ক্যারাটে প্রতিযোগী

International Karate Competition: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের বিপুল সাফল্য

পূর্ব বর্ধমান: আন্তর্জাতিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় বড় সাফল্য পেল পূর্ব বর্ধমানের একাধিক প্রতিযোগী। ‘ওপেন ইন্টারন্যাশনাল শত কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪’-এ পূর্ব বর্ধমানের কাটোয়ায় ছাত্র-ছাত্রীরা ১০ টি স্বর্ণপদক জিতেছে। তবে শুধু তাই নয়, ৯ টি রূপো এবং ১০ টি ব্রোঞ্জ দলগতভাবে অর্জন করেছে তারা। আআন্তজার্তিক স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় এমন সাফল্য অর্জনের কারণে খুশি পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দারাও।

এই সাফল্য প্রসঙ্গে তনুজা ভক্ত নামে এক প্রতিযোগী জানিয়েছে, এই সাফল্য অর্জন করে আমার খুবই ভাল লাগছে। আগামী দিনে আরও ভাল ফলাফল করার চেষ্টা করব। প্রশিক্ষকরা আমাকে খুবই সাহায্য করেছেন।

আর‌ও পড়ুন: তিনি না থাকলে বন্ধ ঘাট পারাপার! এই মাঝির জীবন কাহিনী অবাক করবে

এছাড়াও কাজের ফাঁকে ক্যারাটে অনুশীলন করে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের এক সিভিক ভলেন্টিয়ারও স্বর্ণ পদক জিতেছে এই প্রতিযোগিতায়। ক্যারাটে প্রতিযোগিতাটি ২১ থেকে ২৩ জুন দিঘায় আয়োজিত হয়েছিল৷ প্রতিযোগিতার আয়োজক ছিল আইএসকেএফ ইণ্ডিয়া। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ভারত, শ্রীলংকা, বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ সাতটি দেশের মোট ২০০ জন প্রতিযোগী। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতা অংশ নিয়েছিল। আর সেখানেই পূর্ব বর্ধমানের প্রতিযোগীরা অংশগ্রহন করে এহেন সাফল্য অর্জন করেছে। এই প্রসঙ্গে ক্যারাটে প্রশিক্ষক পরিতোষ শিকদার বলেন, ভেবেছিলাম মোটামুটি ফলাফল হবে। তবে এত ভাল ফলাফল হবে আশা করিনি। পরিশ্রমের জন্যই এমন সাফল্য পাওয়া গিয়েছে।

দাঁইহাট ও মঙ্গলকোট মিলিয়ে মোট ১১ জন প্রতিযোগী এই ওপেন আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিল। মঙ্গলকোটের মাথরুনের স্কুল ছাত্র দেবাংশু ঘোষ কুমিতে বিভাগে রূপো ও কাতা বিভাগে ব্রোঞ্জ পেয়েছে। দাঁইহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অহমিকা সরকার কুমিতে বিভাগে সোনা ও কাতা বিভাগে রূপো এবং টিম কাতা বিভাগে ব্রোঞ্জ পেয়েছে। দাঁইহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তনুজা ভক্ত কুমিতে বিভাগে সোনা, কাতা বিভাগে রূপো এবং টিম কাতা বিভাগে ব্রোঞ্জ পায়। কাটোয়া কলেজেরের ছাত্র শিবম হালদার কুমিতে বিভাগে সোনা, কাতা বিভাগেও সোনা পেয়েছে। কাটোয়ার এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র অর্ক মণ্ডল কুমিতে বিভাগে সোনা, কাতা বিভাগে রূপো এবং টিম কাতা বিভাগে ব্রোঞ্জ জিতেছে। এছাড়াও কাটোয়ার আরেকটি বেসরকারি স্কুলের ছাত্রী অর্পিতা দত্ত কুমিতে বিভাগে সোনা, কাতা বিভাগে রূপো পেয়েছে৷

কাটোয়ার আরেক বেসরকারি স্কুলের ছাত্র দীপ ব্যাপারী কাতা বিভাগে রূপো ও টিম কাতা বিভাগে ব্রোঞ্জ জিতেছে। দাঁইহাট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অনুস্মিতা মুখোপাধ্যায় কাতা বিভাগে ব্রোঞ্জ ও কুমিতে বিভাগেও ব্রোঞ্জ এবং টিম কাতা বিভাগে রুপো জিতেছে৷ দাঁইহাট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ছাত্রী সৃজা মোদক কুমিতে বিভাগে ব্রোঞ্জ, কাতা বিভাগে ব্রোঞ্জ এবং টিমকাতা বিভাগেও ব্রোঞ্জ পায়। ওই স্কুলেরই ছাত্র ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় কুমিতে বিভাগে সোনা, কাতা বিভাগে রূপো এবং টিম কাতা বিভাগে সোনা পায়৷ এছাড়া মঙ্গলকোট থানার সিভিক ভলেন্টিয়ার ত্রিদিব পাল কুমিতে বিভাগে সোনা, টিমকাতা বিভাগে সোনা এবং কাতা বিভাগে রূপো জিতেছে।

বনোয়ারীলাল চৌধুরী