Tag Archives: Vote Counting

Lok Sabha Election 2024: পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত দেখতে চান দিলীপ, আত্মবিশ্বাসী কীর্তি

পশ্চিম বর্ধমান: শুরু থেকেই বর্ধমান-দুর্গাপুর এই লোকসভা কেন্দ্রের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কারণ এখানে লড়াই হয়েছে মূলত দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে। একজন তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। অন্যজন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আর নির্বাচনের ফলাফল ঘোষণার দিন দু’জনকেই দেখা গেল আত্মবিশ্বাসী রূপে।

ফলাফল ঘোষণার দিন দু’জনেই হাজির হয়েছিলেন ভোট গণনা কেন্দ্রে। ফলাফল ঘোষণার প্রাথমিক ট্রেন্ড দেখে নিজের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, তিনি জয় নিয়ে ভাবছেন না। তিনি ভাবছেন কত ব্যবধানে জয় পাবেন তা নিয়ে। অন্যদিকে তিনি বিজেপি প্রার্থীকে কটাক্ষ করতেও ছাড়েননি। সকাল সকাল মাথায় টিকা লাগিয়ে খোশ মেজাজেই দিন দেখা গিয়েছে তৃণমূল প্রার্থীকে।

আর‌ও পড়ুন: ভোট দশমীতে ভিলেন বর্ষা, গণনা শুরুতে দেরি

এদিকে দিলীপ ঘোষকেও বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে। ভোটের ফলে পিছিয়ে থাকলেও সম্পূর্ণ ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত বিশেষ মন্তব্য করতে চাননি তিনি। দিলীপ বলেন, মানুষকে ধন্যবাদ। তাঁরা নিজেদের মত ভোট বাক্সে বন্দি করেছেন। যেভাবে উৎসাহ নিয়ে জনগণ ভোটদান করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ দেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ফলাফল ঘোষণা সম্পূর্ণ হলে তারপরই তিনি নিজের প্রতিক্রিয়া জানাবেন।

সবমিলিয়ে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সকাল থেকেই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে দেখা গিয়েছে টানটান উত্তেজনা। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্নায়ুযুদ্ধ চললেও, যারা এই লড়াইয়ের কান্ডারী অর্থাৎ দুই প্রার্থীকে খোশ মেজাজে দেখা গিয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ বা কীর্তি আজাদ কেউই প্রচারে এক ইঞ্চি জমি ছাড়েননি। জোরদার প্রচার চালিয়েছেন। নির্বাচনের দিন নিজের লোকসভা কেন্দ্রে এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরেছেন দুজনেই। আর ফলাফল ঘোষণার দিন সকাল থেকে দুজনকে দেখা গিয়েছে খোশমেজাজে।

নয়ন ঘোষ

Lok Sabha Election 2024: ভোট দশমীতে ভিলেন বর্ষা, গণনা শুরুতে দেরি

জলপাইগুড়ি: ভোট উৎসবের সমাপ্তিতে ভিলেনের ভূমিকায় বর্ষা। ভোট গণনার সকাল থেকেই শুরু বৃষ্টি। তার‌ই মধ্যে গণনা কেন্দ্রে ভিড় করেন বিভিন্ন দলের কাউন্টিং এজেন্টরা। ছাতা মাথায় কাউন্টিং সেন্টারে আসেন প্রার্থীরাও।

মঙ্গলবার সকালে ছাতা মাথায় জলপাইগুড়ির গণনা কেন্দ্রে এজেন্ট থেকে শুরু করে পুলিশ কর্মী এবং ভোটকর্মীরা প্রবেশ করতে শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের অস্থায়ী দলীয় ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা, সেই সুবাদে সোমবার রাত থেকেই জলপাইগুড়িতে চলছে বৃষ্টি। মঙ্গলবার গণনার দিনেও সকাল থেকেই আকাশের মুখ ভার, চলছে অবিরাম বৃষ্টি। ফলে ভোট উৎসবের শেষ পর্বে এসে বেকায়দায় সবাই। একটু হলেও সমস্যা হচ্ছে।

আর‌ও পড়ুন: ভোটের ফলের আগে মিষ্টিতে রাজনীতির রং! জামাইষষ্ঠীর আগে চাহিদা তুঙ্গে

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সকাল থেকেই ছাতা হাতে স্ট্রং রুমে প্রবেশ করবার জন্য দাঁড়িয়ে ছিলেন। এর ফলে জলপাইগুড়িতে ভোট গণনা শুরু হতে দেরি হয়। ব্যহত হচ্ছে স্বাভাবিক জনজীবন।

সুরজিৎ দে

Lok Sabha Election 2024: ফল ঘোষণার আগে স্ট্রং-রুমে কড়া নজরদারি, সীমান্তে নাকা চেকিং

পশ্চিম বর্ধমান: শেষ হয়েছে দীর্ঘ নির্বাচন প্রক্রিয়া। রাত পোহালেই অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। আগামী পাঁচ বছরের জন্য দেশের দায়িত্বভার কার হাতে থাকবে তা নির্ধারণ হয়ে যাবে। তার আগে গোটা দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। সেই একই ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমান জেলাতেও। আসানসোল লোকসভা কেন্দ্রের স্ট্রংরুম অর্থাৎ আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে দেখা গেল নিরাপত্তা রক্ষীদের কড়া পাহারা।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজেই হবে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট গণনা। তার আগে সেখানে দেখা গিয়েছে প্রশাসন এবং কমিশনের প্রস্তুতি। অন্যদিকে ভোট গণনার আগের দিন আরও কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তারক্ষী জওয়ানরা তীক্ষ্ণ নজর রেখেছেন স্ট্রংরুমের দিকে। অন্যদিকে স্ট্রংরুম চত্বর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেদিকেও নজর রয়েছে সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের।

আরও পড়ুন: জেলা জুড়ে হাতির তাণ্ডব, ঘর থেকে চাষের জমি তছনছ সবকিছু

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে পুলিশ প্রশাসনের তরফ থেকেও দেখা গিয়েছে সর্তকতা। বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে বসানো হয়েছে নাকা চেকিং। প্রতিবেশী রাজ্যটি থেকে আসা বা সে দিকে যাওয়া সমস্ত গাড়ি, বাইক থামিয়ে নাকা তল্লাশি চালাচ্ছেন পুলিশের কর্মীরা। কিছু সন্দেহজনক মনে হলে আরও বেশি করে পরীক্ষা করা হচ্ছে। যাতে করে ফলাফল ঘোষণার দিন কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় বা অশান্তির সৃষ্টি না হয় তাই এই সতর্কতামূলক পদক্ষেপ।

সবমিলিয়ে ফলাফল ঘোষণার আগে ব্যাপকভাবে সতর্ক হয়েছে প্রশাসন এবং কমিশন। নির্বাচনের ফলাফল ঘোষণা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেদিকে যেমন প্রশাসনের নজর রয়েছে, তেমনভাবেই স্ট্রংরুমের নিরাপত্তার দিকেও নজর রয়েছে প্রশাসনের। যে কারণে সেখানে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ করা হয়েছে। সেখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী জওয়ানদের। পাশাপাশি রয়েছে সিসিটিভি ক্যামেরা। অন্যদিকে সীমান্তে শক্ত নজরদারি চলছে।

নয়ন ঘোষ

Lok Sabha Election 2024: গণনায় বিশেষ প্রশিক্ষিত কর্মীদের দায়িত্ব দিতে চলেছে দলগুলো

বীরভূম: এবার প্রশিক্ষিত গণনা কর্মীদের ভোট গণনার কাজে পাঠাবে রাজনৈতিক দলগুলি। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গণনার আগের দিন, অর্থাৎ ৩ জুন সিউড়িতে এনে দূরবর্তী বিধানসভার কর্মীদের রাখার জন্য শহরের সব হোটেলের বুকিং হয়ে গিয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে চলতি সপ্তাহে আগামী শুক্রবার গণনায় কর্মরত অফিসারদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

চতুর্থ দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে বীরভূমে। আগামী ৪ জুন গণনা। বীরভূম কেন্দ্রের সিউড়ি রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে এবং বোলপুর কেন্দ্রের বোলপুর কলেজে গণনা হবে। ইতিমধ্যে দুটি গণনা কেন্দ্রে আধা সামরিক বাহিনীর কড়া নজরদারি চলছে।

আরও পড়ুন: শান্তিপুর স্টেশন পরিদর্শনে এডিআরএম

বিধানসভা ভিত্তিক কর্মীদের তালিকা তৈরি। তাদের ১৭ সি ফর্মে মুখের ছবি দিয়ে ফর্ম পূরণ হয়ে গিয়েছে। প্রতি বিধানসভা থেকে নির্দিষ্ট কর্মীরা গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন। মোট ১৪টি টেবিলে গণনা হবে। তাই ১৪ জন কর্মী থাকবে। যেহেতু নিজের বিধানসভা এলাকার ভোট সম্বন্ধে কর্মীরা জানেন, তাই তাঁদেরকেই নজরদারি করতে হবে। কোথায় কত ভোট পড়েছে তাঁরাই ভাল জানেন। তাই গরমিল হলে তারা প্রথমেই তা ধরতে পারবেন। তাই মুরারই ও নলহাটি বিধানসভার গণনায় অংশ নেওয়া কর্মীরা আগের দিন রাতেই সিউড়ি চলে আসবেন। তাঁদের জন্য ইতিমধ্যে শহরের দুটি হোটেল বুক করে রেখেছে তৃণমূল।

হাসন বিধানসভার কর্মীরা থাকবেন তারাপীঠে। পরের দিন সকালে হাজির হবেন সিউড়িতে। দুবরাজপুর ও সাঁইথিয়র কর্মীরা গণনার দিন সকালেই আসবেন। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরি বলেন, আমরা নন্দীগ্রামের কথা মাথায় রেখে সতর্ক ও সজাগ আছি। আমরা সেই কর্মী পাঠাব যাঁরা এ বিষয়ে অভিজ্ঞ।

বিজেপি এবার গণনা কর্মীদের প্রশিক্ষণ দেবে। আগামী ২৫-২৬ মে কলকাতা থেকে একটি প্রশিক্ষক দল এসে সিউড়িতে একদিনের প্রশিক্ষণ দেবে। তাতে ইভিএম খোলার আগে কী কী দেখতে হবে, গণনার ক্ষেত্রে কী কী নজর দিতে হবে সব থাকছে। একইসঙ্গে গণনা শেষ না হওয়া পর্যন্ত যাতে কর্মীরা না বের হন সেই ব্যাপারে সতর্ক করা হবে। কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভা এলাকায় গিয়ে গিয়ে কর্মী নির্বাচন করা হচ্ছে। ইতিমধ্যে রামপুরহাট, দুবরাজপুর, সাঁইথিয়া এলাকায় গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করে তাঁদের তালিকা তৈরি করা হয়েছে।

সৌভিক রায়