খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু।

Durga Puja 2024: শক্তিরূপী দেবীর পুজোর মূল দায়িত্বে মাতৃ শক্তি! পুজোর থিমেও তার‌ই ছোঁয়া

পশ্চিম বর্ধমান: তিনি স্নেহময়ী, মমতাময়ী। আবার তিনিই শক্তিরূপেণ সংস্থিতা! সেই শক্তির প্রতীক দেবীর আরাধনার মূল দায়িত্ব গত পাঁচ বছর ধরে সামলাচ্ছেন মহিলারা। দুর্গাপুরের বঙ্কিমচন্দ্র পুজো কমিটির যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন স্থানীয় মহিলারা। তাঁরাই এখানে দুর্গাপুজোর আয়োজন করেন। শিল্প শহরের এই পুজো মণ্ডপে এবার ফুটে উঠবে নারী শক্তির বার্তা।

আরও পড়ুন: জমা জলের যন্ত্রণায় কাহিল, শেষে রাস্তা কেটে নিকাশির ব্যবস্থা নাগরিকদের

এই বছর ৪৮ তম বর্ষে পদার্পণ করছে বঙ্কিমচন্দ্র পুজো কমিটির এই দুর্গাপুজো। তবে এবারে পুজোর থিমের মধ্যে দিয়ে উদ্যোক্তারা অভিনব বার্তা দিতে চাইছেন। তাই পুজো মণ্ডপের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে নারী শক্তিকে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই থিম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন শহরের নাগরিকরা।

প্রসঙ্গত, দুর্গাপুর শহরে আরও একাধিক বড় দুর্গাপুজো হয়। সেই দুর্গাপুজোগুলির থিম ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। কোথাও থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজস্থানের পর্যটন কেন্দ্র, আবার কোথাও উঠে আসছে মার্কিন মুলুকের মন্দির। কিন্তু বঙ্কিমচন্দ্র পুজো কমিটির এই সামাজিক দায়িত্ববদ্ধতা তাদেরকে অন্যান্যদের থেকে ভিন্ন করে তুলেছে।

নয়ন ঘোষ