টোর থেকে উধাও? জল্পনার মধ্যেই জানা গেল, ঘটনা একেবারেই আলাদা। গুগলের অভ্যন্তরীণ নীতি ভঙ্গের অভিযোগ উঠছে ভারতীয় স্টার্টআপ সংস্থার বিরুদ্ধে। কী অভিযোগ? IPL-কে সামনে রেখে অনলাইন গেম চালু করেছে পেটিএম | টাকা দিয়ে এই গেম খেলার সুযোগ | ঘুরপথে অনলাইন জুয়া বা বেটিং-চক্র চালানোর অভিযোগ অনলাইন জুয়া নিয়ে গুগলের কাছে ই-মেলে অভিযোগ জমা পড়ে। তারপরই গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ সরানো হয়।

Paytm-এর পেমেন্ট অ্যাপ সরিয়ে নেওয়া হলেও এই সংস্থার অন্যান্য অ্যাপ যেমন Paytm for Business, Paytm Mall, Paytm Money-এর মতো অ্যাপগুলি প্লে স্টোরে ছিল ৷ তবে গুগল স্টোর থেকে বাদ পড়লেও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছিল Paytm ৷

গুগল প্লে স্টোর থেকে বাদ পড়ার পরে Paytm-এর তরফে জানানো হয়েছিল, ‘‘আমরা গুগলের সঙ্গে কাজ করছি আবারও অ্যান্ড্রয়েড অ্যাপটিকে ফিরিয়ে আনার জন্য ।গুগল প্লে-স্টোরে পেটিএম অ্যাপ ডাউনলোড সাময়িকভাবে বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়িই তা ফের চালু হবে। গ্রাহকদের টাকা ও অন্যান্য তথ্য সম্পুর্ণ সুরক্ষিত রয়েছে। ওয়ালেটের মাধ্যমে টাকার লেনদেনও আগের মতোই করা যাবে। পেটিএম গ্রাহকরা আগের মতোই অ্যাপ ব্যবহার করতে পারবেন ৷’ সেই প্রতিশ্রুতি মতোই কয়েকঘণ্টার মধ্যেই গুগলের নিয়মনীতি মেনে ফিরে আসে Paytm ৷

উল্লেখ্য, Paytm ভারতের সবথেকে দামী স্টার্টআপস ৷ One97 Communications Ltd নামে একটি সংস্থার হাতে Paytm-এর মালিকানা রয়েছে৷ এই সংস্থার কর্ণধার বিজয় শেখর শর্মা৷ এই সংস্থার নথি অনুযায়ী মাসিক ৫ কোটি অ্যাক্টিভ ইউজার্স এই অ্যাপ ব্যবহার করে টাকা লেনদেন করেন ৷