Tag Archives: Music video

Salman Khan: রুপোলি পর্দায় আসছেন সলমনের বোনের পুত্র? আয়ানের ‘পার্টি ফিভার’ ভিডিও শেয়ার করলেন ‘ভাইজান’

মুম্বই: সম্প্রতি ‘পার্টি ফিভার’ গানের টিজার পোস্ট করলেন বি-টাউন সুপারস্টার সলমন খান, যা তাঁর ভক্তদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু কেন এই টিজার পোস্ট করেছেন বলিউডের ভাইজান?

আসলে ওই ভিডিওতে রয়েছেন সলমন খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রীর পুত্র আয়ান অগ্নিহোত্রী। যদিও এর বেশি কিছুই জানা যায়নি। তবে দেখে বোঝা যাচ্ছে যে, খুব শীঘ্রই বলিউডে পদার্পণ করতে চলেছেন আয়ান। যদিও সলমন খানের পোস্টে লেখা হয়েছে, “আগামিকাল দারুণ কিছু আসতে চলেছে।”
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সলমন খান ভিডিওটি শেয়ার করেছেন। শুরুতেই রয়েছে নরম পার্টি মিউজিক। আশপাশটা দেখে মনে হচ্ছে যেন কোনও পার্টি চলছে। সমস্ত বন্ধুবান্ধব পার্টির আনন্দ উপভোগ করছেন। তবে গান না কি মিউজিক ভিডিও, সেটা স্পষ্ট করা হয়নি।


এই একই ভিডিও নিজের হ্যান্ডলে শেয়ার করেছেন আয়ানও। তিনি লিখেছেন, “এই বছরের পার্টি সঙ্গীত চলে এসেছে। আর নাচের জন্য জুতোয় পা গলাতে আমাদের কেউ রুখতে পারবেন না!! পার্টি ফিভার আপনাকে নেচে উঠতে বাধ্য করবে। হ্যাশট্যাগ পার্টি ফিভার।” ভিডিও দেখে এক ভক্ত লিখেছেন যে, “দারুণ ভাই। এই উন্মাদনা আপনার জন্য সব সময় উপযুক্ত।”
এদিকে জোর জল্পনা চলছে যে, নির্মাতারা সলমন খানকে নিয়ে ‘কিক ২’ ছবির সিক্যুয়েল তৈরি করার পরিকল্পনা করছেন। সাম্প্রতিক এক আপডেটে জানা গিয়েছে যে, ২০২৫ সালে শ্যুটিং শুরু হবে এই সিক্যুয়েলের। যদিও এখনও কোনও রকম অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি।
বর্তমানে অভিনেত্রী রশ্মিকা মন্দান্নার সঙ্গে ‘সিকন্দর’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত সলমন খান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টাইটেল স্লেটটি শেয়ার করেছেন সলমন। তাতে লেখা ছিল, “সিকন্দর হিসেবে সলমন খানকে উপস্থাপন করছেন সাজিদ নাদিওয়াদওয়ালা।” ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সলমন অভিনীত ছবিটি।

Musical Family: চিলেকোঠার জীবনে সঙ্গীত আঁকড়ে বাস মা-বাবা ও ছেলের! চোখ বন্ধ করে গান শুনুন

পশ্চিম মেদিনীপুর: চিলেকোঠায় সঙ্গীত সাধনা। বাবা, মা ও ছেলের অভাবের সংসারের সবটুকু জুড়ে আছে সঙ্গীত। প্রান্তিক গ্রামের ছোট্ট একচালা বাড়ি, চারিদিক টিন দিয়ে ঘেরা। তারই চিলেকোঠায় তিনজনে মিলে সুর তোলেন। বাবা, মা, ছেলে মিলে সকালে হোক কিংবা বিকেলে, বসে পড়েন গানের চর্চা করতে।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রত্যন্ত জামনা গ্রামে হাজির হলে এমনই মন ভাল করা অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন আপনি। এক টুকরো চিলেকোঠায় কখনও গুনগুনিয়ে ওঠে সুর, আবার কখনও সেতার ও তবলার শব্দে মোহিত হন গ্রামের মানুষজন।

আরও পড়ুন: বাঁকুড়ায় ড্রোন দিয়ে কৃষি কাজ? আর যা যা হবে

ছেলেকে উন্নতির শিখরে পৌঁছে দিতে রেওয়াজে বসেন বাবা-মা। গলায় যেন সরস্বতীর বাস। শুধু তাই নয়, নামকরা কোনও গিটারিস্টের সঙ্গে পাল্লা দিয়ে যে কোনও গানে আঙুলের ছোঁয়াতে বেজে ওঠে ধুন। এভাবেই স্বপ্ন পূরণের দিকে এগিয়ে চলেছেন জামনার যুবক সুব্রত মণ্ডল। ছোট থেকেই গানের প্রতি ভালবাসা এবং বাবা-মায়ের প্রেরণা তাঁকে ধীরে ধীরে পরিণত একজন শিল্পী হিসেবে তৈরি করেছে। এই গান শেখার অনুপ্রেরণা ও শিক্ষাগুরু তাঁর মা। মায়ের কাছেই প্রথম গানের পাঠ নেওয়া। সুব্রতর মা দারুন সেতার বাজাতে পারেন। শুধু তাই নয়, তাঁর বাবা যেকোনও তাল তোলেন তবলাতে।

সুব্রত জানিয়েছেন, বাড়িতে প্রথম থেকেই গানের একটা পরিবেশ ছিল। মা গানের রেওয়াজ করতেন। তাঁর গানের শিক্ষাগুরু মা। এরপর সে গিটার শেখে।গিটারে সমস্ত টিউন যে কোনও গানেই অতি সহজে তুলতে পারে সুর। সংসার চালাতে ভরসা সুব্রতর ছোট গিটার তৈরির কারখানা। মাসে যে কটা গিটার বিক্রি হয় তা দিয়েই চলে তিনজনের সংসার। এছাড়াও কয়েকজনকে শেখান গিটার।

চোখ বন্ধ করে শুনুন গান।

রঞ্জন চন্দ