Lok Sabha Election 2024: গণনায় বিশেষ প্রশিক্ষিত কর্মীদের দায়িত্ব দিতে চলেছে দলগুলো

বীরভূম: এবার প্রশিক্ষিত গণনা কর্মীদের ভোট গণনার কাজে পাঠাবে রাজনৈতিক দলগুলি। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গণনার আগের দিন, অর্থাৎ ৩ জুন সিউড়িতে এনে দূরবর্তী বিধানসভার কর্মীদের রাখার জন্য শহরের সব হোটেলের বুকিং হয়ে গিয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে চলতি সপ্তাহে আগামী শুক্রবার গণনায় কর্মরত অফিসারদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

চতুর্থ দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে বীরভূমে। আগামী ৪ জুন গণনা। বীরভূম কেন্দ্রের সিউড়ি রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে এবং বোলপুর কেন্দ্রের বোলপুর কলেজে গণনা হবে। ইতিমধ্যে দুটি গণনা কেন্দ্রে আধা সামরিক বাহিনীর কড়া নজরদারি চলছে।

আরও পড়ুন: শান্তিপুর স্টেশন পরিদর্শনে এডিআরএম

বিধানসভা ভিত্তিক কর্মীদের তালিকা তৈরি। তাদের ১৭ সি ফর্মে মুখের ছবি দিয়ে ফর্ম পূরণ হয়ে গিয়েছে। প্রতি বিধানসভা থেকে নির্দিষ্ট কর্মীরা গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন। মোট ১৪টি টেবিলে গণনা হবে। তাই ১৪ জন কর্মী থাকবে। যেহেতু নিজের বিধানসভা এলাকার ভোট সম্বন্ধে কর্মীরা জানেন, তাই তাঁদেরকেই নজরদারি করতে হবে। কোথায় কত ভোট পড়েছে তাঁরাই ভাল জানেন। তাই গরমিল হলে তারা প্রথমেই তা ধরতে পারবেন। তাই মুরারই ও নলহাটি বিধানসভার গণনায় অংশ নেওয়া কর্মীরা আগের দিন রাতেই সিউড়ি চলে আসবেন। তাঁদের জন্য ইতিমধ্যে শহরের দুটি হোটেল বুক করে রেখেছে তৃণমূল।

হাসন বিধানসভার কর্মীরা থাকবেন তারাপীঠে। পরের দিন সকালে হাজির হবেন সিউড়িতে। দুবরাজপুর ও সাঁইথিয়র কর্মীরা গণনার দিন সকালেই আসবেন। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরি বলেন, আমরা নন্দীগ্রামের কথা মাথায় রেখে সতর্ক ও সজাগ আছি। আমরা সেই কর্মী পাঠাব যাঁরা এ বিষয়ে অভিজ্ঞ।

বিজেপি এবার গণনা কর্মীদের প্রশিক্ষণ দেবে। আগামী ২৫-২৬ মে কলকাতা থেকে একটি প্রশিক্ষক দল এসে সিউড়িতে একদিনের প্রশিক্ষণ দেবে। তাতে ইভিএম খোলার আগে কী কী দেখতে হবে, গণনার ক্ষেত্রে কী কী নজর দিতে হবে সব থাকছে। একইসঙ্গে গণনা শেষ না হওয়া পর্যন্ত যাতে কর্মীরা না বের হন সেই ব্যাপারে সতর্ক করা হবে। কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা এলাকায় গিয়ে গিয়ে কর্মী নির্বাচন করা হচ্ছে। ইতিমধ্যে রামপুরহাট, দুবরাজপুর, সাঁইথিয়া এলাকায় গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করে তাঁদের তালিকা তৈরি করা হয়েছে।

সৌভিক রায়