Tag Archives: Bengali Music video

New Bengali Music Video: চারিদিকে ঘরভাঙার গল্পের মাঝে, অটুট প্রেমের নতুন গান ‘বকুল ফুলের মালা’

কলকাতাঃ আজকের প্রজন্মের মধ্যে ভালবাসা এবং প্রতিশ্রুতি অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। তবে, পুরনো দিনের সম্পর্ক কেমন ছিল? সেই ছবি তুলে ধরলো এসভিএফ মিউজিক। তাদের সর্বশেষ মিউজিক ভিডিও ‘বকুল ফুলের মালা’ ভিডিওটি ভালবাসা এবং প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাঞ্জলি।

আরও পড়ুনঃ স্তদ্ধ স্টুডিও! সোমের পর মঙ্গলেও এক ছবি! কবে ছন্দে ফিরবে টলিপাড়া?

‘বকুল ফুলের মালা’ এক প্রবীণ দম্পতির গল্প। বার্ধক‍্যে জীবনেও প্রেমের কোমলতা এবং যত্নের একদমই অটুট। জীবনের কয়েক দশকের উত্থান-পতনে ভরা তাঁদের গল্প সদা প্রাণবন্ত ও মর্মস্পর্শী। বেশ কয়েকটি সফল হিটের পরে, সুরকার এবং গীতিকার প্রলয় এই গানের জন্য একটি নস্টালজিক সাউন্ডস্কেপ তৈরি করেছেন। গানটি গেয়েছেন উত্‍স।

ভিডিওটিতে জয়শ্রী বোস এবং পঙ্কজ কুমার মুন্সীকে দেখা গেছে, নীলিমা এবং ফণিভূষণের চরিত্রে। তাঁদের অভিনয় চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছে। গল্পের বুনন সঙ্গে তাঁদের অভিনয় যথাযথ। নীলিমা এবং ফণিভূষণের মধ্যে অনন্য বন্ধন এই ভিডিওটিকে আলাদা জায়গা দিয়েছে।

Musical Family: চিলেকোঠার জীবনে সঙ্গীত আঁকড়ে বাস মা-বাবা ও ছেলের! চোখ বন্ধ করে গান শুনুন

পশ্চিম মেদিনীপুর: চিলেকোঠায় সঙ্গীত সাধনা। বাবা, মা ও ছেলের অভাবের সংসারের সবটুকু জুড়ে আছে সঙ্গীত। প্রান্তিক গ্রামের ছোট্ট একচালা বাড়ি, চারিদিক টিন দিয়ে ঘেরা। তারই চিলেকোঠায় তিনজনে মিলে সুর তোলেন। বাবা, মা, ছেলে মিলে সকালে হোক কিংবা বিকেলে, বসে পড়েন গানের চর্চা করতে।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রত্যন্ত জামনা গ্রামে হাজির হলে এমনই মন ভাল করা অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন আপনি। এক টুকরো চিলেকোঠায় কখনও গুনগুনিয়ে ওঠে সুর, আবার কখনও সেতার ও তবলার শব্দে মোহিত হন গ্রামের মানুষজন।

আরও পড়ুন: বাঁকুড়ায় ড্রোন দিয়ে কৃষি কাজ? আর যা যা হবে

ছেলেকে উন্নতির শিখরে পৌঁছে দিতে রেওয়াজে বসেন বাবা-মা। গলায় যেন সরস্বতীর বাস। শুধু তাই নয়, নামকরা কোনও গিটারিস্টের সঙ্গে পাল্লা দিয়ে যে কোনও গানে আঙুলের ছোঁয়াতে বেজে ওঠে ধুন। এভাবেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছেন জামনার যুবক সুব্রত মণ্ডল। ছোট থেকেই গানের প্রতি ভালবাসা এবং বাবা-মায়ের প্রেরণা তাঁকে ধীরে ধীরে পরিণত একজন শিল্পী হিসেবে তৈরি করেছে। এই গান শেখার অনুপ্রেরণা ও শিক্ষাগুরু তাঁর মা। মায়ের কাছেই প্রথম গানের পাঠ নেওয়া। সুব্রতর মা দারুন সেতার বাজাতে পারেন। শুধু তাই নয়, তাঁর বাবা যেকোনও তাল তোলেন তবলাতে।

সুব্রত জানিয়েছেন, বাড়িতে প্রথম থেকেই গানের একটা পরিবেশ ছিল। মা গানের রেওয়াজ করতেন। তাঁর গানের শিক্ষাগুরু মা। এরপর সে গিটার শেখে।গিটারে সমস্ত টিউন যে কোনও গানেই অতি সহজে তুলতে পারে সুর। সংসার চালাতে ভরসা সুব্রতর ছোট গিটার তৈরির কারখানা। মাসে যে কটা গিটার বিক্রি হয় তা দিয়েই চলে তিনজনের সংসার। এছাড়াও কয়েকজনকে শেখান গিটার।

চোখ বন্ধ করে শুনুন গান।

রঞ্জন চন্দ

Ranojoy-Shyamoupti: ‘চূড়ান্ত রোমান্টিক!’ পাহাড়-উপত্যকায় গুড্ডির নায়ক-নায়িকার প্রেম, কোথায় গেলেন রণজয়-শ্যামৌপ্তি

‘গুড্ডি’ সিরিয়ালের পর আবার একসঙ্গে। নতুন রসায়নে রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। পাহাড়ের নৈস্বর্গিক দৃশ্যের মাঝে পর্দার ‘অনুজ’ এবং ‘গুড্ডি’। লাদাখের ল্যান্ডস্কেপে দেখা যাবে নায়ক-নায়িকাকে।
‘গুড্ডি’ সিরিয়ালের পর আবার একসঙ্গে। নতুন রসায়নে রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। পাহাড়ের নৈস্বর্গিক দৃশ্যের মাঝে পর্দার ‘অনুজ’ এবং ‘গুড্ডি’। লাদাখের ল্যান্ডস্কেপে দেখা যাবে নায়ক-নায়িকাকে।
নতুন মিউজিক ভিডিও শ্যুট করলেন রণজয় ও শ্যামৌপ্তি। মুম্বইয়ের পরিচালক সায়ন রায়ের নির্দেশনায় তৈরি হচ্ছে এই মিউজিক ভিডিও। বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে রণজয় ও শ্যামৌপ্তির জুটি বেশ জনপ্রিয়। সৌজন্যে ‘গুড্ডি’ সিরিয়াল।
নতুন মিউজিক ভিডিও শ্যুট করলেন রণজয় ও শ্যামৌপ্তি। মুম্বইয়ের পরিচালক সায়ন রায়ের নির্দেশনায় তৈরি হচ্ছে এই মিউজিক ভিডিও। বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে রণজয় ও শ্যামৌপ্তির জুটি বেশ জনপ্রিয়। সৌজন্যে ‘গুড্ডি’ সিরিয়াল।
ধারাবাহিকে অনুজের চরিত্রে অভিনয় করতেন রণজয়। আর গুড্ডি হিসেবে দেখা গিয়েছিল শ্যামৌপ্তিকে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও দু’জনের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি।
ধারাবাহিকে অনুজের চরিত্রে অভিনয় করতেন রণজয়। আর গুড্ডি হিসেবে দেখা গিয়েছিল শ্যামৌপ্তিকে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরও দু’জনের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি।
দু’জনের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে একসময়ে। দুই তারকার অফস্ক্রিন নৈকট্যের কথাও শোনা যায়। তবে রণজয় বা শ্যামৌপ্তি দু’জনেই এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ।
দু’জনের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা নিয়ে অনেক জলঘোলা হয়েছে একসময়ে। দুই তারকার অফস্ক্রিন নৈকট্যের কথাও শোনা যায়। তবে রণজয় বা শ্যামৌপ্তি দু’জনেই এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ।
দুই তারকা এখন কাজকেই প্রাধান্য দিতে চান। আপাতত লাদাখের শ্যুটিং শেষ হয়েছে। শিগগিরই মুক্তি পাবে এই মিউজিক ভিডিওটি।
দুই তারকা এখন কাজকেই প্রাধান্য দিতে চান। আপাতত লাদাখের শ্যুটিং শেষ হয়েছে। শিগগিরই মুক্তি পাবে এই মিউজিক ভিডিওটি।
রণজয়ের কথায়, ‘গুড্ডির পর আমাদের অন্যভাবে দেখবে দর্শকেরা। আমার আর শ্যামৌপ্তির প্রথম মিউজিক ভিডিও। চূড়ান্ত রোমান্টিক একটি গান। সেভাবেই শ্যুটও হয়েছে। বলিউডের মেনস্ট্রিম ছবির মতো একেবারেই।’
রণজয়ের কথায়, ‘গুড্ডির পর আমাদের অন্যভাবে দেখবে দর্শকেরা। আমার আর শ্যামৌপ্তির প্রথম মিউজিক ভিডিও। চূড়ান্ত রোমান্টিক একটি গান। সেভাবেই শ্যুটও হয়েছে। বলিউডের মেনস্ট্রিম ছবির মতো একেবারেই।’